বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৭:১৫, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ববিদ্যালয়ের ক্রম

সম্পাদনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বিস্তারিত জানতে দুটি লিংক সংযুক্ত করা হল [১]https://drive.google.com/file/d/1uerFtQoBxXoHyLr6RCyUO7V_Sz26yTCB/view?usp=drivesdk https://www.alokitobangladesh.com/print-edition/editorial/199671/চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়-প্রতিষ্ঠার-সংক্ষিপ্ত-ইতিহাস Fahimsifat (আলাপ) ১৭:৫১, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Fahimsifat
আপনার মতে চবি ৩য়? তাহলে বাকৃবি কত প্রাচীন, বুয়েট কত প্রাচীন? আপনি শুধু সাধারণ বিশ্ববিদ্যালয়/স্বায়ত্তশাসিত হিসেবটা করেছেন ওভারওল হিসাবটা ভুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দেশের ৩য় প্রাচীন বিশ্ববিদ্যালয় (১৯৬১), আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫ম (১৯৬৬)। (আপনার এ বিষয়ে আরও প্রশ্ন থাকলে করতে পারেন।)
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়কাল হিসেবে বাংলাদেশের প্রাচীন পাঁচ বিশ্ববিদ্যালয়:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় (১ জুলাই ১৯২১)
২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৬ জুলাই ১৯৫৩)
৩. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৮ আগস্ট ১৯৬১)
৪. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (১ জুন ১৯৬২)
৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৮ নভেম্বর ১৯৬৬)
[ বাকৃবি প্রতিষ্ঠা: https://www.ajkerpatrika.com/287718 , https://thedailycampus.com/agri-university/122328 ] Mehedii Hasan Hridoy (আলাপ) ০৮:৫৯, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ববিদ্যালয় ক্রম

সম্পাদনা

দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় বলতে প্রতিষ্ঠার কাল বোঝায় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।তখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল ঢাবি আর রাবি।বাকি দুটি ছিল বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ।এটার প্রমান পাওয়া যায় ৭৩ এর অধ্যাদেশ থেকে।তৎকালীন ৬ টি বিশ্ববিদ্যালয় থাকার পর ও আধ্যাদেশ জারি হয় শুধু ৪ টি বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি দুটি লিংক সংযুক্ত করে দিয়েছিলাম আপনি হয়তো দেখেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় তৎকালীন পত্রিকায় ও ছাপা হয়ে ছিল ৩য় বিশ্ববিদ্যালয়। (Source: https://drive.google.com/file/d/1uerFtQoBxXoHyLr6RCyUO7V_Sz26yTCB/view?usp=drivesdk ) আইয়ুব খানের একটি উক্তি "হজরত শাহ জালালের (রা.) দেশ সিলেটেই প্রদেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।" তখন সিলেটের মানুষ চেয়ে ছিল বিশ্ববিদ্যালয়(বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) সিলেটে যেন হয় (Source: https://www.alokitobangladesh.com/print-edition/editorial/199671/চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়-প্রতিষ্ঠার-সংক্ষিপ্ত-ইতিহাস ) আর মিডিয়ায় এবং বিভিন্ন আর্টিকেলে দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রচলিত যেটা কখনও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখবেন না। আশা করি উক্ত সম্পাদনায় আর কোনো পরিবর্তন করবেন না। Fahimsifat (আলাপ) ২১:০৪, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Fahimsifat মিডিয়ায় তো এ ধরনের বিভ্রান্তি রেখে দেন বলেই প্রচার হয় না। যদিও ৩য় প্রচার হয়েছে কি না শুনিনি। প্রশ্ন হলো এমন বিভ্রান্তিকর জিনিস কেন দিয়ে রাখতে হবে? তৃতীয় মানে প্রতিষ্ঠার সময় না আপনি আমাকে বুঝাচ্ছেন কিন্তু এটা কি বাকি ৯৯ জন বুঝবে না। বাকৃবি অবশ্য এগুলা নিয়ে কখনোই কথা বলে না তাই সেভাবে কথা হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সময়কালের ধারা অনুযায়ী পঞ্চম। তার আগে আরও ৪ টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আপনার বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অনুসারেই পঞ্চম লিখতে হবে ইন্ট্রুডাকশনে তৃতীয় লিখলে অবশ্যই স্বায়ত্তশাসিত কথাটি উল্লেখ করে লিখে দিতে হবে অন্যথায় এখানে বিভ্রান্তি থেকেই যাবে।
আপনার কথা প্রথম থেকে যদি বলি, আপনি বলছেন আপনি তৃতীয় লিখে প্রতিষ্ঠা বুঝাননি, প্রতিষ্ঠা ছাড়া এই লাইনে— (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় এবং শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়) আর কি বুঝায়?
উইকিপিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর ব্যাপার রাখতে পারেন না যদিও বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তৃতীয় লিখা প্রচলিত (ভুলভাবেভাবে প্রচারিত) আপনার মতে, কিন্তু যেহেতু এই লাইনে প্রতিষ্ঠা বাদে আর কিছু বুঝায় না সেহেতু এটা উল্লেখ করা যায় না, বাকৃবি উল্লেখ করতে হবে। তৃতীয় দিলে স্বায়ত্তশাসিত উল্লেখ করে দিতে। আর উইকিপিডিয়ায় এ ধরনের বিভ্রান্তি যে কেউ একাধিকবার সংশোধন করতে পারে, বিভ্রান্তি রেখে আরেকজনকে না করা হয় না। একজন না হয় অন্যজন চেঞ্জ করবেই। এটা নিয়ে আর কথা না বাড়ানোই বেটার। ধন্যবাদ। Mehedii Hasan Hridoy (আলাপ) ২২:২৭, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি আপনাকে দুটি সোর্স দিয়ে ছিলাম কিন্তু আপনি এই বিষয়ে কিছু বলেননি শুধু প্রচলিত বিষয়টা নিয়ে বললেন।আমি হয়ত আপনাকে বুঝাতে অক্ষম হয়েছি।এইটা এত বছর এমনি ছিল আপনি ছাড়া কেউ পরিবর্তন করার প্রয়োজন মনে করে নি।অন্য কেউ পরিবর্তন করতে আসলে হয়ত তখন বুঝাতে সক্ষম হব। ধন্যবাদ।ভাল থাকবেন।। Fahimsifat (আলাপ) ২২:৫৩, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Fahimsifat আপনি যে সোর্স দিয়েছেন তা পুরাতন। সে সময়ের প্রেক্ষাপটে লিখা যা এই সময়ে তৃতীয় লিখা মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর বুয়েটকে এখানে কাউন্ট না করা। (৩ টাই বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের তৃতীয় লিখা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরেই বুঝানো হয় কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬১-৩য়) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (১৯৬২-৪র্থ) এই দুইটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানার পরেও তৃতীয় লিখে রাখা অন্যায়। লিখে রাখলে অবশ্যই স্বায়ত্তশাসিত কথাটি উল্লেখ করতে হবে। Mehedii Hasan Hridoy (আলাপ) ২০:১১, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন