আবদুর রশিদ (নোয়াখালীর রাজনীতিবিদ)
মুহাম্মদ আবদুর রশিদ (১ জানুয়ারি ১৯২৪ - ৯ ফেব্রুয়ারি ২০০০) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি তৎকালীন নোয়াখালী-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
আবদুর রশিদ | |
---|---|
নোয়াখালী-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
পূর্বসূরী | আসন শুরু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ আবদুর রশিদ ১ জানুয়ারি ১৯২৪ নোয়াখালী (বর্তমানে লক্ষীপুর জেলা) |
মৃত্যু | ৯ ফেব্রুয়ারি ২০০০ | (বয়স ৭৬)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনামুহাম্মদ আবদুর রশিদ ১ জানুয়ারি ১৯২৪ সালে তৎকালীন নোয়াখালী বর্তমানে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার নাগমুদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আবদুল মজিদ এবং মাতার নাম খালেক জান।মুহাম্মদ আবদুর রশিদ ১৯৪০ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে তিনি কোলকাতার প্রেসিডেন্সী কলেজে পড়াশুনা করেন।
তিনি স্ত্রী এবং ৩ পুত্র সন্তানকে রেখে ২০০০ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামুহাম্মদ আবদুর রশিদ ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি ১৯৩৯-৪০ সালে জেলা মুসলিম ছাত্র সমিতির সাধারণ সম্পাদক, ১৯৪৬-৪৭ সালে নোয়াখালী ত্রান কমিটির চেয়ারম্যান ও ১৯৫০–৫৭ সালে নোয়াখালী জেলা বোর্ডের সদস্য ছিলেন।মুহাম্মদ আবদুর রশিদ ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
মুহাম্মদ আবদুর রশিদ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ১৯৬২ সালে তদানীন্তন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই বছর তিনি তৎকালীন প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে ৩৪ সদস্য বিশিষ্ট “খসড়া সংবিধান প্রণয়ন কমিটি” গঠিত হয়, তিনি উক্ত কমিটির সদস্য ছিলেন।
মুহাম্মদ আবদুর রশিদ ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] তিনি ১৯৭৫ সালে লক্ষীপুর জেলার গভর্ণর নিযুক্ত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |