উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১
নীড় | অংশ নিন | চিত্র যোগ করুন
|
সাহায্য |
এই পাতাটি উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
WPWP or WPWV,WPWA হ্যাসট্যাগ
সম্পাদনাWikipedia want photos=WPWP যদি হয় তবে ভিডিও ও অডিও যুক্ততে হ্যাসট্যাগ WPWV= Wikipedia want videos ও WPWA = Wikipedia want audios হবেনা? নতুবা অধিক ভিডিও ও অডিও যুক্তকারী কীভাবে নির্ণিত হবে? — Nazrul Islam Nahid Majumder (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Nazrul Islam Nahid Majumder: হ্যাশট্যাগ টুলে আলাদাভাবে অডিও ও ভিডিও ফাইল যুক্ত করার লগ দেখার সুবিধা রয়েছে। তাই ভিন্ন কোনো হ্যাশট্যাগ প্রয়োজন নেই — নাফিউল(আলাপ) ১১:৫৩, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)
আয়োজক দলের সদস্যদের জন্য নির্দেশনা
সম্পাদনাসুপ্রিয় হীরক রাজা, ওয়াসি উল বাহার, মো. হাসিব আফিফ, সাইফুর, MS Sakib, হাসানুর রশিদ, মুকিত, ইব্রাহিম, আদীব, শ্রেয়স্কর, শেখ ভাই, শাকিল ভাই আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আয়োজক দলে কাজ করবার ইচ্ছে প্রকাশ করবার জন্য। এখন বোধয় সময় এসেছে কাজে নেমে পড়ার।
আমি তিনটি বিষয় নিয়ে কাজ করছি এই মুহূর্তে - প্রতিযোগিতার পুরষ্কার নির্ধারণ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা, আয়োজনের সৃজনশীল ব্যানার তৈরি এবং স্বয়ংক্রিয়ভাবে চিত্রবিহীন নিবন্ধের তালিকা তৈরি। শেষ কাজটির জন্য আপনাদের সাহায্য অবশ্যই দরকার।
আপনাদেরকে আপনাদের আগ্রহের বিষয় কিংবা অন্য যেসব বিষয়ে বাংলা উইকিপিডিয়া চিত্র যোগ করার যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন, সেসব বিষয়শ্রেণির তালিকা তৈরি করতে হবে। বটের মাধ্যমে বিষয়শ্রেণির সেই তালিকার চিত্রবিহীন নিবন্ধগুলোর তালিকা প্রস্তুত করা হবে। বিষয়শ্রেণির তালিকা তৈরির সময় মাথায় রাখা উচিত - ১. বিষয়শ্রেণিতে যথেষ্ট চিত্রবিহীন নিবন্ধ থাকতে হবে, ২. সেই চিত্রবিহীন নিবন্ধে যুক্ত করার মতো কমন্সে যথেষ্ট চিত্র থাকতে হবে এবং ৩. বিষয়টি নতুনদের জন্য কৌতূহলোদ্দীপক ও কাজ করার উপযোগী হতে হবে।
আশা করছি সবাই মিলে অসাধারণ কিছু বিষয় খুঁজে বের করতে সক্ষম হব।
পুনশ্চ: কাজটি করতে প্রয়োজনীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে। চিত্র বিহীন নিবন্ধের তালিকা পাওয়ার জন্য এ সরঞ্জাম ব্যবহার করুন। সরঞ্জামটির ব্যবহার সম্পর্কে জানতে নিচের পিডিএফটি ব্যবহার করতে পারেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪৪, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: ভাই, একেবারে চিত্রবিহীন নয় কিন্তু কাজ করার মতো বিষয় নিয়ে বলছি, একটা বিষয়শ্রেণী আছে বিষয়শ্রেণী:অকার্যকর ফাইল সংযোগসহ পাতাসমূহ। এই বিষয়শ্রেণীতে থাকা পাতাগুলোর অকার্যকর ফাইলের ক্ষেত্রে অধিকাংশ নিবন্ধের বিষয়বস্তু অন্য কোনো ভাষার উইকি (প্রায় সকল ক্ষেত্রে ইংরেজি উইকি) থেকে অনুবাদ করে তৈরি করা হয়েছে এবং কমন্সে না থাকা অমুক্ত চিত্রগুলো বাংলা উইকিতে আমদানী না করেই ফাইলের নাম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এসব নিবন্ধের উক্ত ফাইলগুলো wikifile-transfer
.toolforge .org ব্যবহার করে বাংলা উইকিতে আমদানী করার মাধ্যমে নিবন্ধগুলোতে চিত্র যোগ করা যেতে পারে। আর বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী প্রাসাদ, বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী দর্শনীয় স্থান, বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী পর্যটক আকর্ষণস্থল এবং এ ধরনের বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত অধিকাংশ নিবন্ধের জন্য কমন্স বিষয়শ্রেণী আছে এবং পর্যাপ্ত চিত্র আছে। এসকল নিবন্ধের মধ্যে যেগুলোতে চিত্র নেই/ভালো চিত্র নেই সেসব নিবন্ধে চিত্র যোগ করার যেতে পারে। — মো. হাসিব আফিফ (আলাপ) ১৪:০৮, ৭ জুন ২০২১ (ইউটিসি) - @Md. Haseeb Afeef: আপনি বলেছেন কমন্সে নেই এমন চিত্রগুলো অন্য উইকিপিডিয়ার সংস্করণ (ইংরেজি উইকিপিডিয়া) থেকে wikifile transfer দিয়ে আমদানি করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহার করার জন্য, কিন্তু এটা করা উচিত হবে না। কারণ, মেটায় নিয়মাবলীতে লেখা রয়েছে চিত্রগুলো অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে। মূলত, উইকিমিডিয়া কমন্সে যেসব চিত্র রয়েছে সেখানের চিত্রগুলো নিবন্ধে ব্যবহার করার জন্যই এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার প্রকল্প পাতায় গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো প্রকল্প পাতায় যুক্ত করার জন্য আয়োজকদলের প্রতি অনুরোধ রইলো। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:২২, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @রিয়াজ: দুঃখিত, আমি মেটায় দেয়া নিয়মাবলী দেখিনি এখনও, এখনই দেখে নিচ্ছি। — মো. হাসিব আফিফ (আলাপ) ১৪:৩৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef আয়োজক দলে যেহেতু আছেন, অনুগ্রহ করে বিস্তারিত নিয়মাবলী দেখে নিন। ধন্যবাদ -- রিয়াজ (আলাপ) ১৪:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- বিষয়শ্রেণী অনুযায়ী কোন কোন নিবন্ধে চিত্র নেই এইরকম একটি তালিকা তৈরি করতে আমি কাজ শুরু করেছি এখানে —শাকিল হোসেন আলাপ ১৪:৪৬, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef আয়োজক দলে যেহেতু আছেন, অনুগ্রহ করে বিস্তারিত নিয়মাবলী দেখে নিন। ধন্যবাদ -- রিয়াজ (আলাপ) ১৪:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @রিয়াজ: দুঃখিত, আমি মেটায় দেয়া নিয়মাবলী দেখিনি এখনও, এখনই দেখে নিচ্ছি। — মো. হাসিব আফিফ (আলাপ) ১৪:৩৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef: আপনি বলেছেন কমন্সে নেই এমন চিত্রগুলো অন্য উইকিপিডিয়ার সংস্করণ (ইংরেজি উইকিপিডিয়া) থেকে wikifile transfer দিয়ে আমদানি করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহার করার জন্য, কিন্তু এটা করা উচিত হবে না। কারণ, মেটায় নিয়মাবলীতে লেখা রয়েছে চিত্রগুলো অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে। মূলত, উইকিমিডিয়া কমন্সে যেসব চিত্র রয়েছে সেখানের চিত্রগুলো নিবন্ধে ব্যবহার করার জন্যই এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার প্রকল্প পাতায় গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো প্রকল্প পাতায় যুক্ত করার জন্য আয়োজকদলের প্রতি অনুরোধ রইলো। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:২২, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- মো. হাসিব আফিফ ভাই, ফাইল ট্রান্সফারের বিষয় নিয়ে এলোমেলো হলেও আপনি যে বিষয়শ্রেণিগুলোর নাম দিয়েছেন, ঠিক সেরকম কিছু বিষয়শ্রেণির নামই এই মুহূর্তে আমাদের দরকার। অসাধারণ দেখিয়েছেন। শাকিল ভাই আপনাকেও ধন্যবাদ; আশা করছি আপনার কাছ থেকে পর্যাপ্ত নিবন্ধ পাওয়া যাবে। এবং ভুল বোঝাবোঝির বিষয়টি নিয়ে আসলে আমার আগেই ভাবা উচিত ছিল, আমি দুঃখিত। আমি বাড়তি নির্দেশনা যুক্ত করে দিচ্ছি। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৬:৪৮, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- আরেকটি বিষয় একটু বিস্তারিত আবার ব্যাখ্যা করা জরুরী মনে হচ্ছে। আমাদের কিন্তু শুধু বিষয়শ্রেণির তালিকা তৈরি করলেই হবেনা, বিষয়শ্রেণির চিত্রবিহীন নিবন্ধগুলোয় যেনো চিত্র যুক্ত করার যথেষ্ট সুযোগ থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, ইসলাম বিষয়ক প্রচুর নিবন্ধে ছবি নেই, আবার ইসলাম বিষয়ক নিবন্ধে চিত্র যুক্ত করার সুযোগও তেমন নেই; কমন্সে পাওয়া যাবেনা। তাই আমাদের তালিকায় "ইসলাম" সম্পর্কিত বিষয়শ্রেণিগুলোয় প্রচুর নিবন্ধে চিত্র নেই শুধু একারণেই ওই বিষয়শ্রেণির নিবন্ধ গণহারে যুক্ত করে দেয়া ঠিক হবেনা। তাই আমাদের দেখতে হবে, হয়তোবা "ইসলামি স্থাপত্য" সম্পর্কিত বিষয়শ্রেণি থেকে নিবন্ধ তালিকা করলে কমন্সে যথেষ্ট চিত্র পাবার সুযোগ আছে; শুধু সুযোগ আছে ভেবে বসে থাকলেই চলবেনা, বেশ কিছু নিবন্ধের জন্য চিত্র পাওয়া যাচ্ছে সেটা আমাদের নিশ্চিত হতে হবে। আমি বেশ কিছু জায়গায়ই বলেছি যে আমরা নতুনদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেব। তাই তাঁদের কাজ যেনো সহজ হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। তালিকা দেখে যেন মনে না হয় আমরা দায়সারা ভাবে শুধু চিত্র নেই বলেই তালিকায় যুক্ত করে দিয়েছি, চিত্র যুক্ত করা সম্ভব কিনা তা দেখিনি। আর আদীব, আপনি আমাকে একটা কথা বলেছিলেন, উইকিপিডিয়ায় প্রথমেই না খুঁজে যদি প্রথমে কমন্সে খোঁজা যায়, তাহলে হয়তো সহজ হতো। আপনার যুক্তি একেবারেই ফেলে দেয়া যায়না। আপনি কি একটু কষ্ট করে এই তালিকা এবং এই তালিকা থেকে আপনার পক্ষে যতটুকু সম্ভব, বাংলা উইকির এমন কিছু বিষয়শ্রেণি খুঁজতে পারবেন, যেখানে উল্লিখিত তালিকাগুলোর চিত্রগুলো ব্যবহারের সুযোগ আছে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০০, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi দুঃখিত, উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আজকে থেকে লেগে পড়ছি খোঁজায়। — নাফিউল(আলাপ) ১৩:৩১, ৮ জুন ২০২১ (ইউটিসি)
- মো. হাসিব আফিফ ভাই, রিয়াজ ভাই, ফাইল ট্রান্সফার করে এই প্রতিযোগিতায় যুক্ত করার বিষয়টি নিয়ে আমি আন্তর্জাতিক দলের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন, যাবে। যেসব উইকিতে স্থানীয়ভাবে চিত্র আপলোডের ব্যবস্থা আছে, সেসব উইকিতে এই ক্যাম্পেইনে ফাইল ট্রান্সফার করে চিত্র যুক্ত করায় বাধা দেয়া হচ্ছে না, তবে কমন্স থেকে চিত্র যুক্ত করায় স্বাভাবিক ভাবেই উৎসাহিত করা হচ্ছে। আর রিয়াজ ভাই, এই প্রতিযোগিতার জন্য কিছু ভিডিও টিওটোরিয়াল বানিয়ে দিতে পারবেন? যেখানে নাম যুক্ত করা থেকে শুরু করে কমন্সে চিত্র খুঁজে যুক্ত করা, সারাংশে হ্যাশট্যাগ যুক্ত করা আর তালিকায় নিবন্ধের নামের পাশে করা হয়েছে ট্যাগ লাগানো সবকিছুই দেখানো হবে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৭, ২০ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগেই আমি টিউটোরিয়াল বানিয়ে দিবো ইনশাআল্লাহ। — রিয়াজ (আলাপ) ১২:৫৪, ২০ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি৷ ইউটিউবে লিংক https://youtube.com/watch?v=yeIGHYz4kos&feature=youtu.be দেখতে পারেন৷ — রিয়াজ (আলাপ) ১৫:২৪, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
- কমন্সের লিংক c:File:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১.webm —রিয়াজ (আলাপ) ১৮:২৭, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগেই আমি টিউটোরিয়াল বানিয়ে দিবো ইনশাআল্লাহ। — রিয়াজ (আলাপ) ১২:৫৪, ২০ জুন ২০২১ (ইউটিসি)
- মো. হাসিব আফিফ ভাই, রিয়াজ ভাই, ফাইল ট্রান্সফার করে এই প্রতিযোগিতায় যুক্ত করার বিষয়টি নিয়ে আমি আন্তর্জাতিক দলের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন, যাবে। যেসব উইকিতে স্থানীয়ভাবে চিত্র আপলোডের ব্যবস্থা আছে, সেসব উইকিতে এই ক্যাম্পেইনে ফাইল ট্রান্সফার করে চিত্র যুক্ত করায় বাধা দেয়া হচ্ছে না, তবে কমন্স থেকে চিত্র যুক্ত করায় স্বাভাবিক ভাবেই উৎসাহিত করা হচ্ছে। আর রিয়াজ ভাই, এই প্রতিযোগিতার জন্য কিছু ভিডিও টিওটোরিয়াল বানিয়ে দিতে পারবেন? যেখানে নাম যুক্ত করা থেকে শুরু করে কমন্সে চিত্র খুঁজে যুক্ত করা, সারাংশে হ্যাশট্যাগ যুক্ত করা আর তালিকায় নিবন্ধের নামের পাশে করা হয়েছে ট্যাগ লাগানো সবকিছুই দেখানো হবে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৭, ২০ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi দুঃখিত, উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আজকে থেকে লেগে পড়ছি খোঁজায়। — নাফিউল(আলাপ) ১৩:৩১, ৮ জুন ২০২১ (ইউটিসি)
কে কয়টা ছবি যোগ করল
সম্পাদনাজনাব, কে কয়টা ছবি যোগ করলো সেটা কিভাবে দেখা যাবে। আমি তো কয়েকটা যোগ করেছি। -- --- কুউ পুলক (আলাপ) ১৪:৫২, ৯ জুন ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক: উইকিমিডিয়া হ্যাশট্যাগ সরঞ্জামের মাধ্যমে সম্পাদনা ট্র্যাক করা হবে আর প্রতিযোগিতার জন্য গণণাটি পহেলা জুলাইয়ের পর অর্থাৎ প্রতিযোগিতা শুরুর পর থেকে শুরু হবে, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৫:০২, ৯ জুন ২০২১ (ইউটিসি)
- @MdsShakil ইসসসিরে আমি তো ৪টা যোগ করে ফেলেছি। জুলাইয়ের পরে যোগ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ -- --- কুউ পুলক (আলাপ) ১৫:০৮, ৯ জুন ২০২১ (ইউটিসি)
- --- কুউ পুলক, উইকিতে হাসির ইমোজি যুক্ত করা উচিত। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৪, ১১ জুন ২০২১ (ইউটিসি)
- কুউ পুলক ভাই, একটু কষ্ট করে যে চারটা নিবন্ধে চিত্র যুক্ত করেছেন, সেগুলোতে করা হয়েছে ট্যাগ লাগিয়ে দেবেন? প্রতিযোগিতার সময়ও এটা করবো ভাবছি, তাহলে তালিকা থেকে নিবন্ধ বাছাই করায় সুবিধা হবে।— Mrb Rafi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- Mrb Rafi করা হয়েছে কুউ পুলক (আলাপ) ১৫:৪৪, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
- কুউ পুলক ভাই, একটু কষ্ট করে যে চারটা নিবন্ধে চিত্র যুক্ত করেছেন, সেগুলোতে করা হয়েছে ট্যাগ লাগিয়ে দেবেন? প্রতিযোগিতার সময়ও এটা করবো ভাবছি, তাহলে তালিকা থেকে নিবন্ধ বাছাই করায় সুবিধা হবে।— Mrb Rafi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
পরিকল্পনা
সম্পাদনাসুপ্রিয় হীরক রাজা, ওয়াসি উল বাহার, আফিফ, সাইফুর, MS Sakib, হাসানুর রশিদ, মুকিত, ইব্রাহিম, আদীব, শ্রেয়স্কর, শেখ ভাই, শাকিল ভাই এবং তানভীর ভাই আপনাদের সকলকেই ধন্যবাদ আয়োজক দলে যুক্ত হবার জন্য। আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, এখন আমার মনে হয় কিছু বিষয়ে সূক্ষ্ম পরিকল্পনা না করতে পারলে সামনে ঝামেলায় পড়তে হবে আমাদের।
আমার মতে এখন থেকে আমাদের কাজ মূলত ৩ টি সেক্টরেই থাকবে। ১/ নিবন্ধতালিকা সম্প্রসারণ, ২/ প্রচার (অনউইকি এবং সোশাল মিডিয়ায়) এবং ৩/পর্যালোচনা। আমাদের সবাইকে এই তিনটি কাজে ভাগ হয়ে যেতে হবে। প্রথম দুইটিতে তেমন লোকবল লাগবেনা বলেই আমার মনে হয়। তবে তৃতীয়টি আমাদের অন্যতম মাথাব্যাথার কারণ হতে পারে। ইতোমধ্যেই পর্যালোচনা সম্পর্কিত বেশ কিছু অসুবিধার কথা আমি শুনেছি। তবে সমস্যাগুলো এই বার্তার নিচে আবার উল্লেখ করার অনুরোধ করছি, যেন সবাই আলোচনা করে সমাধানের পথে এগোনো সম্ভব হয়। আর হ্যাশট্যাগ মনিটরিং টুলের কিছু ঝামেলার কথাও অনেকে বলেছেন। সে সমস্যাগুলোর বিস্তারিত তালিকা তোইরি করা যাবে কি? তাহলে আমি সেগুলো আন্তর্জাতিক দলের সামনে তুলে ধরতে পারতাম।
শুভকামনা - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
নিবন্ধ তালিকা
সম্পাদনাআশাজনকভাবে, আয়োজনে অংশগ্রহণকারীরা দ্রুতগতিতে নিবন্ধসমূহে চিত্র যোগ করে চলেছেন। নিবন্ধ তালিকা, আয়োজন চলাকালীন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। এত দীর্ঘ তালিকা প্রতিযোগীদের জন্য অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই, চিত্র যোগকৃত নিবন্ধসমূহ তালিকা থেকে অপসারণ করে ফেলাই শ্রেয় হবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে, একটি সংগ্রহশালাও যুক্ত করা যেতে পারে। এ বিষয়ে কারও কোনো মন্তব্য থাকলে জানানোর অনুরোধ রইলো।
পুনশ্চঃ নিবন্ধ তালিকা সম্প্রসারণের জন্য আরও প্রচুর চিত্রবিহীন নিবন্ধযুক্ত বিষয়শ্রেনী প্রয়োজন, এ ধরণের বিষয়শ্রেনীর নাম জানা থাকলে এখানে জানানোর অনুরোধ থাকলো। — নাফিউল(আলাপ) ১৩:৪৯, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)
- জ্বি, আপনি সঠিক প্রস্তাব দিয়েছেন। অনেক নিবন্ধনে দেখলাম, চিত্র যুক্ত করার পরেও করা হয়েছে কথাটা উল্লেখ করেনি। যা সত্যিই অন্যদের সমস্যায় ফেলছে। SojolRana (আলাপ) ২১:৩৬, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Nafiul adeeb: সংগ্ৰহশালা শুরু করা হয়েছে —শাকিল হোসেন আলাপ ০৭:৫৯, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
ছবি নিবন্ধের কোথায় যোগ হবে?
সম্পাদনা(সকলের উদ্দেশ্যে)
আমার মনে হচ্ছে আমরা অনেকেই বুঝতে পারছি না, ছবি নিবন্ধের কোথায় যোগ হবে? আমরা অনেকেই ছবি অনুচ্ছেদের মাঝে কিংবা অনুচ্ছেদের নিচে যোগ করছি। সকলের উদ্দেশ্যে:
- ছবি নিবন্ধের সূচনা অনুচ্ছেদের উপরে যোগ করুন। মানে একদম শুরুতে, প্রথম লাইনেরও আগে যোগ করুন। (উদাহরণ)
- যদি নিবন্ধে তথ্যছক থাকে, তাহলে একদম শুরুতে কিন্তু তথ্যছকের নিচে ছবি যোগ করুন। (উদাহরণ)
বিষয়টি না বুঝলে এখানে প্রশ্ন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৭, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান প্রশ্নঃ অমুক্ত ছবি যোগ করে ট্যাগ লাগালে কি সেটা প্রতিযোগিতায় গণনা করা হবে? -- কুউ পুলক (আলাপ) ০৪:০০, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- নিয়মাবলীতে কিন্তু "মুক্ত লাইসেন্স এর অধীন" উল্লেখ আছে। — AKanik 💬 ০৫:৪৪, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Ahmad Kanik সেটাইতো। সবাই মনে হয় বিষয়টা জানে না। যেমন, জনাব Yahya। -- কুউ পুলক (আলাপ) ০৬:২৩, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- নিয়মাবলীতে কিন্তু "মুক্ত লাইসেন্স এর অধীন" উল্লেখ আছে। — AKanik 💬 ০৫:৪৪, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
ওভাবে তো হচ্ছে না। যারা সব ছবি নিবন্ধের শুরুতে দিচ্ছে তারা ভুল করছে। এখানে কিছু ছবি ছকের ,কিছু নিবন্ধ প্রথম অংশের এবং কিছু ভিতরের বিষয়ভিত্তিক ব্যাখ্যা। ওভাবে সব এক জায়গায় দিলে ছবির স্বার্থকতা থাকছেনা। আর ছবি নিবন্ধের শুরুতে ও ছকের নিচেই দিই কিন্তু ছবি নিচে প্রদর্শীত হচ্ছে। Nazrul Islam Nahid Majumder (আলাপ) ০২:১৭, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক এবং Ahmad Kanik: ভাই, মেটা পাতার প্রাজিপ্র ও নিয়মাবলীতে (৩ নং) বলা হয়েছে, যেসব উইকিতে অমুক্ত ছবি আপলোড করা যায়, সেসব উইকিতে এগুলোও প্রতিযোগিতায় ব্যবহার করা যাবে। উপরের প্রথম আলোচনাতে ব্যবহারকারী:Mrb Rafi এ বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১০:৫৭, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Md. Golam Mukit Khan: আমি হ্যাঁ বা না বলিনি। শুধু নিয়মাবলী অংশে লেখা থাকা "ব্যবহৃত ছবি অবশ্যই "মুক্ত লাইসেন্স এর অধীন" অথবা পাবলিক ডোমেইন এর আওতায় প্রকাশিত হতে হবে। যেমন সিসি বাই-এসএ ৪.০, সিসি বাই ৪.০।" - এর কথা বলেছি। অমুক্ত গ্রহণযোগ্য হলে এটা মুছে দেয়া প্রয়োজন। — AKanik 💬 ১১:০৪, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Md. Golam Mukit Khan ঠিকই তো। এই বিরাট বিষয়টা আমি এইমাত্র জানলাম। ধন্যবাদ জনাব মুকিত সাহেব। -- কুউ পুলক (আলাপ) ১১:১৬, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
আফতাবুজ্জামান ভাই, এক নিবন্ধে কয়জন সম্পাদক ছবি যোগ করতে পারবেন?? - মোহাম্মদ হাসান (আলাপ) ১২:৫৫, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)
- @মোহাম্মদ হাসানুর রশিদ: কোন বাঁধাধরা নিয়ম নেই। একাধিক জন হলেও সমস্যা নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৪, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই এবং মোহাম্মদ হাসানুর রশিদ ভাই, ইতোমধ্যেই চিত্র আছে, এমন নিবন্ধে চিত্র যুক্ত করা যাবেনা এই প্রতিযোগিতায়, এমনটাই আন্তর্জাতিক নিয়মে বলা হয়েছে। এর কারণ হচ্ছে, বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় ইতোমধ্যেই বিপুল পরিমাণ চিত্রবিহীন নিবন্ধ আছে। সেগুলোতে চিত্র যোগ করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য; এক নিবন্ধে একসাথে কয়েকজন কিংবা আগে থেকে চিত্র থাকা কোনো নিবন্ধে চিত্র যুক্ত করতে থাকলে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ব্যাহত হবে, আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলা উইকিতে মনে হয় চল্লিশ হাজারের মতো চিত্রবিহীন নিবন্ধ আছে (মোট নিবন্ধের ৪০%!)। কাজেই আমাদের লক্ষ্য হতে পারে এর ভেতর যতগুলো নিবন্ধে সম্ভব মানসম্মত চিত্র যোগের চেষ্টা করা। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১৩, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)
- ও আচ্ছা। আমার জানা ছিল না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩২, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই এবং মোহাম্মদ হাসানুর রশিদ ভাই, ইতোমধ্যেই চিত্র আছে, এমন নিবন্ধে চিত্র যুক্ত করা যাবেনা এই প্রতিযোগিতায়, এমনটাই আন্তর্জাতিক নিয়মে বলা হয়েছে। এর কারণ হচ্ছে, বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় ইতোমধ্যেই বিপুল পরিমাণ চিত্রবিহীন নিবন্ধ আছে। সেগুলোতে চিত্র যোগ করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য; এক নিবন্ধে একসাথে কয়েকজন কিংবা আগে থেকে চিত্র থাকা কোনো নিবন্ধে চিত্র যুক্ত করতে থাকলে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ব্যাহত হবে, আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলা উইকিতে মনে হয় চল্লিশ হাজারের মতো চিত্রবিহীন নিবন্ধ আছে (মোট নিবন্ধের ৪০%!)। কাজেই আমাদের লক্ষ্য হতে পারে এর ভেতর যতগুলো নিবন্ধে সম্ভব মানসম্মত চিত্র যোগের চেষ্টা করা। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১৩, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)
কিছু নিবন্ধে ছবি আছে। তারপরও যেসব নিবন্ধে ছবি নেই তার তালিকায় সে নিবন্ধগুলো রয়ে গেছে। এক্ষেত্রে আবার নতুন করে ছবি যুক্ত করতে হবে? Artificer Abu Nayeem (আলাপ) ২৩:৫৪, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Artificer Abu Nayeem: না, নিবন্ধে ছবি থাকলে তাতে আবার নতুন করে ছবি যোগ করতে হবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৫, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)
কিছু বিষয় সম্পর্কে
সম্পাদনা
বেশ কিছু সাধারণ বিষয় নিয়ে মেটা উইকির প্রকল্প পাতায় একটি প্রশ্ন রেখেছিলাম যার উত্তর পাওয়া গেছে,
১. প্রতিযোগিতায় আওতায় অ-মুক্ত চিত্র যোগ করে নিবন্ধের উন্নয়ন করা যাবে কিনা?
