ফুটবল ক্লাব পোর্তু
ফুতেবল ক্লুবে দো পোর্তু[৩] (পর্তুগিজ উচ্চারণ: [futɨˈβɔl ˈkluβ(ɨ) ðu ˈpoɾtu], ইংরেজি: FC Porto; এছাড়াও এফসি পোর্তু নামে পরিচিত) হচ্ছে পোর্তু ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৩ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি পোর্তু তাদের সকল হোম ম্যাচ পোর্তুর এস্তাদিও দো দ্রাগাঁওয়ে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫০,০৩৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সের্জিও কোসাঁয়সাঁও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোর্জে নুনো পিন্তো দা কোস্তা। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় পেপে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ফুতেবল ক্লুবে দো পোর্তু | |||
---|---|---|---|---|
ডাকনাম | আজুইস এ ব্রাঙ্কোস (নীল এবং সাদা) দ্রাগোঁয়েস (ড্রাগন) | |||
সংক্ষিপ্ত নাম | পোর্তু | |||
প্রতিষ্ঠিত | ২৮ সেপ্টেম্বর ১৮৯৩ ফুট-বল ক্লাব দো পোর্তু[১][২] | |||
মাঠ | এস্তাদিও দো দ্রাগাঁও | |||
ধারণক্ষমতা | ৫০,০৩৩ | |||
সভাপতি | জোর্জে নুনো পিন্তো দা কোস্তা | |||
প্রধান কোচ | সের্জিও কোসাঁয়সাঁও | |||
লিগ | প্রিমেইরা লিগা | |||
২০১৯–২০ | ১ম (চ্যাম্পিয়ন) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, এফসি পোর্তু এপর্যন্ত ৬৯টি শিরোপা জয়লাভ করেছে;[৪] যার মধ্যে ২৮টি প্রিমেইরা লিগা, ১৬টি তাসা দা পর্তুগাল, ২১টি সুপারতাসা কান্দিদো দে অলিভেইরা এবং ৪টি কাম্পেওনাতো দে পর্তুগাল শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ইউরোপিয়ান কাপ, ২টি উয়েফা কাপ, ১টি উয়েফা সুপার কাপ এবং ২টি আন্তঃমহাদেশীয় কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- বিজয়ী (২৯): ১৯৩৪–৩৫, ১৯৩৮–৩৯, ১৯৩৯–৪০, ১৯৫৫–৫৬, ১৯৫৮–৫৯, ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৮৪–৮৫, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮, ১৯৮৯–৯০, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৭–১৮, ২০১৯–২০
- বিজয়ী (১৭): ১৯৫৫–৫৬, ১৯৫৭–৫৮, ১৯৬৭–৬৮, ১৯৭৬–৭৭, ১৯৮৩–৮৪, ১৯৮৭–৮৮, ১৯৯০–৯১, ১৯৯৩–৯৪, ১৯৯৭–৯৮, ১৯৯৯–২০০০, ২০০০–০১, ২০০২–০৩, ২০০৫–০৬, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৯–২০
- বিজয়ী (২১) – রেকর্ড: ১৯৮১, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০১, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৮
ইউরোপীয়
সম্পাদনা- বিজয়ী (১): ১৯৮৭
আন্তর্জাতিক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FC Porto"। UEFA.com। Union of European Football Associations। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪।
- ↑ "Clubs – FC Porto"। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪।
- ↑ "Cidadãos nacionais agraciados com Ordens Portuguesas" (Portuguese ভাষায়)। Presidency of the Portuguese Republic। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
- ↑ "Benfica ultrapassa FC Porto em títulos oficiais - Maisfutebol.iol.pt"। Maisfutebol।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ) (ইংরেজি)
- উয়েফা.কমে এফসি পোর্তু (ইংরেজি)