উইকিপিডিয়া আলোচনা:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
সময়সূচি: ১ ফেব্রুয়ারি ২০২৪ – ৩১ মার্চ ২০২৪
নতুন সরঞ্জামটি ব্যবহার প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় @Nettime Sujata এবং Aishik Rehman:,
আশা করছি ভালোই আছেন। সম্প্রতি Wikiloves Folklore এর সহযোগিতায় আমার বানানো CampWiz সরঞ্জামটি তাদের প্রাতিষ্ঠানিক প্রস্তাবিত সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়েছে। আমি নিজে বহুদিন ধরে বাংলা উইকিপিডিয়ার সঙ্গে জড়িত থাকায়, বাংলা উইকিপিডিয়ার প্রতি একটা আলাদা টান অনুভব করি সবসময়ই। সেই সূত্রে, বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত নারীবাদ ও লোকগাঁথা ২০২৪ এর জন্য সরঞ্জামটিতে আমি নিজেই একটি ক্যাম্পেইন তৈরি করেছি (যা এই লিংকে গেলেই দেখতে পাবেন)। তো, আপনারা আয়োজক হিসেবে প্রথমেই সরঞ্জামটিতে একটু অভিজ্ঞতা অর্জনের জন্য এই লিংকে একটু ঘেঁটে দেখার অনুরোধ রইল। চাইলে পরীক্ষামূলকভাবে নতুন ক্যাম্পেইন তৈরি করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে, আমায় জিজ্ঞাসা করতে ভুলবেন না। যদি অভিজ্ঞতা অর্জন শেষে আপনাদের কোনো আপত্তি না থাকে, সেক্ষেত্রে মেটা উইকির প্রজেক্ট পাতায় ফাউন্টেনের বদলে {{Campwiz|34}}
প্রতিস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপত্তি থাকলে, অবশ্যই জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।সেক্ষেত্রে আমি বিনা বাক্যব্যয়ে ক্যাম্পেইনটি সেই সিস্টেম থেকে মুছে দেবো।
বি:দ্র: এটি আমার ব্যক্তিগত আমন্ত্রণ। এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা নেই। বিনীত, ‐নকীব সরকার বলুন... ১৩:৫৬, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
প্রতিযোগীতা সূচনা প্রসঙ্গে
সম্পাদনাপ্রতিযোগীতা টি কি শুরু হয়েছে? এখন কি নিবন্ধ জমাদান করা যাবে? RDasgupta2020 (আলাপ) ১৫:২১, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @RDasgupta2020 হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হয়েছে এবং নিবন্ধ জমাদান করা যাবে।-- Aishik Rehman (আলাপ) ১০:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
নতুন নিবন্ধন সম্পাদনা
সম্পাদনানতুন নিবন্ধন সম্পাদনা করেছি। তবে তথ্্যসুত্র ১০০ভাগ আমি সম্পাদনা করেছি বললেও 'সমন্ন' বাটুন টি হাইড হয়েই থাকছে। নীল হচ্ছে না। কিভাবে কি করতে পারি? প্লিজ হেল্প...🙏 V.K.Sarkar (আলাপ) ১১:১৪, ১২ মার্চ ২০২৪ (ইউটিসি)
মৌসুমী দিকপতি — Mausumi Dikpati
সম্পাদনানারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ “বিভিন্ন ক্ষেত্রে নারী” এর মৌসুমী দিকপতি — Mausumi Dikpati নিবন্ধটি নিয়ে কাজ করার জন্য ইংরেজী নিবন্ধটি 2399 bytes থেকে 7478 bytes করেছি। বৈশ্বিক উইকিতে জমা দিয়েছি। এদিকে বাংলা উইকিতে এসে দেখি কোন কিছু না জানতে দিয়েই মূল নিবন্ধে ও আলাপ পাতায় কাজ চলমান টেমপ্লেট সংযোজিত থাকার পরও নিবন্ধটি অপসারিত হয়েছে। কেউ কি একটু দেখবেন ? আমি নিবন্ধটি নিয়ে কাজ করছি। যেহেতু ইংরেজী নিবন্ধটিতেও সংযোজন করতে হয়েছে তাই একটু সময় লাগছিলো। কাজ চলমান টেমপ্লেট থাকার কারনে নিবন্ধ অপসারনের পূর্বে আলাপ পাতায় বিষয়টা একটু জানালে মনে হয় সুবিধা হতো। Md. Giashuddin Chowdhury (আলাপ) ১১:১৯, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)
পর্যালোচকদের দৃষ্টি আকর্ষন
সম্পাদনাপ্রিয় @Nettime Sujata এবং Aishik Rehman: সুধী, নিম্নোক্ত নিবন্ধটি পড়ার পর আমার অভিমত আপনাদের বিবেচনার জন্য জানাচ্ছি।
কেতায়ুন আরদেশির দিনশ এফআরসিআর (১৬ নভেম্বর ১৯৪৩ - ২৬ আগস্ট ২০১১) ভারতীয় ওষুধের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতে আধুনিক ক্যান্সারের যত্নের বিবর্তনে এবং কার্যকর বিকিরণ থেরাপির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০১ সালে, ভারতের রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী প্রদান করেন। একটি বিশিষ্ট সংবাদ চ্যানেল তাকে বর্ণনা করেছে: "চূড়ান্ত আশা এবং শেষ সম্ভাব্য পোস্ট ভারতে ক্যান্সার আক্রান্তদের জন্য আঁকড়ে ধরার জন্য"। ত্রিশ বছরের সময়কালে, দিনশ ভারতে ক্যান্সারের ওষুধে বিপ্লব ঘটিয়েছেন, নিয়মের পরিবর্তে ব্যতিক্রম হিসাবে বহু-মডাল চিকিত্সা পরিমার্জন করেছেন।
লাইনগুলোর মাধ্যমে কোন নির্দিষ্ট অর্থ উদ্ধার করা কঠিন।
হয়তো এভাবে লিখলে বুঝতে সুবিধা হতো- কেতায়ুন আরদেশির দিনশ এফআরসিআর (১৬ নভেম্বর ১৯৪৩ - ২৬ আগস্ট ২০১১) ভারতীয় চিকিৎসা শাস্ত্রের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যিনি ভারতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এবং কার্যকরী বিকিরণ থেরাপির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংবাদ চ্যানেল এর বর্ননায় বিশিষ্ট শব্দের পরিবর্তে স্বনামধন্য, বিখ্যাত শব্দগুলো ব্যবহার করা যথার্থ হতো না ?
কিন্তু দুঃখের বিষয়- নিবন্ধটি পর্যালোচনায় মূল্যায়নের মাধ্যমে গৃহীত হয়েছে। বিষয়গুলো অন্যদের হতাশার কারন হতে পারে। পরবর্তীতে এমন নিবন্ধগুলো উইকিপিডিয়ার পাঠকদের কাছে কেমন ভাবে গৃহীত হয় তা-ও বিশেষভাবে ভেবে দেখা দরকার। অনুবাদ করার মতো যথেষ্ঠ সময় পাই না তাই আমি সাধারন পাঠক হিসেবে কয়েকটা নিবন্ধে ট্যাগ সংযুক্ত করে দিয়েছি। সাধারন পাঠক হিসেবে কাজটার যথার্থতায় উচিত/অনুচিত বিবেচনা করিনি। ধন্যবাদ। NitikaRoy (আলাপ) ১৩:৫২, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @NitikaRoy, ধন্যবাদ, ট্যাগ লাগানোর জন্য। আপনার চোখে আরও যান্ত্রিক নিবন্ধ পড়লে সেখানেও ট্যাগ লাগিয়ে দিবেন ও সম্ভবত হলে সেই নিবন্ধের আলাপ পাতায় নিবন্ধ প্রণেতাকে উল্লেখ করে বার্তা দিবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৭, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
- দাদা, জবাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। NitikaRoy (আলাপ) ১৪:১৫, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
- এই ধরণের নিবন্ধ আমি একদম গ্রহণ করিনা। ছোটখাটো ভুল থাকলে সংশোধন করে দিই। অনেকটা যান্ত্রিক অনুবাদ হলে সম্পাদককেই সংশোধন করে দিতে বলি। আমি খুবই চেষ্টা করছি এইধরণের নিবন্ধ যাতে বাংলায় না থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আরও এই ধরণের ভুল ধরিয়ে দিলে বাংলা নিবন্ধের অনেক উন্নতি হয়। Nettime Sujata (আলাপ) ০২:২৫, ২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- দাদা, জবাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। NitikaRoy (আলাপ) ১৪:১৫, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
কেরালা লোককথা আকাদেমি
সম্পাদনা@Aishik Rehman এবং আফতাবুজ্জামান: আমার তৈরি কেরালা লোককথা আকাদেমি লেখাটিকে দেখতে পাচ্ছিনা। ইতিহাস ঘেঁটে দেখলাম Aishik Rehman পুনর্নির্দেশ না করেই স্থানান্তর করেছেন। এটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন যাতে পর্যালোচক এর পর্যালোচনা করতে পারেন। আশা করব কিছু পরিবর্তন করার থাকলে ফলাফল ঘোষণার পর যেন করেন, তাহলে অনেক সমস্যা এড়ানো যায়। ধন্যবাদ। Nettime Sujata (আলাপ) ১৬:৩০, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nettime Sujata ফাউন্টেনে কেরল লোককথা একাডেমি নামটি যুক্ত করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, যা আমি করে দিয়েছি ইতোমধ্যে আপনার বার্তা পাওয়ার পর। Aishik Rehman (আলাপ) ১৬:৩৪, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ ভাই। Nettime Sujata (আলাপ) ১৬:৩৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
সাম্পা এবং সাম্পা (খাদ্য)
সম্পাদনা@Aishik Rehman এবং আফতাবুজ্জামান: সাম্পা আমার লেখা নয়, সাম্পা (খাদ্য) আমার লেখা। ভুল করে সাম্পা আমার নামে জমা হয়েছে, সাম্পা (খাদ্য) আমার নামে জমা হবে, সাম্পা জমা হবে Gc Rayর নামে। কি করা যাবে? Nettime Sujata (আলাপ) ১৪:৪৪, ৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- সঠিক, সাম্পা আমার লেখা। সাম্পা (খাদ্য) আমার লেখা নয়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সমস্যাটি সমাধানের জন্য। Gc Ray (আলাপ) ১৪:৫৩, ৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nettime Sujata, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ ভাই। Nettime Sujata (আলাপ) ০১:৫৮, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nettime Sujata, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ হালনাগাদ
সম্পাদনা@Nettime Sujata , নির্দেশনা অনুযায়ী পূর্ণমূল্যায়নের জন্য আপাতানি জনগণ অগৃহীত নিবন্ধটির তথ্যছক বাংলায় অনুবাদের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে। ধন্যবাদ।-- Md. Giashuddin Chowdhury (আলাপ) ২২:৩৫, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
ফলাফল প্রকাশ
সম্পাদনাAishik Rehman ভাই ফলাফল প্রকাশের ব্যাপারে আমরা কতদূর যেতে পেরেছি, তা জানাবেন দয়া করে। অগ্রিম ধন্যবাদ। Vilen09 (আলাপ) ০৪:৪২, ১০ জুন ২০২৪ (ইউটিসি)