উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র/সংগ্রহশালা ১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ | সংগ্রহশালা ৩ | → | সংগ্রহশালা ৫ |
ওপেন সোর্স।
আমি আমার উইন্ডোজে ওপেন অফিস ইনষ্টল (বাংলা) করেছি। কিন্তু মেনু বারে কোন লেখা আসে না। কেবল চতুর্ভূজ দেখা যায়। এ অবস্থায় আমি কি করবো।
- উত্তর: আপনার সম্ভবত বাংলা ভাষা সাপোর্টের প্রয়োজনীয় সুবিধা ইন্সটল করা হয় নি। এটা অবশ্য উইন্ডোজ ইন্সটলের সময় ডিফল্ট ইন্সটল হয় না। এজন্য আপনাকে যা করতে হবে,
- Control Panel -এ যান।
- সেখান থেকে Regional and Language Options আইকনটি খুঁজে তা ওপেন করুন।
- উপরে দুই নম্বর ট্যাবে দেখুন লেখা আছে Languages — ওটা ওপেন করুন।
- নিচে Supplemental Language Support অংশে দেখুন দুইটি চেকবক্স আছে; এর মধ্যে প্রথমটা অর্থাৎ Install files for complex script and rigt-to-left languages (including Thai) চেকবক্সে টিক চিহ্ন দিন; সঙ্গে সঙ্গেই একটি ডি-বক্স আসবে যেখানে আপনাকে আপনার উইন্ডোজের সি.ডি. প্রবেশ করাতে বলবে। উইন্ডোজের সি.ডি. প্রবেশ করান এবং ওকে করুন।
- ইন্সটল শেষ হলে আপনার কম্পিউটার রির্স্টাট করুন।
রেফ সমস্যা
আমি উইকিতে নতুন এসেছি এখনো জানি না অনেক নিয়ম কানুন ।কিভাবে উপরে রেপ ব্যবহার করতে হয় জানি না।জানা থাকলে বলবেন। — 67.250.62.231 (আলাপ) থেকে ০৫:৫১, ৩ আগস্ট ২০১০ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
সম্পাদনা
কি করলে আমার সম্পাদিত পাতাতে আর কেউ সম্পাদনা করতে পারবেনা? লগ ইন ছাড়াও কেন আমার সম্পাদিত পাতা আবার সম্পাদনা করা সম্ভব হচেছ? — 180.149.13.150 (আলাপ) থেকে ০:৩২, ২৫ ডিসেম্বর ২০১০ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
- উইকিপিডিয়ার নিবন্ধগুলো সকলের সহযোগিতার মাধ্যমে তৈরি। ফলে এর সকল নিবন্ধ পাতায় যে কেউ এমনকি লগইন ছাড়াও যেকেউ সম্পাদনা করতে পারবে। এছাড়া উইকিপিডিয়াতে দেওয়া যে কোন লেখার কপিরাইট লেখকের নয়। ফলে একে পরিবর্তন, পরিমার্জন করার অধিকার সকলের। আপনি যদি আপনার লেখাকে নির্দয় ভাবে পরিবর্তন করতে দিতে না চান তাহলে অনুগ্রহ করে তা উইকিপিডিয়ায় পোষ্ট করবেন না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪৫, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
‘সম্পাদনা’ পরিবেশের ‘বিশেষ বর্ণসমূহ’ ট্যাব-এ বাংলা যুক্তাক্ষর অন্তর্ভূক্তির অনুরোধ
আমি বাংলা উইকিপিডিয়ার একজন নবীন ব্যাবহারকাররী। বর্তমানে আমি অভ্র কীবোর্ড-এর মাধ্যমে উইকিপিডিয়া-র পরিবর্ধনে সহায়তা করার চেষ্টা করছি। নিঃসন্দেহে, বাংলা উইকিপিডিয়ার ‘সম্পাদন’ পরিবেশে অভ্র-র সংযোজন একটি ব্যাবহারকারী-বান্ধব উদ্যোগ। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যুক্তাক্ষর লেখার সময়, অদক্ষ অভ্র ব্যাবহারকারীদের খানিকটা সমস্যায় পড়তে হয়।
আমার ধারণা যে এই যুক্তাক্ষরগুলো ‘বিশেষ বর্ণসমূহ’ ট্যাব-এ অন্তর্ভূক্ত করতে পারলে এই সমস্যাটি কিছুটা লাঘব করা সম্ভব। এই ব্যাপারে আমাদের কি কিছু করণীয় আছে? আমি কি কোনভাবে সাহায্য করতে পারি? — NearIdentity (আলাপ • অবদান) ১৬ মে ২০১১, ১২:১২ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
আপনি যুক্ত বর্ণ লেখার জন্য সম্পাদনা বাক্সের নিচে চলে যান সেখানে দেখতে পাবেন, "যোগ করুন" বলে ড্রপ ডাইন মেনু " সেখানে ক্লিক করলে পাবেন, অনেকগুলি অপঅসন, তার মধ্যে "বাংলা যুক্ত বর্ণ " নির্বাচন করুন, আশা করি আপনার সমস্যার সমাধান হবে। ----জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:২২, ১৬ মে ২০১১ (ইউটিসি)
জয়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। -- আব্দুল্লাহ আল-রশীদ
য লেখাতে সমস্যা
আমি আভ্র ফনেটিক কিবোর্ড ব্যবহার করছি, এবং সাথে সাথে ubuntu - linux operating system ব্যবহার করছি, আমি কোনো মতেয় " য " বর্ণটি ব্যবোহার করতে পারছিনা। j alphabet press করলে "জ" চলে আসছে। please help me... আমি এই "য" টি লিখতে প্রথমে য় লিখে তার পর back space key এর ব্যবহার করেছি।।।। (BLACK MIRROR) bubaii choudhury kolkata— Blackmirror (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি "য" পেতে "z" ব্যবহার করুন। সাথে সম্পূর্ণ সাহায্য পেতে http://www.omicronlab.com/download/pdf/Bangla%20Typing%20with%20Avro%20Phonetic.pdf দেখুন----জয়ন্ত (আলাপ | অবদান) ১০:২১, ২৩ মে ২০১১ (ইউটিসি)
কিভাবে ছবি আপলোড করা যায়?
আমি পাথরকুচি নামে একটি তথ্য সন্নিবেশ করেছি, কিন্তু ছবি যুক্ত করতে পারছি না! কিভাবে ছবি আপলোড করা যায়?
- আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কোন ছবি আপলোড করতে চাইলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কি শুধু বাংলা উইকি তে আপলোড করবেন না সকল উইকির জন্য আপলোড করবেন। যদি শুধু বাংলা উইকিতে আপলোড করতে চান তবে আপনি যেকোনো উইকি পেজের বাম পাশের নেভিগেসন বক্সে সরঞ্জাম নামে একটি অংশ পাবেন। পরে সেখান থেকে একটি আপলোড অংশ পাবেন। তারপর সেখানে ক্লিক করে ছবি আপলোড দিতে পারবেন। আর সকল উইকির জন্য আপলোড করতে চাইলে Wikimedia Commons এ যান। সেখানে Participate অংশে Upload পাবেন এবং সেখানে ক্লিক করে আপলোড করতে পারবেন।--প্রত্যয় (আলাপ করুন) ০৬:১২, ২৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)
Hi. Could you please tell me what country is তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র? Thanks, Malafaya (আলাপ) ২২:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
- Thanks for your inquiry. That is Turkish Republic of Northern Cyprus. – তানভির মোর্শেদ (আলাপ) ০৬:৪১, ২৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)
নতুন
আমি কিছু লিখতে চাই, নতুন সংরহশালা কিভাবে সম্ভব ,উত্তর চাই গ
- আপনার আলাপ পাতায় বলা হয়েছে। --নাসির খান সৈকত • আলাপ • ১৭:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
পাতার ইতিহাস merge করার সাহায্য প্রার্থী
আগের তৈরি নিবন্ধ রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - এই পাতাটির ইতিহাস পরের তৈরি রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - এই পাতাটির ইতিহাসের সঙ্গে merge করা হয়নি। আপনি বা কোনও Admin এব্যাপারে ব্যাবস্থা নিলে ঠিক হয় । নিচে আগের তৈরি আলাপ/আলোচনার পাতার উদাহরণ এখানে দিলাম-
(cur | prev) hh:mm, dd mmm yyyy UserName (talk | contribs) . . (xx bytes) (+yy) . . (moved নিবন্ধ-১ to নিবন্ধ-২: Moving for history merge) (thank)
Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ০০:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
সাহায্য প্রয়োজন
আমি ২০১২ সালে মার্চ মাসে মুস্তাফিজুর রহমান গামা নিয়ে একটি নিবন্ধ লিখেছিলাম। লেখার পর প্রতিবারই নিম্ন লিংকে https://bn.wiki.x.io/wiki/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 আমাকে বলা হয়েছে পরিস্করন টেমপ্লেটে reason প্যারামিটার যোগ করতে। আমি তা কিভাবে যোগ করতে পারি। আর আমি কিভাবে পরিস্করন টেমপ্লেট টি সরাবো? এছাড়াও আমি ইউ টিউব থেকে কিছু ভিডিও চিত্র এই লেখার সাথে সংযুক্ত করতে চাই। তা কিভাবে করব? দয়া করে আমাকে একটু সাহায্য করেন।
- প্রথমত আপনি ইউটিউবের কোনো ভিডিও নিবন্ধে যোগ করতে পারবেন না। কারণ এগুলোর কপিরাইট রয়েছে। আর আপনার নিবন্ধ থেকে পরিস্করণ টেমপ্লেট সরানো হয়েছে এর সাথে সাথে নিবন্ধ থেকেও অপ্রয়োজনীয় লেখা এবং অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। নিবন্ধটিতে বিভিন্ন তথ্যে বিস্তারিত (বইয়ের পাতার নম্বর সহ) তথ্যসূত্র প্রয়োজন। আশা করি আপনি আরও তথ্যসূত্র যোগ করতে মনোযোগী হবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৬, ৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
সাহায্য প্রয়োজন
আমি মুস্তাফিজুর রহমান গামা কে নিয়ে একটি নিবন্ধ লিখেছি এবং তা সম্পাদনাও করেছি। এখন আর কি করলে তা উইকিফাই করা হবে বলে আপনাদের মনে হয়? এই নিবন্ধ টি কে কিভাবে মানসম্মত অবস্থায় আনা গেলে এই জাতীয় ম্যাসেজ আপনারা তুলে নেবেন? দয়া করে জানালে খুব খুশি হব। — Nandini Mahzabin (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- নিবন্ধটি সংশোধন করে ট্যাগটি অপসারণ করেছি। আপনি কিভাবে অন্তঃউইকিসংযোগ বা উইকিফাই করবেন তা জানার জন্য উইকিপিডিয়া:কীভাবে পাতায় উইকিসংযোগ যোগ করবেন? পাতাটি পড়ে দেখতে পারেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:০৭, ১২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
আমার পেজ অপসারিত হয়েছে
আমি কয়েক দিন আগে ‘জাগো মেহেরপুর’ শিরোনামে একটা পেজ খুলি। জাগো মেহেরপুর মাদক বিরোধী, সামাজিক অসংগতি বিরোধী একটি আন্দোলন। যা মেহেরপুরের সকল তরুনের সমন্বয়ে সৃষ্টি। আমি মনে করি মেহেরপুরের তরুনদের এই সম্মিলিত উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার এবং উইকিপিডিয়াতেও এই তথ্য থাকা প্রয়োজন। কিন্তু উইকিপিডিয়ার কোন একজন মহাজ্ঞানী আমার এই পেজটি ডিলিট করেছেণ, কারণ হিসেবে বলেছেন- এটা নাকি বিজ্ঞাপন প্রচার। আর এটাকে যদি উনি প্রচার মনে করেন, তাহলেই বা কি সমস্যা? আমরা কি চাই না তরুনরা মাদকের ভয়াল গ্রাশ থেকে সরে আসুক? — Mamuunn (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- নাহিদ ভাই যে কারণে আপনার তৈরী নিবন্ধ অপসারণের প্রস্তাব দিয়েছিলেন, তা হল বিজ্ঞাপন প্রচার। উইকিপিডিয়াতে প্রচারধর্মী কোন নিবন্ধ রাখা হয় না। এটি উইকির নীতিমালার বিরোধী। হতে পারে, জাগো মেহেরপুর সংগঠনটির উদ্দেশ্য মহৎ, কিন্তু তাতেও এই নীতি বদল হয় না। সংগঠনের প্রচার প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, ব্লগ বা সোস্যাল নেটওয়ার্কে করার অফুরন্ত সুযোগ রয়েছে। উইকিপিডিয়াতে তা না করাই বাঞ্ছনীয়। দ্বিতীয় কথা, নাহিদ ভাই বাংলা উইকির একজন সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়ান। তাই তিনি যা করেছেন, অনেক ভেবে চিন্তেই করেছেন। আপনার সাথে মতের মিল নাও হতে পারে, কিন্তু তা বলে ব্যঙ্গাত্মক ভাবে কথা বলার কি কোন প্রয়োজন আছে? আপনি বাংলা উইকিতে আরো সময় দিয়ে গঠনমূলক সম্পাদনা করুন, এই কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- প্রিয় মামুন ভাই, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি আমার অপসারণ ট্যাগের মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে কোন প্রকার কষ্ট দিয়ে থাকি। আসলে আপনাদের উদ্দেশ্যটি সত্যিই মহৎ ও প্রশংসার দাবিদার এবং আমি আপনাদের এই উদ্যোগকে ছোট করে দেখিনি। আসলে বোধিসত্ত্বদা যেমনটি বলেছেন, উইকিপিডিয়ায় মূলত কিছু নীতিমালা মেইন্টেইন করতে হয় যে কারণে ব্যাপক উল্লেখযোগ্য যেমন, গ্রিনপিস বা এ জাতীয় সংস্থা ব্যতীত উইকির নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য নয় এমন নিবন্ধ রাখা হয় না। আপনি এ বিষয়টি আমাদের সাথে কিছুদিন সম্পাদনা করলেই আশা করি বুঝে যাবেন। আর উইকির নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে দয়া করে আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার নির্দেশনাটি পড়ে দেখতে পারেন। এছাড়া আমার আলাপ পাতাও স্বাগতম। আশা করি আমার বার্তাটি ব্যক্তিগতভাবে নেবেন না এবং উইকিতে সম্পাদনা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৭, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
সংস্থার লোগো
কোন সংস্থার লোগো কিভাবে আপলোড করব? fair use কি বাংলা উইকিপিডিয়াতে প্রযোজ্য? - ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ১৫:৫৮, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- অবশ্যই, আপনি Fair use-এর আওতায় বাংলা উইকিপিডিয়ায় লোগো আপলোড করতে পারেন। (লোগোটি যদি আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে আনেন, তাহলে সেখানে যে লাইসেন্স দেয়া আছে তা দিলেই হবে) আপনি বিশেষ:Upload-এ যেয়ে আপলোড করতে পারেন, তবে আপনি নতুন ব্যবহারকারী হওয়ায় মিডিয়াউইকি সফটওয়্যার সম্ভবত আপনাকে এখন আপলোড করতে দিবে না। --Aftab1995 (আলাপ) ১৬:১২, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ। কিন্ত আমি কিভাবে পুরোনো ব্যবহারকারী হব? কতদিন লাগতে পারে? - ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ১৬:৩৫, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ, এখানে পেয়েছি[১]। একটা প্রশ্ন, প্রশাসক কিভাবে নির্বাচিত হয়? আমিকি প্রশাসক হতে পারি?- ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ১৬:৪৩, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- এই পাতা ভালো করে পড়ুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। --Aftab1995 (আলাপ) ২৩:০৩, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- আচ্ছা, বুঝেছি। ধন্যবাদ- ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ০৫:২৯, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)
- এই পাতা ভালো করে পড়ুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। --Aftab1995 (আলাপ) ২৩:০৩, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ, এখানে পেয়েছি[১]। একটা প্রশ্ন, প্রশাসক কিভাবে নির্বাচিত হয়? আমিকি প্রশাসক হতে পারি?- ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ১৬:৪৩, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ। কিন্ত আমি কিভাবে পুরোনো ব্যবহারকারী হব? কতদিন লাগতে পারে? - ইতি, নেংটা { কেন?, কোনগুলি } ১৬:৩৫, ২ মার্চ ২০১৪ (ইউটিসি)
আমি কিভাবে আমার অ্যাকাউন্ট ডিলিট করবো?
অপসারিত আমি কিভাবে আমার এই অ্যাকাউন্টটি ডিলিট করবো? — GiSanMunTasirRiYad (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি অলরেডি নাম পরিবর্তনের আবেদন করে ফেলেছেন, সুতরাং নাম পরিবর্তন হওয়ার পর জাস্ট নতুন একাউন্ট থেকে আগের পাসওয়ার্ড দিয়েই লগইন করবেন, তাহলেই হবে; পুরাতন একাউন্টের সকল অবদান নতুনটাতে মার্জ হয়ে যাবে।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৯, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
ম্যারাডোনা
ম্যারাডোনা মোট কত বার লাল কার্ড পেয়ে ছিল ?
মুহাম্মাদ কায়দে আজম
আমি একজন নতুন ব্যাবহারকারী আমি আমার প্রফাইল বিত্তান্ত লিখবো কিন্তু কোথায় আমি আমার ঠিকানা বা অবস্থান সেট করবো? — মুহাম্মদ কায়দে আজম (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য রাখতে পারেন তবে মনে রাখবেন উইকিপিডিয়া কোন ব্লগ সাইট বা নিজস্ব ওয়েবপোর্টাল নয় সুতরাং নিজের সম্পর্কে তথ্য যুক্ত করার পূর্বে দয়া করে উইকিপিডিয়া:ব্যবহারকারী পাতা পড়ে নিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩১, ২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
আমার বিক্রমপুর
বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞান চর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত। ধারণা করা হয়, বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হবার আগ পর্যন্ত এটিই ছিল বাংলার প্রাচীনতম রাজধানী। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী। এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। এখানকার কৃতী সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, ব্রজেন দাস, সত্যেন সেন প্রমুখ। বাংলার প্রাচীন রাজধানী বিক্রমপুরের সেই জৌলস এখন আর নেই। তবে ইতিহাস এখনো বিক্রমপুরের কথা মনে করিয়ে দেয়। ক্রমাগত নদী ভাঙ্গনের ফলে প্রাচীন বিক্রমপুর শহর এবং এর পুরাতত্ত্বিক নিদর্শণসমূহ প্রায় পুরোটাই কালের আবর্তে বিলীন হয়ে গেছে। বর্তমানে এ অঞ্চলটি মুন্সীগঞ্জ জেলা নামে স্বীকৃত। “ইতিহাস ঐতিহ্যদীপ্ত বিক্রমপুরের হারানো গৌরব পুনরুদ্ধার করার দায়িত্ব নিতে হবে আমাদের মুন্সীগঞ্জ বাসীদেরকে,আসুন আমরা একযোগে হাতে হাত রেখে কাজ করি,আগামী দিনের সমৃদ্ধ মুন্সিগঞ্জ গড়ার মানসে”।এইউদ্দেশ্যকে সামনে রেখে বেছে নেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। বাংলাদেশ সহ বিশ্বের ১১৩টি দেশে অবস্থানরত মুন্সিগঞ্জ-বিক্রমপুর কমিউনিটির মানুষের অন্যতম জনপ্রিয় পেজ “আমার বিক্রমপুর”। আমার বিক্রমপুর এর বর্তমান সদস্য সংখ্যা ২৭,৪৯৯ জনের অধিক। — Awlad Hossain Khan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- বাংলা উইকিপিডিয়া সম্বৃদ্ধ করার আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। বিক্রমপুর নাম ইতিমধ্যেই একটি নিবন্ধ রয়েছে, আপনি চাইলে সেখানে তথ্য যুক্ত করে সহয়তা করতে পারেন তবে মনে রাখবেন যে কোন ওয়েবসাইট থেকে কপিকৃত লেখা যে কোন মহুর্তে অপসারণ করা হয়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৮, ২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
টেমপ্লেট
আমি উইকিতে প্রবীন ব্যবহারকারী। আমি উইকিতে প্রচুর নিবন্ধন সম্পাদনা করেছি। আমি উইকিতে নানা সময় অনুবাদ করি। আমি জানিনা কিভাবে টেমপ্লেট তৈরী করব। আমি কিভাবে টেমপ্লেট তৈরী করব?(203.223.94.129 (আলাপ) ০৮:০৪, ৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি))
- উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি যে টেমপ্লেটগুলো তৈরি করতে চান সেগুলো অধিকাংশই ইংরেজি উইকিতে আগে থেকেই তৈরি করা রয়েছে। সংশ্লিষ্ঠ টেমপ্লেটটি ইংরেজি উইকিতে খুঁজে বের করুন বাংলায় অনুবাদ করে যুক্ত করুন তাহলেই হবে। যদিও আপনি লগ-ইন না করেই সম্পাদনা চালিয়ে যেতে পারবেন কিন্তু আমি আপনাকে একটি একাউন্ট তৈরি করে সম্পাদনার পরামর্শ দেব। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
- সেটা ত বুঝলাম কিন্তু কিভাবে অনুবাদ করব সেট জানালে ভাল হত।ধন্যবাদ(203.223.94.164 (আলাপ) ১৬:৫৯, ৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি))
উইকিপিডিয়াতে লেখা প্রসঙ্গে ।
প্রিয় উইকিপিডিয়া টীম ।
আমি একটি সামাজিক সংঘটনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক । আমি আমার সংঘটন সম্বন্ধে বিস্তারিত উইকিপিডিয়াতে লিপিবন্ধ করতে চাই । যেন আমাদের সদস্যগন সহজেই আমাদের সম্পর্কে জানতে পারে । কিন্তু কিভাবে তা করতে হবে তা বুঝতে পারছিনা । তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি ।
- আপনার পরিচয় জেনে ভাল লাগল। আসলে উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ কিন্তু এখানে কি লিখবেন বা লিখবেন না তা জানার জন্য এখানে ক্লিক করুন। আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন, ধন্যবাদ।--রাফায়েল রাসেল (আলাপ) ১১:৩৮, ৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
ব্যবহারকারী পাতা
আমি Reaid Hossain নামে আমার ব্যবহার কারী পাতা তৈরি করেছিলাম। কিন্ত এখন এই পাতা শূণ্য দেখাচ্ছে। আমি বাংলা উইকিপিডিয়া ফটো কনটেস্ট-2014 এ 171টি ছবি আপলোড করেছি। (যার লিংক আমার কাছে সংরক্ষিত আছে। লিংক ব্যবহার করে ছবি গুলো দেখা যাচ্ছে।) কিন্ত আমার অবদান ও আমার আপলোড পাতা শূণ্য দেখাচ্ছে। উইকিপিডিয়া থেকে আমার সাথে আলাপ করা হয়েছিল। যা আলাপ পাতাতেও নাই। কি করতে পারি? রিয়াদ (আলাপ) ১৬:৪৬, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)Reaid Hossain
- @Reaid Hossain: আপনি ব্যবহারকারী পাতা কমন্সে তৈরি করেছিলেন, বাংলা উইকিতে নয়। এই কারণে এখানে আপনার ব্যবহারকারী পাতা শূন্য দেখাচ্ছে। কমন্সে আপনার ব্যবহারপাতা এখানে পাবেন --আফতাব (আলাপ) ১৬:৫২, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
ব্যাবহারকারি নাম পরিবর্তন প্রসঙ্গে।
আমি বাংলা উইকি এর একজন এডিটর। আমার একাউন্ট খোলার সময় ব্যাবহারকারি নাম "রাউফ রাহমান" দিয়েছিলাম। এখন নামটি পরিবর্তন করার একান্ত প্রয়োজন অনুভব করছি। পরিবর্তিত নাম হবে "Rauf Rahman" । ধন্যবাদ --রাউফ রাহমান (আলাপ) ১৯:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- দয়া করে এখানে আবেদন করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
তথ্য
মানুষের আবিরভাব কোন যুগে?103.230.107.30 (আলাপ) ১৯:৪১, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
টেমপ্লেট সহযোগিতা
বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান infobox ধরণের টেম্পলেটসময়হের তালিকা প্রয়োজন।--Sayom Shakib (আলাপ) ০২:৫৬, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
- এখানে বেশ কিছু পাওয়া যাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪১, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
Wikipedia page Burnpur click & note link press ..so Very slag language use this side.Burnpur Banchod etc.what is this??...so plz this matter to solve & page r delete.
ইমিগ্রেশন সংক্রান্ত
আমি বিদেশ থেকে আসার সময় দালাল দিয়ে ভুয়া কাগজ তৈরী করে আসি কারন আমি সেখানে ওভার স্টে করেছিলাম এবং আমার পাসপোর্ট চুরি হয়ে গিয়েছিলো যা আবার খুঁজে পাই।এখন আমার পাসপোর্টে এ্যারাইভাল সীল নেই।আমি আমার পুরোপুরোনো পাসপোর্ট ব্যবহার করতে চাচ্ছি,আমার করণীয় কি?
- দেখুন, এই সাহায্যকেন্দ্রটি শুধুমাত্র উইকিপিডিয়ার সমস্যা সম্পর্কিত। আপনার সমস্যার জন্য কোন পরামর্শ দিতে পারছি না বলে দুঃখিত। --আফতাব (আলাপ) ১৪:১০, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)
২রা নভেম্বর
রবীনদরনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কী — I'm you as Ali mallick (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- বৌ-ঠাকুরাণীর হাট; আরো জানার জন্য পড়ুন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫১, ১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
অনুবাদ সম্পর্কে
কোনো মুভির পেইজ যদি বাংলায় অনুবাদ করি তাহলে কি মুভিটার আসল নাম দিবো নাকি বাংলায় অনুবাদকৃত? যেমনঃ "Avengers: Age of Ultron" এর ক্ষেত্রে কি "এভেঞ্জারস:এইজ অব আল্ট্রন" ই থাকবে নাকি "এভেঞ্জারসঃ আল্ট্রন এর যুগ" হবে?Sanour (আলাপ) ১৪:৪২, ১১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
- ইংরেজি চলচ্চিত্রের ক্ষেত্রে পৃষ্ঠার নাম ইংরেজিতে রাখুন। অর্থাৎ "এভেঞ্জারস: এইজ অব আল্ট্রন" লিখুন। --আফতাব (আলাপ) ১৫:০৭, ১১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
নতুন আলোচনা
আমি এটা কাজ করার মত কোন কিছু বুঝতে পারছি না তায় যদি এটা আমাকে দয়া করে বলে দিতেন যে এটা কিভাবে কাজ করতে হবে। তাহলে কাজ করতে পারতাম । সাথে আমার ফোন নাম্বারটা দিলাম-01621-263592 দয়া করে বাংলায় বলবেন কারণ ইংরেজী বেশি বুঝিনা তায় বাংলা বললে খুব ভাল হয়।
- ভাই Md Ramjan Ali Akash,
আপনি আসলে ঠিক কি সম্পর্কে জানতে চাচ্ছেন? স্পষ্ট করে বলুন। এটা কাজ করার মত কোন কিছু বুঝতে পারছি না - ঠিক কি বুঝতে পারছেন না? - Ashiq Shawon (আলাপ) ১০:১৯, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আমি বাংলায় অনুবাদ শুরু করতে চাই
আমি বাংলায় অনুবাদ শুরু করতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না । কোথায় গিয়ে শুরু করব — Shakil Al Kajem (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
প্রতিবর্ণীকরণ প্রসঙ্গে
আমি কোরীয় ভাষা থেকে বাংলা ভাষায় রাজা সেজোং নিবন্ধ অনুবাদ ক্ষেত্রে প্রতিবর্ণীকরনের ব্যাপারটি আমার সামনে তুলে ধরা হয়, দেখুন এখানে। উইকিতে কি উচ্চারন অনুসারে নিবন্ধের বানান বসানো হবে নাকি বর্ণের আদি উৎস অনুসারে? নিশ্চিত হতে পারছি না। সঠিক গাইডলাইন পেলে সুবিধে হয়। ধন্যবাদ S Shamima Nasrin (আলাপ) ১৪:২১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ কিছু বিষয় পেতে পারেন। প্রতিবর্ণীকরণের বিষয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায় তবে সাধারণ অর্থে যে নামটি বাংলার প্রেক্ষাপটে বেশি প্রচলিত সাধারণত সেই নামটিই উইকিপিডিয়ায় ব্যবহার করা হয়। এখন ধরুন, কোন ব্যক্তির নাম উচ্চারন অনুযায়ী “ৎ” দিয়ে শুরু হলো, এক্ষেত্রে বাংলাতে “ৎ” দিয়ে শুরু করলে সেটি বাস্তব সম্মত হবে না। উচ্চারন অনুযায়ী নামটি পূণঃনির্দেশ করে দিতে পারেন কিন্তু টাইটেলে কখনোই মানানসই নয়। যেহেতু আমরা বাংলা ভাষাভাষীদের জন্যই বাংলা উইকিপিডিয়া লিখছি সেহেতু যে নামটি বেশি প্রচলিত সেটিই ব্যবহার করা শ্রেয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৭, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ওহ, সম্ভবত আগের মন্তব্যে খুব বেশি ক্লিয়ার ছিলাম না, বব২৬-এর আলাপ পাতার আলোচনায় আপনার ধারণাই আমার মতে সঠিক বলে মনে হচ্ছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১১, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এই আলোচনাও ধারণা পেতে যথেষ্ঠ সাহায্য করবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৬, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আসলে কোরিয়ান ভাষা শেখার পর বাংলা উইকিতে বেশ কিছু ভুল চোখে পড়েছে যা ঠিক করার পরপরই বাতিল করা হয়। এছাড়া, কোরিয়ান লিপি "হাঙ্গুল" পাতাটিকে দেখলাম হান্গেউল্ এ স্থানান্তর করা হয়েছে। হান্গেউল্ হল (한글) এর প্রতিবর্ণীকরণ রূপ। কোরিয়ান লিপির নাম "হাঙ্গুল"। এই ব্যাপারে ইংরেজি উইকিতে "Hangul" এর সংশোধনের ইতিহাস দেখা যেতে পারে। যাই হোক, সিনিয়র উইকিপিডিয়ানদের আলোচনা এবং সম্মতি সাপেক্ষে রাজা সেজোং পাতার নির্দিষ্ট কিছু বানান উচ্চারনের ভিত্তিতে পরিবর্তন করার অনুমতি চাইছি। উইকিতে নবাগত একজন হিসেবে যেকোন ভুল শুধরে দেয়ার জন্য ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ১০:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এই আলোচনাও ধারণা পেতে যথেষ্ঠ সাহায্য করবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৬, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ওহ, সম্ভবত আগের মন্তব্যে খুব বেশি ক্লিয়ার ছিলাম না, বব২৬-এর আলাপ পাতার আলোচনায় আপনার ধারণাই আমার মতে সঠিক বলে মনে হচ্ছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১১, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আসলে এখানে অনুমতি চাওয়ার কিছু নাই বাংলা উইকিপিডিয়ায় এর পূর্বে এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, সব আলোচনার ফলাফল (ভিন্নমত যে নেই তা নয়) মুটামুটি একই- প্রচলিত বা বাংলার প্রেক্ষাপটে মানুষ যে নামটি উচ্চারন করে সেটিই শিরোনাম হিসেবে শ্রেয়। মোটকথা অদ্ভুত কোন নাম নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১০, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আন্তঃউইকি সংযোগ
ami ekti pager onubad shuru korechi khelaghore...setike english page tir sathe jukto ki kore korbo? bamdike antowiki songjoger link ti dekhte pachi na... — Aajad Kundu (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি যেখানে পাতাটি তৈরি করেছেন সেটি একটি ব্যবহারকারী নামস্থান। আন্তঃউইকি সংযোগ ব্যবহারকারী নামস্থানে দেখায় না। পাতাটি যদি আপনি নিবন্ধ নামস্থানে তৈরি করেন তাহলে 'আন্তঃউইকি সংযোগ' দেখাবে। --আফতাব (আলাপ) ১৪:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আমি আপাতত করে দিয়েছি যাতে ইতিমধ্যে অন্যকেউ না তৈরি করেন। অনুগ্রহ করে একটু দ্রুত শেষ করবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪১, ৩০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)