আদালত (টেলিভিশন ধারাবাহিক)

ভারতীয় টেলিভিশন ধারাবাহিক

আদালত হলো আদালত বিষয়ক ভারতীয় হিন্দি ভাষার একটি টেলিভিশন ধারাবাহিক, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হতো।[][] ধারাবাহিকটি প্রতিরক্ষা আইনজীবী অ্যাডভোকেট কে. ডি. পাঠককে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন রনিত রায়। ধারাবাহিকটির প্রথম মৌসুম শুরু হয়েছিল ২০১০ সালের ২০ নভেম্বর এবং শেষ হয় ২০১৫ সালের ১১ জুলাই। প্রথম মৌসুমে ৪৩১টি পর্ব সম্প্রচারিত হয়েছিল। ২০১৬ সালের ৪ জুন ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম শুরু হয়।[] ২৬টি পর্ব সম্প্রচারের পর ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর দ্বিতীয় মৌসুম শেষ হয়।

আদালত
শিরোনাম কার্ড
ধরনআদালতভিত্তিক নাটক
নির্মাতাঅভিমন্যু সিং
পরিচালক
  • উদয়ন প্রদীপ শুকলা
  • সুলেমান কাদরী
  • রাজেশ রণশিং
  • প্রত্যুষ আথাওয়ালে
  • অমিতাভ রায়না
  • পবন কৌল
  • রাজন ওয়াগধারে
সৃজনশীল পরিচালক
  • চিরাগ শাহ
  • নীরজ কুমার মিশ্র
  • অমিতাভ রায়না
  • সঞ্চিতা বোস
শ্রেষ্ঠাংশে
দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৪৫৭ (পর্বের তালিকা)
নির্মাণ
প্রযোজক
  • অভিমন্যু সিং
  • রূপালী সিং
স্থিতিকালপ্রায় ৪৫ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানকন্টিলো এন্টারটেইনমেন্ট
মুক্তি
নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
মুক্তি২০ নভেম্বর ২০১০ –
৪ সেপ্টেম্বর ২০১৬

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ছাড়াও ধারাবাহিকটি সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এশিয়া এবং বাংলা ভাষায় ডাবিং করে সনি আট চ্যানেলে সম্প্রচার করা হতো।

সারসংক্ষেপ

সম্পাদনা

ধারাবাহিকটি প্রতিরক্ষা আইনজীবী অ্যাডভোকেট কে. ডি. পাঠককে কেন্দ্র করে তৈরি হয়েছে, যিনি বিনয়ী ও সৎ। তিনি প্রতিরক্ষা আইনজীবী হিসেবে অনবদ্য জয়ের রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তিদের পক্ষে লড়েন। তিনি সর্বদা নাটকীয়তার মাধ্যমে কঠিনতম পরিস্থিতি থেকে তার মক্কেলকে বের করে আনতে পারেন, যদি মক্কেল নির্দোষ হন। তার সাফল্যের হার ১০০%, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কেবল তার মক্কেলের জন্য লড়েননা, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়েন।

অভিনেতা রনিত রায় এই ধারাবাহিকের প্রধান চরিত্র কে. ডি. পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন। কে. ডি. পাঠক কে. ডি. শেখাওয়াত নামেও পরিচিত। তবে এই ধারাবাহিকে কেডির পূর্ণরূপ কি বা কেডির মানে কি এটা খোলাসা করে উল্লেখ করা হয়নি। এই বিষয়ে যখনই কেডিকে জিজ্ঞেস করা হয় তখনই তিনি বিষয়টি এড়িয়ে যান। কিন্তু এই ধারাবাহিকের ৫৭ নম্বর পর্বে দেখা যায় একজন কয়েদীর প্রশ্নের জবাবে কেডি পাঠক বলেন কেডির মানে হলো 'করণ দিবাকর'। যদিও কেডি এটা মিথ্যা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে ঐ কয়েদীর মৃত্যুর সময় কেডি তার কানে আসল মানেটি বলেছিলেন তবে সেটা ঐ কয়েদী ছাড়া আর কেউই শুনতে পাননি।

মৌসুম পর্বের সংখ্যা মূল সম্প্রচারের তারিখ
সম্প্রচার শুরু সম্প্রচার শেষ
৪৩১ ২০ নভেম্বর ২০১০ (2010-11-20) ১১ জুলাই ২০১৫
২৬ ৪ জুন ২০১৬ (2016-06-04) ৪ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-04)

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা
 
রনিত রায়, যিনি কে. ডি. পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন
  • রনিত রায় - অ্যাডভোকেট কে. ডি. পাঠক
  • রোমিত রাজ - বরুণ জাবেরী (কেডির সহায়ক)
  • শ্রমণ জৈন - শ্রমণ (কেডির সহায়ক)
  • প্রেরণা বনবরী - সুনয়না (কেডির সহায়িকা)
  • সুনয়না ফজদার - নিয়তি শর্মা (কেডির সহায়িকা)
  • তিথি রাজ - অধীরা শর্মা (কেডির সহায়িকা)
  • নিলুফার - মিসেস বিলিমরিয়া (কেডির সেক্রেটারি)
  • অজয় কুমার নৈন - ইন্সপেক্টর শ্রীকান্ত দাবে
  • রাজা চৌধুরী - ইন্সপেক্টর সুরাজ রাঠোর

প্রসিকিউশন আইনজীবী

সম্পাদনা

অন্যান্য চরিত্রে

সম্পাদনা
  • যশ দাশগুপ্ত - ভিরাজ
  • আদিত্য শ্রীবাস্তব - সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ
  • আরিফ জাকারিয়া - ড. পারানজেবী
  • পঙ্কজ বি. সিং - আর. এস. রাঠোর
  • রাজ প্রেমী - ধিনকার ভাউ
  • ইলিয়াছ খান - অণুরাগ/বিরাত
  • দিব্যানকা ত্রিপাঠী - কুমুদ শর্মা
  • শ্বেতা তিওয়ারী - রেবতী নাগপাল
  • বিশাল পুরী
  • রাজা চৌধুরী - ইন্সপেক্টর
  • ডলি বেন্দ্রে
  • অমিত পাছোরী
  • ভারতী সিং - আরতী সিনহা
  • হুনার হলি - বর্ষা দীক্ষিত
  • বি. পি. সিং - ডিসিপি চিত্রলে
  • ইয়াসির শাহ - গৌরাঙ্গ
  • রশনী চোপড়া
  • রাহুল কুমার
  • রিশীকা মিহানী - রাশী চোপড়া
  • ঋতু দুধানী - সানিয়া
  • মানব গোহিল - কেডির ভাই
  • দর্শন জারীওয়ালা - করণবীর শেখাওয়াত (কেডির বাবা)
  • মায়া আলাগ - কেডির মাতা
  • অলোক বারন্দাজ - মনোজ
  • ওজস্বী অরোরা - রেনুকা শুক্লা
  • যোগেশ মহাজন - স্বামী সত্যানন্দ
  • কিশ্বর মার্চেন্ট - নিউজ রিডার দেবিকা
  • বেদিতা প্রতাপ সিং - সোনিকা মালহোত্রা
  • অক্ষয় শেঠি - মানস শিন্দে
  • অনশুল ত্রিবেদী - বীরেন কুমার
  • সারীকা ধিল্লন - রিঙ্কু সোলাঙ্কি
  • যশ পণ্ডিত - আরব শর্মা
  • অমিত টান্ডন - মন্টি খান্না
  • ওজস্বী ওবেরয় - রেনুকা ঝুল্কা
  • সঞ্জীব সিদ্ধার্থ - বি. শেঠি
  • মন্দার যাদব - রুমি দাস্তুর
  • টিয়া গান্দ্বানি - মিসেস দাস্তুর
  • জিতেন মুখী - মুকেশ "মাইক" ভূল্লার
  • নিধি ঝা - প্রজ্ঞা পারেখ
  • বিকাশ গ্রোভার - চিন্ময়ী
  • নীতা শেঠি - কল্পনা মিশ্র
  • পৃথ্বী যুৎশি - মনসুর মালিক

পর্বের তালিকা ও সম্প্রচারের তারিখ

সম্পাদনা

মৌসুম ১

সম্পাদনা
  1. সুপারস্টার রেহান খান কে গুলি করে হত্যা - ২০-১১-২০১০
  2. নমদেব ব্যাংক ডাকাতি কেস - ২৭-১১-২০১০
  3. সিআইডি অফিসার অভিজিত আদালতে - ০৪-১২-২০১০
  4. নিন্দের রোগ মৃত্যুর বাহানা - ১১-১২-২০১০
  5. জাদুগরের খুনি তলোয়ার - ১৮-১২-২০১০
  6. দিল্লী হাই কোর্টে কেডি - ২৫-১২-২০১০
  7. মহিলা ক্রীড়াবিদ কেস - ০১-০১-২০১১
  8. মূখ্যমন্ত্রীর খূনী কে? - ০৮-০১-২০১১
  9. স্বামী অগ্নিদেব মার্ডার কেস - ১৫-০১-২০১১
  10. বিশ্বাসী কুকুরের তিনতিন বয়ান - ২২-০১-২০১১
  11. সার্কাসে খুনী কে? - ২৯-০১-২০১১
  12. খুনি আত্মা আদালতে! - ০৫-০২-২০১১
  13. ভ্যালেন্টাইন্স পার্টিতে খুন - ১২-০২-২০১১
  14. বক্সিং রিং এ খুন - ১৯-০২-২০১১
  15. মুভি থিয়েটারে খুন - ২৬-০২-২০১১
  16. আত্মার রহস্য - ০৫-০৩-২০১১
  17. কে.ডি. পাঠককে জীবিত দাফন - ১২-০৩-২০১১
  18. খুনীর ওজন ৩৪৫ কেজি - ১৩-০৩-২০১১
  19. ফ্লাইটে অজানা খুনির রহস্য - ১৯-০৩-২০১১
  20. কে.ডি. পাঠক জেলে - ০২-০৪-২০১১
  21. লিফটে খুন - ০৯-০৪-২০১১
  22. মূর্তির ভিতর বোমা! - ১৬-০৪-২০১১
  23. গীর্জায় খুন! - ২৩-০৪-২০১১
  24. অপরিচিত ঘরের কাহিনী - ৩০-০৪-২০১১
  25. নৌকায় মধুকরকে হত্যা - ০৭-০৫-২০১১
  26. রাতের রাজা সাম্রী - ১৪-০৫-২০১১
  27. ডন খুনের গল্প - ২১-০৫-২০১১
  28. ড. জয়ন্ত কে নিজ ফ্ল্যাটে হত্যা - ২৮-০৫-২০১১
  29. ম্যারাথন দৌড়ে খুনী - ০৪-০৬-২০১১
  30. সাত তলা থেকে পড়ে মৃত্যু - ১১-০৬-২০১১
  31. কেডি বনাম কেডি (পার্ট ১) - ১৮-০৬-২০১১
  32. কেডি বনাম কেডি (পার্ট ২) - ১৯-০৬-২০১১
  33. আত্মহত্যা করে ফাঁসানো! - ২৫-০৬-২০১১
  34. ফ্যাশন শো তে খুন! - ২৬-০৬-২০১১
  35. চিঠি দ্বারা মৃত্যু - ০২-০৭-২০১১
  36. কেডি পড়েছে ফাঁদে - ০৩-০৭-২০১১
  37. টিভি শো তে আসল খুনী কে? (পার্ট ১) - ০৯-০৭-২০১১
  38. টিভি শো তে আসল খুনী কে? (পার্ট ২) - ১০-০৭-২০১১
  39. রক্তের বন্ধন! - ১৬-০৭-২০১১
  40. খুনের সম্পর্ক! - ১৭-০৭-২০১১
  41. কে.ডি. পাঠকের চ্যালেঞ্জ! - ২৩-০৭-২০১১
  42. হোস্টেল আত্মহত্যার কাহিনী! - ২৪-০৭-২০১১
  43. ভালবাসার নাম হত্যা! - ৩০-০৭-২০১১
  44. মারদাঘার খুনের রাজ! - ৩১-০৭-২০১১
  45. শেখর খুনের গল্প! - ০৬-০৮-২০১১
  46. কৌতুকাভিনেতা কি খুনী? - ০৭-০৮-২০১১
  47. সি.এম. গোপন তালিকা গল্প - ১৩-০৮-২০১১
  48. মাসুম গাভাহ (পার্ট ১) - ২০-০৮-২০১১
  49. মাসুম গাভাহ (পার্ট ২) - ২১-০৮-২০১১
  50. কেডি যখন খুনী - ২৭-০৮-২০১১[]
  51. হত্যাকারীর চিঠি! - ২৮-০৮-২০১১
  52. খুনের সাক্ষী তোতাপাখি! - ২৯-০৮-২০১১
  53. টেক্সি ড্রাইভার কি খুনি! - ০৩-০৯-২০১১
  54. শ্রদ্ধা ৫০! - ০৪-০৯-২০১১
  55. ঘড়ির রহস্য! - ১০-০৯-২০১১
  56. আহমেদাবাদে রাঁধুনির গল্প! - ১১-০৯-২০১১
  57. প্রবাদবাক্যে খুন! (পার্ট ১) - ১৭-০৯-২০১১
  58. প্রবাদবাক্যে খুন! (পার্ট ২) - ১৮-০৯-২০১১
  59. তান্ত্রিকের কাহিনি (পার্ট ১) - ২৪-০৯-২০১১
  60. তান্ত্রিকের কাহিনি (পার্ট ২) - ২৫-০৯-২০১১
  61. মৃত ব্যক্তির ফোনকল! - ০১-১০-২০১১
  62. দুর্ঘটনা নাকি হত্যা! - ০২-১০-২০১১
  63. রামলীলা! - ০৮-১০-২০১১
  64. গার্লফ্রেন্ড কে হত্যা! - ০৯-১০-২০১১
  65. ব্যাংক কর্মকর্তাই যখন ব্যাংক ডাকাত! - ১৫-১০-২০১১
  66. মুকুট কেলেঙ্কারি! - ১৬-১০-২০১১
  67. ইন্সপেক্টর দাবে যখন খুনি! (পার্ট ১) - ২২-১০-২০১১
  68. ইন্সপেক্টর দাবে যখন খুনি! (পার্ট ২) - ২৩-১০-২০১১
  69. পুনর্জম্ম! (পার্ট ১) - ২৯-১০-২০১১
  70. পুনর্জম্ম! (পার্ট ২) - ৩০-১০-২০১১
  71. খুনি মাকড়সা! - ০৫-১১-২০১১
  72. বাসের মধ্যে খুন! - ০৬-১১-২০১১
  73. ডাবল চরিত্রের খুনি! (পার্ট ১) - ১২-১১-২০১১
  74. ডাবল চরিত্রের খুনি! (পার্ট ২) - ১৩-১১-২০১১
  75. আসল নাতনি কে? - ১৯-১১-২০১১
  76. রকি আর রেম্বো! (পার্ট ১) - ২৬-১১-২০১১
  77. রকি আর রেম্বো! (পার্ট ২) - ২৭-১১-২০১১
  78. শুকদেব কি খুনি? - ০৩-১২-২০১১
  79. নিজের মেয়েকে হত্যা! - ০৪-১২-২০১১
  80. নাগিন! (পার্ট ১) - ১০-১২-২০১১
  81. নাগিন! (পার্ট ২) - ১১-১২-২০১১
  82. অবৈধ সম্পর্ক! - ১৭-১২-২০১১
  83. চারটি হত্যার কারণ একটি বাইক (পার্ট ১) - ২৪-১২-২০১১
  84. চারটি হত্যার কারণ একটি বাইক (পার্ট ২) - ২৫-১২-২০১১
  85. আমেরিকান পাখি! - ৩১-১২-২০১১
  86. মৃত্যুর কুয়া! - ০৭-০১-২০১২
  87. হত্যাকারীর দৃষ্টি! - ০৮-০১-২০১২
  88. জোড়া দুই বোন ফেঁসে গেলেন! (পার্ট ১) - ১৪-০১-২০১২
  89. জোড়া দুই বোন ফেঁসে গেলেন! (পার্ট ২) - ১৫-০১-২০১২
  90. খুনের অস্ত্র কুড়াল! (পার্ট ১) - ২১-০১-২০১২
  91. খুনের অস্ত্র কুড়াল! (পার্ট ২) - ২২-০১-২০১২
  92. বাচ্ছা ছেলের নাম দুইশো বারো! (পার্ট ১) - ২৮-০১-২০১২
  93. বাচ্ছা ছেলের নাম দুইশো বারো! (পার্ট ২) - ২৯-০১-২০১২
  94. মৃত্যুর অভিশাপ! (পার্ট ১) - ০৪-০২-২০১২
  95. মৃত্যুর অভিশাপ! (পার্ট ২) - ০৫-০২-২০১২
  96. খুনি স্ত্রী! - ১১-০২-২০১২
  97. অন্ধ চোর! - ১২-০২-২০১২
  98. মায়া আত্মা! - ১৮-০২-২০১২
  99. স্কাই ড্রাইভিং! (পার্ট ১) - ২৫-০২-২০১২
  100. স্কাই ড্রাইভিং! (পার্ট ২) - ২৬-০২-২০১২
  101. শত্রুতার অবসান বিয়ে (পার্ট ১) - ০৩-০৩-২০১২
  102. শত্রুতার অবসান বিয়ে (পার্ট ২) - ০৪-০৩-২০১২
  103. কাজের মেয়ে খুন! (পার্ট ১) - ১০-০৩-২০১২
  104. কাজের মেয়ে খুন! (পার্ট ২) - ১১-০৩-২০১২
  105. বর্ষার মৃত্যুর রহস্য (পার্ট ১) - ১৭-০৩-২০১২
  106. বর্ষার মৃত্যুর রহস্য (পার্ট ২) - ১৮-০৩-২০১২
  107. মানুষ খেকো ডাক্তার! - ২৪-০৩-২০১২
  108. অনুরাগ হত্যা মামলা! - ৩১-০৩-২০১২
  109. রাজদীপের হত্যাকারী কে? - ০১-০৪-২০১২
  110. অদৃশ্য খুনী! (পার্ট ১) - ০৭-০৪-২০১২
  111. অদৃশ্য খুনী! (পার্ট ২) - ০৮-০৪-২০১২
  112. ভবিষ্যতের দুর্ঘটনা দেখতে পাওয়া (পার্ট ১) - ১৪-০৪-২০১২
  113. ভবিষ্যতের দুর্ঘটনা দেখতে পাওয়া (পার্ট ২) - ১৫-০৪-২০১২
  114. থিয়েটার মঞ্চে অভিনেত্রী খুন! - ২১-০৪-২০১২
  115. আদালতের বাইরে উকালতি (পার্ট ১) - ২৮-০৪-২০১২
  116. আদালতের বাইরে উকালতি (পার্ট ২) - ২৯-০৪-২০১২
  117. কুমারের সাথে বেদেনীর প্রেম (পার্ট ১) - ০৫-০৫-২০১২
  118. কুমারের সাথে বেদেনীর প্রেম (পার্ট ২) - ০৬-০৫-২০১২
  119. সেচ্ছায় মৃত্যু! - ১২-০৫-২০১২
  120. দিল্লিতে ফেঁসে গেলেন কেডি পাঠক (পার্ট ১) - ১৯-০৫-২০১২
  121. দিল্লিতে ফেঁসে গেলেন কেডি পাঠক (পার্ট ২) - ২০-০৫-২০১২
  122. ডক্টর বরুণ জাবেরী খুন (পার্ট ১) - ২৬-০৫-২০১২
  123. ডক্টর বরুণ জাবেরী খুন (পার্ট ২) - ২৭-০৫-২০১২
  124. সুপারস্টার সুরিয়া কিরাণ জীবিত (পার্ট ১) - ০২-০৬-২০১২
  125. সুপারস্টার সুরিয়া কিরাণ জীবিত (পার্ট ২) - ০৩-০৬-২০১২
  126. ভবিষ্যতে হত্যা! - ০৯-০৬-২০১২
  127. নকল বাবা! - ১০-০৬-২০১২
  128. ভয়ানক হত্যার বিবরণ (পার্ট ১) - ১৬-০৬-২০১২
  129. ভয়ানক হত্যার বিবরণ (পার্ট ২) - ১৭-০৬-২০১২
  130. মিশরের মমি (পার্ট ১) - ২৩-০৬-২০১২
  131. মিশরের মমি (পার্ট ২) - ২৪-০৬-২০১২
  132. হত্যাকারী কুকুর (পার্ট ১) - ৩০-০৬-২০১২
  133. হত্যাকারী কুকুর (পার্ট ২) - ০১-০৭-২০১২
  134. এক চেহারার তিন ব্যক্তি (পার্ট ১) - ০৭-০৭-২০১২
  135. এক চেহারার তিন ব্যক্তি (পার্ট ২) - ০৮-০৭-২০১২
  136. খুনি পালোয়ান! - ১৪-০৭-২০১২
  137. কেডি বনাম সিআইডি! - ১৫-০৭-২০১২
  138. কেডি যখন পাবলিক প্রসিকিউটর! (পার্ট ১) - ২১-০৭-২০১২
  139. কেডি যখন পাবলিক প্রসিকিউটর! (পার্ট ২) - ২২-০৭-২০১২
  140. থিয়েটারে প্রডিউসারকে খুন! - ২৮-০৭-২০১২
  141. গাড়ি চাপায় হত্যা! - ২৯-০৭-২০১২
  142. শয়তানের প্রভাব (পার্ট ১) - ০৪-০৮-২০১২
  143. শয়তানের প্রভাব (পার্ট ২) - ০৫-০৮-২০১২
  144. স্ত্রী হত্যাকাণ্ড! (পার্ট ১) - ১১-০৮-২০১২
  145. স্ত্রী হত্যাকাণ্ড! (পার্ট ২) - ১২-০৮-২০১২
  146. খুনি হাতুড়ি! (পার্ট ১) - ১৮-০৮-২০১২
  147. খুনি হাতুড়ি! (পার্ট ২) - ১৯-০৮-২০১২
  148. গাড়ি দুর্ঘটনা! (পার্ট ১) - ২৫-০৮-২০১২
  149. গাড়ি দুর্ঘটনা! (পার্ট ২) - ২৬-০৮-২০১২
  150. চাঁদে খুন! (পার্ট ১) - ০১-০৯-২০১২
  151. চাঁদে খুন! (পার্ট ২) - ০২-০৯-২০১২
  152. পানির নিচে খুন! (পার্ট ১) - ০৮-০৯-২০১২
  153. পানির নিচে খুন! (পার্ট ২) - ০৯-০৯-২০১২
  154. ডাকাত দলে কেডি পাঠক! (পার্ট ১) - ১৫-০৯-২০১২
  155. ডাকাত দলে কেডি পাঠক! (পার্ট ২) - ১৬-০৯-২০১২
  156. ওহ ভগবান (পার্ট ১) - ২২-০৯-২০১২
  157. ওহ ভগবান (পার্ট ২) - ২৩-০৯-২০১২
  158. ডাক্তার হত্যাকাণ্ড! (পার্ট ১) - ২৯-০৯-২০১২
  159. ডাক্তার হত্যাকাণ্ড! (পার্ট ২) - ৩০-০৯-২০১২
  160. খুনি বন্ধু! (পার্ট ১) - ০৬-১০-২০১২
  161. খুনি বন্ধু! (পার্ট ২) - ০৭-১০-২০১২
  162. রাজনৈতিক হত্যাকাণ্ড! (পার্ট ১) ১৩-১০-২০১২
  163. রাজনৈতিক হত্যাকাণ্ড! (পার্ট ২) - ১৪-১০-২০১২
  164. নবরাত্রিতে হত্যাকাণ্ড! - ২০-১০-২০১২
  165. মুখোশধারী খুনী! - ২১-১০-২০১২
  166. বন্ধ ঘরের রহস্য (পার্ট ১) - ২৭-১০-২০১২
  167. বন্ধ ঘরের রহস্য (পার্ট ২) - ২৮-১০-২০১২
  168. হত্যাকারী রোবট! (পার্ট ১) - ০৩-১১-২০১২
  169. হত্যাকারী রোবট! (পার্ট ২) - ০৪-১১-২০১২
  170. আইএম জ্যাসুয়ালের যমজ ভাই! (পার্ট ১) - ১০-১১-২০১২
  171. আইএম জ্যাসুয়ালের যমজ ভাই! (পার্ট ২) - ১১-১১-২০১২
  172. জয়পুরে কেডি (পার্ট ১) - ১৭-১১-২০১২
  173. জয়পুরে কেডি (পার্ট ২) - ১৮-১১-২০১২
  174. গোলমাল হত্যাকাণ্ড! (পার্ট ১) - ২৪-১১-২০১২
  175. গোলমাল হত্যাকাণ্ড! (পার্ট ২) - ২৫-১১-২০১২
  176. বিষকন্যা (পার্ট ১) - ০১-১২-২০১২
  177. বিষকন্যা (পার্ট ২) - ০২-১২-২০১২
  178. হাসপাতালে খুন! (পার্ট ১) - ০৮-১২-২০১২
  179. হাসপাতালে খুন! (পার্ট ২) - ০৯-১২-২০১২
  180. ভুডু পুতুলের মায়াজাল (পার্ট ১) - ১৫-১২-২০১২
  181. ভুডু পুতুলের মায়াজাল (পার্ট ২) - ১৬-১২-২০১২
  182. একসাথে চারজন লোকের হত্যা (পার্ট ১) - ২২-১২-২০১২
  183. একসাথে চারজন লোকের হত্যা (পার্ট ২) - ২৩-১২-২০১২
  184. বিষাক্ত ক্যাপসুল (পার্ট ১) - ২৯-১২-২০১২
  185. বিষাক্ত ক্যাপসুল (পার্ট ২) - ৩০-১২-২০১২
  186. পরিচালক যখন খুনি! (পার্ট ১) - ০৫-০১-২০১৩
  187. পরিচালক যখন খুনি! (পার্ট ২) - ০৬-০১-২০১৩
  188. রহস্যময় চোখ (পার্ট ১) - ১২-০১-২০১৩
  189. রহস্যময় চোখ (পার্ট ২) - ১৩-০১-২০১৩
  190. ইদুর মারার বিষ (পার্ট ১) - ১৯-০১-২০১৩
  191. ইদুর মারার বিষ (পার্ট ২) - ২০-০১-২০১৩
  192. বন্ধুর প্রতিশোধ (পার্ট ১) - ২৬-০১-২০১৩
  193. বন্ধুর প্রতিশোধ (পার্ট ২) - ২৭-০১-২০১৩
  194. ডেঙ্গুতে রহস্যময় মৃত্যু! - ০২-০২-২০১৩
  195. চলন্ত গাড়িতে হত্যা! - ০৩-০২-২০১৩
  196. রেডিও স্টেশনে হত্যা! (পার্ট ১) - ০৯-০২-২০১৩
  197. রেডিও স্টেশনে হত্যা! (পার্ট ২) - ১০-০২-২০১৩
  198. বিচারক যখন খুনের আসামী! - ১৬-০২-২০১৩
  199. কেডির মহাযুদ্ধ (পার্ট ১) - ২৩-০২-২০১৩
  200. কেডির মহাযুদ্ধ (পার্ট ২) - ২৪-০২-২০১৩
  201. আদালতে ভূত! - ০২-০৩-২০১৩
  202. ফেঁসে গেলেন দুই বন্ধু! - ০৩-০৩-২০১৩
  203. ডাইনীর রহস্য উন্মোচন (পার্ট ১) - ০৯-০৩-২০১৩
  204. ডাইনীর রহস্য উন্মোচন (পার্ট ২) - ১০-০৩-২০১৩
  205. রোলার কোস্টারে হত্যা! (পার্ট ১) - ১৬-০৩-২০১৩
  206. রোলার কোস্টারে হত্যা! (পার্ট ২) - ১৭-০৩-২০১৩
  207. সপ্নে খুন! (পার্ট ১) - ২৩-০৩-২০১৩
  208. সপ্নে খুন! (পার্ট ২) - ২৪-০৩-২০১৩
  209. সমুদ্রে হত্যা (পার্ট ১) - ৩০-০৩-২০১৩
  210. সমুদ্রে হত্যা (পার্ট ২) - ৩১-০৩-২০১৩
  211. হিন্দুস্তান থেকে আফগানিস্তান (পার্ট ১) - ০৬-০৪-২০১৩
  212. হিন্দুস্তান থেকে আফগানিস্তান (পার্ট ২) - ০৭-০৪-২০১৩
  213. মৃত্যু চিৎকার (পার্ট ১) - ১৩-০৪-২০১৩
  214. মৃত্যু চিৎকার (পার্ট ২) - ১৪-০৪-২০১৩
  215. হত্যাকারীর উচ্চতা! - ২০-০৪-২০১৩
  216. জাদুকর তুফান (পার্ট ১) - ২৭-০৪-২০১৩
  217. জাদুকর তুফান (পার্ট ২) - ২৮-০৪-২০১৩
  218. হুমকির মুখে কেডি পাঠক (পার্ট ১) - ০৪-০৫-২০১৩
  219. হুমকির মুখে কেডি পাঠক (পার্ট ২) - ০৫-০৫-২০১৩
  220. ভয়ানক জঙ্গল (পার্ট ১) - ১১-০৫-২০১৩
  221. ভয়ানক জঙ্গল (পার্ট ২) - ১২-০৫-২০১৩
  222. স্কুল বাসে বোমা! - ১৮-০৫-২০১৩
  223. নেতার হত্যাকারী! - ১৯-০৫-২০১৩
  224. মৃত্যুর খেলা! - ২৫-০৫-২০১৩
  225. প্রতিশোধের আগুন! - ২৬-০৫-২০১৩
  226. মৃত্যুর শব্দ! - ০১-০৬-২০১৩
  227. পানির গ্লাসে বিষ! - ০২-০৬-২০১৩
  228. অর্ধেক সম্পত্তি (পার্ট ১) - ০৮-০৬-২০১৩
  229. অর্ধেক সম্পত্তি (পার্ট ২) - ০৯-০৬-২০১৩
  230. বরফে ঢাকা লাশ! - ১৫-০৬-২০১৩
  231. অভিশপ্ত দ্বীপ! (পার্ট ১) - ২২-০৬-২০১৩
  232. অভিশপ্ত দ্বীপ! (পার্ট ২) - ২৩-০৬-২০১৩
  233. খুনি জ্বীন! (পার্ট ১) - ২৯-০৬-২০১৩
  234. খুনি জ্বীন! (পার্ট ২) - ৩০-০৬-২০১৩
  235. ডাইনির বলিদান! (পার্ট ১) - ০৬-০৭-২০১৩
  236. ডাইনির বলিদান! (পার্ট ২) - ০৭-০৭-২০১৩
  237. নেকড়ে মানুষ! (পার্ট ১) - ১৩-০৭-২০১৩
  238. নেকড়ে মানুষ! (পার্ট ২) - ১৪-০৭-২০১৩
  239. কেডি পাঠকের স্মরণশক্তি (পার্ট ১) - ২০-০৭-২০১৩
  240. কেডি পাঠকের স্মরণশক্তি (পার্ট ২) - ২১-০৭-২০১৩
  241. সাংবাদিক যখন খুনি! (পার্ট ১) - ২৭-০৭-২০১৩
  242. সাংবাদিক যখন খুনি! (পার্ট ২)- ২৮-০৭-২০১৩
  243. হত্যাকারী কেডি (পার্ট ১) - ০৩-০৮-২০১৩
  244. হত্যাকারী কেডি (পার্ট ২) - ০৪-০৮-২০১৩
  245. ১৫ আগস্ট হত্যা (পার্ট ১) - ১০-০৮-২০১৩
  246. ১৫ আগস্ট হত্যা (পার্ট ২) - ১১-০৮-২০১৩
  247. অদৃশ্য হত্যাকারী (পার্ট ১) - ১৭-০৮-২০১৩
  248. অদৃশ্য হত্যাকারী (পার্ট ২) - ১৮-০৮-২০১৩
  249. সুরক্ষা কক্ষে খুন! (পার্ট ১) - ২৪-০৮-২০১৩
  250. সুরক্ষা কক্ষে খুন! (পার্ট ২) - ২৫-০৮-২০১৩
  251. গভীর ষড়যন্ত্র (পার্ট ১) - ৩১-০৮-২০১৩
  252. গভীর ষড়যন্ত্র (পার্ট ২) - ০১-০৯-২০১৩
  253. এলিয়েন অ্যাটাক (পার্ট ১) - ০৭-০৯-২০১৩
  254. এলিয়েন অ্যাটাক (পার্ট ২) - ০৮-০৯-২০১৩
  255. ভয়ংকর পাখি (পার্ট ১) - ১৪-০৯-২০১৩
  256. ভয়ংকর পাখি (পার্ট ২) - ১৫-০৯-২০১৩
  257. হিমালয় পাহাড়ে ইয়েতির হামলা (পার্ট ১) - ২১-০৯-২০১৩
  258. হিমালয় পাহাড়ে ইয়েতির হামলা (পার্ট ২) - ২২-০৯-২০১৩
  259. অদৃশ্য মা (পার্ট ১) - ২৮-০৯-২০১৩
  260. অদৃশ্য মা (পার্ট ২) - ২৯-০৯-২০১৩
  261. হত্যাকারী মাছি (পার্ট ১) - ০৫-১০-২০১৩
  262. হত্যাকারী মাছি (পার্ট ২) - ০৬-১০-২০১৩
  263. বৈদ্যুতিক মানুষ (পার্ট ১) - ১২-১০-২০১৩
  264. বৈদ্যুতিক মানুষ (পার্ট ২) - ১৩-১০-২০১৩
  265. হারিয়ে যাওয়া স্মৃতির গল্প (পার্ট ১) - ১৯-১০-২০১৩
  266. হারিয়ে যাওয়া স্মৃতির গল্প (পার্ট ২) - ২০-১০-২০১৩
  267. মানুষ খেকো গাছ! - ২৬-১০-২০১৩
  268. অন্ধকারের দুর্বৃত্ত (পার্ট ১) - ০২-১১-২০১৩
  269. অন্ধকারের দুর্বৃত্ত (পার্ট ২) - ০৩-১১-২০১৩
  270. ভয়ানক হাসপাতাল (পার্ট ১) - ০৯-১১-২০১৩
  271. ভয়ানক হাসপাতাল (পার্ট ২) - ১০-১১-২০১৩
  272. ভুতুড়ে হোটেল (পার্ট ১) - ১৬-১১-২০১৩
  273. ভুতুড়ে হোটেল (পার্ট ২) - ১৭-১১-২০১৩
  274. ভুতুড়ে বাংলো! - ২৩-১১-২০১৩
  275. আদি-মানব (পার্ট ১) - ৩০-১১-২০১৩
  276. আদি-মানব (পার্ট ২) - ০১-১২-২০১৩
  277. হত্যাকারী পাইলট (পার্ট ১) - ০৭-১২-২০১৩
  278. হত্যাকারী পাইলট (পার্ট ২) - ০৮-১২-২০১৩
  279. রক্তচোষা পিশাচ (পার্ট ১) - ১৪-১২-২০১৩
  280. রক্তচোষা পিশাচ (পার্ট ২) - ১৫-১২-২০১৩
  281. মাথা কেটে ফেলার কেস (পার্ট ১) - ২১-১২-২০১৩
  282. মাথা কেটে ফেলার কেস (পার্ট ২) - ২২-১২-২০১৩
  283. জাদুকরী শক্তির রহস্য (পার্ট ১) - ২৮-১২-২০১৩
  284. জাদুকরী শক্তির রহস্য (পার্ট ২) - ২৯-১২-২০১৩
  285. ইচ্ছাধারী নাগিন (পার্ট ১) - ০৪-০১-২০১৪
  286. ইচ্ছাধারী নাগিন (পার্ট ২) - ০৫-০১-২০১৪
  287. হত্যাকারী ঘুড়ি (পার্ট ১) - ১১-০১-২০১৪
  288. হত্যাকারী ঘুড়ি (পার্ট ২) - ১২-০১-২০১৪
  289. কয়েদি যখন হত্যাকারী (পার্ট ১) - ১৮-০১-২০১৪
  290. কয়েদি যখন হত্যাকারী (পার্ট ২) - ১৯-০১-২০১৪
  291. হত্যাকারী জোকার! - ২৫-০১-২০১৪
  292. হত্যাকারীর চেহারা (পার্ট ১) - ০১-০২-২০১৪
  293. হত্যাকারীর চেহারা (পার্ট ২) - ০২-০২-২০১৪
  294. জীবন্ত লাশ! (পার্ট ১) - ০৮-০২-২০১৪
  295. জীবন্ত লাশ! (পার্ট ২) - ০৯-০২-২০১৪
  296. প্রেতাত্মা (পার্ট ১) - ১৮-০২-২০১৪
  297. প্রেতাত্মা (পার্ট ২) - ১৯-০২-২০১৪
  298. বিশাল অ্যানাকোন্ডা সাপ (পার্ট ১) - ২২-০২-২০১৪
  299. বিশাল অ্যানাকোন্ডা সাপ (পার্ট ২) - ২৩-০২-২০১৪
  300. খুনি অধ্যাপক (পার্ট ১) - ০১-০৩-২০১৪
  301. খুনি অধ্যাপক (পার্ট ২) - ০২-০৩-২০১৪
  302. মুম্বাইয়ের রঙিন পৃথিবী (পার্ট ১) - ০৮-০৩-২০১৪
  303. মুম্বাইয়ের রঙিন পৃথিবী (পার্ট ২) - ০৯-০৩-২০১৪
  304. হাইকোর্ট এ বন্দুকধারী (পার্ট ১) - ১৫-০৩-২০১৪
  305. হাইকোর্ট এ বন্দুকধারী (পার্ট ২) - ১৬-০৩-২০১৪
  306. কেডিকে ঘুষ নেওয়ার প্রস্তাব (পার্ট ১) - ২২-০৩-২০১৪
  307. কেডিকে ঘুষ নেওয়ার প্রস্তাব (পার্ট ২) - ২৩-০৩-২০১৪
  308. কালো জাদুর রহস্য! - ৩০-০৩-২০১৪
  309. নির্দোষ সাক্ষী! - ০৬-০৪-২০১৪
  310. মহাকাশে হত্যা! - ১১-০৪-২০১৪
  311. রহস্যময় নাটক (পার্ট ১) - ১২-০৪-২০১৪
  312. রহস্যময় নাটক (পার্ট ২) - ১৩-০৪-২০১৪
  313. বেনামী উড়োজাহাজের রহস্য! - ১৮-০৪-২০১৪
  314. হত্যাকারী সিডি (পার্ট ১) - ১৯-০৪-২০১৪
  315. হত্যাকারী সিডি (পার্ট ২) - ২০-০৪-২০১৪
  316. বনমানুষ এর রহস্য! - ২৫-০৪-২০১৪
  317. জাদুকরী মৃত্যু (পার্ট ১) - ২৬-০৪-২০১৪
  318. জাদুকরী মৃত্যু (পার্ট ২) - ২৭-০৪-২০১৪
  319. অসম্ভব খুন! - ০২-০৫-২০১৪
  320. ভিক্টোরিয়া রহস্য (পার্ট ১) - ০৩-০৫-২০১৪
  321. ভিক্টোরিয়া রহস্য (পার্ট ২) - ০৪-০৫-২০১৪
  322. অভিশপ্ত খঞ্জর (পার্ট ১) - ০৯-০৫-২০১৪
  323. অভিশপ্ত খঞ্জর (পার্ট ২) - ১০-০৫-২০১৪
  324. ক্রিকেট পিচে খুন! - ১১-০৫-২০১৪
  325. অনুসন্ধান (পার্ট ১) - ১৬-০৫-২০১৪
  326. অনুসন্ধান (পার্ট ২) - ১৭-০৫-২০১৪
  327. বিপজ্জনক ফ্যাশন! - ১৮-০৫-২০১৪
  328. হত্যাকারীর মূর্তি (পার্ট ১) - ২৩-০৫-২০১৪
  329. হত্যাকারীর মূর্তি (পার্ট ২) - ২৪-০৫-২০১৪
  330. খুনি গাড়ির রহস্য! - ২৫-০৫-২০১৪
  331. রক্তাক্ত পাখি (পার্ট ১) - ৩০-০৫-২০১৪
  332. রক্তাক্ত পাখি (পার্ট ২) - ০১-০৬-২০১৪
  333. হত্যাকারী লাশ! - ০৬-০৬-২০১৪
  334. মৃত্যুর দেবতা (পার্ট ১) - ১৩-০৬-২০১৪
  335. মৃত্যুর দেবতা (পার্ট ২) - ১৪-০৬-২০১৪
  336. আতঙ্কের রাত! - ১৫-০৬-২০১৪
  337. দুধের খরচ (পার্ট ১) - ২১-০৬-২০১৪
  338. দুধের খরচ (পার্ট ২) - ২২-০৬-২০১৪
  339. ১২০ বছরের রহস্য! - ০৬-০৭-২০১৪
  340. কোমায় থাকা রোগী (পার্ট ১) - ১২-০৭-২০১৪
  341. কোমায় থাকা রোগী (পার্ট ২) - ১৩-০৭-২০১৪
  342. ট্রেন দ্বারা আঘাত! - ২০-০৭-২০১৪
  343. হত্যাকারী বিড়াল! - ২৬-০৭-২০১৪
  344. কালো জাদুর ফাঁদ! - ০৩-০৮-২০১৪
  345. রাজকীয় হত্যা! (পার্ট ১) - ০৯-০৮-২০১৪
  346. রাজকীয় হত্যা! (পার্ট ২) - ১০-০৮-২০১৪
  347. দেশপ্রেমিক নাকি বিশ্বাসঘাতক! - ১৬-০৮-২০১৪
  348. রুম নাম্বার ৬৬৬ এর রহস্য (পার্ট ১) - ২২-০৮-২০১৪
  349. রুম নাম্বার ৬৬৬ এর রহস্য (পার্ট ২) - ২৩-০৮-২০১৪
  350. মৃতদেহের রহস্য! - ২৯-০৮-২০১৪
  351. আগের জন্মের প্রতিশোধ! - ৩১-০৮-২০১৪
  352. হত্যাকারী গিটার (পার্ট ১) - ০৫-০৯-২০১৪
  353. হত্যাকারী গিটার (পার্ট ২) - ০৬-০৯-২০১৪
  354. সাক্ষী যখন হত্যাকারী! - ০৭-০৯-২০১৪
  355. খুনি ভক্ত (পার্ট ১) - ১২-০৯-২০১৪
  356. খুনি ভক্ত (পার্ট ২) - ১৩-০৯-২০১৪
  357. এক খুনের চার আসামি! - ১৪-০৯-২০১৪
  358. স্মৃতিভ্রষ্ট স্বামী (পার্ট ১) - ১৯-০৯-২০১৪
  359. স্মৃতিভ্রষ্ট স্বামী (পার্ট ২) - ২০-০৯-২০১৪
  360. চ্যালেঞ্জার! - ২১-০৯-২০১৪
  361. পাষাণ হত্যাকারী! - ২৬-০৯-২০১৪
  362. লিফটে হত্যাকারী কে? - ২৮-০৯-২০১৪
  363. অঙ্গীকারবদ্ধ - ০৫-১০-২০১৪
  364. একজন সুপার হিরোর মৃত্যু (পার্ট ১) - ০৬-১০-২০১৪
  365. একজন সুপার হিরোর মৃত্যু (পার্ট ২) - ১৬-১০-২০১৪
  366. শাঁকচুন্নির রহস্য (পার্ট ১) - ১৭-১০-২০১৪
  367. শাঁকচুন্নির রহস্য (পার্ট ২) - ২৪-১০-২০১৪
  368. আদালতে বিচারক। - ২৫-১০-২০১৪
  369. বিশেষ দীপাবলি! - ৩০-১০-২০১৪
  370. কেডির প্রতিশ্রুতি! - ৩১-১০-২০১৪
  371. কথা বলা পুতুল! - ০২-১১-২০১৪
  372. খুনের মনোভাব! - ০৭-১১-২০১৪
  373. কেডি এবং আত্মার রহস্য! - ০৮-১১-২০১৪
  374. স্বামীজী কে হত্যা! - ১৫-১১-২০১৪
  375. মিসেস বিলুমোরিয়ার মামলা! - ২২-১১-২০১৪
  376. অদ্ভুত চ্যালেঞ্জ! - ২৩-১১-২০১৪
  377. কেডি এবং পাগল! - ৩০-১১-২০১৪
  378. ডাইনীর আতঙ্ক! - ০৬-১২-২০১৪
  379. খুনি চিঠি! - ০৭-১২-২০১৪
  380. শিবের অভিশাপ (পার্ট ১) - ১৩-১২-২০১৪
  381. শিবের অভিশাপ (পার্ট ২) - ১৪-১২-২০১৪
  382. আদালত বনাম সিআইডি! - ২০-১২-২০১৪
  383. অদ্ভুদ আক্রমণ - ২১-১২-২০১৪
  384. কাকতাড়ুয়া - ২৭-১২-২০১৪
  385. যক্ষ আক্রমণ - ২৮-১২-২০১৪
  386. বাহিরে কঙ্কাল - ০৪-০১-২০১৫
  387. গোয়াতে ভুতুড়ে গাড়ি (পার্ট ১) - ১০-০১-২০১৫
  388. গোয়াতে ভুতুড়ে গাড়ি (পার্ট ২) - ১১-০১-২০১৫
  389. লোহরি স্পেশাল - ১৭-০১-২০১৫
  390. বাড়িতে বোমা বিস্ফোরণ - ১৮-০১-২০১৫
  391. সন্ত্রাসী (পার্ট ১) - ২৪-০১-২০১৫
  392. সন্ত্রাসী (পার্ট ২) - ২৫-০১-২০১৫
  393. সীমান্তের আত্মা - ৩১-০১-২০১৫
  394. কুঁজো লোক - ০১-০২-২০১৫
  395. সয়তানি যমজ - ০৭-০২-২০১৫
  396. বাড়িতে ভূত (পার্ট ১) - ১৪-০২-২০১৫
  397. বাড়িতে ভূত (পার্ট ২) - ১৫-০২-২০১৫
  398. একটি ভবন (পার্ট ১) - ২১-০২-২০১৫
  399. একটি ভবন (পার্ট ২) - ২২-০২-২০১৫
  400. আড্ডাখানা (পার্ট ১) - ২৮-০২-২০১৫
  401. আড্ডাখানা (পার্ট ২) - ০১-০৩-২০১৫
  402. বাইরাগড় এর পিশাচ (পার্ট ১) - ০৭-০৩-২০১৫
  403. বাইরাগড় এর পিশাচ (পার্ট ২) - ০৮-০৩-২০১৫
  404. স্বয়ংক্রিয় লেখক (পার্ট ১) - ১৪-০৩-২০১৫
  405. স্বয়ংক্রিয় লেখক (পার্ট ২) - ১৫-০৩-২০১৫
  406. ডাইনোসর এর রহস্য (পার্ট ১) - ২১-০৩-২০১৫
  407. ডাইনোসর এর রহস্য (পার্ট ২) - ২২-০৩-২০১৫
  408. জাদুকর ত্রিকোণ (পার্ট ১) - ২৮-০৩-২০১৫
  409. জাদুকর ত্রিকোণ (পার্ট 2) - ২৯-০৩-২০১৫
  410. খুনী যমরাজ - ০৫-০৪-২০১৫
  411. বিপদে কেডি (পার্ট ১) - ১১-০৪-২০১৫
  412. বিপদে কেডি (পার্ট ২) - ১২-০৪-২০১৫
  413. বিপদে কেডি (পার্ট ৩) - ১৮-০৪-২০১৫
  414. বিপদে কেডি (পার্ট ৪) - ১৯-০৪-২০১৫
  415. কারাতে - ২৫-০৪-২০১৫
  416. সময় কালের ঢাল - ২৬-০৪-২০১৫
  417. হত্যাকারী কার্টুন - ০২-০৫-২০১৫
  418. হনুমান - ০৩-০৫-২০১৫
  419. মাঙ্গলিক (পার্ট ১) - ০৯-০৫-২০১৫
  420. মাঙ্গলিক (পার্ট ২) - ১০-০৫-২০১৫
  421. ঔষধ (পার্ট ১) - ১৬-০৫-২০১৫
  422. ঔষধ (পার্ট ২) - ১৭-০৫-২০১৫
  423. ভুতুড়ে হাসপাতাল - ২৪-০৫-২০১৫
  424. ইন্ডিয়ান আইডল - ২৫-০৫-২০১৫
  425. ঘুমের মধ্যে হাঁটা - ৩১-০৫-২০১৫
  426. পুতুল নাকি মানুষ - ০৬-০৬-২০১৫
  427. পুনরায় মৃত্যু (পার্ট ১) - ১৩-০৬-২০১৫
  428. পুনরায় মৃত্যু (পার্ট ২) - ১৪-০৬-২০১৫
  429. সাহসী বাঘ (পার্ট ১) - ০৪-০৭-২০১৫
  430. সাহসী বাঘ (পার্ট ২) - ০৫-০৭-২০১৫
  431. ভয় - ১১-০৭-২০১৫

মৌসুম ২

সম্পাদনা
  • ১. আত্মহত্যা না খুন - ০৪-০৬-২০১৬
  • ২. সুপারমডেল না হত্যাকারী - ০৫-০৬-২০১৬
  • ৩. তান্ত্রিক ত্রিশুনির ফাঁদ - ১১-০৬-২০১৬
  • ৪. বিল্ডার হত্যা মামলা - ১২-০৬-২০১৬
  • ৫. হিট অ্যান্ড রান মামলা - ১৮-০৬-২০১৬
  • ৬. রেস ফিক্সিং এবং খুন - ১৯-০৬-২০১৬
  • ৭. আধ্যাত্মিক নেতার হত্যা মামলা (পার্ট ১) - ২৫-০৬-২০১৬
  • ৮. আধ্যাত্মিক নেতার হত্যা মামলা (পার্ট ২) - ২৬-০৬-২০১৬
  • ৯. দুর্ঘটনা না হত্যা - ০২-০৭-২০১৬
  • ১০. অভিশপ্ত হাভেলি - ০৩-০৭-২০১৬
  • ১১. অশ্বথামা (পার্ট ১) - ০৯-০৭-২০১৬
  • ১২. অশ্বথামা (পার্ট ২) - ১০-০৭-২০১৬
  • ১৩. রহস্যময়ী মৃত্যু - ১৬-০৭-২০১৬
  • ১৪. কালো যাদু - ১৭-০৭-২০১৬
  • ১৫. অপারেশন বিজয়পথ (পার্ট ১) - ২৩-০৭-২০১৬
  • ১৬. অপারেশন বিজয়পথ (পার্ট ২) - ২৪-০৭-২০১৬
  • ১৭. দিলবারের রহস্যময় মৃত্যু - ৩০-০৭-২০১৬
  • ১৮. জঙ্গা দেবীর চমৎকার - ৩১-০৭-২০১৬
  • ১৯. ডেডলি রেস - ১৩-০৮-২০১৬
  • ২০. পণ্ডিত মশাইয়ের হত্যা - ১৪-০৮-২০১৬
  • ২১. হিম্মতের খুনের রহস্য - ২০-০৮-২০১৬
  • ২২. ভয়ঙ্কর সাপ - ২১-০৮-২০১৬
  • ২৩. ভূত বাংলা (পার্ট ১) - ২৭-০৮-২০১৬
  • ২৪. ভূত বাংলা (পার্ট ২) - ২৮-০৮-২০১৬
  • ২৫. মিশরীয় মমি (পার্ট ১) - ০৩-০৯-২০১৬
  • ২৬. মিশরীয় মমি (পার্ট ২) - ০৪-০৯-২০১৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Adaalat to go off air"The Times of India। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৫ 
  2. http://www.setindia.com/show_details.php?sid=58
  3. "Ronit Roy to be back with 'Adaalat' season 2"The Times of India। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা