কাসিমপাশা স্পোর্টস ক্লাব

কাসিমপাশা স্পোর কুলুবু (তুর্কি উচ্চারণ: [ˈkasɯmpaʃa], তুর্কি: Kasımpaşa Spor Kulübü; এছাড়াও কাসিমপাশা এসকে অথবা শুধুমাত্র কাসিমপাশা নামে পরিচিত) হচ্ছে ইস্তাম্বুল ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২১ সালের ১৫ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। কাসিমপাশা তাদের সকল হোম ম্যাচ ইস্তাম্বুলের রেজেপ তাইয়িপ এরদোয়ান স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৪,২৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইরফান বুজ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হাসান হিলমি ওকসুজ। তুর্কি গোলরক্ষক রামাজান কোসে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

কাসিমপাশা
পূর্ণ নামকাসিমপাশা স্পোর কুলুবু
ডাকনামআপাচিলার (এ্যাপাচি)
প্রতিষ্ঠিত১৫ জানুয়ারি ১৯২১; ১০৩ বছর আগে (1921-01-15)
আলতিন্তুয় হিসেবে
মাঠরেজেপ তাইয়িপ এরদোয়ান স্টেডিয়াম[]
ধারণক্ষমতা১৪,২৩৪
মালিকতুরগায় চিনার
সভাপতিতুরস্ক হাসান হিলমি ওকসুজ
ম্যানেজারতুরস্ক ইরফান বুজ
লিগসুপার লিগ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, কাসিমপাশা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি টিএফএফ দ্বিতীয় লিগ এবং ৩টি টিএফএফ তৃতীয় লিগ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা

লিগে অংশগ্রহণ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রেজেপ তাইয়িপ এরদোয়ান স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  2. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  3. "কাসিমপাশা: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:কাসিমপাশা স্পোর্টস ক্লাব