মানিনী মিশ্র

ভারতীয় অভিনেত্রী
(মানিনি মিশ্রা থেকে পুনর্নির্দেশিত)

মানিনী মিশ্র[] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি শশশশ...কোই হ্যায় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যা স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল। এছাড়াও সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক জস্সী জ্যায়সী কোই নহীঁ-তে পরী কপাড়িয়ার চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি সি. আই. ডি.-তে ডা. সোনালী বারভের চরিত্রে অভিনয় করার জন্যও পরিচিত। তাকে আরও অনেক টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি কালার্স টিভির ধারাবাহিক লাডো ২-তে শাগুনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০২১ সালে কালার্স টিভিতে কুচ তো হ্যায় - নাগিন এক নায়ে রঙ্গ ম্যায় ধারাবাহিকে পাম এর চরিত্রে অভিনয় করেছেন।[][][]

মানিনী মিশ্র
জন্ম
মানিনী দে

দিল্লি, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীমিহির মিশ্র
(আলাদা হয়ে গেছেন)
সন্তান১ (কন্যা)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মানিনী মিশ্র অভিনেতা মিহির মিশ্রকে বিয়ে করেন, যিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সঞ্জীবনী-তে ড. রাহুল এর চরিত্রে অভিনয় করেছেন। নিউজ রিপোর্টগুলো নিশ্চিত করেছে যে তারা সম্প্রতি আলাদা হয়েছেন।

অভিনয় জীবন

সম্পাদনা

মিশ্র জস্সী জ্যায়সী কোই নহীঁ ধারাবাহিকে ভিলেন মল্লিকার বন্ধু পরী কপাড়িয়ার চরিত্রে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। তিনি ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ ধারাবাহিকে চঞ্চল কাকিমার চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে তিনি স্টার ওয়ান চ্যানেলে দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো এবং আপাতবাস্তব অনুষ্ঠান নাচ বালিয়ে-তে তার স্বামীর সাথে অংশগ্রহণ করেছিলেন। মিশ্র সাব টিভির টুইংকল বিউটি পার্লার ধারাবাহিকে রাগিনীর চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয় ধারাবাহিক রিমিক্স-এ তাকে দেখা গেছে। এছাড়াও ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সি. আই. ডি.-তে ডা. সোনালী বারভে চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশন

সম্পাদনা
বছর অনুষ্ঠান ভূমিকা টীকা
১৯৯৫-১৯৯৬ আম্মা ঔর ফ্যামিলি ফারাহ
২০০২-২০০৩ শশশশ...কোই হ্যায় বিভিন্ন চরিত্র
২০০৩-২০০৪ জস্সী জ্যায়সী কোই নহীঁ পরী কপাড়িয়া
২০০৪-২০০৫ সাথিয়া - পিয়ার কা নয়া এহসাস অবন্তী অবেরি
২০০৬ নাচ বালিয়ে নিজেই
সরাভাই বনাম সরাভাই দিনকী চক্রবর্তী
রিমিক্স ধারাবাহিক ছি ছি
দা গ্রেট ইন্ডিয়ান কমেডি শো পূজা
২০০৬ সরকার - রিশত কি অনকাহি কাহানি আনা
টুইংকল বিউটি পার্লার লাজপাত নগর রাগিনী
নাচ বালিয়ে নিজেই
২০০৬-২০০৯ ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ চঞ্চল
২০০৭ জিতে হে ইসকে লিয়ে রামোনা
২০০৭ আগাদম বাগদম তিগদম ক্যাটরিনা পর্ব ১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দত্ত, নবনীতা। "মাতৃরূপে মানিনী"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  2. "Saroj ji was a guru to me: Manini De Mishra - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  3. "Maninee Mishra & Preeti Chaudhary in DABH - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  4. "Maninee De and Mihir Misra Living Separately as 16-year-old Marriage Hits Rock Bottom"News18 (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা