স্বপ্নের নায়ক
স্বপ্নের নায়ক নাসির খান পরিচালিত ১৯৯৭ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। আলী হাসানের কাহিনি ও সংলাপের ভিত্তিতে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নাসির খান। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর[১] ও আমিন খান। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, এটিএম শামসুজ্জামান, নাসির খান, জহির উদ্দিন পিয়ার প্রমুখ। ছবিটি সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায়।
স্বপ্নের নায়ক | |
---|---|
পরিচালক | নাসির খান |
রচয়িতা | আলী হাসান (সংলাপ) |
চিত্রনাট্যকার | নাসির খান |
কাহিনিকার | আলী হাসান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আজাদ মিন্টু |
চিত্রগ্রাহক | দিলীপ ভৌমিক |
সম্পাদক | জিন্নাত হোসেন |
প্রযোজনা কোম্পানি | এফ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- সালমান শাহ - রাজু / রাসেল
- শাবনূর - এনা
- আমিন খান - রনি / রাসেল
- ডলি জহুর - জনাবা সাদেক
- সিরাজ হায়দার - জনাব সাদেক
- এটিএম শামসুজ্জামান - কিবরিয়া
- শাহীন আলম - ইন্সপেক্টর শরীফ
- সোনিয়া - রুবি
- আরিফুল হক - জনাব চৌধুরী
- চিত্রলেখা গুহ - রেবেকা
- জহির উদ্দিন পিয়ার - মাস্টার
- নাসির খান - মন্টু
- জ্যাকি আলমগীর
- সৈয়দ আখতার আলী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বপ্নের নায়ক (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে স্বপ্নের নায়ক