৭৬ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা
এই নিবন্ধটি ইংরেজি থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
ওয়ার্ড নং ৭৬ কলকাতা পৌরসংস্থার ৯ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার ওয়াটগুঞ্জ এবং খিদিরপুর (আন্দামান ডক) এলাকার কিছু অংশ জুড়ে অবস্থিত।
ওয়ার্ড নং ৭৬ | |
---|---|
কলকাতা পৌরসংস্থা | |
প্রতিক্রিয়াশীল মানচিত্রে ৭৬ নং ওয়ার্ডের সীমানা | |
কলকাতায় অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′৩১″ উত্তর ৮৮°১৯′০৪″ পূর্ব / ২২.৫৪১৯৪৪° উত্তর ৮৮.৩১৭৮৬১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
অঞ্চল | ওয়াটগঞ্জ, খিদিরপুর (আন্দামান ডক ) |
লোকসভা কেন্দ্র | কলকাতা দক্ষিণ |
বিধানসভা কেন্দ্র | কলকাতা বন্দর |
বরো | ৯ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৯৪৬ |
ডাক সূচক সংখ্যা | ৭০০ ০২৩ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
ভূগোল
সম্পাদনা৭৬ নং ওয়ার্ডটির সীমানাঃ উত্তরে কবিতির্থ সরণি; পূর্ব ও দক্ষিণে কার্ল মার্কস সরণি (সার্কুলার গার্ডেন রিচ রোড); এবং পশ্চিমে সত্য ডক্টর রোড, শশিতলা রোড এবং গার্ডেন রিচ রোড।[১]
ওয়ার্ডটি কলকাতা পুলিশের ওয়াটগঞ্জ থানার আওতাভুক্ত।[২][৩][৪]
ওয়াটগঞ্জ মহিলা থানা, ১৬, ওয়াটগঞ্জ স্ট্রিট, কলকাতা-৭০০০২৩ এ অবস্থিত, বন্দর বিভাগের সমস্ত থানা অর্থাৎ উত্তর বন্দর, দক্ষিণ বন্দর, ওয়াটগঞ্জ, পশ্চিম বন্দর, গার্ডেন রিচ, একবালপুর, নাদিয়াল, রাজাবাগান এবং মেটিয়াব্রুজ এর এখতিয়ার রয়েছে।[২]
নির্বাচনের উপাত্ত
সম্পাদনাএই ওয়ার্ডটি শহর পৌরসংস্থা পরিষদ নির্বাচনী কেন্দ্র গঠন করে এবং এটি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রর একটি অংশ।[৫]
নির্বাচন বছর |
কেন্দ্র | উপদেষ্টার নাম | পার্টি অধিভুক্তি | |
---|---|---|---|---|
২০০৫ | ওয়ার্ড নং ৭৬ | রমা বোস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০১০ | সষ্টি দাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৬] | |
২০১৫ | সষ্টি দাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৭] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কলকাতা: স্ট্রিট ডিরেক্টরি সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র। ডি.পি. পাবলিকেশনস অ্যান্ড সেলস অ্যাসার্ন, ৬৬ কলেজ স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩, ৪র্থ সংস্করণ ২০০৩।
- ↑ ক খ "Official Website of Kolkata Police : Division"। kolkatapolice.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮।
- ↑ কলকাতা: স্ট্রিট ডিরেক্টরি, ফোর্থ ইমপ্রেশন ২০০৩, ম্যাপ নং ৫২, ডি.পি. প্রকাশনা এবং বিক্রয় উদ্বেগ, ৬৬ কলেজ স্ট্রিট, কলকাতা-৭০০ ০৭৩ সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র।
- ↑ "Table 3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। web.archive.org। Archived from the original on ২০০৭-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮।
- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। West Bengal। Election Commission। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫।
- ↑ "Kolkata Municipal Corporation General Election Results 2010"। Government of West Bengal। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫।
- ↑ "Ward-wise winners" (পিডিএফ)। Gazette Notification। West Bengal State Election Commission। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫।