কাজী সব্যসাচী

বাংলাদেশী শিল্পী

কাজী সব্যসাচী ( ৯ অক্টোবর ১৯২৮ - ২ মার্চ ১৯৭৯) ছিলেন একজন বাঙালি আবৃত্তিকার। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।[] তার অনুজ কাজী অনিরুদ্ধ ছিলেন খ্যাতনামা গিটারবাদক।

কাজী সব্যসাচী
ছবিতে কাজী সব্যসাচী
জন্ম(১৯২৮-১০-০৯)৯ অক্টোবর ১৯২৮
মৃত্যু২ মার্চ ১৯৭৯(1979-03-02) (বয়স ৫০)
পেশাআবৃত্তিকার
দাম্পত্য সঙ্গীউমা কাজী
সন্তানখিলখিল কাজী (কন্যা),[] মিষ্টি কাজী (কন্যা), বাবুল কাজী (পুত্র)
পিতা-মাতাকাজী নজরুল ইসলাম (পিতা)
প্রমীলা সেনগুপ্ত (মাতা)

বিংশ শতাব্দির ষাট ও সত্তরের দশকে সব্যসাচী আবৃত্তিকার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৬৬ সালে তিনি বিদ্রোহী কবিতাটি, কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, প্রথমবারের মত রেকর্ড করেন। তার আবৃত্তির উল্লেখযোগ্য অন্যান্য কবিতা হল:

  • আমার কৈফিয়ৎ
  • ছন্নছাড়া
  • যদি বাঁশি আর না বাজে

অনিরুদ্ধ দীর্ঘকাল আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্র নৃত্যনাট্যের রেকর্ডে তিনি ধারাভাষ্য দিয়েছেন।[]

উত্তরাধিকার

সম্পাদনা

২০১৬ সালে সব্যসাচী স্মরণে তার পরিবার “কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার” চালু করে।[] প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারত-এর দুইজন আবৃত্তিকারকে প্রদান করা হয়ে থাকে।

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার

সম্পাদনা

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার হল কাজী সব্যসাচীর স্মরণে প্রবর্তিত একটি সাহিত্য পুরস্কার যা ২০১৬ সাল থেকে প্রতিবছর প্রদান করা হয়। এই পুরস্কারটি কাজী সব্যসাচীর পরিবার কর্তৃক প্রদান করা হয়।[][]

প্রতি বছর বাংলাদেশভারত থেকে দু'জন আবৃত্তিকারকে এক লক্ষ করে টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।[][]

এপর্যন্ত ২০১৬ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কাজী আরিফকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আইজিসিসি'তে খিলখিল কাজী'র আবৃত্তি ও সঙ্গীতসন্ধ্যা"দৈনিক ইত্তেফাক 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৭৬৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. "ঢাকায় কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার নেবেন সৌমিত্র"মানবজমিন। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 
  4. প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২৮)। "কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  5. "প্রথমবারের মত 'কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার ২০১৬'"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  6. জনকণ্ঠ, দৈনিক। "কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