জ্বিগেটো

২০২২ সালের হিন্দি চলচ্চিত্র
(Zwigato থেকে পুনর্নির্দেশিত)

জ্বিগেটো হলো ২০২২ সালের হিন্দি ভাষার একটি চলচ্চিত্র।[] ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা দাস এবং এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় হাস্যকৌতুক অভিনেতা কপিল শর্মা এবং শাহানা গোস্বামী। ছবিটি ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল।[][]

জ্বিগেটো
চলচ্চিত্রের পোস্টার
Zwigato
পরিচালকনন্দিতা দাস
প্রযোজকদীপক সিগাল
সমীর নায়ার
নন্দিতা দাস
শ্রেষ্ঠাংশেকপিল শর্মা
শাহানা গোস্বামী
সুরকারসাগর দেশাই
চিত্রগ্রাহকরঞ্জন পালিত
সম্পাদকজাবিন মারচ্যান্ট
প্রযোজনা
কোম্পানি
আপলস এন্টারটেনমেন্ট
মুক্তি২০২২
ভাষাহিন্দি

অভিনয়ে

সম্পাদনা
  • কপিল শর্মা – মানস
  • শাহানা গোস্বামী – প্রতিমা
  • তুষার আচার্য – রঘু
  • সায়নী গুপ্ত – জুইগাটো রিজিনাল হেড
  • স্বানন্দ কিরকিরে – গোবিন্দ রাজ
  • গুল পনাগ – গুল পানাগ
  • নীলাম্বরী ভট্টাচার্য – রিয়
  • জয়া বিশ্বাস – সুনি
  • যুবিকা ব্রহ্মা – পূরবী
  • সৌরভ মহাপাত্র – গুরু
  • আকাশ মহাপাত্র – হাসান
  • ত্রিপতি মহারানা – ক্রুষ্ণা
  • জয়আদিত্য রাও – আয়ুশ
  • মোনালিসা বাল – আয়ুশের মা
  • হর রাঠ – বিশ্বজিৎ
  • মনোজ কুমার সাহু – গোপাল
  • প্রজ্বল সাহু – কার্তিক
  • তিলোত্তমা সাহু – মোনালিসা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্বিগেটো (ইংরেজি)