কলকাতা পৌরসংস্থা নির্বাচন, ২০২১

কলকাতা পৌরসংস্থা নির্বাচন, ২০২১ আয়োজিত হয় ২০২১ সালের ১৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার স্বায়ত্ত্বশাসন সংস্থা কলকাতা পৌরসংস্থার ১৪৪ জন সদস্যকে নির্বাচিত করার জন্য।[] এই নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ছিল ৪০,৪৮,৩৫৭ জন।[][] ২১ ডিসেম্বর তারিখে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়।[১০] সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বোর্ড গঠন করে এবং কলকাতার মহানাগরিক নির্বাচিত হন ফিরহাদ হাকিম। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৩টি আসনে, বামফ্রন্ট ২টি আসনে (সিপিআইসিপিআই(এম) ১টি করে আসনে), ভারতীয় জাতীয় কংগ্রেস ২টি আসনে এবং নির্দল প্রার্থীরা ৩টি আসনে জয়লাভ করেন।

কলকাতা পৌরসংস্থা নির্বাচন, ২০২১

← ২০১৫ ১৯ ডিসেম্বর ২০২১ (2021-12-19) ২০২৬ →

কলকাতা পৌরসংস্থার সকল ১৪৪টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৭৩টি আসন
ভোটের হার৬৪.৬৪% (হ্রাস ৩.৯২%)[][]
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
দল তৃণমূল বিজেপি সিপিআই(এম)
জোট বামফ্রন্ট
গত নির্বাচন ১১৪টি আসন ৭টি আসন ১০টি আসন[]
আসন লাভ ১৩৪ []
আসন পরিবর্তন বৃদ্ধি ২০ হ্রাস হ্রাস
জনপ্রিয় ভোট ১,৮৮৭,৪৪২ ২৪১,০৫৩ ২৫২,৬১০
শতকরা ৭২.১৩%[] ৯.২১% ৯.৬৫%

  চতুর্থ দল পঞ্চম দল ষষ্ঠ দল
 
দল কংগ্রেস সিপিআই নির্দল
জোট বামফ্রন্ট
গত নির্বাচন ৫টি আসন ২টি আসন ৩টি আসন
আসন লাভ
আসন পরিবর্তন হ্রাস হ্রাস অপরিবর্তিত
জনপ্রিয় ভোট ১০৭,৭৬৩ ২৬,৭৬৩ ৬৩,৫০১
শতকরা ৪.১২% ১.০২% ২.৪৩%

কলকাতা পৌরসংস্থার বিজিত আসন

নির্বাচনের পূর্বে মহানাগরিক

ফিরহাদ হাকিম
তৃণমূল

নির্বাচিত মহানাগরিক

ফিরহাদ হাকিম[]
তৃণমূল

নির্বাচন সূচি

সম্পাদনা
নির্ঘণ্ট তারিখ
বিজ্ঞপ্তি জারি[১১][১২][১৩] ২৫ নভেম্বর, ২০২১
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, ২০২১
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ[১৪] ১৮ ডিসেম্বর, ২০২১
নির্বাচন[১৫] ১৯ ডিসেম্বর, ২০২১
ভোট গণনা[১৬] ২১ ডিসেম্বর, ২০২১

ভোটদাতাদের পরিসংখ্যান

সম্পাদনা

এই নির্বাচনে মোট যোগ্য ভোটদাতার সংখ্যা ছিল ৪,০৪৮,৩৫৭। এর মধ্যে ১৯ ডিসেম্বর ২,৬১১,৩১২ জন (মোট ভোটারের ৬৪.৫০ শতাংশ) ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১,৪২৫,৫৬৮ জন ছিলনে পুরুষ, ১,১৮৫,৭২৩ জন মহিলা এবং ২১ জন নথিভুক্ত ভোটার ছিলেন তৃতীয় লিঙ্গের[]

রাজনৈতিক দল ও জোট

সম্পাদনা

এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলি হল:[][১৭]

রাজনৈতিক দল প্রতীক জোট প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সংখ্যা
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (তৃণমূল)   কোনওটি নয় ১৪৪
বহুজন সমাজ পার্টি (বিএসপি)  
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)   ১৪২
ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস)   ১২১
ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি)  
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)  
সারা ভারত ফরওয়ার্ড ব্লক (ফব)   বামফ্রন্ট ১১
ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)   ১৩
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম))   ৯৬
বিপ্লবী সমাজতন্ত্রী দল (আরএসপি)  
নির্দল কোনওটি নয়
অন্যান্য[] ২৯

প্রার্থীতালিকা

সম্পাদনা
# কেন্দ্র দল প্রার্থী দল প্রার্থী দল প্রার্থী দল প্রার্থী
১ নং বরো
ওয়ার্ড ১ তৃণমূল কার্তিকচন্দ্র মান্না সিপিআইএম পল্লব মুখোপাধ্যায় বিজেপি আশিস কুমার ত্রিবেদী কংগ্রেস সাফিকুল খাদিম
ওয়ার্ড ২ তৃণমূল ড. কাকলি সেন সিপিআইএম দেবলীনা সরকার বিজেপি রাজেন্দ্র প্রতাপ সাউ কংগ্রেস রথীন্দ্রনাথ পাল
ওয়ার্ড ৩ তৃণমূল দেবিকা চক্রবর্তী সিপিআইএম নমিতা দাস বিজেপি অনিমা সিং কংগ্রেস সুচিত্রা বসু
ওয়ার্ড ৪ তৃণমূল গৌতম হালদার সিপিআইএম কানাইলাল পোদ্দার বিজেপি সব্যসাচী চক্রবর্তী কংগ্রেস বীরেশ চক্রবর্তী
ওয়ার্ড ৫ তৃণমূল তরুণ সাহা সিপিআইএম রমেশ পাণ্ডে বিজেপি শ্রীরাম যাদব কংগ্রেস রাম কুমার ঝা
ওয়ার্ড ৬ তৃণমূল সুমন সিং সিপিআই সাগিনা বেগম বিজেপি প্রমীলা সিং কংগ্রেস প্রীতি সাউ
ওয়ার্ড ৭ তৃণমূল বাপি ঘোষ সিপিআইএম তাপস কুণ্ডু বিজেপি ব্রজেশ ঝা কংগ্রেস মলয় মুখোপাধ্যায়
ওয়ার্ড ৮ তৃণমূল পূজা পাঁজা সিপিআইএম মাধব বসু বিজেপি মনোজ কুমার কংগ্রেস তপন শীল
ওয়ার্ড ৯ তৃণমূল মিতালি সাহা সিপিআইএম দীপিকা ভট্টাচার্য বিজেপি রুবি বন্দ্যোপাধ্যায় কংগ্রেস পিঙ্কি সাউ
২ নং বরো
১০ ওয়ার্ড ১০ তৃণমূল সুব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআই করুণা সেনগুপ্ত বিজেপি ঈশ্বরদয়াল সাউ কংগ্রেস প্রতাপ সেন
১১ ওয়ার্ড ১১ তৃণমূল অতীন ঘোষ ফব প্রদ্যোৎ নাথ বিজেপি মানস সেন চৌধুরী কংগ্রেস সুমন্ত সেন
১২ ওয়ার্ড ১২ তৃণমূল মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সিপিআই পূবালি দেব বিজেপি তনুশ্রী রায় কংগ্রেস অণিমা ঘোষ
৩ নং বরো
১৩ ওয়ার্ড ১৩ তৃণমূল অনিন্দ্য কিশোর রাউত সিপিআইএম বিরতি দত্ত বিজেপি কুণাল ভট্টাচার্য কংগ্রেস তরুণকান্তি শীল
১৪ ওয়ার্ড ১৪ তৃণমূল অমল চক্রবর্তী আরএসপি স্বপন ঘোষ বিজেপি দেবরাজ সাহা কংগ্রেস পলাশকুমারী সাহা
২ নং বরো
১৫ ওয়ার্ড ১৫ তৃণমূল শুক্লা ভোঁড় আরএসপি দীপা সাহা বিজেপি অনিতা দাস কংগ্রেস রুমা হালদার
১৬ ওয়ার্ড ১৬ তৃণমূল স্বপনকুমার দাস সিপিআইএম সুজিত দেব বিজেপি শরদ কুমার সিং কংগ্রেস রবি সাহা
১৭ ওয়ার্ড ১৭ তৃণমূল মোহনকুমার গুপ্ত সিপিআইএম মতিলাল ঘোষ বিজেপি পারমিতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মৌমিতা কালী
১৮ ওয়ার্ড ১৮ তৃণমূল সুনন্দা সরকার সিপিআইএম শ্রাবণী চক্রবর্তী বিজেপি অনুরাধা সিং কংগ্রেস অমৃতা রায়
১৯ ওয়ার্ড ১৯ তৃণমূল শিখা সাহা সিপিআইএম রুমা ভট্টাচার্য বিজেপি দেবাশিস শীল কংগ্রেস চন্দ্রশেখর রায়
২০ ওয়ার্ড ২০ তৃণমূল বিজয় উপাধ্যায় সিপিআইএম অজিত কুমার চৌধুরী বিজেপি ইন্দ্র জওহর কংগ্রেস রাঘবেন্দ্র চতুর্বেদী
৪ নং বরো
২১ ওয়ার্ড ২১ তৃণমূল মীরা হাজরা সিপিআইএম সুজাতা সাহা বিজেপি পূর্ণিমা চক্রবর্তী কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
২২ ওয়ার্ড ২২ তৃণমূল শ্যামপ্রকাশ পুরোহিত বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি মীনা দেবী পুরোহিত কংগ্রেস নাগেশ সিং
২৩ ওয়ার্ড ২৩ তৃণমূল স্বর্ণকমল আগরওয়াল সিপিআইএম ধীরেন্দ্রকুমার পান্ডে বিজেপি বিজয় ওঝা কংগ্রেস উত্তমকুমার সরকার
২৪ ওয়ার্ড ২৪ তৃণমূল ইলোরা সাহা ফব মঞ্জু মোহতা বিজেপি কামিনী তিওয়ারি কংগ্রেস স্বপ্না গুপ্ত
২৫ ওয়ার্ড ২৫ তৃণমূল রাজেশ কুমার সিনহা ফব নরেশ প্রসাদ পোদ্দার বিজেপি সুনীল হর্ষ কংগ্রেস বিক্রম সিংহ
২৬ ওয়ার্ড ২৬ তৃণমূল তারকনাথ চট্টোপাধ্যায় সিপিআইএম তাপস প্রামাণিক বিজেপি শশী গোন্দ কংগ্রেস অমর সিং
২৭ ওয়ার্ড ২৭ তৃণমূল মীনাক্ষী গুপ্ত সিপিআই পাপিয়া গঙ্গোপাধ্যায় বিজেপি মঞ্জু জয়সওয়াল কংগ্রেস তন্ময়া মুখোপাধ্যায়
২৮ ওয়ার্ড ২৮ তৃণমূল অয়ন চক্রবর্তী সিপিআইএম এজাজ আহমেদ বিজেপি অমিয়া হাজরা কংগ্রেস শাহিনা জাভেদ
৩ নং বরো
২৯ ওয়ার্ড ২৯ তৃণমূল ইকবাল আহমেদ ফব মহম্মদ শাহিদ বিজেপি মহম্মদ মুখতার কংগ্রেস প্রকাশ কুমার উপাধ্যায়
৩০ ওয়ার্ড ৩০ তৃণমূল পাপিয়া ঘোষ (বিশ্বাস) সিপিআইএম শাশ্বতী দাশগুপ্ত বিজেপি মনজিন্দর কৌর কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৩১ ওয়ার্ড ৩১ তৃণমূল পরেশ পাল আরসিপিআই তরুণ বসু বিজেপি শ্রীনারায়ণ চৌধুরী কংগ্রেস চাঁদ বাসু আনসারি
৩২ ওয়ার্ড ৩২ তৃণমূল শান্তিরঞ্জন কুণ্ডু সিপিআইএম জয়দীপ ভট্টাচার্য বিজেপি রুবি সান্যাল কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৩৩ ওয়ার্ড ৩৩ তৃণমূল চিনু বিশ্বাস সিপিআইএম মনীষা বিশ্বাস বিজেপি রীতা দেবনাথ (মণ্ডল) কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৩৪ ওয়ার্ড ৩৪ তৃণমূল অলকানন্দা দাস ফব নমিতা বসু বিজেপি মালতী পাঁজা কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৩৫ ওয়ার্ড ৩৫ তৃণমূল আশুতোষ দাস সিপিআইএম সমীর চক্রবর্তী বিজেপি গিরিশ কুমার শুক্ল কংগ্রেস মহম্মদ ওয়াইস
৫ নং বরো
৩৬ ওয়ার্ড ৩৬ তৃণমূল শচীন কুমার সিংহ সিপিআই মৌসুমী ঘোষ বিজেপি রবি কান্ত সিং কংগ্রেস নন্দন ঘোষ
৩৭ ওয়ার্ড ৩৭ তৃণমূল সোমা চৌধুরী সিপিআইএম মিঠু দাস বিজেপি শিখা মৌসুমী কংগ্রেস আরফিন বেগম
৪ নং বরো
৩৮ ওয়ার্ড ৩৮ তৃণমূল সাধনা বসু সিপিআইএম প্রশান্ত দে বিজেপি রমেশ ঠাকুর জয়সওয়াল কংগ্রেস পুনম চৌধুরী
৩৯ ওয়ার্ড ৩৯ তৃণমূল মহম্মদ জসিমুদ্দিন ফব শুভঙ্কর রায় বিজেপি মহম্মদ জাহাঙ্গির কংগ্রেস আলি হুসেইন
৫ নং বরো
৪০ ওয়ার্ড ৪০ তৃণমূল সুপর্ণা দত্ত আরএসপি কাবেরী ভট্টাচার্য বিজেপি শেফালি শর্মা কংগ্রেস আশা মহান্তি
৪১ ওয়ার্ড ৪১ তৃণমূল রীতা চৌধুরী সিপিআইএম নেহাল আহমেদ কাইসার বিজেপি রাজীব কুমার সিনহা কংগ্রেস জ্বালা প্রতাপ সিং
৪২ ওয়ার্ড ৪২ তৃণমূল মহেশ কুমার শর্মা সিপিআই প্রদীপ কুমার সিং বিজেপি সুনীতা ঝাওয়ার কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৪৩ ওয়ার্ড ৪৩ তৃণমূল প্রবীণ সেনগুপ্ত বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি চন্দ খারওয়ার কংগ্রেস শাহনাজ পারভিন
৪৪ ওয়ার্ড ৪৪ তৃণমূল রেহানা খাতুন সিপিআইএম এস. এম. শাহিদ কাশিমুদ্দিন বিজেপি মুকেশ কুমার সিং কংগ্রেস মহম্মদ জাইদ আনোয়ার
৪৫ ওয়ার্ড ৪৫ তৃণমূল শক্তিপ্রতাপ সিং বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি কুশল পান্ডে কংগ্রেস সন্তোষ কুমার পাঠক
৬ নং বরো
৪৬ ওয়ার্ড ৪৬ তৃণমূল প্রিয়াঙ্কা সাহা সিপিআইএম অনুষা আকবর বিজেপি পিঙ্কি শংকর কংগ্রেস ওয়াহিদা খাতুন
৪৭ ওয়ার্ড ৪৭ তৃণমূল বিমল সিংহ বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি চিত্রা পাল কংগ্রেস মহম্মদ আলি
৫ নং বরো
৪৮ ওয়ার্ড ৪৮ তৃণমূল বিশ্বরূপ দে সিপিআইএম অন্বেষা দাস বিজেপি চিত্তরঞ্জন মান্না কংগ্রেস আশিষ চট্টোপাধ্যায়
৪৯ ওয়ার্ড ৪৯ তৃণমূল মোনালিসা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম উপনীতা পান্ডে বিজেপি রাজলক্ষ্মী বিশ্বাস কংগ্রেস আমনা খানম
৫০ ওয়ার্ড ৫০ তৃণমূল মৌসুমী দে বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি সজল ঘোষ কংগ্রেস মানস সরকার
৬ নং বরো
৫১ ওয়ার্ড ৫১ তৃণমূল ইন্দ্রনীল কুমার আরএসপি সুনেত্রা ওঝা বিজেপি সঞ্জীব গুঁই কংগ্রেস রবীন্দ্র সিং
৫২ ওয়ার্ড ৫২ তৃণমূল সোহিনী মুখোপাধ্যায় ফব রুখসানা বেগম বিজেপি কামিনী সামতানি কংগ্রেস অপর্ণা সাহা
৫৩ ওয়ার্ড ৫৩ তৃণমূল ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি গৌতম দাশগুপ্ত কংগ্রেস আকবর হোসেন
৫৪ ওয়ার্ড ৫৪ তৃণমূল আমিরুদ্দিন সিপিআইএম জাহাঙ্গির মণ্ডল বিজেপি দেবাশিস দত্ত কংগ্রেস ইউসুফ আব্দুল ওয়াহিদ
৫৫ ওয়ার্ড ৫৫ তৃণমূল সবিতারানি দাস সিপিআইএম চৈতালি ভৌমিক নায়ার বিজেপি অমৃতা ঘোষ কংগ্রেস ডরোথি দেওয়ান
৭ নং বরো
৫৬ ওয়ার্ড ৫৬ তৃণমূল স্বপন সমাদ্দার সিপিআইএম জয়শ্রী দেবনন্দী বিজেপি তপন সামন্ত কংগ্রেস সামির আলম
৫৭ ওয়ার্ড ৫৭ তৃণমূল জীবন সাহা সিপিআইএম দিলীপ পোদ্দার বিজেপি মিলন দেরে কংগ্রেস আফরোজ আলম
৫৮ ওয়ার্ড ৫৮ তৃণমূল সন্দীপন সাহা বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি চন্দন দাস কংগ্রেস সদানন্দ শ
৫৯ ওয়ার্ড ৫৯ তৃণমূল জলি বসু সিপিআইএম রমা কর বসু বিজেপি ঐশী মাঝি কংগ্রেস ফতেমা অঞ্জুম
৬ নং বরো
৬০ ওয়ার্ড ৬০ তৃণমূল কাইসার জামিল সিপিআইএম মনজর আহসান বিজেপি রমেশ কুমার সিং কংগ্রেস নাদিম মহম্মদ
৬১ ওয়ার্ড ৬১ তৃণমূল মনজর ইকবাল বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি হরিনারায়ণ তিওয়ারি কংগ্রেস সাজিদ ইসমাইল
৬২ ওয়ার্ড ৬২ তৃণমূল সানা আহমেদ বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি সাহিনা খাতুন কংগ্রেস তারান্নুম জাহান
৭ নং বরো
৬৩ ওয়ার্ড ৬৩ তৃণমূল সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায় সিপিআইএম মহম্মদ সেরাজ খান বিজেপি নবীন কুমার মিশ্র কংগ্রেস ফ্রান্সিস গণপত
৬৪ ওয়ার্ড ৬৪ তৃণমূল সাম্মি জাহান বেগম সিপিআই মহম্মদ আদম জাওয়েদ বিজেপি দীপঙ্কর সাহা কংগ্রেস জাহিদ হোসেইন
৬৫ ওয়ার্ড ৬৫ তৃণমূল নিবেদিতা শর্মা আরএসপি অনুলেখা সিনহা বিজেপি কাবেরী সেনগুপ্ত মোহান্তি কংগ্রেস অনীষা আখতার
৬৬ ওয়ার্ড ৬৬ তৃণমূল আহমেদ ফৈজ খান সিপিআইএম শাকিব আখতার বিজেপি অভিষেক সেন কংগ্রেস সৈয়দ মহম্মদ আহসান
৬৭ ওয়ার্ড ৬৭ তৃণমূল বিজনলাল মুখোপাধ্যায় সিপিআইএম দীপু দাস বিজেপি সন্দীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
৭ নং বরো
৬৮ ওয়ার্ড ৬৮ তৃণমূল সুদর্শনা মুখোপাধ্যায় সিপিআইএম ডরোথি মজুমদার ঘোষাল বিজেপি পিঙ্কি ঘোষ কংগ্রেস মৌমিতা মুখোপাধ্যায়
৬৯ ওয়ার্ড ৬৯ তৃণমূল দিলীপ বসু সিপিআইএম গোপাল হাজরা বিজেপি কৌশল প্রসাদ মিশ্র কংগ্রেস বিশ্বজিৎ ঘোষ
৭০ ওয়ার্ড ৭০ তৃণমূল অসীম কুমার বসু সিপিআইএম বরুণ দাস বিজেপি ভীম সিং বর্মা কংগ্রেস দেবশুভ্রা মজুমদার
৯ নং বরো
৭১ ওয়ার্ড ৭১ তৃণমূল পাপিয়া সিংহ সিপিআইএম কেকা মিত্র বিজেপি প্রতিমা ঘোষ কংগ্রেস সুপ্রিয়া দাস
৭ নং বরো
৭২ ওয়ার্ড ৭২ তৃণমূল সন্দীপ রঞ্জন বক্সী সিপিআইএম প্রকাশ ভট্টাচার্য বিজেপি রুমা নন্দন কংগ্রেস প্রসেনজিৎ সেন
৯ নং বরো
৭৩ ওয়ার্ড ৭৩ তৃণমূল কাজরী বন্দ্যোপাধ্যায় সিপিআইএম মধুমিতা দাস বিজেপি ইন্দ্রজিৎ খাটিক কংগ্রেস প্রবীর কুমার পাল
৭৪ ওয়ার্ড ৭৪ তৃণমূল দেবলীনা বিশ্বাস ফব দীপা চক্রবর্তী বিজেপি পারমিতা দত্ত কংগ্রেস সমর্থন করেছে ফব-কে
৭৫ ওয়ার্ড ৭৫ তৃণমূল নেজামুদ্দিন শামস সিপিআইএম ফৈয়াজ আহমেদ খান বিজেপি মহেশ রাম কংগ্রেস মহম্মদ আকিল
৭৬ ওয়ার্ড ৭৬ তৃণমূল ষষ্ঠী দাস সিপিআইএম শাকিল আখতার বিজেপি সজল কর কংগ্রেস সৌমেন পাল
৭৭ ওয়ার্ড ৭৭ তৃণমূল শামিমা রেহান খান ফব সাজদা পারভিন বিজেপি গোপা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সৈয়দা বানু
৭৮ ওয়ার্ড ৭৮ তৃণমূল সোমা দাস ফব জ্যোতি দাস বিজেপি বীণা কানোজিয়া কংগ্রেস গুঞ্জা মল্লিক
৭৯ ওয়ার্ড ৭৯ তৃণমূল রাম প্যারে রাম মাফব শ্যামলকান্তি মিত্র বিজেপি জিতেন্দ্র ত্রিবেদী কংগ্রেস আকিব গুলজার
৮০ ওয়ার্ড ৮০ তৃণমূল মহম্মদ আনোয়ার খান বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি এরশাদ আহমেদ সাঁই কংগ্রেস সুরেন্দ্র কুমার সিং
১০ নং বরো
৮১ ওয়ার্ড ৮১ তৃণমূল জুঁই বিশ্বাস সিপিআইএম রিঙ্কু দে বিজেপি দিতয়া করা কংগ্রেস অনিন্দিতা পাল
৯ নং বরো
৮২ ওয়ার্ড ৮২ তৃণমূল ফিরহাদ হাকিম সিপিআই পারমিতা দাশগুপ্ত বিজেপি প্রতাপ শংকর কংগ্রেস সমর্থন করেছে সিপিআই-কে
৮ নং বরো
৮৩ ওয়ার্ড ৮৩ তৃণমূল প্রবীর কুমার মুখোপাধ্যায় সিপিআইএম অর্ক রঞ্জন ভট্টাচার্য বিজেপি গৌরাঙ্গ সরকার কংগ্রেস রাজীব পাল
৮৪ ওয়ার্ড ৮৪ তৃণমূল পারমিতা চট্টোপাধ্যায় সিপিআইএম বীথিকা নাথ বিজেপি তমসা চট্টোপাধ্যায় কংগ্রেস রুমা মুখোপাধ্যায়
৮৫ ওয়ার্ড ৮৫ তৃণমূল দেবাশিষ কুমার সিপিআইএম গোবিন্দ নস্কর বিজেপি রুবি মুখোপাধ্যায় কংগ্রেস জয়দেব ভৌমিক
৮৬ ওয়ার্ড ৮৬ তৃণমূল সৌরভ বসু বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি রাজর্ষি লাহিড়ী কংগ্রেস দ্বারকা কুমার ঘোষ
৮৭ ওয়ার্ড ৮৭ তৃণমূল মণীষা বসু আরসিপিআই দ্যুতিশ্রী দাস সোম বিজেপি অনুশ্রী চট্টোপাধ্যায় কংগ্রেস কালীনারায়ণ মুখোপাধ্যায়
৮৮ ওয়ার্ড ৮৮ তৃণমূল মালা রায় সিপিআইএম কার্তিক মণ্ডল বিজেপি সমীর শীল কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১০ নং বরো
৮৯ ওয়ার্ড ৮৯ তৃণমূল মমতা মজুমদার সিপিআই সলিল চৌধুরী বিজেপি শান্তনু ভট্টাচার্য কংগ্রেস কার্তিক দাস
৮ নং বরো
৯০ ওয়ার্ড ৯০ তৃণমূল চৈতালি চট্টোপাধ্যায় সিপিআই প্রমিতা রায়চৌধুরী বিজেপি মৌসুমী ভট্টাচার্য কংগ্রেস অদিতি চট্টোপাধ্যায়
১০ নং বরো
৯১ ওয়ার্ড ৯১ তৃণমূল বৈশ্বানর চট্টোপাধ্যায় সিপিআইএম সুরজিৎ সেনগুপ্ত বিজেপি দিলীপ কুমার মিত্র কংগ্রেস সমীর সাহা
৯২ ওয়ার্ড ৯২ তৃণমূল অভিষেক মুখোপাধ্যায় সিপিআই মধুছন্দা দেব বিজেপি সুমন দাস কংগ্রেস মানস কুমার ভদ্র
৯৩ ওয়ার্ড ৯৩ তৃণমূল মৌসুমী দাস সিপিআইএম গোপা রায়চৌধুরী বিজেপি সুমিতা দাশগুপ্ত কংগ্রেস শম্পা ঘোষ
৯৪ ওয়ার্ড ৯৪ তৃণমূল সন্দীপ নন্দী মজুমদার আরএসপি বুলারানি শীল বিজেপি প্রদীপ্ত অর্জুন কংগ্রেস রাহুল সরকার
৯৫ ওয়ার্ড ৯৫ তৃণমূল তপন দাশগুপ্ত সিপিআইএম অন্বেষা ভৌমিক বিজেপি রাজীব সাহা কংগ্রেস শান্তনু গুহঠাকুরতা
৯৬ ওয়ার্ড ৯৬ তৃণমূল বসুন্ধরা গোস্বামী সিপিআইএম দীপালি গোস্বামী বিজেপি সন্দীপ্তা সিংহরায় কংগ্রেস সঞ্চয়িতা সিংহরায়
৯৭ ওয়ার্ড ৯৭ তৃণমূল দেবব্রত মজুমদার সিপিআইএম সুশান্ত পাল বিজেপি সোমা ঘোষ দত্ত কংগ্রেস প্রহ্লাদ চক্রবর্তী
৯৮ ওয়ার্ড ৯৮ তৃণমূল অরূপ চক্রবর্তী সিপিআইএম মৃত্যুঞ্জয় চক্রবর্তী বিজেপি চন্দন কুমার সাহা কংগ্রেস স্বপন বসু
৯৯ ওয়ার্ড ৯৯ তৃণমূল মিতালি বন্দ্যোপাধ্যায় আরএসপি শিখা মুখোপাধ্যায় বিজেপি তানিয়া দাস কংগ্রেস মুনমুন দাস
১০০ ওয়ার্ড ১০০ তৃণমূল প্রসেনজিৎ দাস সিপিআইএম মীরা ঘোষ বিজেপি সঞ্জয় দাস কংগ্রেস শাহজাহান দেওআন
১২ নং বরো
১০১ ওয়ার্ড ১০১ তৃণমূল বাপ্পাদিত্য দাশগুপ্ত সিপিআইএম অতনু চট্টোপাধ্যায় বিজেপি সন্তোষ মিত্র কংগ্রেস অমর ভট্টাচার্য
১০২ ওয়ার্ড ১০২ তৃণমূল সীমা ঘোষ সিপিআইএম ভাস্বতী গঙ্গোপাধ্যায় বিজেপি ইন্দ্র গঙ্গোপাধ্যায় কংগ্রেস তাপসী কর্মকার
১১ নং বরো
১০৩ ওয়ার্ড ১০৩ তৃণমূল সুকুমার দাস সিপিআইএম নন্দিতা রায় বিজেপি সন্দীপ বাগচী কংগ্রেস দেবজ্যোতি দাস
১০৪ ওয়ার্ড ১০৪ তৃণমূল তারকেশ্বর চক্রবর্তী আরএসপি ধীরাজ কুমার গঙ্গোপাধ্যায় বিজেপি স্বরূপা মুখোপাধ্যায় কংগ্রেস প্রদীপ মিত্র
১২ নং ওয়ার্ড
১০৫ ওয়ার্ড ১০৫ তৃণমূল সুশীলা দত্ত সিপিআইএম নমিতা দত্ত বিজেপি তমালি রায় কংগ্রেস শ্রাবন্তী ভট্টাচার্য
১০৬ ওয়ার্ড ১০৬ তৃণমূল অরিজিৎ দাস ঠাকুর সিপিআইএম দীপংকর মণ্ডল বিজেপি ইন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস তাপসী কর্মকার
আরএসপি অলোক ভট্টাচার্য
১০৭ ওয়ার্ড ১০৭ তৃণমূল লিপিকা মান্না সিপিআইএম গৌতম রায় বিজেপি সোমনাথ দাস কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১০৮ ওয়ার্ড ১০৮ তৃণমূল সুশান্ত কুমার ঘোষ সিপিআইএম তপন মল্লিক বিজেপি মেঘনাদ হালদার কংগ্রেস সঞ্জয় মজুমদার
১০৯ ওয়ার্ড ১০৯ তৃণমূল অনন্যা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম শিখা পূজারি বিজেপি বিউটি রায় হালদার কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১১ নং বরো
১১০ ওয়ার্ড ১১০ তৃণমূল স্বরাজ কুমার মণ্ডল সিপিআইএম তনুশ্রী মণ্ডল বিজেপি নিতাই মণ্ডল কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১১১ ওয়ার্ড ১১১ তৃণমূল সন্দীপ দাস সিপিআইএম চয়ন ভট্টাচার্য বিজেপি পারিজাত চন্দ কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১১২ ওয়ার্ড ১১২ তৃণমূল গোপাল রায় ফব সুব্রত কুমার দে বিজেপি দেবজ্যোতি মজুমদার কংগ্রেস নারায়ণ বিশ্বাস
১১৩ ওয়ার্ড ১১৩ তৃণমূল অনিতা কর মজুমদার শীল সিপিআইএম অজন্তা দাস বিজেপি রুবি দাস কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১১৪ ওয়ার্ড ১১৪ তৃণমূল বিশ্বজিৎ মণ্ডল সিপিআইএম মোহিত কুমার ভট্টাচার্য বিজেপি পার্থ পাল কংগ্রেস সুভাষচন্দ্র বসু
১৩ নং বরো
১১৫ ওয়ার্ড ১১৫ তৃণমূল রত্না শূর সিপিআইএম শুভংকর বাগচী বিজেপি তাপস ধাড়া কংগ্রেস গুরুদাস পাল
১১৬ ওয়ার্ড ১১৬ তৃণমূল কৃষ্ণা সিংহ সিপিআইএম চিত্রা পতিত বিজেপি স্বপ্না বন্দ্যোপাধ্যায় কংগ্রেস শর্মিষ্ঠা সাহা
১১৭ ওয়ার্ড ১১৭ তৃণমূল অমিত সিংহ সিপিআইএম সঞ্জয় খান বিজেপি কল্যাণী দাশগুপ্ত কংগ্রেস সঞ্জিত দে
১১৮ ওয়ার্ড ১১৮ তৃণমূল তারক সিংহ সিপিআইএম সুজয় অধিকারী বিজেপি দীপংকর বণিক কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১১৯ ওয়ার্ড ১১৯ তৃণমূল কাকলী বাগ বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি রাখি চট্টোপাধ্যায় কংগ্রেস দীপা বাগদী
১২০ ওয়ার্ড ১২০ তৃণমূল সুশান্ত ঘোষ সিপিআইএম গৌতম অধিকারী বিজেপি উজ্জ্ব্ল বড়াল কংগ্রেস বিশ্বজিৎ দাস
১৪ নং বরো
