টম কুপার

অস্ট্রেলীয় ক্রিকেটার

টম লেক্সলে উইলিয়াম কুপার (জন্ম: ২৬ নভেম্বর, ১৯৮৬) অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নেদারল্যান্ডসের ক্রিকেটারনেদারল্যান্ডস ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান কুপার মূলতঃ মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি কুপস ডাকনামে পরিচিত। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-স্পিন বোলিং করে থাকেন। এছাড়াও তিনি সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকস দলের হয়ে খেলছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলেরও প্রতিনিধিত্ব করছেন টম কুপার[]

টম কুপার
ফেব্রুয়ারি, ২০১০ সালে প্রশিক্ষণ চলাকালীন টম কুপার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
টম লেক্সলে উইলিয়াম কুপার
জন্ম (1986-11-26) ২৬ নভেম্বর ১৯৮৬ (বয়স ৩৮)
ওলঙ্গন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ডাকনামকুপস
উচ্চতা১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকামাঝারি-সারির ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৪)
১৫ জুন ২০১০ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই৯ জুলাই ২০১৩ বনাম আয়ারল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ২১)
১৩ মার্চ ২০১২ বনাম কানাডা
শেষ টি২০আই৩১ মার্চ ২০১৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮-বর্তমানদক্ষিণ অস্ট্রেলিয়া
২০১১-২০১২অ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১২-বর্তমানমেলবোর্ন রেনেগেডস
২০১৫সমারসেট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৩ ১৫ ৬৫ ১২৩
রানের সংখ্যা ৯৭৬ ৩৮৯ ৩,৮৭৯ ৪,১৫৩
ব্যাটিং গড় ৪৮.৮০ ৩২.৪১ ৩৫.৫৮ ৪০.৭১
১০০/৫০ ১/৮ ০/২ ৭/২৩ ৭/২৬
সর্বোচ্চ রান ১০১ ৭২* ২০৩* ১২৬*
বল করেছে ৫৫৩ ১০২ ১,৩৮৪ ৯৪১
উইকেট ১৩ ১৬ ২১
বোলিং গড় ৩৩.৬৯ ৪৪.০০ ৫৪.৩১ ৩৮.২৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৩/১১ ২/১৮ ৫/৭৬ ৩/১১
ক্যাচ/স্ট্যাম্পিং ১২/– ৫/– ৫৬/– ৬০/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৩০ সেপ্টেম্বর ২০১৫

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

শেফিল্ড শীল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে সর্বপ্রথম খেলতে নামেন। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত খেলায় পশ্চিম অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ইনিংসে তিনি মাত্র ১০ রান সংগ্রহ করেছিলেন।[] এরপর তার একদিনের খেলায় অভিষেক ঘটে দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষে পশ্চিম অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ফোর্ড র‌্যাঞ্জার কাপে তিনি ৬৭ খেলায় ৫৩ রান সংগ্রহ করেন।[] চতুর্থ একদিনের খেলায় নিউ সাউথ ওয়েলস ক্লাবের বিপক্ষে ১০৮ বলে করা ১০১ রানের চমকপ্রদ সেঞ্চুরি করেন।[] ডাচ নিউ গায়ানায় কুপারের মায়ের জন্ম। তাই তিনি নেদারল্যান্ডস ক্রিকেট দলে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ সালে ক্লাইডেসডেল ব্যাংক ৪০ প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের পক্ষে একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। রটেরড্যামে অনুষ্ঠিত খেলায় স্কটল্যান্ড দলের বিপক্ষে তার অপরাজিত ৮০ রানর কল্যাণে নেদারল্যান্ডস দল ৬ উইকেটে জয়লাভ করেছিল।[] প্রথম ক্রিকেটার হিসেবে তিনি তার প্রথম তিনটি একদিনের আন্তর্জাতিকে পরপর অর্ধ-শতক করেন। পরের খেলায় তিনি স্কটল্যান্ডের বিপক্ষে ৮৭ ও কেনিয়ার বিপক্ষে ৬৭ রান সংগ্রহ করেন। কিন্তু কানাডার বিপক্ষে ৩৯ রান করায় অল্পের জন্য ধারাবাহিকভাবে চার অর্ধ-শতক করার গৌরব থেকে বঞ্চিত হন।[] এরপর তিনি ২০১০/১১ মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষে খেলার জন্য চুক্তিতে আবদ্ধ হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা