আলাপ:টনি ডায়েস

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "সম্পাদনা প্রত্যাবর্তন" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

সম্পাদনা প্রত্যাবর্তন

সম্পাদনা

না জেনে বুঝে রিভার্ট করার মানেটা কি?— এই হলো অভীক (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@এই হলো অভীক: আমি আপনার সম্পাদনাগুলি ফেরত এনেছি। তবে জাতীয়তা হিসেবে বাংলাদেশীর সাথে "মার্কিন" কথাটি বাদ দিয়েছি। যুগান্তরের যে সূত্র দিয়েছেন, তাতে তিনি মার্কিন নাগরিকত্ব পেয়েছেন তা দেখতে পাইনি। তাতে কেবল তিনি বসবাস করছেন তা বলা। তথ্যসূত্রসহ জাতীয়তা অংশে "মার্কিন" যুক্ত করা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৯, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"টনি ডায়েস" পাতায় ফেরত যান।