উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র/সংগ্রহশালা ২

সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

কৃতিত্ব

কোন ভাষা থেকে অনুবাদের পর মূল লেখককে কিভাবে ক্রেডিট দেব?--কৌশিক বিশ্বাস (আলাপ) ১৪:০৪, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

@কৌশিক বিশ্বাস: অনুবাদের পর মূল লেখকদের কৃতিত্ব প্রদান করতে ওই নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেট বসিয়ে দিন। উদা. {{অনূদিত পাতা|fr|Dassault Super-Étendard}} --আফতাব (আলাপ) ১৪:২৫, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

আমি লেখককে কৃতিত্ব দিতে পারছি না। ঐ পেজটিই আসছে না। --কৌশিক বিশ্বাস (আলাপ) ১৪:৪১, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

@কৌশিক বিশ্বাস: আমি ঠিক করে দিয়েছি। তবে আপনি যে পদ্ধতিতে অনুবাদ করেছেন সে পদ্ধতিতে {{অনূদিত পাতা}} টেমপ্লেট বসিয়ে কৃতিত্ব প্রদান না করলেও হবে। কেননা, বিষয়বস্তুঅনুবাদ সরঞ্জামটি আপনার অনুবাদ প্রকাশের সময় সম্পাদনা সারাংশে স্বয়ংক্রিয়ভাবে কৃতিত্ব বসিয়ে দিয়েছে (নিবন্ধের ইতিহাসে দেখুন)। --আফতাব (আলাপ) ১৫:০১, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

প্রশাসক ভাইজানেরা আমাকে সাহাহ্য করুন

বাংলা উইকিতে আমি নতুন নিবন্ধ তৈরী করতে পারছি না। তার কারন আমাকে নতুন নিবন্ধ তৈরী করতে বাধা প্রধান করা হচ্ছে মানে ব্লক করা হয়েছে। প্লিজ আমাকে সাহাহ্য করুন। আমাকে নতুন নিবন্ধ তৈরী করার সুযোগ দিন। কিছু ইংরেজি নিবন্ধ বাংলাতে তৈরী করব। দয়া করে আমাকে নতুন নিবন্ধ তৈরী করতে আনব্লক করুন।Nayeem Hossain (আলাপ) ১৪:০১, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)Nayeem Hossain

@Nayeem Hossain: আপনাকে বাধা প্রধান করা হলে তো আপনি এখানেও লিখতে পারতেন না। আপনাকে কোন বাধা প্রদান করা হয়নি। আপনি নতুন নিবন্ধ তৈরি করুন। --আফতাব (আলাপ) ১৪:২৬, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)


টেমপ্লেট

সম্প্রতি আমি একটি নিবন্ধন অনুবাদ করেছি। নিবন্ধটির নাম ভাইব্র্যানিয়াম। কিন্তু নিবন্ধের টেম্পলেটটি বাংলায় নেই এবং ইংরেজিটা হুবহু দেওয়ার পরেও কিছু দেখাচ্ছে না। আমার প্রশ্নগুলো হচ্ছে:

  1. ১. টেমপ্লেট কিভাবে অনুবাদ করব?
  2. ২. টেমপ্লেটের প্যারামিটার কোনগুলো?
  3. ৩. কিভাবে টেম্পলেট অনুবাদ করলে প্যারামিটার গুলো বাংলায় দেখাবে?
  4. ৪. অনুবাদের ক্ষেত্রে টেমপ্লেটের নাম কি ইংরেজিতে রাখব নাকি বাংলায় নতুন নাম দিব? — Moinul04 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Moinul04: একটা টেমপ্লেটের ভিতর শুধু label লেখার পাশের লেখা অনুবাদ করতে হবে। যেমন: ধরুন, কোন একটা টেমপ্লেটের ভিতর এটা লেখা আছে

| label5 = nickname
| data5 = {{{nickname|}}} → এটা হল প্যারামিটার, প্যারামিটার চিনার উপায় হল প্যারামিটারের আগে ও পরে বন্ধনী ৩ বার দেয়া থাকে।

এখানে আপনাকে শুধু label5 = লেখার পরে অংশ অর্থাৎ nickname অনুবাদ করতে হবে, এখানে nickname অনুবাদ করলেই প্যারামিটার গুলো বাংলায় দেখাবে। আর | data5 = অংশে কিছু করতে হবে না। অনুবাদের ক্ষেত্রে টেমপ্লেটের নাম বাংলা দেয়া ভালো। টেমপ্লেট না বুঝলে এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি নিবন্ধ অনুবাদ করেন। টেমপ্লেট অন্য উইকিপিডিয়ানরা বসিয়ে দিবে।--আফতাব (আলাপ) ১৩:৪৯, ৫ জুন ২০১৬ (ইউটিসি)

