আনাতোলি ভোলোদিমিরোভিচ ত্রুবিন (ইউক্রেনীয়: Анатолій Володимирович Трубін; জন্ম: ১ আগস্ট ২০০১; আনাতোলি ত্রুবিন নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব বেনফিকা এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

আনাতোলি ত্রুবিন
২০১৯ সালে শাখতার দোনেৎস্কের হয়ে ত্রুবিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আনাতোলি ভোলোদিমিরোভিচ ত্রুবিন
জন্ম (2001-08-01) ১ আগস্ট ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান দোনেৎস্ক, ইউক্রেন
উচ্চতা ১.৯৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেনফিকা
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১৪, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, ত্রুবিন ইউক্রেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আনাতোলি ভোলোদিমিরোভিচ ত্রুবিন ২০০১ সালের ১লা আগস্ট তারিখে ইউক্রেনের দোনেৎস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

ত্রুবিন ইউক্রেন অনূর্ধ্ব-১৬, ইউক্রেন অনূর্ধ্ব-১৭, ইউক্রেন অনূর্ধ্ব-১৮, ইউক্রেন অনূর্ধ্ব-১৯ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৬ই জানুয়ারি তারিখে তিনি গ্রিস অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৩১শে মার্চ তারিখে, ১৯ বছর, ৭ মাস ও ৩০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ত্রুবিন কাজাখস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি কাজাখস্তান ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইউক্রেনের হয়ে অভিষেকের বছরে ত্রুবিন সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইউক্রেন ২০২১
২০২২
২০২৩
সর্বমোট ১০

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা