কাজী আবু জাফর সিদ্দিকী
কাজী আবু জাফর সিদ্দিকী (১৯৪০ - ১৬ অক্টোবর ২০১২) বাংলাদেশের আবৃত্তি শিল্পী ও সংস্কৃতিকর্মী। তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন। কাজী নজরুল ইসলামের বড় ছেলের নামানুসারে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রবর্তিত কাজী সব্যসাচী পুরস্কার এর প্রথম বিজয়ী সংস্কৃতি ব্যক্তিত্ব[১]
প্রথমিক ও কর্মজীবন
সম্পাদনাজাফল সিদ্দিকীর ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ দশকে পূর্ব পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে সহযোগী পরিচালক হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। আবু জাফর সিদ্দিকী ৪০ বছরেরও বেশি সময় ধরে আবৃত্তি ও সংস্কৃতি পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও শব্দবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মণ্ডলির সদস্য ছিলেন। এর বাইরেও তিনি একাধিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম এবং পরিকল্পনার পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি এ টেলিভিশনের মহাপরিচালক হন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে তিনি পদ থেকে অবসর গ্রহণ করেন।।[২][৩]
পুরস্কার
সম্পাদনাআবৃত্তিচর্চায় অবদানের জন্য ২০১১ সালে তাকে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় কাজী সব্যসাচী পুরস্কারে ভূষিত করে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের আটাশতম আয়োজনে মিডিয়া বিভাগে আজীবন সম্মাননা (২০০৬-২০০৭) প্রদান করা হয়।[৪]
মৃত্যু
সম্পাদনা২০১২ সালের ১৬ অক্টোবর কাজী আবু জাফর সিদ্দিকী মৃত্যুবরণ করেন। তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আবু জাফর সিদ্দিকী আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "বিটিভির সাবেক ডিজি আবৃত্তিকার আবু জাফর সিদ্দিকী আর নেই"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "Kazi Abu Zafar Siddique no more" [আবু জাফর সিদ্দিকী আর নেই]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১২-১০-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮২।
- ↑ "চলে গেলেন কাজী আবু জাফর সিদ্দিকী"। www.prothom-alo.com। ২০১২-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।