প্রিমেইরা লিগা ([pɾiˈmɐjɾɐ ˈliɣɐ]; ইংরেজি: Premier League; এছাড়াও লিগা এনওএস অথবা পর্তুগিজ প্রিমিয়ার লিগ নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি পর্তুগিজ পেশাদার লিগ, যা ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই লিগটি পর্তুগিজ ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। পর্তুগিজ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত প্রিমেইরা লিগায় সর্বমোট ১৮টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে;[] যার মধ্য হতে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং পয়েন্ট তালিকার নিচের দল লিগাপ্রোতে অবনমিত হয়।

প্রিমেইরা লিগা
সংগঠকলিগা পর্তুগাল
স্থাপিত১৯৩৪; ৯১ বছর আগে (1934)[][]
দেশপর্তুগাল পর্তুগাল
কনফেডারেশনইউরোপ উয়েফা
দলের সংখ্যা১৯
লিগের স্তর
অবনমিতলিগাপ্রো
ঘরোয়া কাপতাসা জে পর্তুগাল
সুপেরতাসা
লিগ কাপতাসা দা লিগা
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নবেনফিকা (৩৭তম শিরোপা)
(২০১৮–১৯)
সর্বাধিক শিরোপাবেনফিকা (৩৭টি শিরোপা)
সর্বাধিক ম্যাচব্রাজিল আলান (৩৬১)
শীর্ষ গোলদাতাপর্তুগাল ফের্নান্দো পেয়রোচেও (৩৩২)
সম্প্রচারকসম্প্রচারকের তালিকা
ওয়েবসাইটLigaPortugal.pt
২০১৯–২০ প্রিমেইরা লিগা

প্রিমেইরা লিগার প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি মৌসুমের শেষে, পয়েন্ট তালিকার নিচের দুটি দল স্বয়ংক্রিয়ভাবে ক্রোয়েশীয় ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, লিগাপ্রোর চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দল স্বয়ংক্রিয়ভাবে প্রিমেইরা লিগায় উন্নীত হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রিমেইরা লিগার ইতিহাস"সকারটাইমস। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০ 
  2. "প্রিমেইরা লিগার প্রতিষ্ঠা"ফুটবলহিস্টোরি। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০ 
  3. "FPF não se vincula a "memorando de entendimento" entre Belenenses e Gil Vicente"Record (পর্তুগিজ ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:প্রিমেইরা লিগার দল টেমপ্লেট:প্রিমেইরা লিগা মৌসুম টেমপ্লেট:পর্তুগালে ফুটবল