আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ
(আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ থেকে পুনর্নির্দেশিত)
আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ হল বিশ্ব ক্রিকেট লিগের সর্বোচ্চ ডিভিশন। এটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের মাধ্যম হিসেবে কার্যকরী ছিল।
বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | একদিনের আন্তর্জাতিক ও লিস্ট এ |
প্রথম টুর্নামেন্ট | ২০০৭ |
শেষ টুর্নামেন্ট | ২০১৫-১৭ |
দলের সংখ্যা | ৬ (২০০৭, ২০১০) ৮ (২০১১ থেকে) |
বর্তমান চ্যাম্পিয়ন | নেদারল্যান্ডস (১ম শিরোপা) |
সর্বাধিক সফল | আয়ারল্যান্ড (২টি শিরোপা) |
সর্বাধিক রান | কাইল কোয়েতজার (ওডিআই: ৬৬৩ ও লিস্ট এ: ১১৬৯)[১][২] |
সর্বাধিক উইকেট | ওডিআই: অ্যালাসডেয়ার ইভান্স (১৫)[৩] লিস্ট এ: মুদাচ্ছার বুখারী (৩২)[৪] |
২০০৭ ও ২০১০ সালে এর নাম ছিল আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশন ১।
ফলাফল
সম্পাদনাবছর | আয়োজক | ফাইনাল | |||
---|---|---|---|---|---|
স্থান | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | ||
২০০৭ | কেনিয়া | নাইরোবি | কেনিয়া ১৫৮/২ (৩৭.৫ ওভার) |
কেনিয়া ৮ উইকেটে জয়ী স্কোরকার্ড |
স্কটল্যান্ড ১৫৫ (৪৭ ওভার) |
২০১০ | নেদারল্যান্ডস | আমস্টারডাম | আয়ারল্যান্ড ২৩৩/৪ (৪৪.৫ ওভার) |
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী স্কোরকার্ড |
স্কটল্যান্ড ২৩২ (৪৮.৫ ওভার) |
২০১১–১৩ | একক আয়োজক নয় | ফাইনাল নেই | আয়ারল্যান্ড ২৪ পয়েন্ট |
আয়ারল্যান্ড পয়েন্টে জয়ী পয়েন্ট টেবিল |
আফগানিস্তান ১৯ পয়েন্ট |
২০১৫–১৭ | একক আয়োজক নয় | ফাইনাল নেই | নেদারল্যান্ডস ২২ পয়েন্ট |
নেদারল্যান্ডস পয়েন্টে জয়ী |
স্কটল্যান্ড ১৯ পয়েন্ট |
দলসমূহের পারফরম্যান্স
সম্পাদনা- নির্দেশিকা
- ১ম – চ্যাম্পিয়ন
- ২য় – রানার্স-আপ
- ৩য় – তৃতীয় স্থান
দল | ২০০৭ | ২০১০ | ২০১১–১৩ | ২০১৫–১৭ | মোট |
---|---|---|---|---|---|
আফগানিস্তান | — | ৩য় | ২য় | — | ২ |
বারমুডা | ৬ষ্ঠ | — | — | — | ১ |
কানাডা | ৪র্থ | ৫ম | ৮ম | — | ৩ |
হংকং | — | — | — | ৩য় | ১ |
আয়ারল্যান্ড | ৫ম | ১ম | ১ম | — | ৩ |
কেনিয়া | ১ম | ৬ষ্ঠ | ৬ষ্ঠ | ৫ম | ৪ |
নামিবিয়া | — | — | ৭ম | ৮ম | ২ |
নেপাল | — | — | — | ৭ম | ১ |
নেদারল্যান্ডস | ৩য় | ৪র্থ | ৪র্থ | ১ম | ৪ |
পাপুয়া নিউগিনি | — | — | — | ৪র্থ | ১ |
স্কটল্যান্ড | ২য় | ২য় | ৫ম | ২য় | ৪ |
সংযুক্ত আরব আমিরাত | — | — | ৩য় | ৬ষ্ঠ | ২ |
পরিসংখ্যান
সম্পাদনাবছর | সর্বাধিক রান | সর্বাধিক উইকেট | সর্বাধিক মূল্যবান খেলোয়াড় | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০০৭ | আশীষ বাগাই (৩৪৫) | পিটার অনগোন্ডো (১৫) | আশীষ বাগাই | |
২০১০ | টম কুপার (৪০৮) | অ্যালেক্স কুস্যাক (১০) | টম কুপার | |
২০১১–১৩ | শাইমান আনোয়ার (৬২৫) | ক্রিস্টি ভিলজোয়েন (২৩) | ||
২০১৫–১৭ | অংশুমান রথ (৬৭৮) | নাদিম আহমেদ (২৪) |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ICC World Cricket League/One-Day Internationals/Most runs"। ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ "ICC World Cricket League/List A Matches/Most runs"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ "ICC World Cricket League/One-Day Internationals/Most wickets"। ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ "ICC World Cricket League/List A Matches/Most wickets"। ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ ICC World Cricket League Division One 2006/07 – CricketArchive. Retrieved 5 November 2016.
- ↑ ICC World Cricket League Division One 2010 – CricketArchive. Retrieved 5 November 2016.
- ↑ ICC World Cricket League Division Two 2011 – CricketArchive. Retrieved 27 September 2015.
- ↑ ICC World Cricket League Division Two 2015[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] – CricketArchive. Retrieved 12 January 2018.