ইংরেজি নিবন্ধের ছবি বাংলা পাতায় সংযোগে সমস্যা হচ্ছে

ইংরেজি নিবন্ধের টেমপ্লেটের ভিতরে ছবি দেওয়া আছে । আমি বাংলা পাতার টেমপ্লেটের ভিতরেও ঐ ছবির নাম হুবহু দিয়েছি কিন্তু সেটি সংযুক্ত হচ্ছে না কেন? অনুবাদকৃত পাতার নাম অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন Moinul04 (আলাপ) ১২:১৮, ২১ জুলাই ২০১৬ (ইউটিসি)

ছবিটি যুক্ত হচ্ছিল না কারণ ছবিটি কপিরাইটেড হওয়ায় এটি উইকিমিডিয়া কমন্সে থাকার পরিবর্তে স্থানীয়ভাবে ইংরেজি উইকিপিডিয়ায় ছিলো। ছবিটি বাংলা উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে আপলোড করতে হতো যেটি আপনি ইতিমধ্যেই করেছেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১১, ২১ জুলাই ২০১৬ (ইউটিসি)

প্রথম কন্টেন্ট পোস্ট করেছি

আমি এই প্রথম উইকিপিডিয়াতে প্রথম কন্টেন্ট পাবলিশ করেছি। কন্টেন্টা টা ঠিকভাবে হচ্ছে কিনা একটু জানাবেন প্লীজ? আমি নিয়মিত কন্ট্রিবিউট করার ইচ্ছে রাখি। ধন্যবাদ। https://bn.wiki.x.io/s/88de — Makash007 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Makash007: অনুবাদ ঠিক আছে তবে অনুবাদ সম্পূর্ণ করেননি। অনুবাদ সম্পুর্ণ করেন। তথ্যসূত্র, টেমপ্লেট এগুলি নিয়ে চিন্তা করতে হবে না। অনুবাদ শেষ হলে আমি ঠিক করে দিব। --আফতাব (আলাপ) ১৩:৪৯, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)

বাংলাদেশের বিগত বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের উপর রিভিউমুলক পোস্ট করতে ইচ্ছুক।

আমি বাংলাদেশের বিগত বছর গুলোর পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের উপর রিভিউ টাইপের পোস্ট করতে ইচ্ছুক। এটা কি করা যাবে??

কন্টেন্টের ধরণ এমন হবে- ১। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২। পাশের হার ৩। সকল বিভাগের পাশের হার ৪। এ+ প্রাপ্তদের সংখ্যা

এছাড়াও আরও বিস্তারিত অনেক তথ্য রাখতে ইচ্ছুক। আমি কি শুরু করতে পারি?? "আকাশ ১২:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)"

স্বাক্ষর

আমি সাকিবুল আলম রিজভী(যোগাযোগ) এমন স্বাক্ষর দিয়েছি কিন্তু স্বাক্ষর করলে এমন কোড দেখাচ্ছে --[[User:Shakibul Alam Risvy|<span style="color:yellow; text-shadow:5px 5px 10px green;">সাকিবুল আলম রিজভী</span>]]([[User Talk:Shakibul Alam Risvy|<span style="color:red;"><sup>যোগাযোগ</sup></span>]]) (আলাপ) ১১:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

যেখানে স্বাক্ষর চেইঞ্জ করেছেন সেখানে দেখুন লেখা রয়েছে “আপনার স্বাক্ষরে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ দিতে না চাইলে টিক দিন”-এই ঘরে টিক দিন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

বিষয়বস্তু অনুবাদ

বিষয়বস্তু অনুবাদ লিঙ্কটি কাজ করছে না মনে হচ্ছে। আমি কিছু ভুল করছি কিনা বুঝতে পারছি না। সাহায্য চাই। ধন্যবাদ। সুমিতা রায় দত্ত ০৮:১৬, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

কিভাবে একটি টেম্পলেট তৈরী করব

আমি কিছু আর্টিকেল লিখেছি । আমার আর্টিকেল গুলোয় আমি টেম্পলেট যোগ করব বা কিভাবে একটি টেম্পলেট তৈরী করব ।