আলাপ:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এই পাতাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান এবং সমাজবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন। | ||||
|
পরিসংখ্যান
সম্পাদনাএকটা ম্যাগাজিনে[১] একটা পরিসংখ্যান পেলাম। উপযুক্ততার বিচারে যুক্ত করার অনুরোধ থাকলো:
- প্রতিষ্ঠা: ১৯৬৬ খ্রিষ্টাব্দ
- আয়তন: ১,২৫৭.৮২ একর
- ফ্যাকাল্টি: ৬
- বিভাগ: ৩৫
- ইনস্টিটিউট: ৩
- রিসার্চ সেন্টার: ৫
- অধিভুক্ত ফ্যাকাল্টি: ১
- অধিভুক্ত ইনস্টিটিউট: ২
- অধিভুক্ত কলেজ: ৮
- হল: ৯ (ছাত্র ৬, ছাত্রী ৩)
- হোস্টেল: ১ (ফরেস্ট্রি)
- শিক্ষার্থী: ১৭,৯২৮ (ছাত্র ১৩২৫৪, ছাত্রী ৪৬৭৪)
- শিক্ষক: ৬৭৬
- অফিসার: ২৯৬
- তৃতীয় শ্রেণীর কর্মচারী: ৪৭৮
- চতুর্থ শ্রেণীর কর্মচারী: ১১৮০
___________
তথ্যসূত্র:
- ↑ দক্ষিণ জনপদের প্রদীপ্ত আলোক মশাল, তাছলিমা কাউছার হ্যাপী; [মাসিক] আবহ, বর্ষ ৩, সংখ্যা ১, মার্চ ২০১০ সংখ্যা; বড় মগবাজার, ঢাকা থেকে প্রকাশিত; পৃষ্ঠা ৫১-৫৬।
—মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৩, ১৪ আগস্ট ২০১০ (ইউটিসি)
- উল্লেখিত তথ্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ২০০৮ সালের ডায়েরী থেকে হুবহু নেয়া হয়েছে। এটি সাম্প্রতিক পরিসংক্ষ্যান নয়। আমার সংগ্রহে এই ডায়েরী আছে (পরবর্তী সংখ্যা নেই)। মাসিক আবহ-তে ২০০৮ সালের পরিসংখ্যান মার্চ ২০১০ এ প্রকাশিত হয়েছে। এ হলো আমাদের দেশের তথ্যের অবস্থা। হায় সেলুকাস! ----Cool BD (আলাপ | অবদান) ০৮:৪৩, ১৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
- আপ-টু-ডেট থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই সেলুকাস! কী আর করার। নিজে সঠিকটা না করা পর্যন্ত অন্যেরটা কিভাবে ক্রিটিসাইয করি? তাই আপাতত নিজে সঠিকটা করার জন্য মুখিয়ে আছি...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:০০, ১৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
ডিপার্টমেন্ট ও অনুষদ সহ একটা টেম্প্লেট বানানো উচিত । আর ডিপার্টমেন্টগুলোর নামে নিবন্ধ খোলা যেতে পারে। প্রবীর ঘোষ (আলাপ) ১৫:০৯, ২৮ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
চবি আরো কয়েকটি ছাত্র রাজনীতির সংগঠন আছে তা যুক্ত করা হোক
সম্পাদনাআরো যুক্ত করা হোক আহমদ মাছুম (আলাপ) ১৫:৪৮, ৯ মে ২০১৬ (ইউটিসি)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্ষনিকের আগন্তুক (আলাপ) ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)
ইংরেজি উইকিপিডিয়ার মত প্রদানকৃত ডিগ্রিগুলোর নাম উল্লেখ করা যেতে পারে।
সম্পাদনাইংরেজি উইকিপিডিয়ার মত প্রদানকৃত ডিগ্রিগুলোর নাম উল্লেখ করা যেতে পারে।
সম্পাদনার অনুরোধ, ১ এপ্রিল ২০১৮
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
Md Emdadul Islam Reyad (আলাপ) ১৯:০৩, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি) রাজনৈতিক ছাত্র্সংগঠনের তালিকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র ছাত্র্সংগঠন "ইসলামী ছাত্রসেনা" যোগ করার অনুরোধ করছি
- করা হয়নি। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ১১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৪ মে ২০১৯
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
- "লোকজ সাংস্কৃতিক
- "অঙ্গন, চবি"
- "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ"
এই তিনটি সাংস্কৃতিক সংগঠন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সফলভাবে ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক সংগঠন হিসেবে এই তিনটি সাংস্কৃতিক সংগঠনের নাম সংযুক্ত করার অনুরোধ জানাচ্ছি। --119.30.35.161 (আলাপ) ১৩:৩৬, ৪ মে ২০১৯ (ইউটিসি)
- যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৩, ৯ জুন ২০১৯ (ইউটিসি)
অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
সম্পাদনাএখানে বিভিন্ন মেডিকেল কলেজের নাম উল্লেখ করা হয়েছে। পূর্বে এগুলো চবির অন্তর্ভূক্ত ছিল, কিন্তু এখন এগুলো আর নেই। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত করা হয়েছে এগুলোকে। আমার মনে হয় এগুলো মুছে ফেলা উচিত।--রাফি * জিজ্ঞাসা ০৫:৩৬, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ২৪ অক্টোবর ২০২১
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
পরবর্তীতে ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিলো।< লাইনটি বাদ দিলে লেখাটি মান বাড়বে / Smshaheen1974 (আলাপ) ০৯:০১, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- @Smshaheen1974: "২০১৩ সালের শাহবাগ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিলো" তথ্যসূত্র? -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৮, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
উপাচার্যদের ছবি যোগ করতে চাই
সম্পাদনাএ পাতায় উপাচার্যদের তালিকায় বেশ কিছু উপাচার্যের ছবি যুক্ত নেই। আমি যদি ছবিগুলো যুক্ত করতে চাই তবে নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে উইকিমিডিয়ায় আপলোড করতে হবে। সে ক্ষেত্রে কি আমি "This is not my work" সিলেক্ট করে আপলোড করব?
@আফতাবুজ্জামান ভাইয়ের মতামত কামনা করছি
M Emdadul Islam (আলাপ) ০২:৫০, ৩১ মে ২০২৩ (ইউটিসি)
- @M Emdadul Islam, না, করলে আপনি কপিরাইট লঙ্ঘন করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:২৩, ৩১ মে ২০২৩ (ইউটিসি)
- আমি জানতে চাচ্ছি উইকিমিডিয়ায় উনাদের ছবিগুলো আপলোড করার পদ্ধতি কী হবে?
- "This is not my work" অপশন ক্লিক করে ওয়েবসাইটের লিংক দিলেই কি হবে?
- নাকি অন্য কোনো পদ্ধতি আছে?
- সহজ পদ্ধতিটি জানালে উপকৃত হব
- M Emdadul Islam (আলাপ) ০৮:৩৯, ৩১ মে ২০২৩ (ইউটিসি)
- @M Emdadul Islam, ছবি যদি আপনার নিজের হাতে তোলা হয়, তবে কমন্সে আপলোড করুন। অন্যথায় আপলোড করবেন না, কেননা ছবি আপনার নিজের তোলা না হলে যত উপায়েই আপলোড করুন না কেন তা অপসারিত হবে।
- তবে ব্যক্তি যদি মৃত হয়, আপনি তার ছবি উইকিপিডিয়ায় আপলোড করতে পারবেন। আপলোড করতে এখানে যান ও "এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক ব্যবহারযোগ্য চিত্র" লেখার উপর ক্লিক করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৪, ১ জুন ২০২৩ (ইউটিসি)
"দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়" নিয়ে আপত্তি
সম্পাদনা@Mehedii Hasan Hridoy আসসালামু আলাইকুম ভাই, আমি খেয়াল করলাম প্রায় সবক্ষেত্রেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এর কোন নির্ভরযোগ্য তথ্যসূত্র আমি খুঁজে পাইনি। চবির ওয়েবসাইটে আগে এর আয়তন ২৩১২.৩২ একর লেখা ছিল। কিন্তু বর্তমানে এই পাতায় আয়তন ১,৭৫৪ একর দেওয়া আছে এবং এই পাতায় চবিকে দ্বিতীয় বৃহৎ ক্যাম্পাস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বর্তমানে এটি সর্ববৃহৎ কিনা নিশ্চিত হতে না পেরে আমি তথ্যসূত্র প্রয়োজন ট্যাগ যুক্ত করি।
সম্প্রতি আপনি ট্যাগটি অপসারণ করে যে সূত্র যুক্ত করেন তা প্রথম আলোতে প্রকাশিত হলেও পাঠক রচিত একটি মতামতধর্মী রচনা। তাই নির্ভরযোগ্য উৎস#News organizations অনুসারে এটি নির্ভরযোগ্য কিনা আমি সন্দিহান।
গুগলে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সার্চ করলে উইকিপিডিয়ার এই পেজটিই সবার আগে দেখায়। তাই স্পর্শকাতর এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন। আর চবি দেশের কততম বিশ্ববিদ্যালয় এই নিয়ে বিতর্কের প্রয়োজন দেখি না। এই পাতা অনুসারে নিশ্চিতভাবেই এটি পঞ্চম সেখানে তথ্যসূত্র দেওয়া আছে।
@Fahimsifat @RiazACU @আফতাবুজ্জামান আপনাদের মতামত আশা করছি। ইমামঅনিক (আলাপ) ০৮:৩২, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Imamanik05 ওয়া আলাইকুমুস সালাম, ধন্যবাদ বিষয়টি নিয়ে বলার জন্য। যে কারণে ট্যাগটি অপসারণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে চবির বর্তমান আয়তন। আপনি এই লিংকের Our History (https://web.cu.ac.bd/v2/) অংশে তা দেখতে পারবেন যে ২১২১.৩২ একর উল্লেখ করা হয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কোন ক্যাম্পাস বাংলাদেশে রয়েছে? আমার জানা নেই। দ্বিতীয় বৃহৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২০০ একর (https://www.bau.edu.bd/pages/view_1/1102) ও তৃতীয় বৃহৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫৩ একর। আরেকটি পাতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২১০০ একর বলা হয়েছে। (https://web.cu.ac.bd/v2/isa/)
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়তন কত তা নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় তা নিয়ে বিতর্ক নেই। কেননা দ্বিতীয় বৃহৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন ১২০০ একর। Mehedii Hasan Hridoy (আলাপ) ২০:০২, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- প্রথমত, আমার তথ্যসূত্র প্রয়োজন ট্যাগ যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল, এর যে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যাচ্ছে না তা চিহ্নিত করা। আপনি এটি অপসারণ করে কোনো অনির্ভরযোগ্য সূত্র দিতে পারেন না। আপনার সূত্রটি অনির্ভর কিনা সেটি অভিজ্ঞ কেউ নিশ্চিত করে বলতে পারবেন।
- দ্বিতীয়ত, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কোন ক্যাম্পাস বাংলাদেশে রয়েছে" কিনা যেহেতু আপনার-আমার কারোরই জানা নেই তাই আমরা কেউ নির্ভরযোগ্য সূত্র ছাড়া কিছু বলার অধিকার রাখিনা, যেখানে চবির নিজস্ব ওয়েবসাইটই দাবি করছে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস। আমার প্রস্তাব হচ্ছে:
- হয়, চবির ওয়েবসাইট অনুসারে, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস লেখা হোক।
- অথবা, যেহেতু সর্ববৃহৎ-টাই সর্বস্তরে প্রচলিত, আমরা আমাদের আবেগের কথা শুনি ও এটাই রেখে দি। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া পর্যন্ত তথ্যসূত্র প্রয়োজন ট্যাগটি থাকবে।
- অথবা, যেহেতু কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যাচ্ছে না, তথ্যসূত্র পাওয়া পর্যন্ত চবি দেশের কততম বৃহৎ কিছুই লেখার দরকার নেই।
- এক্ষেত্রে, অভিজ্ঞ কারও মতামতের অপেক্ষা করছি। আর বাংলা উইকিপিডিয়ায় গৃহীত সমাধান ইংরেজি উইকিপিডিয়ায়ও প্রয়োগ করা হবে।
- ধন্যবাদ। ইমামঅনিক (আলাপ) ২০:৪৫, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Imamanik05 ❝চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কোন ক্যাম্পাস বাংলাদেশে রয়েছে" কিনা যেহেতু আপনার-আমার কারোরই জানা নেই ❞ আপনার এ কথায় আপত্তি আছে। সবাই জানে চবি বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস, এর চেয়ে বড় ক্যাম্পাস বাংলাদেশে নেই। আপনার কথার শ্রদ্ধা রেখেই বলছি, আপনার আপত্তি থাকতে পারে কিন্তু অন্য কারো এ বিষয়ে সম্ভবত কোনো আপত্তি বা জানার ঘাটতি নেই। আর চবির ওয়েবসাইটে যে দ্বিতীয় বৃহত্তম লিখা এটা অনেক আগের তাই পরিবর্তন করা হয়নি। [১] এখানে আয়তন উল্লেখ করা আছে, এর চেয়ে বড় অন্য কোন ক্যাম্পাস কোন জায়গায় পেলে সংশোধন করা যেতে পারে। তথ্যসূত্র প্রয়োজন ট্যাগের প্রয়োজন ট্যাগের নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। Mehedii Hasan Hridoy (আলাপ) ২১:০২, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Mehedii Hasan Hridoy আপনি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কোন ক্যাম্পাস বাংলাদেশে রয়েছে? আমার জানা নেই। আমি সেটাকেই ইঙ্গিত করে কথা বলেছি।
- আপনার জানার কথা যে উইকিপিডিয়া তথ্যসূত্রকে কতটা গুরুত্ব দেয়। সবাই জানে, বোঝাই যায়, ট্রাস্ট মি ব্রো, এসব নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়।
- আর তথ্যসূত্র প্রয়োজন ট্যাগটি বানানোই হয়েছে এরকম প্রচলিত কিন্তু সূত্র পাওয়া যায় না বিতর্কগুলো সমাধান করার জন্য। তাই ট্যাগটি রেখে দিলেই ঝামেলা চুকে যাচ্ছে। ইমামঅনিক (আলাপ) ২১:৩৮, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Imamanik05 ❝চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কোন ক্যাম্পাস বাংলাদেশে রয়েছে" কিনা যেহেতু আপনার-আমার কারোরই জানা নেই ❞ আপনার এ কথায় আপত্তি আছে। সবাই জানে চবি বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস, এর চেয়ে বড় ক্যাম্পাস বাংলাদেশে নেই। আপনার কথার শ্রদ্ধা রেখেই বলছি, আপনার আপত্তি থাকতে পারে কিন্তু অন্য কারো এ বিষয়ে সম্ভবত কোনো আপত্তি বা জানার ঘাটতি নেই। আর চবির ওয়েবসাইটে যে দ্বিতীয় বৃহত্তম লিখা এটা অনেক আগের তাই পরিবর্তন করা হয়নি। [১] এখানে আয়তন উল্লেখ করা আছে, এর চেয়ে বড় অন্য কোন ক্যাম্পাস কোন জায়গায় পেলে সংশোধন করা যেতে পারে। তথ্যসূত্র প্রয়োজন ট্যাগের প্রয়োজন ট্যাগের নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। Mehedii Hasan Hridoy (আলাপ) ২১:০২, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান আয়তন ২৩১২.৩২ একর এই পাতায় তার বর্ণনা দেয়া আছে।আপনি যে লিংকটি সংযুক্ত করেছেন সেই অংশে হয়তো এখনও তা আপগ্রেড করা হয়নি।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান আয়তন ১২০০ একর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান আয়তন ৭৫৩ একর।এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তন ১৭৫৪ একর বা ২৩১২.৩২ যাই বলেন আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় কিনা তার সে বিষয়টি আপনি লিংক১ লিংক২ এই দুই লিংক থেকে সুস্পষ্ট ধারণা পাবেন। Fahimsifat (আলাপ) ১৬:০৯, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- আপনাকে মেহেদি হাসানকে করা আমার উত্তরটি পড়ার অনুরোধ করছি।
- আমি প্রথম লিংকটির ব্যাপারে জানি না। তবে হ্যাঁ, দ্বিতীয়টি যেহেতু চবির একজন স্টাফ দ্বারা লিখিত তাই নির্ভরযোগ্য হতে পারে। তবে মনে রাখবেন উইকিপিডিয়া সবসময় অফিশিয়াল ওয়েবসাইটকেই গুরুত্ব দেয়। বাকৃবির ওয়েবসাইটে সুস্পষ্ট করে কিছু বলা নেই। কিন্তু বুয়েটের এই পাতায় দেওয়া আছে It gained independent university status in
19611962 । কাজেই বিভিন্ন পাতায় সাংঘর্ষিক তথ্য লেখা সমীচীন নয় বলে আমি মনে করি। - তবে একটি বিষয় খেয়াল করলাম, আপনার প্রথম লিংকে বলা আছে চবি ২৩০০ একর জমিতে প্রতিষ্ঠা হয়। সুতরাং এমনটা হওয়া কি অসম্ভব যে বিষয়টা আসলে উলটো? অর্থাৎ আগে চবি ২৩১২ একরে ছিল কিন্তু পরে হালনাগাদ করে ১৭৫৪ একর করা হয়েছে এবং চবি দ্বিতীয় বৃহত্তম হয়ে গিয়েছে? যেহেতু নিশ্চিত হওয়া যাচ্ছে না আপনাকে আবারো মেহেদি হাসানকে করা আমার প্রস্তাবগুলো পড়ার অনুরোধ করছি।
- ধন্যবাদ। ইমামঅনিক (আলাপ) ২১:৩১, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Imamanik05 gained independent university status in 1962 দেওয়া আছে 1961 নয়। https://www.buet.ac.bd/web/#/about/1
- আর সে হিসেবে ঢাবি (১৯২১), রাবি (১৯৫৩), বাকৃবি (১৯৬১), বুয়েট (১৯৬২), চবি (১৯৬৬) দেশের পাঁচ প্রাচীন বিশ্ববিদ্যালয়।
- আরেকটা বিষয়, যেটি শেষে বলেছেন। সেটির উত্তর–
- হালনাগাদ করে ১৭৫৪ হয়নি, এটি আগে থেকেই ছিল। ২০১৬ সালের এপ্রিলে প্রায় ৯ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নিমার্ণের মাধ্যমে বর্ধিত করা হয়। এর পরেই চবি ৩৫০ একর আরও জায়গা পায়। ইউজিসির বার্ষিক প্রতিবেদন (সর্বশেষ) এ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সন ও আয়তন উল্লেখ করা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য (৭৯ পৃষ্ঠা) তে পারেন। লিংক: https://ugc.gov.bd/sites/default/files/files/ugc.portal.gov.bd/annual_reports/15a025a6_7de7_4e1e_a45c_c61b75f4e67f/2024-02-20-11-22-92b00202417e72ada15fc78e4171002c.pdf
- আশা করি, আপনার সন্দেহ এখন কমে যাবে। আরও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। Mehedii Hasan Hridoy (আলাপ) ০১:৪১, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Mehedii Hasan Hridoy ধন্যবাদ সূত্রটি দেখিয়ে দেওয়ার জন্য। উইকিপিডিয়ার পাতাটি পুরো পড়ে না দেখায় আমি দুঃখিত।
- তবে আমার সন্দেহ পুরোপুরি দূর হয়নি। আমি বলেছি, চবি দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ছাড়াও সকল শিক্ষাঙ্গন মিলিয়ে। বাংলা উইকিপিডিয়ায় ঠিক থাকলেও ইংরেজি উইকিপিডিয়ায় এখনো সমস্যাটি রয়ে গিয়েছে। আমি সে অনুযায়ী সম্পাদনা করে দিচ্ছি। ধন্যবাদ। ইমামঅনিক (আলাপ) ০৭:২০, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ১৭ নভেম্বর ২০২৪
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে ১৮ নভেম্বর কিন্তু এখানে ১৮ আগস্ট দেওয়া। এটা ঠিক করুন 37.111.193.127 (আলাপ) ১৭:১৮, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে–TANBIRUZZAMAN (💬) ১৭:২৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ↑ "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও আয়তন=https://web.cu.ac.bd/v2"। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য);|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);