- উত্তর: হ্যাঁ, প্রতিযোগিতার অধীনে অমুক্ত চিত্র (লোগো, পোস্টার, মৃত ব্যক্তির ছবি) যোগ করা যাবে।
২. এক নিবন্ধে চিত্র রয়েছে ওই নিবন্ধেই একজন সম্পাদক আবার চিত্র যোগ করলেন এক্ষেত্রে সেটা কি প্রতিযোগিতায় গণণা করা হবে?
- উত্তর: কিছু বিশেষ ক্ষেত্র বাদে অন্যথায় এগুলো প্রতিযোগিতার অংশ হিসাবে গণণা করা হবে না।
৩. এক নিবন্ধে চিত্র নেই কিন্তু একজন সম্পাদক একাধিকবার সম্পাদনার মাধ্যমে একাধিক চিত্র যোগ করলেন এক্ষেত্রে তার স্কোর কত হবে?
- উত্তর: ১, কারণ মানোন্নয়নকৃত নিবন্ধের সংখ্যা গণনা করা হবে।
সবাইকে ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৬:৩৪, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)
অনেক ধন্যবাদ ভাই এই ব্যাপারে অবগত করানোর জন্য। —সজল রানাআলাপ ১৮:১২, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)
২. এটি খুবই কম হয়। একটি নিবন্ধে চিত্র আছে সেখানে আরেকটি চিত্র যোগ হওয়ার ক্ষেত্রে যদি ব্যক্তির মঞ্চে গুণ পরিবেশন চিত্র থাকে তবে এক্ষেত্রে ব্যক্তির বাল্যকাল,শিক্ষাকাল বা প্রশিক্ষণ এমন প্রাসঙ্গিক চিত্র যোগ করতে পারবে। আর বিষয় ভিত্তিক নিবন্ধে প্রচুর ব্যাখ্যা,তত্ত্ব ও উদাহরণ থাকে, ঐ নিবন্ধে লোগো থাম্বনিল অথবা সূচনা মূলক চিত্র থাকলে(একটি চিত্র থাকলে) বাকী চিত্র গুলো যুক্ত না করলে নিবন্ধে স্বার্থকতা জলে যায়। এগুলো যুক্ত করে প্রতিযোগিতায় নম্বর পাওয়া মোটেও দোষের নয়। Nazrul Islam Nahid Majumder (আলাপ) ০২:৪৫, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)
অপ্রাসঙ্গিক ছবি যোগ হচ্ছে
সম্পাদনা(সকলকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে)
সুধী সকল, আমি লক্ষ্য করছি যে অনেকেই নিবন্ধে অপ্রাসঙ্গিক ছবি যোগ করছেন।
এক ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো ঐ ব্যক্তির নিবন্ধে যোগ করার কোন মানে নেই। একটা জমিদার বাড়ি, মসজিদ ঢাকায়/কিশোরগঞ্জে অবস্থিত বিধায় উক্ত জমিদার বাড়ির নিবন্ধে কিশোরগঞ্জের মানচিত্র, মসজিদের নিবন্ধে ঢাকার মানচিত্র যোগ করার কোন মানে নেই। এই রকম আরো বহু উদাহরণ রয়েছে। এবং এত এত ভুল হচ্ছে যে সত্যি বলতে আমি বিরক্ত হয়ে অনেক সম্পাদনা রোলব্যাক করা শুরু করেছি (যে কয়টা আমার চোখে পড়েছে, আমি নিশ্চিত বহু নিবন্ধে এখনো বহু অপ্রাসঙ্গিক ছবি রয়ে গিয়েছে)।
যারা ছবি যোগ করছেন: দয়া করে নিবন্ধে প্রাসঙ্গিক ছবি যোগ করুন। নিবন্ধের মূল বিষয়বস্তুর সাথে যে ছবির সরাসরি সম্পর্ক আছে। যদি প্রাসঙ্গিক ছবি না পান, ঐ নিবন্ধে ছবি যোগ করার দরকার নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫০, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাইয়া, বিষয়টি সবার সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমিও এরকম বিষয় কয়েকদিন ধরে খেয়াল করছি। অপ্রাসঙ্গিক চিত্র যোগ, চিত্র যোগ না করেও ট্যাগ দেয়া, করা হয়েছে না লেখা এরকম অনেক ভুল। কিছু সম্পাদনা বোধহয় পূর্বাবস্থায় ফেরত দিয়েছি, কারো কারো আলাপ পাতায় বার্তা দিয়ে সতর্ক করেছি; এমনকি যেসকল ক্ষেত্রে অনভিজ্ঞতার জন্য এমনটা হচ্ছে বলে মনে হয়েছে, তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, যাঁদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব, তাঁদের গুগল মিটে আমার অবসর সময়ে আমন্ত্রণ জানিয়ে স্ক্রিন শেয়ার করে হাতে কলমে দেখাবার চেষ্টা করেছি। তবে সবার উপরে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মানকে গুরুত্ব দিতে হবে আমাদের। তাই এরকম কিছু আপনার চোখে পড়লে রোলব্যাক করার অনুরোধ রইলো; বেশি গুরুতর মনে হলে আলাপে বার্তা দিয়ে সতর্ক করতে পারেন কিংবা এখানে জানাতে পারেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১৭, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, এরকম ভুল বুঝে না বুঝে অনেকেই করে ফেলছে। কিন্তু ভুলগুলো শনাক্তকরণের উপায় থাকাটা জরুরি। ইংরেজি উইকিতে কিছু চিত্র যোগ করেছিলাম, কিন্তু তার বেশিরভাগই একজন প্রশাসক এই বলে রিভার্ট করেছেন যে, ছবিগুলো লো কোয়ালিটির এবং লাইসেন্স নিয়ে সন্দেহ আছে। তারা একটি সম্পাদনা ফিল্টারের কারণে এগুলো ট্র্যাক করতে পারতেছে। যেহেতু প্রতিযোগিতার এখনো পনের দিন বাকি, তাই আমি অনুরোধ করছি এরকম একটি ফিল্টার আমাদের এখানেও চালু করার। এতে পর্যালোচক, প্রশাসক বা সম্প্রদায়ের অন্য কেউ সহজেই সম্পাদনাগুলো পরীক্ষা করে দেখতে পারবেন।
- — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:৩২, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)
- ইয়াহিয়া ভাই, আসলে ১৫ দিন নয়, ১ মাস + ১৫ দিন = দেড় মাস বাকি মোট। আর আমি কারিগরি বিষয়ে অতো অভিজ্ঞ নই, তাই বুঝতে পারছিনা এই ফিল্টারে আসলে কিভাবে বা কতটুকু কাজ হবে, তবে একটা সমাধান আমাদের বার করাটা খুব জরুরী। আফতাবুজ্জামান ভাই, এই অপব্যবহার ছাঁকনির বিষয়টি কি একটু দেখবেন? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৫১, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)
- এই অপব্যবহার ছাঁকনি তো তেমন কিছু করবে না, শুধু হ্যাশট্যাগ যুক্ত সম্পাদনাগুলি লগ করবে। হ্যাশট্যাগ সরঞ্জামটির মতই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৩, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)
- ইয়াহিয়া ভাই, আসলে ১৫ দিন নয়, ১ মাস + ১৫ দিন = দেড় মাস বাকি মোট। আর আমি কারিগরি বিষয়ে অতো অভিজ্ঞ নই, তাই বুঝতে পারছিনা এই ফিল্টারে আসলে কিভাবে বা কতটুকু কাজ হবে, তবে একটা সমাধান আমাদের বার করাটা খুব জরুরী। আফতাবুজ্জামান ভাই, এই অপব্যবহার ছাঁকনির বিষয়টি কি একটু দেখবেন? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৫১, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)
স্থানীয় পুরস্কার প্রদান বিষয়ে
সম্পাদনাআজকেই সমাপ্ত হলো ২ মাস ব্যাপী চলমান উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা। অন্যান্য উইকির মতো বাংলা উইকিপিডিয়াতেও প্রতিযোগিতায় একাধিক ব্যবহারকারী অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, বাংলা নিবন্ধে ইংরেজি চিত্র যোগ, যান্ত্রিক অনুবাদকের সাহায্যে অবোধগম্য ক্যাপশন যুক্তকরণসহ বিবিধ সমস্যাযুক্ত চিত্র যোগ করেছে। যা নিবন্ধের মান বৃদ্ধির চেয়ে বরং নিবন্ধকে বিকৃতি করেছে। WPWPBN হ্যাশট্যাগ গণনা অনুযায়ী স্থানীয়ভাবে শীর্ষ ৬জন ব্যবহারকারী হচ্ছেন যথাক্রমে
- Shihab1729 (১২৯৬)
- রামিশা তাবাস্সুম (১২৩৯),
- Your Poltergeist O3 (১১৫৮)
- Hasan muntaseer (১০৮০)
- Nazrul Islam Nahid Majumder (৯৫১)
- Yahya (৮৬৯)
বিস্তারিত তালিকা পাবেন এখানে ।
কিন্তু, এই ৬ জনের মধ্যে Shihab1729, Your Poltergeist O3, Nazrul Islam Nahid Majumder ৩ জন সবচেয়ে বেশি ভুল, অপ্রাসঙ্গিক, ও অপ্রয়োজনীয় চিত্র যোগ করেছে। প্রতিযোগিতার শুরু থেকে এই পর্যন্ত তাদের ৩ জনের বাতিলকৃত সম্পাদনা (পুনর্বহালকৃত) যথাক্রমে ১৬২, ২০৮, ৮৩ টি। বাতিলকৃত সম্পাদনা মোট হ্যাশট্যাগযুক্ত সম্পাদনা থেকে বাদ দেওয়ার পর শীর্ষ ৬ অবদানকারীর চূড়ান্ত ক্রম দাড়ায় যথাক্রমে
- রামিশা তাবাস্সুম (১২৩৯)
- Shihab1729 (১১৩৪)
- Hasan muntaseer (১০৮০)
- Your Poltergeist O3 (৯৫৫),
- Yahya (৮৬৯)
- Nazrul Islam Nahid Majumder (৮৬৮)
প্রতিযোগিতার পাতায় উল্লেখিত ২টি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে:
- যেসব নিবন্ধে কোনো চিত্র নেই শুধুমাত্র সেসব নিবন্ধে চিত্র যোগ করুন
- যে ব্যবহারকারীরা ক্রমাগত শিরোনামবিহীন চিত্র, অপ্রাসঙ্গিক চিত্র ইত্যাদি যোগ করবেন তাদের প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।
এই ২ জন Shihab1729, Your Poltergeist O3 ব্যবহারকারীকে একাধিক ব্যবহারকারী কর্তৃক সতর্কবার্তা প্রদান করা হলেও বেশিরভাগ সময়ই তারা বার্তা উপেক্ষা করে একই ভুল করে গেছেন। উল্লেখ্য, Shihab1729 এই ব্যবহারকারী চিত্র আছে এমন নিবন্ধেই বেশিরভাগ চিত্র যোগ করেছেন যেটি নিয়মাবলি বিরোধী। এছাড়াও, যাচাই করলে আরও প্রচুর ভুল পাওয়া যাবে, এভাবে তো প্রতিটি সম্পাদনা যাচাই করা সময়সাপেক্ষ। এখন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হউক। এবিষয়ে আপনাদের মতামত আশা করছি। — রিয়াজ (আলাপ) ০৬:২৪, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আচ্ছা, আমি সতর্কবার্তায় সাড়া দিয়েছি। আফতাবুজ্জামান আমাকে সতর্ক করেছিলেন। আমি তাকে মেইল করেছি। এবং ইয়াহিয়া একটি নিবন্ধকে অযৌক্তিকভাবে ফিরিয়ে দিয়েছেন। আমিও সেটার উত্তর দিলাম। আপনি গিয়ে চেক করতে পারেন। তৃতীয়ত, আমিও রাফিকে সাড়া দিয়েছিলাম। এবং যদি আমি আপনার অবস্থানে থাকতাম, আমি প্রতিটি একক নিবন্ধ যাচাই করতাম। কারণ, অন্তত আমার জন্য, আমার অনেক সময় লেগেছে। মাঝে মাঝে, আমাকে আমার পড়াশোনাও উপেক্ষা করতে হয়েছিল। বিপরীতভাবে, যাচাইকরণও করা উচিত। -- Your Poltergeist O3 (আলাপ) ১৩:৫১, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: আমি ব্যক্তিগতভাবে আপনাকে বা অন্য কাউকে দোষারোপ করতে চাচ্ছি না। প্রতিযোগিতা যেহেতু শেষ তাই পুরস্কার প্রদানের বিষয়ে আয়োজক/পর্যালোচকদের যাতে সুবিধা হয় তাই বিভিন্ন পরিসংখ্যান ও আপনাদের ভুলগুলো তুলে ধরেছি। নিয়মাবলিতে বলাই আছে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় চিত্র যোগ করলে কোনো প্রতিযোগীকে চাইলে অযোগ্য ঘোষণা করা যেতে পারে আমি সেটাও করতে বলিনি কারণ আপনারা নতুন। সবার মতামতের সাপেক্ষে যাতে সিদ্ধান্ত হয় সেজন্যই আলোচনাটা শুরু করা। ওহ হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি না বাংলায় লিখতে পারেন না তাহলে ওপরে ও নিচে দুইটা মন্তব্য কীভাবে লিখলেন? গুগল অনুবাদক ব্যবহার না করে এভাবে যদি চিত্র যোগের সময় ক্যাপশনগুলোও বাংলায় লিখতেন তাহলে আরও ভালো হতো। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:৫১, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি এই মন্তব্যগুলি লেখার জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করেছি। আমি ইংরেজিতে লিখতাম। কিন্তু এটাকে বিশৃঙ্খল মনে হতো। সুতরাং, গুগল ট্রান্সলেটর আমাকে সাহায্য করেছে। ধন্যবাদ -- Your Poltergeist O3 (আলাপ) ১৫:২৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: আপনার এই মন্তব্যগুলো গুগল অনুবাদকের সাহায্য করলেও যান্ত্রিকতা নেই কিন্তু চিত্র যোগ করার সময় বিভিন্ন ক্যাপশনে যান্ত্রিক অনুবাদ থেকে গেছিল। যাইহোক, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত রাখুন। ধন্যবাদ -- রিয়াজ (আলাপ) ১৫:৩২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হ্যাঁ, কারণ আমি যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি। এবং সতর্কবার্তার পরে, আমি আমার সামর্থ্য অনুযায়ী সেরা ক্যাপশন করার চেষ্টা করেছি। -- Your Poltergeist O3 (আলাপ) ১৫:৩৪, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: আপনার এই মন্তব্যগুলো গুগল অনুবাদকের সাহায্য করলেও যান্ত্রিকতা নেই কিন্তু চিত্র যোগ করার সময় বিভিন্ন ক্যাপশনে যান্ত্রিক অনুবাদ থেকে গেছিল। যাইহোক, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান অব্যাহত রাখুন। ধন্যবাদ -- রিয়াজ (আলাপ) ১৫:৩২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- নিয়ম আছে, হ্যাঁ। এবং আমি তাদের বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, মানুষ ভুল করে। আপনি বুঝতে পারেন যে একজন ব্যক্তি ভুল করছেন বা ইচ্ছাকৃতভাবে করছেন। এবং হ্যাঁ, আমি আগেই বলেছি, আপনি ভাষা নিয়ে সংশয়বাদী। অতএব, ইংরেজিতে লেখার এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করার পিছনে কারণ। -- Your Poltergeist O3 (আলাপ) ১৫:৩২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি এই মন্তব্যগুলি লেখার জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করেছি। আমি ইংরেজিতে লিখতাম। কিন্তু এটাকে বিশৃঙ্খল মনে হতো। সুতরাং, গুগল ট্রান্সলেটর আমাকে সাহায্য করেছে। ধন্যবাদ -- Your Poltergeist O3 (আলাপ) ১৫:২৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: আমি ব্যক্তিগতভাবে আপনাকে বা অন্য কাউকে দোষারোপ করতে চাচ্ছি না। প্রতিযোগিতা যেহেতু শেষ তাই পুরস্কার প্রদানের বিষয়ে আয়োজক/পর্যালোচকদের যাতে সুবিধা হয় তাই বিভিন্ন পরিসংখ্যান ও আপনাদের ভুলগুলো তুলে ধরেছি। নিয়মাবলিতে বলাই আছে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় চিত্র যোগ করলে কোনো প্রতিযোগীকে চাইলে অযোগ্য ঘোষণা করা যেতে পারে আমি সেটাও করতে বলিনি কারণ আপনারা নতুন। সবার মতামতের সাপেক্ষে যাতে সিদ্ধান্ত হয় সেজন্যই আলোচনাটা শুরু করা। ওহ হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি না বাংলায় লিখতে পারেন না তাহলে ওপরে ও নিচে দুইটা মন্তব্য কীভাবে লিখলেন? গুগল অনুবাদক ব্যবহার না করে এভাবে যদি চিত্র যোগের সময় ক্যাপশনগুলোও বাংলায় লিখতেন তাহলে আরও ভালো হতো। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৪:৫১, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
মতামত
সম্পাদনা- বার্তা দেওয়া সত্ত্বেও সেটি সম্পূর্ণ উপেক্ষা করে নিয়মবহির্ভূত চিত্র যোগ অব্যাহত রাখা দুঃখজনক। এর পূর্বে WPWP ক্যাম্পেইনের মেইলিং লিস্টে আয়োজকদের অনুরোধ করে জানানো হয়েছিল, যাতে এরকম ব্যবহারকারীদের ডিসকোয়ালিফাই করে এ বিষয়ে আহ্বায়কদের জানানো হয়। এই সিদ্ধান্ত আয়োজকদের এখতিয়ার। তবে, উল্লিখিত ব্যবহারকারীরা একদম নতুন, উইকিপিডিয়ার সিস্টেমের সাথে তাদের জানাশোনা কম, কিংবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা এই সমস্ত বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত দেওয়াটা সমীচীন হবে। — Meghmollar2017 • আলাপ • ০৬:৩৬, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আন্তর্জাতিক দল কি করবে সেটা তারাই ভালো বলতে পারবে। যদিও শীর্ষে থাকা কয়েকজন ধারাবাহিকভাবে মারাত্মক কিছু ভুল করেছে তবুও বাংলা উইকিপিডিয়ার আয়োজনে অংশগ্রহণকারীদের অবদানকে স্বাগত জানিয়ে বাতিলকৃত সম্পাদনা বিয়োগপূর্বক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা উচিত বলে মনে করি। তাছাড়া অব্যশই সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নজরে রাখা প্রয়োজন যাতে ভবিষ্যতে কোন প্রতিযোগীতায় এই অবস্থা সৃষ্টি হলে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৮, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি উত্থাপনের জন্য। জরুরী ছিল বিষয়টি। এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে আমি অনেক অনেক শিখেছি; বিস্তারিত অন্য কোথাও বলবো, তবে প্রাসঙ্গিক দু'একটি বিষয় এখানে সংক্ষেপে বলছি। প্রথমত, আমার মতে এই প্রতিযোগিতা আশাতীত রকমের সফল এবং তার একমাত্র কারণ প্রচুর নবীন সম্পাদকদের পদচারণা। তাঁরা বাংলা উইকিপিডিয়ায় আসা বন্ধ করে দিলে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় মৃত্যুর দিকে এগোতে বাধ্য। তাঁদের সমস্ত জিজ্ঞাসার জবাব দিতে যেকোনো সময় প্রস্তুত থাকা আমাদের একধণের নৈতিক দায়িত্বের ভেতরই পড়ে। অন্তত এই প্রতিযোগিতায় যদি তাঁদের জন্য সহজ-স্বাভাবিক এবং স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে আমরা না পেরে থাকি; তাহলে সেটি আমার, আমাদের, আয়োজক দলের এমনকি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের ব্যর্থতার ভেতরেই পড়ে। দ্বিতীয়ত, একজন মানুষের জীবনের প্রত্যেকটি সেকেন্ড মহামূল্যবান। এই প্রতিযোগীরা গত দুমাস ঘন্টার পর ঘন্টা বাংলা উইকিপিডিয়ায় পড়ে থেকেছেন; হয়তোবা সে সময়টা তাঁরা নিজেদের পছন্দের কাজে কাটাতে পারতেন বা পরিবারের সাথে আনন্দে কাটাতে পারতেন। ওনাদের মতো নতুন থাকা অবস্থায় আমি এতো সময় দেয়ার কথা ভাবতেই পারতাম না। ওনারা সামনে থাকলে আমি তাঁদের দাঁড়িয়ে সম্মান জানাতাম। নতুনদের ভুল হবেই এবং সেটি খুবই সহজভাবে নেয়া উচিত। ওনারা কিন্তু ইচ্ছাকৃত ধবংসপ্রবণতা করেননি, এগুলো আসলে ভুল। তাই ওনাদের নাম উল্লেখপূর্বক এভাবে বলাটা ঠিক হয়নি। বরং তাঁদের নাম উল্লেখ করে তাঁদেরকে এতোটা নতুন থাকা অবস্থায়ও এতো অসাধারণ কাজ করবার জন্য অভিনন্দন জানানো উচিত। আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। তৃতীয়ত, প্রতিযোগিতার শুরু দিকে আমরা এককভাবে মনিটরিং টুলের ওপর নির্ভরশীল ছিলাম। সেখানে পুনর্বহালকৃত সম্পাদনা হিসেবের কোনো উপায় ছিলনা। রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ কোয়ারি টুলের সাহায্যে পূর্ণাঙ্গ একটি চিত্র তুলে ধরার জন্য। মোট সম্পাদনা থেকে পুনর্বহালকৃত সম্পাদনা বিয়োগ করে ফল হিসেব করার পদ্ধতি অত্যন্ত যৌক্তিক এবং তাতে সমর্থন জানাচ্ছি। তবে তার জন্য কোনো প্রতিযোগীর সকল সম্পাদনা একনজর হলেও পরীক্ষা না করে ফল দেয়া বোধহয় ঠিক হবেনা, কারণ তাতে হয়তো পুনর্বহালের সংখ্যা আরো বাড়বে। প্রয়োজনে আরো আট-দশদিন সময় নেয়া যেতে পারে ফল তৈরি করার জন্য। এছাড়াও পুনর্বহাল প্রক্রিয়ার ভেতরেও কিছু ত্রুটি আমার নজরে এসেছে। যতদূর মনে পড়ে, এক নতুন প্রতিযোগীকে আরেক নতুন প্রতিযোগীর কাজ পুনর্বহাল করতে দেখেছি, আবার অযৌক্তিকভাবে পুনর্বহালও হয়েছে অনেক ক্ষেত্রে। আয়োজক হিসেবে এধরণের ত্রুটির জন্য আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তী আয়োজনে এসকল ভুল থেকে শিক্ষা নিয়ে যথাসম্ভব ত্রুটিমুক্ত আয়োজন করবার চেষ্টা করবো। শুভকামনায় -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১০:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নাম উল্লেখ করতে হয়েছে যাতে আয়োজক/পর্যালোচকদের স্থানীয়ভাবে পুরস্কার দেওয়ার সময় যাদের মূলত বেশি ভুল হয়েছে তাদের যাতে চিহ্নিত করা যায়। নতুন হিসেবে তারা ভুল করেছে তবে তাদের আলাপ পাতার বার্তাগুলোও দেখুন একটু, এরপরও, তাদেরকে আমি প্রতিযোগিতা থেকে বাতিল/অযোগ্য ঘোষণা করতে বলছি না। কীভাবে ফলাফল ঘোষণা করলে সুবিধাজনক ও গঠনমূলক হবে সেই বিষয়ে মতামতের জন্যই মূলত বিষয়টি আলোচনায় আনা হয়েছে। — রিয়াজ (আলাপ) ১১:০২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz রিয়াজ ভাই, আমি বুঝতে পারছি। কিন্তু উল্লিখিত ব্যক্তিদের কাছে এটি অস্বস্তিকর মনে হতে পারে। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: যখন ব্যবহারকারীকে একাধিক সতর্কবার্তা দেওয়ার পরও একই কাজ চালিয়ে যেতে থাকে, আমার মনে হয় তখন আর সেগুলোকে ভুল বলা যায় না। ধ্বংসপ্রবণতাই বলা যায়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে না। যদি আমি প্রতিদিন ত্রিশ বা চল্লিশটি নিবন্ধ সম্পাদনা করি, তাহলে ভুল হতে বাধ্য। কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলায় ভালো নই। কিন্তু বাংলায় খারাপ হওয়া আমাকে অংশগ্রহণ করতে বাধা দেবে না। কোনো বিষয়ে কোনো ধারণা না থাকা এবং কোনো বিষয়ে এতটা ভালো না হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আর এমন নয় যে আমি চেষ্টা করছি না। আমি এটিকে নিখুঁত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আপনারা ভাষা এবং জিনিস সম্পর্কে খুব সন্দেহজনক। আমি বলছি না, সবাই মনে করে, সংশয়বাদ খারাপ। আমাকে ভুল বুঝবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। অতএব, এটি কখনও ধ্বংসাত্মক নয়। -- Your Poltergeist O3 (আলাপ) ১৪:০৬, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: বুঝতে পেরেছি। হয়তো এটা আপনার ইচ্ছাকৃত ছিলো না। কিন্তু একজন ব্যবহারকারীর সম্পাদনা পর্যালোচনা করে বার্তা দেয়ায় বেশ সময় ব্যয় হয়, কিন্তু উত্তর না দিয়ে বা সারাংশে কারণ উল্লেখ না করে একই কাজ করতে থাকলে সেটা অন্যদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আপনি এগুলো সৎ উদ্দেশ্যে করেছেন, এটা প্রমাণ হবে আপনি যদি এখন থেকে নিয়মিত সম্পাদনা করেন । আর আপনার অভিযোগের উত্তর- আপনি আল্লাহর ৯৯ নামের যে ছবি দিয়েছিলেন সেটায় আরবি থেকে অন্য কোনো ইন্ডিক ভাষার অনুবাদ ছিল। এটা দেখে আসলে বাংলা উইকিপিডিয়ার পাঠকগণ কি কিছু বুঝবে? আপনি নিজেও কি কিছু বুঝেছেন? যে চিত্রে পাঠক উপিকৃত হবে না সেটা নিবন্ধে অপ্রাসঙ্গিক। শুভেচছাসহ — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:০৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- যতদূর মনে পড়ে, আরবি ভাষাও ছিল। সাধারণত, মানুষ আরবি দ্বারা আল্লাহর নাম ডাকে। এটি ব্যবহার করার পিছনে কারণ। -- Your Poltergeist O3 (আলাপ) ১৫:২২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Your Poltergeist O3: বুঝতে পেরেছি। হয়তো এটা আপনার ইচ্ছাকৃত ছিলো না। কিন্তু একজন ব্যবহারকারীর সম্পাদনা পর্যালোচনা করে বার্তা দেয়ায় বেশ সময় ব্যয় হয়, কিন্তু উত্তর না দিয়ে বা সারাংশে কারণ উল্লেখ না করে একই কাজ করতে থাকলে সেটা অন্যদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আপনি এগুলো সৎ উদ্দেশ্যে করেছেন, এটা প্রমাণ হবে আপনি যদি এখন থেকে নিয়মিত সম্পাদনা করেন । আর আপনার অভিযোগের উত্তর- আপনি আল্লাহর ৯৯ নামের যে ছবি দিয়েছিলেন সেটায় আরবি থেকে অন্য কোনো ইন্ডিক ভাষার অনুবাদ ছিল। এটা দেখে আসলে বাংলা উইকিপিডিয়ার পাঠকগণ কি কিছু বুঝবে? আপনি নিজেও কি কিছু বুঝেছেন? যে চিত্রে পাঠক উপিকৃত হবে না সেটা নিবন্ধে অপ্রাসঙ্গিক। শুভেচছাসহ — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:০৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে না। যদি আমি প্রতিদিন ত্রিশ বা চল্লিশটি নিবন্ধ সম্পাদনা করি, তাহলে ভুল হতে বাধ্য। কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলায় ভালো নই। কিন্তু বাংলায় খারাপ হওয়া আমাকে অংশগ্রহণ করতে বাধা দেবে না। কোনো বিষয়ে কোনো ধারণা না থাকা এবং কোনো বিষয়ে এতটা ভালো না হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আর এমন নয় যে আমি চেষ্টা করছি না। আমি এটিকে নিখুঁত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আপনারা ভাষা এবং জিনিস সম্পর্কে খুব সন্দেহজনক। আমি বলছি না, সবাই মনে করে, সংশয়বাদ খারাপ। আমাকে ভুল বুঝবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। অতএব, এটি কখনও ধ্বংসাত্মক নয়। -- Your Poltergeist O3 (আলাপ) ১৪:০৬, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: যখন ব্যবহারকারীকে একাধিক সতর্কবার্তা দেওয়ার পরও একই কাজ চালিয়ে যেতে থাকে, আমার মনে হয় তখন আর সেগুলোকে ভুল বলা যায় না। ধ্বংসপ্রবণতাই বলা যায়। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz রিয়াজ ভাই, আমি বুঝতে পারছি। কিন্তু উল্লিখিত ব্যক্তিদের কাছে এটি অস্বস্তিকর মনে হতে পারে। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নাম উল্লেখ করতে হয়েছে যাতে আয়োজক/পর্যালোচকদের স্থানীয়ভাবে পুরস্কার দেওয়ার সময় যাদের মূলত বেশি ভুল হয়েছে তাদের যাতে চিহ্নিত করা যায়। নতুন হিসেবে তারা ভুল করেছে তবে তাদের আলাপ পাতার বার্তাগুলোও দেখুন একটু, এরপরও, তাদেরকে আমি প্রতিযোগিতা থেকে বাতিল/অযোগ্য ঘোষণা করতে বলছি না। কীভাবে ফলাফল ঘোষণা করলে সুবিধাজনক ও গঠনমূলক হবে সেই বিষয়ে মতামতের জন্যই মূলত বিষয়টি আলোচনায় আনা হয়েছে। — রিয়াজ (আলাপ) ১১:০২, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- অভিনন্দন @রামিশা তাবাস্সুম:! রামিশা তাবাস্সুম এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শ্রম ও নির্ভুল সম্পাদনা করেছেন। এছাড়া অসংখ্য নতুন চিত্রও আপলোড করেছেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৪৯, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমার মতে, নতুন পুরাতন না দেখে যারা নিয়মাবলী মেনে সম্পাদনা করেছে তাদের মূল্যায়ন করা উচিত। নিয়মাবলি তো সহজে লেখাই ছিল। তারপরও বারবার লঙ্ঘন করা, অনেকটা প্রতিযোগিতায় জেতার জন্য ইচ্ছে করেই করা মনে হচ্ছে। এরকম ধরতে গেলে আমার মনে হয় Yahya সবার উপরে চলে যাবে। কারণ রাবিসা তাবাসসুমের কয়েকটি সম্পাদনা আমার নজরে এসেছে, যেগুলো সঠিক ছিল না। যেমনঃ জীবিত ব্যক্তির ২টি আনফেয়ার ছবি যোগ, পাকিস্তানি নিবন্ধে বাংলাদেশি লোগো যোগ, ইন্টারেস্টিং ব্যাপার তিনি এখানে ট্যাগ দিয়ে একবার ছবি যোগ করেছেন, আবার নাম বাংলা করে আবার ট্যাগ দিয়েছেন। তারমানে এই দুইটা নিবন্ধে ৪ বার ট্যাগ দিয়েছেন। কিন্তু কাজের কাজ একটাও হয় নি। এগুলো কেবল আমি নজর তালিকায় রেখেছি বলেই চেক করতে পেরেছি। অন্যগুলো সম্পর্কেও এরকম হতে পারে।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:১১, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আসলে খুঁজলে আপনি আমার বেশকিছু নিবন্ধই এমন পাবেন। কারণ কিছু নিবন্ধের ক্ষেত্রে আমি ইংরেজি উইকি থেকে নিয়ে #সহ পরিবর্তন প্রকাশ করার পরে দেখেছি তা লাল লেখা দেখায়। তখন আমি ফাইল ট্রান্সফার টুল ব্যবহার করেছি আর ২য় বার # যুক্ত করেছি। আমার ধারণা ছিল যে প্রতিটি নিবন্ধের ক্ষেত্রে ১বারই # গণনা হবে। তাই আমি ২য় বারেরটিকেই ধরে করেছি।
- এ ব্যাপারে কোনো সমস্যা থাকলে ঐ নিবন্ধগুলোর ক্ষেত্রে ১বারই # নেয়া উচিত।
- আর ভুল চিত্র যোগ করা সম্পূর্ণই আমার অনিচ্ছাকৃত ছিল। আমি আমার ভুলের ব্যাপারে অত্যন্ত দুঃক্ষিত। -- রামিশা তাবাস্সুম (আলাপ) ১৬:১১, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: রামিসা তাবাসসুম তার আলাপ পাতায় অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। সুতরাং, তার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আসলে আমি এই ৮০০+ চিত্র যোগ করেছি মাত্র কয়েক ঘন্টা ব্যয় করে। একই কাজ নতুনদের করতে হয়েছে সারা মাস বসে। আমি চাইলে শেষের একদিন কাজ করেও সবাইকে টপকে যেতে পারতাম। বোঝাই যাচ্ছে, নতুনরা অনেক বেশি পরিশ্রম করেছে। এ কারণে আমি চাই কাউকে একদম বাতিল না করে নিচে আফতাব ভাইয়ের মন্তব্য অনুসারে যাচাই হোক। আশা করি, এতে নতুনরাই ১ম, ২য়, ৩য় থাকবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:১৮, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- যা হবার হয়ে গিয়েছে। এই প্রতিযোগিতায় নতুন যারা অংশ নিয়েছে, আমি জানি না তারা প্রতিযোগিতা ছাড়া আর সম্পাদনা করবে কিনা। করলে তো ভালোই। আর যেমনটা বলেছ, @Mrb Rafi:, আরও কয়েকদিন সময় নিয়ে সকলের সম্পাদনা পরীক্ষা কর, তারপর মোট সম্পাদনা থেকে পুনর্বহালকৃত সম্পাদনা বাদ দিয়ে ফলাফল ঘোষণা কর। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- মন্তব্য যদি কোনো ব্যবহারকারীকে সতর্ক করার পরেও সে সতর্কতা উপেক্ষা করে ধ্বংসপ্রবণ সম্পাদনা চালিয়ে থাকে, সেটা অবশ্যই দুঃখজনক। ব্যক্তিগতভাবে মনে করি যে এরপরেও তাকে সীমিত বা অসীম কোনো মেয়াদী বাধাদান করা না হয়, তার অর্থ তাদের করা ভুলগুলো এখনো গুরুতর পর্যায়ে যায়নি। যদি গুরুতর পর্যায়ে যাওয়া সত্ত্বেও বাধা না দেয়া হয়, সেটা নতুনদের দোষ না; "প্রতিযোগিতা" শব্দটি থাকায় এসব ক্ষেত্রে অনেক নবাগতই যেকোনোভাবে উপরের দিকে যেতে চায়। যাই হোক, ভুল সম্পাদনাগুলো বাদ দিয়ে মোট অবদান হিসেব করা সম্ভব হলে সেই হিসেব করাই বাঞ্ছনীয়। ফলাফল কিছুটা দেরিতে হলেও তা সুষ্ঠ হোক। এক্ষেত্রে সম্পাদনাগুলো পরীক্ষিত হওয়াটাও জরুরী।
- আর ভবিষ্যতের জন্য যুক্ত করি: প্রতিযোগিতা চলুক আর যাই হোক, বাংলা উইকিপিডিয়ার মান রক্ষার প্রয়োজনীয়তা সবার আগে। প্রতিযোগিতা থেকে আখেরে বাংলা উইকিপিডিয়ার লাভ হলো না অল্প লাভ আর সাথে নিয়মিত অবদানকারীদের অনেক সময় ভালো কোনো কারণ ছাড়াই ব্যয় হলো সেটা দেখা দরকার। এবারেই প্রথম বাংলা উইকিপিডিয়ায় এই ক্যাম্পেইন হচ্ছে, আর আন্তর্জাতিক ক্যাম্পেইনের অংশ হওয়ায় হয়তো কিছু বাধ্যবাধকতা ছিল। এই ক্যাম্পেইন থেকে শিক্ষা নেয়াটা প্রয়োজন; নতুনদের ছবি যুক্ত করতে উৎসাহিত ও সহায়তা করা দরকার কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে সেটা হলে অল্প সময়ে পেট্রোলারদের উপর বিরাট চাপ পড়ে যায় বলেই মনে হচ্ছে। আর বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায় বরাবরের মতই মানে গুরুত্ব দিয়ে থাকি, কেবল সংখ্যায় না, অতএব আমাদের জন্য এটা আরো বেশি চিন্তা করার ব্যাপার। ― অংকন (আলাপ) ১৫:১৩, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- ভাইয়া, ভবিষ্যতে এই প্রতিযোগিতা করা উচিত কি উচিত নয় বা করলে কিভাবে করা উচিত, সেটা নিয়ে আমার বেশ বিস্তারিত কিছু মতামত আছে; যা অন্য কোথাও শেয়ার করবো। আর ভাইয়া, সতর্ক করার পরেও গুরুত্ব না দেয়ার বিষয়েও এমন কিছু ব্যাপার আছে, যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। দেখবেন, শীর্ষতালিকায় থাকা অনেক প্রতিযোগীর আলাপে আমার সতর্কবার্তা আছে। একজনকে অনেকে মিলে ক্রমাগত সতর্কবার্তা দেবার পরেও কোনো জবাব দিচ্ছিলেন না। আমি ভাবছিলাম উনি হয়তো ইচ্ছে করেই উপেক্ষা করছেন। পরে বিকল্প উপায়ে ওনার সাথে যোগাযোগ করার পর জানতে পারি যে, আলাপ পাতা কি জিনিস সেটা নিয়ে ওনার কিছুটা ধারণা আছে, কিন্তু আলাপে কিভাবে বার্তা দিতে হয় বা বার্তার জবাব দিতে হয় সেটা সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। আমি প্রায় সময়ই বলি যে নতুনদের সাইকোলজি বোঝা বেশ কঠিন। সেটা আবারও টের পেলাম। তবে উইকিপিডিয়ার নিবন্ধের মান সবার আগে; তাই ভবিষ্যতে যদি এধরণের প্রতিযোগিতা করা হয়, তাহলে যেন ভুল সম্পাদনার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেদিকে বিশেষ নজর থাকবে। তার জন্য আমাদের অনেক টেকনিক্যাল বিষয়পত্রও শিখতে হবে অবশ্য। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:৩৩, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- উপরের আলোচনা দেখে যেটা বুঝেছি, কেউ কেউ আলাপ পাতার বার্তা দেখেও সেই বার্তার পরামর্শ মানেনি। ফিরতি বার্তা না দিতে পারাটা মানা যেতে পারে, কারণ এটা স্বাভাবিক নতুনদের জন্য সেটা কঠিন; তবে বারংবার বলার পরে পরামর্শ না মানা প্রসঙ্গটাই আমি বুঝিয়েছি। তোমার বাকি কথার সাথে আমি একমত। -- অংকন (আলাপ) ০৫:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- ভাইয়া, ভবিষ্যতে এই প্রতিযোগিতা করা উচিত কি উচিত নয় বা করলে কিভাবে করা উচিত, সেটা নিয়ে আমার বেশ বিস্তারিত কিছু মতামত আছে; যা অন্য কোথাও শেয়ার করবো। আর ভাইয়া, সতর্ক করার পরেও গুরুত্ব না দেয়ার বিষয়েও এমন কিছু ব্যাপার আছে, যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। দেখবেন, শীর্ষতালিকায় থাকা অনেক প্রতিযোগীর আলাপে আমার সতর্কবার্তা আছে। একজনকে অনেকে মিলে ক্রমাগত সতর্কবার্তা দেবার পরেও কোনো জবাব দিচ্ছিলেন না। আমি ভাবছিলাম উনি হয়তো ইচ্ছে করেই উপেক্ষা করছেন। পরে বিকল্প উপায়ে ওনার সাথে যোগাযোগ করার পর জানতে পারি যে, আলাপ পাতা কি জিনিস সেটা নিয়ে ওনার কিছুটা ধারণা আছে, কিন্তু আলাপে কিভাবে বার্তা দিতে হয় বা বার্তার জবাব দিতে হয় সেটা সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। আমি প্রায় সময়ই বলি যে নতুনদের সাইকোলজি বোঝা বেশ কঠিন। সেটা আবারও টের পেলাম। তবে উইকিপিডিয়ার নিবন্ধের মান সবার আগে; তাই ভবিষ্যতে যদি এধরণের প্রতিযোগিতা করা হয়, তাহলে যেন ভুল সম্পাদনার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেদিকে বিশেষ নজর থাকবে। তার জন্য আমাদের অনেক টেকনিক্যাল বিষয়পত্রও শিখতে হবে অবশ্য। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:৩৩, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আমার মনে হয় আলোচনা আর বেশি দীর্ঘায়িত না করে প্রতিযোগীদের অবদান পর্যালোচনা শুরু করা উচিত, যেহেতু আলোচনায় কয়েকদিন সময় নিয়ে ফল দেয়ায় সমর্থন এসেছে। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখার অনুরোধ করবো - প্রথমত খুব জরুরী না হলে পুনর্বহাল না করা ভালো এবং অনুগ্রহ করে অযৌক্তিকভাবে পুনর্বহাল করবেন না। দ্বিতীয়ত যাঁরা নিয়ম অমান্য করে ইতোমধ্যেই চিত্র থাকা নিবন্ধে চিত্র যুক্ত করেছেন, সেগুলোয় পুনর্বহাল না করে এমন কোনো উপায়ে চিহ্ণিত করুন যেন কোয়ারি টুলে তা আলাদাভাবে হিসেব করা যায়; যেহেতু দ্বিতীয়বার চিত্র যোগ বাংলা উইকির নিবন্ধের মানের কোনো ক্ষতি করছেনা। (যদিনা অযৌক্তিক চিত্র যুক্ত করা হয়।) আর ভালো হয় যদি ভুল সম্পাদনাগুলো দেখিয়ে দিয়ে প্রতিযোগীদের দিয়েই নির্দিষ্ট সময়ের ভেতর ঠিক করা যায়। এতে পর্যালোচকদের কষ্টও কমবে, প্রতিযোগীরাও কিছু শিখতে পারবেন। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:২৭, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- হালনাগাদ
সম্প্রদায়ের মতামত ও আলোচনা অনুসারে WPWPBN হ্যাশট্যাগযুক্ত নিবন্ধে পুনর্বহালকৃত সম্পাদনা বাদ দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। পুরো তালিকা পাবেন এখানে — রিয়াজ (আলাপ) ১৪:১৪, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
প্রতিযোগিতার ফলাফল
সম্পাদনাউপরের আলোচনা অনুসারে নিম্নে ফলাফল দেওয়া হল:
ক্রম | ব্যবহারকারী নাম | পয়েন্ট |
---|---|---|
১ | রামিশা তাবাস্সুম | ১,২২৬ |
২ | Shihab1729 | ১,১৪৪ |
৩ | Hasan muntaseer | ১,০৬৬ |
৪ | Your Poltergeist O3 | ৯৪৭ |
৫ | Nazrul Islam Nahid Majumder | ৮৮৫ |
৬ | Yahya | ৮৬৪ |
৭ | Hasnat Abdullah | ৪৬১ |
৮ | Sojol Rana | ১৫৫ |
৯ | কুউ পুলক | ১২৬ |
১০ | MdsShakil | ১২০ |
১১ | Salil Kumar Mukherjee | ১০৯ |
১২ | Mashkawat.ahsan | ৯০ |
১৩ | Md. Golam Mukit Khan | ৩৯ |
১৪ | Factcheckerhuman | ৩৪ |
১৫ | মোহাম্মদ হাসানুর রশিদ | ৩১ |
১৬ | Goutam1962 | ২২ |
১৭ | Aishik Rehman | ২১ |
১৭ | Adnan Borhan | ২১ |
১৯ | Anupamdutta73 | ২০ |
২০ | MS Sakib | ১৯ |
কে কি পুরস্কার পাবেন, তার জন্য উইকিপিডিয়া:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১#পুরস্কার দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৪, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
সনদপত্র
সম্পাদনা@Mrb Rafi: মনে হয় কেউ এখনো সনদপত্র পায় নি। এই বিষয়ে কী কোন খোঁজখবর রয়েছে? আমার আলাপ পাতায় এই বিষয়ে একটি প্রশ্ন এসেছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই, এই আয়োজনের কোনো সনদ বা পুরষ্কার এখনো বিতরণ করা হয়নি। সেগুলো বিতরণের কাজ আসলে উইকিমিডিয়া বাংলাদেশ নিয়েছে, আমি বা আমার স্বেচ্ছাসেবী দল সম্পূর্ণ অন-উইকি আয়োজনের দায়িত্ব নিয়েছিলাম আসলে। আমি গ্রান্ট নেইনি এই আয়োজনের জন্য; তাই পুরষ্কারের দায়িত্ব উইকিমিডিয়া বাংলাদেশের হাতে ছেড়ে দিয়েছি। এবং এখনো পুরষ্কার বিতরণ বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে আমার কোনো কথা হয়নি; আরো কিছু সময় হয়তো লাগতে পারে। কেউ যদি এ বিষয়ে জানতে চায়, তাহলে সরাসরি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে মেইলে যোগাযোগ করাই সবথেকে ভালো হবে। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৫:১৮, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)