৬২ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা
এই নিবন্ধটি ইংরেজি থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
৬২ নং ওয়ার্ড হল কলকাতা পৌরসংস্থার ৬ নং ব্যুরোর একটি প্রশাসনিক বিভাগ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার তালতলা (রিপন স্ট্রিট-আলিমুদ্দিন স্ট্রিট) এবং মৌলালি এলাকার কিছু নিয়ে এটি গঠিত।
ওয়ার্ড নং ৬২ | |
---|---|
কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড | |
৬২ নং ওয়ার্ডের রূপরেখা | |
অবস্থান কলকাতায় | |
স্থানাঙ্ক: ২২°৩৩′১৭″ উত্তর ৮৮°২১′৩৮″ পূর্ব / ২২.৫৫৪৮৩৯° উত্তর ৮৮.৩৬০৬২৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাষ্ট্র | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
আশেপাশের এলাকা | তালতলা (রিপন স্ট্রীট-আলিমুদ্দিন স্ট্রীট), মৌলালী |
সংসদীয় আসন | কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র |
বিধানসভা কেন্দ্র | চৌরঙ্গী |
বারো | ৬ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,৮৩২ |
ডাক সূচক সংখ্যা | ৭০০ ০১৬ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
ভৌগোলিক অঞ্চল
সম্পাদনা৬২ নং ওয়ার্ডটির উত্তরে মারকুইস স্ট্রিট, হাজি মোহাম্মদ মোহসিন চত্বর, দেদার বাক্ষ লেন, তালতলা লেন এবং আব্দুল হালিম লেন রয়েছে; পূর্বে আচার্য জগদীশচন্দ্র বসু রোড; দক্ষিণে মুজফফর আহমেদ স্ট্রিট; এবং পশ্চিমে রাফি আহমেদ কিডওয়াই স্ট্রিট রয়েছে।[১]
ওয়ার্ডটি কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট এবং তালতলা থানার আওতাভুক্ত একটি ওয়ার্ড।[২][৩]
দক্ষিণ বিভাগের সমস্ত পুলিশ জেলা অর্থাৎ পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সারানি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভাওয়ানিপুর, কালিঘাট, টলিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর এবং চেতলা-র উপর টলিউড মহিলা থানার এখতিয়ার রয়েছে।[২]
এছাড়া কেন্দ্রীয় বিভাগের অধিভুক্ত সমস্ত পুলিশ জেলা অর্থাৎ বোবাজার, বুরাবাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, কোরাসানকো, মুশিপাড়া, নিউ মার্কেট, তালতলা এবং পোস্তার উপর তালতলা মহিলা থানার এখতিয়ার রয়েছে।[২]
নির্বাচনের উপাত্ত
সম্পাদনাওয়ার্ডটি শহর পৌরসংস্থা পরিষদ নির্বাচনী কেন্দ্রের অংশ এবং চৌরঙ্গীর (বিধানসভা কেন্দ্র) একটি অংশ।[৪]
নির্বাচন বছর |
কেন্দ্র | উপদেষ্টার নাম | পার্টি অধিভুক্তি | |
---|---|---|---|---|
২০০৫ | ওয়ার্ড নং ৬২ | ইকবাল আহমেদ | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০১০ | ইকবাল আহমেদ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৫] | |
২০১৫ | সানা আহমেদ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কলকাতাঃ স্ট্রিট ডিরেক্টরি সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র। ডি.পি. পাবলিকেশনস অ্যান্ড সেলস অ্যাসার্ন, ৬৬ কোলারেলেগ স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩, ৪র্থ সংস্করণ ২০০৩।
- ↑ ক খ গ "Official Website of Kolkata Police : Division"। www.kolkatapolice.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬।
- ↑ "Table 3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। web.archive.org। web.cmc.net.in। Archived from the original on ২০০৭-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬।
- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। West Bengal। Election Commission। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫।
- ↑ "Kolkata Municipal Corporation General Election Results 2010"। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫।