কাটাখালী থানা
রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা
কাটাখালী বাংলাদেশের রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন।
কাটাখালী | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
কাটাখালী থানা | |
বাংলাদেশে কাটাখালী থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২১′৪২″ উত্তর ৮৮°৪১′২৪″ পূর্ব / ২৪.৩৬১৫৬৮২° উত্তর ৮৮.৬৮৯৯৫৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
শহর | রাজশাহী |
প্রতিষ্ঠাকাল | ১ মার্চ, ২০১৮ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬২০১ |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০১৮ সালের ১ মার্চ কাটাখালী থানা গঠিত হয়।[১]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাকাটাখালী থানার আওতাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[২]
পৌরসভা/ইউনিয়ন | মৌজার নাম | এলাকা/মহল্লার নাম |
---|---|---|
কাটাখালী পৌরসভা | কাপাসিয়া | সর্দারপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, পাহাড়পুর, হাটখোলাপাড়া, তালুকদারপাড়া, ফকিরপাড়া |
সমসাদিপুর | সমসাদিপুর | |
এমাদপুর | এমাদপুর | |
শ্যামপুর | গোয়ালপাড়া, ঠাণ্ডারপাড়া, মোল্লাপাড়া, মৌলভীপাড়া, শ্যামপুর পশ্চিমপাড়া, মধ্যপাড়া | |
বাখরাবাজ | বাখরাবাজ | |
মাসকাটাদীঘি | মাস্টারপাড়া, দেওয়ানপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া | |
৬নং হরিয়ান ইউনিয়ন | মোহনপুর | মোহনপুর |
চর খিদিরপুর | চর খিদিরপুর | |
দিয়াড় খিদিরপুর | দিয়াড় খিদিরপুর | |
দিয়াড় শিবনগর | দিয়াড় শিবনগর | |
হাজরাপুকুর | হাজরাপুকুর | |
কিসমত কুখণ্ডি | কিসমত কুখণ্ডি | |
কুখণ্ডি | সোনারপাড়া, খাঁপাড়া | |
মল্লিকপুকুর | ছোট মল্লিকপুকুর, দহপাড়া | |
রণহাট | রণহাট | |
কালিয়ারপাড়া | জয়পুর | |
নলখোলা | নলখোলা | |
জাগীর | জাগীর | |
হরিয়ান | হরিয়ান | |
রূপসীডাঙ্গা | রূপসীডাঙ্গা | |
চাঁপাপুকুর | চাঁপাপুকুর | |
সুচরণ | মিরপাড়া | |
১নং ইউসুফপুর ইউনিয়ন | বেলঘরিয়া | বেলঘরিয়া পূর্বপাড়া, পশ্চিমপাড়া |
সাহাপুর | কাকৈলকাটি, টাঙ্গন | |
মিরকামারী | দালালপাড়া | |
গুয়াবাসিনা | পাক ইসলামপুর, নওদাপাড়, চৌমুহনী | |
চক কাপাসিয়া | চক কাপাসিয়া |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজশাহী নগর পুলিশের নতুন ৮ থানার কার্যক্রম শুরু ১ মার্চ"। banglanews24.com। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ "রাজশাহী মেট্রোপলিটন পুলিশ"। rmp.gov.bd। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।