আবদুর রশিদ (দ্ব্যর্থতা নিরসন)
আবদুর রশিদ বলতে যাদেরকে বোঝানো হতে পারে;
- আবদুর রশিদ –বাংলাদেশের মুক্তিযোদ্ধা। বীর প্রতীক।
- আবদুর রশিদ (ক্রিকেটার) –বাংলাদেশী ক্রিকেটার।
- আব্দুর রশিদ (ময়মনসিংহের রাজনীতিবিদ) –তৎকালীন ময়মনসিংহ-১৭ আসন আসনের সংসদ সদস্য।
- আব্দুর রশিদ (কুমিল্লার রাজনীতিবিদ) –কুমিল্লা-২ আসন আসনের সংসদ সদস্য।
- আব্দুর রশিদ (নোয়াখালীর রাজনীতিবিদ) –তৎকালীন নোয়াখালী-৮ আসন আসনের সংসদ সদস্য।
- আবদুর রশীদ (জামালপুরের রাজনীতিবিদ) –বাংলাদেশী রাজনীতিবিদ যিনি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য।
আরও দেখুন
সম্পাদনা- মোহাম্মদ আবদুর রশীদ –বীর প্রতীক খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা।
- আবদুর রশীদ তর্কবাগীশ –ভারত উপমহাদেশের একজন রাজনীতিবিদ।
- আবদুর রশীদ খান –বাংলাদেশের সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কবি ছিলেন।
- আব্দুর রশিদ খান –বাংলাদেশের রাজনীতিবিদ।
- আব্দুর রশীদ সরকার –গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য।
- খন্দকার আবদুর রশিদ –একজন সাবেক বাংলাদেশী সেনা কর্মকর্তা।
- আব্দুল রশিদ গাজী –ইসলামপন্থী পাকিস্তানি মৌলবাদী।
- আবদার রশীদ –বাংলাদেশের শিক্ষাবিদ, অনুবাদ সাহিত্যিক, ছড়াকার ও কথা সাহিত্যিক ছিলেন।
- আব্দুর রশীদ চৌধুরী –সিলেটের একজন রাজনীতিবিদ যিনি দিল্লিস্থ ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য ছিলেন।
- আব্দুর রশীদ নোমানী –বিংশ শতাব্দীর পাকিস্তানের একজন নেতৃস্থানীয় হাদিস বিশারদ।
- আবদুর রশীদ বিশ্বাস –বাংলাদেশী রাজনীতিবিদ যিনি যশোর-১০ আসনের সংসদ সদস্য ছিলেন।