২০১৯–২০ সুপার লিগ
২০১৯–২০ সুপার লিগ (স্পন্সরজনিত কারণে স্পোর তোতো সুপার লিগ জেমিল উস্তা মৌসুম হিসেবে পরিচিত) তুর্কি ফুটবলের শীর্ষ স্তর সুপার লিগের ৬২তম মৌসুম।[২]
মৌসুম | ২০১৯–২০ |
---|---|
তারিখ | ১৬ আগস্ট ২০১৯ – ২৬ জুলাই ২০২০[১] |
← ২০১৮–১৯ ২০২০–২১ → |
গালাতাসারায় এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন ছিল। এই মৌসুমে দেনিজলিস্পোর, গেঞ্চলারবিরলিয়ি এবং গাজিয়ান্তেপ ২০১৮–১৯ টিএফএফ প্রথম লিগ হতে যোগদান করেছিল এবং আখিসারস্পোর, এরজুরুম এবং বুরসাস্পোর ২০১৯–২০ টিএফএফ প্রথম লিগে অবনমিত হয়েছিল।
দল
সম্পাদনাস্টেডিয়াম এবং অবস্থান
সম্পাদনা^ গোজতেপে অর্ধ-মৌসুম তাদের হোম ম্যাচগুলো বোরনোভা স্টেডিয়ামে আয়োজন করেছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২০১৯–২০ সুপার লিগ ২০১৯ সালের ১৬ই আগস্ট তারিখে শুরু হবে"। milliyet.com.tr (তুর্কি ভাষায়)। ৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯।
- ↑ "২০১৯–২০ সুপার লিগের তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (তুর্কি) (ইংরেজি)