সুনায়না ফজদার
ভারতীয় অভিনেত্রী
সুনায়না ফোজদার জন্মগ্রহণ করেছেন (১৯ জুলাই ১৯৮৬) তিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার প্লাস "সান্তান" শোতে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন। তাকে বর্তমানে সনি সাবতে কৌতুক শো তারক মেহতা কা উল্টা চশমা তে অঞ্জলি তারাক মেহতা চরিত্রে দেখা যায়।[১]
সুনায়না ফজদার | |
---|---|
জন্ম | সুনায়না ফজদার ১৯ জুলাই ১৯৮৬ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
পরিচিতির কারণ | তারক মেহতা কা উল্টা চশমা |
দাম্পত্য সঙ্গী | কুনাল ভাবোনি(বি. ২০১৬) |
কর্মজীবন
সম্পাদনা২০০১ সালে স্টার প্লাস চ্যানেলের ধারাবাহিক সন্তানতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন।[২]
২০২০সালের অক্টোবর মাস হতে,, তিনি সাব টিভিতে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক তারক মেহতা কা উল্টা চশমায় অঞ্জলি মেহতার চরিত্রে অভিনয় করছেন। উক্ত ধারাবাহিকে অঞ্জলি মেহতা হচ্ছেন নাটকের প্রধান চরিত্র তারাক মেহতার (শৈলেশ লোধা) স্ত্রী। তার চরিত্রটি হচ্ছে একটি তরুণ, বাস্তববুদ্ধিসম্পন্ন এবং আধুনিক নারী। অঞ্জলি হচ্ছেন একজন খাদ্যনির্বাচনবিদ্যাবিত এবং তিনি তার স্বামী তারাক মেহতার খাদ্যের নিয়ন্ত্রণ করেন।[৩]
টেলিভিশন
সম্পাদনাঅনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Meet Taarak Mehta Ka Ooltah Chashmah's new Anjali Bhabhi aka Sunayana Fozdar; a look at her unseen photos"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৪।
- ↑ "SAB TV"। www.sabtv.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৪।
- ↑ "Ooltah chashmah"। ২০১৩-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।