পোর্তু (পর্তুগিজ: Porto), যা স্থানীয় পর্তুগিজ ভাষায় ওপোর্তু নামেও পরিচিত, পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর, এবং আইবেরীয় উপদ্বীপের অন্যতম প্রধান গ্রামীণ অঞ্চল। এর প্রশাসনিক আয়তন ৪১.৬৬ বর্গ কিলোমিটার বা ১৬ বর্গ মাইল, এবং জনসংখ্যা প্রায় ২ লক্ষ ২০ হাজার। পোর্তুর গ্রামীণ অঞ্চলের (যা এর প্রশাসনিক সীমাকে ছাড়িয়ে গেছে) জনসংখ্যা প্রায় ১১ লক্ষ,[][] এবং এর আয়তন হচ্ছে ৩৮৯ কিমি (১৫০ মা),[] যা একে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম গ্রামীণ অঞ্চলে পরিণত করেছে। পোর্তু মেট্রোপলিটান এলাকায় প্রায় ১৩ লক্ষ মানুষ বাস করে[][][] এবং গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজ স্টাডিস গ্রুপ অনুযায়ী এটি গামা-শ্রেণীর একটি গ্লোবাল শহর হিসেবে পরিগণিত হয়েছে। এটি আইবেরীয় উপদ্বীপের চারটি গামা শহরের একটি। অপর তিনটি শহর হচ্ছে, মাদ্রিদ, লিসবন, এবং বার্সেলোনা

পোর্তু (Porto)
Concelho do Porto
পৌরসভা
দোরু নদীর ডান পাশে অবস্থিত পুরোনো পোর্তু শহর
দোরু নদীর ডান পাশে অবস্থিত পুরোনো পোর্তু শহর
দোরু নদীর ডান পাশে অবস্থিত পুরোনো পোর্তু শহর
Flag
Coat of arms
আদি নাম: ইংরেজি ‘Port’-এর (বাংলায় বন্দর) পর্তুগিজ নাম অনুসারে
দেশ  পর্তুগাল
অঞ্চল নর্তে
উপ-অঞ্চল গ্র্যান্দে পোর্তু
জেলা পোর্তু
Center পোর্তু
 - স্থানাঙ্ক ৪১°৮′৫৯″ উত্তর ৮°৩৬′৩৬″ পশ্চিম / ৪১.১৪৯৭২° উত্তর ৮.৬১০০০° পশ্চিম / 41.14972; -8.61000
সর্বোচ্চ বিন্দু মন্টে তাডু
 - উচ্চতা ১৪৯ মিটার (৪৮৯ ফিট)
 - স্থানাঙ্ক ৪১°৯′২২″ উত্তর ৮°৩৬′৪″ পশ্চিম / ৪১.১৫৬১১° উত্তর ৮.৬০১১১° পশ্চিম / 41.15611; -8.60111
সর্বনিম্ন বিন্দু সমুদ্রপৃস্ঠ
 - অবস্থান আটলান্টিক মহাসাগর
 - উচ্চতা ০ মিটার (০ ফিট)
ক্ষেত্র ৪১.৬৬ বর্গকিলোমিটার (১৬ বর্গমাইল)
 - শহর ৩৮৯ বর্গকিলোমিটার (১৫০ বর্গমাইল)
 - মেট্রো ১,৮৮৩.৬১ বর্গকিলোমিটার (৭২৭ বর্গমাইল)
জনসংখ্যা ২,২১,৮০০ (2021)
 - শহর ১১,১৫,০০০
 - মেট্রো ১৩,৫৫,০০০
ঘনত্ব ৫,৩২৪.১ /km2 (১৩,৭৮৯ /sq mi)
পৌরসভা নির্বাহী ও কাউন্সিল
মেয়র রুই মোরেরা (স্বাধীন)
মিউনিসিপ্যাল চেয়ার সেবাস্তিয়াও ফেয়ো দে আজেভেদো (স্বাধীন)
সময় অঞ্চল ডব্লিউইটি (UTC+০)
 - গ্রীষ্মকাল ডব্লিউইএসটি (UTC+১)
পোস্টাল কোড ৪০০০-২৮৬ PORTO
দেশের কোড ও ফিক্স লাইন +৩৫১ ২২[]
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
Name হিস্টোরিক সেন্টার অফ ওপোর্তু
বছর 1996 (#20)
নম্বর 755
অঞ্চল ইউরোপ ও উত্তর আমেরিকা
নির্ণায়ক
অধিবাসীদের নাম পোর্তুনিজ
প্যাট্রন সেইন্ট নোজা সেনহোরা দি ভানদোমা
পৌরসভার ছুটির দিন ২৪ জুন (সাঁউ জোয়াঁউ)
পৌরসভা দপ্তর প্রাকা জেনারেল হামবের্তো দেলগাদো, বাসা নম্বর ২৬৬
পোর্তু পৌরসভার প্রশাসনিক মানচিত্র
পোর্তু পৌরসভার প্রশাসনিক মানচিত্র
পোর্তু পৌরসভার প্রশাসনিক মানচিত্র
ওয়েবসাইট: http://www.cm-porto.pt

পোর্তু শহর পর্তুগালের উত্তরে দোরু নদীর মোহনায় অবস্থিত। পোর্তু ইউরোপের অন্যতম প্রাচীন একটি শহর, এবং ১৯৯৬ সালে এটি ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। বেশ কয়েক শতক আগে এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিলো। পূর্বে এটি ছিলো তৎকালীন রোমান সাম্রাজ্যের অংশ, এবং তখন এর নাম ছিলো ‘পোর্তুস ক্যাল’।[] ধারণা করা হয় এই নামটি থেকেই পরবর্তীকালে অনুবাদ ও উচ্চারণগত বিবর্তনের মাধ্যমে ‘পর্তুগাল’ শব্দটির আবির্ভাব। পর্তুগিজ ভাষায় ‘পোর্তু’ শব্দটি লেখার ক্ষেত্রে বিশিষ্ট নির্দেশকপদ যোগের দ্বারা o Porto ("বন্দরটি") আকারে সুনির্দিষ্টি করে লেখা হয়। যার উচ্চারণ অনেকটা ‘ওপোর্তু’-এর মতো। এর ফলশ্রুতিতে সৃষ্ট উচ্চারণের কারণে আধুনিক সাহিত্যের অনেক ভাষাভাষীর মানুষেরা এটিকে ওপোর্তু নামে জানেন।

পর্তুগালের অন্যতম বিখ্যাত একটি রপ্তানি পণ্য, পোর্ট দ্রাক্ষাসুরার নাম পোর্তু-র নামে নামকরণ করা হয়েছে। কারণ আজকের পোর্তু মহানগরী ও ভিলা নোভা দি গায়ার মদের কুঠুরিগুলো ছিলো এ অঞ্চলের মদ তৈরি ও রপ্তানির মূল কেন্দ্র।[] বর্তমানেও পোর্তুর অন্যতম প্রধান রপ্তানি পণ্যটি হচ্ছে এই পোর্ট দ্রাক্ষাসুরা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Portugal International Dialing Code"। ২০১০-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১২ 
  2. Demographia: World Urban Areas, March 2010
  3. Urban Audit – Larger Urban Zone। "Lisboa"। ১৯ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. United Nations Department of Economic and Social Affairs, World Urbanization Prospects (2009 revision) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ এপ্রিল ২০১০ তারিখে, (United Nations, 2010), Table A.12. Data for 2007.
  5. European Spatial Planning Observation Network, Study on Urban Functions (Project 1.4.3) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০০৯ তারিখে, Final Report, Chapter 3, (ESPON, 2007)
  6. Thomas Brinkoff, Principal Agglomerations of the World, accessed on 2009-03-12. Data for 2009-01-01.
  7. "Online Etymology Dictionary"। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৬ 
  8. "Port Wine"। ২৩ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা