কলেজ ট্রেন
কলেজ ট্রেন বাংলাদেশ রেলওয়ের একটি লোকাল ট্রেন। ট্রেনটি বগুড়া জেলার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে বগুড়া শহর হয়ে গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।
কলেজ ট্রেন | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | লোকাল ট্রেন |
স্থান | বগুড়া ও গাইবান্ধা জেলা বাংলাদেশ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৪ টি |
শেষ | বোনারপাড়া রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৮৫ কিঃমিঃ |
যাত্রার গড় সময় | ৩ ঘন্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪৯১/৪৯২ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শোভন |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার | ২৩/২৪ সিরিজ লোকোমোটিভ ও মিটারগেজ মেইল কোচ |
ট্র্যাক গেজ | মিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ
সম্পাদনাএই ট্রেনটি বগুড়া ও গাইবান্ধা জেলার ভিতরে রেল পরিষেবা প্রদান করে থাকে। স্বল্প ভাড়ায় এই ট্রেনে স্থানীয় মানুষজন যাতায়াত করে থাকে।
যাত্রাবিরতি
সম্পাদনাউক্ত ট্রেনটি লোকাল ট্রেন হওয়ায় যাত্রা পথে সকল স্টেশনেই যাত্রাবিরতি করে থাকে। তা হলো -
- আদমদিঘী রেলওয়ে স্টেশন
- নসরতপুর রেলওয়ে স্টেশন
- আলতাফনগর রেলওয়ে স্টেশন
- তালোড়া রেলওয়ে স্টেশন
- পাঁচপীর মাজার রেলওয়ে স্টেশন
- কাহালু রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
- গাবতলী রেলওয়ে স্টেশন
- সুখানপুকুর রেলওয়ে স্টেশন
- সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন
- ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন
- সোনাতলা রেলওয়ে স্টেশন
- শালমারা হল্ট রেলওয়ে স্টেশন
- মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
সময়সূচী
সম্পাদনাকলেজ ট্রেনের সময়সূচি নিচে উল্লেখ করা হয়েছে -
নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
---|---|---|---|---|
৪৯২ | বোনারপাড়া | সকাল ০৭:০০ | সান্তাহার | সকাল ১০:১৫ |
৪৯১ | সান্তাহার | সন্ধ্যা ৬:৪০ | বোনারপাড়া | রাত ৯:৫০ |