১২১ ওয়ার্ড ১২১ তৃণমূল রূপক গঙ্গোপাধ্যায় সিপিআইএম আশিস মণ্ডল বিজেপি চন্দ্র ভান সিং কংগ্রেস কৌস্তভ ভট্টাচার্য
১৩ নং বরো
১২২ ওয়ার্ড ১২২ তৃণমূল সোমা চক্রবর্তী সিপিআইএম মঞ্জু কর বিজেপি সঙ্গীতা নাথ দে কংগ্রেস মানসী দাস নস্কর
১৬ নং বরো
১২৩ ওয়ার্ড ১২৩ তৃণমূল সুদীপ পোল্লে সিপিআইএম প্রসেনজিৎ ঘোষ বিজেপি শর্মিষ্ঠা ভট্টাচার্য কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১২৪ ওয়ার্ড ১২৪ তৃণমূল রাজীব কুমার দাস সিপিআইএম অরিজিৎ সিনহা বিজেপি শংকর শিকদার কংগ্রেস প্রবীর সরকার
১২৫ ওয়ার্ড ১২৫ তৃণমূল ছন্দা সরকার সিপিআইএম প্রিয়া রায় বিজেপি ডালিয়া চক্রবর্তী কংগ্রেস কাজল বিশ্বাস
১২৬ ওয়ার্ড ১২৬ তৃণমূল ঘনশ্রী বাগ সিপিআই বিমান গুহঠাকুরতা বিজেপি প্রদীপ রায় কংগ্রেস শুভাশিস কর
১৪ নং বরো
১২৭ ওয়ার্ড ১২৭ তৃণমূল মালবিকা বৈদ্য সিপিআইএম রীনা ভক্ত বিজেপি মল্লিকা বিশ্বাস কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১২৮ ওয়ার্ড ১২৮ তৃণমূল পার্থ সরকার সিপিআইএম রত্না রায় মজুমদার বিজেপি শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় কংগ্রেস গীতিকা মৃধা
১২৯ ওয়ার্ড ১২৯ তৃণমূল সংহিতা দাস সিপিআইএম মৌসুমী চট্টোপাধ্যায় বিজেপি নবনীতা ভট্টাচার্য কংগ্রেস দোলন দাস
১৩০ ওয়ার্ড ১৩০ তৃণমূল অভিজিৎ মুখোপাধ্যায় সিপিআইএম পার্থসারথি সরকার বিজেপি শুভাশিস কর কংগ্রেস গোষ্ঠবিহারী জানা
১৩১ ওয়ার্ড ১৩১ তৃণমূল রত্না চট্টোপাধ্যায় সিপিআইএম রঞ্জন দাশগুপ্ত বিজেপি রবীন রায় কংগ্রেস সুবীর মণ্ডল
১৩২ ওয়ার্ড ১৩২ তৃণমূল সঞ্চিতা মিত্র সিপিআইএম মিতা ঘোষ বিজেপি সুতপা গুপ্ত কংগ্রেস পিয়া রায়
১৫ নং বরো
১৩৩ ওয়ার্ড ১৩৩ তৃণমূল রঞ্জিত শীল সিপিআইএম জয়ব্রত বেরা মনোনয়ন প্রত্যাহৃত কংগ্রেস মহম্মদ সালিম
১৩৪ ওয়ার্ড ১৩৪ তৃণমূল শামস ইকবাল সিপিআইএম মনোনয়ন প্রত্যাহৃত কংগ্রেস
১৩৫ ওয়ার্ড ১৩৫ তৃণমূল আখতারি নিজামি বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি অর্চনা গুপ্তা কংগ্রেস শামসাদ বেগম
১৩৬ ওয়ার্ড ১৩৬ তৃণমূল শামসুজ্জামান আনসারি সিপিআইএম শুভাশিস পোদ্দার বিজেপি অনিল কুমার বর্মা কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১৩৭ ওয়ার্ড ১৩৭ তৃণমূল রেহমত আলম আনসারি বামফ্রন্ট সমর্থন করেছে কংগ্রেসকে বিজেপি রাকেশ বর্মা কংগ্রেস ওয়াসিম আনসারি
১৩৮ ওয়ার্ড ১৩৮ তৃণমূল ফরিদা পারফিন সিপিআইএম ফারহানাজ বেগম বিজেপি মিনু দাস কংগ্রেস মমতাজ বেগম
১৩৯ ওয়ার্ড ১৩৯ তৃণমূল শেখ মুস্তাক আহমেদ সিপিআইএম আবু কায়েস মোল্লা মহম্মদ বিজেপি মাহেজাবেন খাতুন কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১৪০ ওয়ার্ড ১৪০ তৃণমূল আবু মহম্মদ তারিক সিপিআইএম শেখ মহম্মদ জামির বিজেপি সালাউদ্দিন কংগ্রেস আব্দুল আলি জাহাঙ্গির
১৪১ ওয়ার্ড ১৪১ তৃণমূল শিবনাথ গায়েন সিপিআই সম্পদ রায় বিজেপি তাপস কুমার ঢালি কংগ্রেস অভিষেক বৈদ্য
১৬ নং বরো
১৪২ ওয়ার্ড ১৪২ তৃণমূল রঘুনাথ পাত্র নির্দল গৌতম কোলে বিজেপি অমর দাস কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
১৪৩ ওয়ার্ড ১৪৩ তৃণমূল ক্রিস্টিনা বিশ্বাস সিপিআইএম ফুলু মণ্ডল বিজেপি গার্গী বিশ্বনাথন কংগ্রেস লতা সাহা
১৪৪ ওয়ার্ড ১৪৪ তৃণমূল শেফালি প্রামাণিক সিপিআইএম বিপ্লব বন্দ্যোপাধ্যায় বিজেপি অনিন্দিতা ঘোষ কংগ্রেস সমর্থন করেছে সিপিআইএম-কে
 
রাজনৈতিক দল/জোট বিজিত আসন আসনসংখ্যার পরিবর্তন ভোট (%)[১৮][১৯][২০] ভোট-শতাংশের হারের পরিবর্তন[২১]
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৩৪   ২০ ৭২.১৩   ২১.৪৭
বামফ্রন্ট   ১৩ ১১.৮৯   ১৩.৯০
ভারতীয় জনতা পার্টি   ৯.২১   ৬.৭৬
ভারতীয় জাতীয় কংগ্রেস   ৪.১২   ২.৪৭
নির্দল   ২.৪৩   ০.৬৪
মোট ১৪৪ ১০০

দল অনুযায়ী ফলাফল

সম্পাদনা
১৩৪
তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিআই(এম) সিপিআই নির্দল

জোট অনুযায়ী ভোটের হার

  তৃণমূল (৭৩.১৩%)
  বামফ্রন্ট (১১.৮৯%)
  বিজেপি (৯.২১%)
  কংগ্রেস (৪.১২%)
  নির্দল (২.৪৩%)
  অন্যান্য (০.২২%)

তথ্যসূত্র

সম্পাদনা

পাদটীকা

সম্পাদনা
  1. এসইউসিআই (কমিউনিস্ট) ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। সিপিআই(এমএল)লিবজেডি(ইউ) তিনটি করে আসনে এবং এবি, বিএনএআরপি ও পিডিএস একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।

সূত্র নির্দেশিকা

সম্পাদনা
  1. "Final figure: 68.56% voted in KMC elections"The Indian Express। ২১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১ 
  2. "Kolkata Municipal Corporation Election 2021: Counting of votes for 144 wards today"News9 Live। ২০ ডিসেম্বর ২০২১। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  3. "West Bengal State Election Commission: Home"West Bengal State Election Commission। ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  4. "KMC Election 2021 Result : রাত পোহালেই পৌরভোটের ফল, তার আগে ফিরে দেখা গতবারের স্কোরবোর্ড"ETV Bharat। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  5. "Kolkata Municipal Corporation Election 2021 Results: TMC registers landslide victory, wins 134 of 144 wards"The Indian Express। ২২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১ 
  6. "Bengal minister Firhad Hakim is new Kolkata mayor"Hindustan Times। ২৩ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  7. "Kolkata Municipal Corporation election to be conducted on December 19"The Hindu (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২১। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২১ 
  8. "KMC Polls: Violence reported; 63.37% voter turnout recorded till 5 PM"Business Standard। ১৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  9. "KMC Polls: 63.63% Voter Turnout Recorded Amid Sporadic Violence; 195 People Held, 453 Complaints Filed"News18। ১৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  10. "KMC Poll Result 2021: এক লাফে ৭২ পার, আট মাসে ভোটের হাইজাম্প তৃণমূলের, আশপাশে কেউ নেই"Anandabazar Patrika Online। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  11. "Kolkata Municipal Corporation election to be conducted on December 19"The Hindu। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২১ 
  12. "West Bengal Election Commission announces December 19 as date of elections to the Kolkata Municipal Corporation, BJP objects as matter is in High Court"Frontline। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২১ 
  13. "Kolkata Municipal Election 2021: ১৯শে ভোট, সম্ভবত ২১ তারিখ ফল, কলকাতা পুরভোট ইভিএমে, বলল রাজ্য নির্বাচন কমিশন"Anandabazar Patrika Online। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২১ 
  14. "১৯ ডিসেম্বরই কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের"Sangbad Pratidin। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  15. "Kolkata Municipal Corporation Election 2021: কলকাতায় জারি আদর্শ আচরণবিধি, হাওড়ার ভোট নিয়ে কিছু জানায়নি রাজ্য, বলল নির্বাচন কমিশন"ABP Ananda। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  16. "Kolkata Municipal Corporation polls on December 19, counting of votes on December 21"IndiaTV News। ২৬ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ 
  17. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; MP নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  18. "Landslide win for TMC in Kolkata civic polls, Left's vote share more than BJP"The Indian Express। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  19. "Kolkata Municipal Corporation election results 2021 live updates: TMC wins 134 wards; Mamata hails 'landslide victory'"The Times of India। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  20. "KMC Election Results 2021 Ward Wise Winners Full List TMC Mamata Banerjee BJP Vote Share Percentage"ABP LIVE। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১ 
  21. "KMC Election 2021 Result : রাত পোহালেই পৌরভোটের ফল, তার আগে ফিরে দেখা গতবারের স্কোরবোর্ড"ETV Bharat। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১