ঠাকুরগাঁও-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(Thakurgaon-2 থেকে পুনর্নির্দেশিত)

ঠাকুরগাঁও-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের ৪র্থ ও জেলার ২য় সংসদীয় আসন।

ঠাকুরগাঁও-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঠাকুরগাঁও জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,১৭,৯৭৩ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৬৩,৬৬৮
  • নারী ভোটার: ১,৫৪,৩০৫
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

ঠাকুরগাঁও-২ আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ইউনিয়নকাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিল।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সাংসদ রাজনৈতিক দল
১৯৮৬ দবিরুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি[]
১৯৮৮ মির্জা রুহুল আমিন জাতীয় পার্টি []
১৯৯১ দবিরুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ জুলফিকার মর্তুজা চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ দবিরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১
২০০৮
২০১৪
২০১৮
২০২৪ মাজহারুল ইসলাম সুজন

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১০-এর দশকে

সম্পাদনা

২০১৪ সাধারণ নির্বাচনে বিএনপিসহ বিরোধীদলগুলো নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহজোট একক নির্বাচন করে, ফলে নির্বাচনে দবিরুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়।[]

২০০০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ঠাকুরগাঁও-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দবিরুল ইসলাম ১,০২,৮৩৩ ৫০.৮ +১২.০
জামায়াতে ইসলামী আব্দুল হাকিম ৯৮,৪৫৬ ৪৮.৭ +১৩.২
স্বতন্ত্র শিরিন আক্তার বানু ১,০৫২ ০.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৩৭৭ ২.০ −১.৩
ভোটার উপস্থিতি ২,০২,৩৪১ ৯২.৭ +৪.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: ঠাকুরগাঁও-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দবিরুল ইসলাম ৬২,৪৮৩ ৩৮.৮ -৩.৫
জামায়াতে ইসলামী আব্দুল হাকিম ৫৭,১৯৬ ৩৫.৫ +২২.৪
স্বতন্ত্র মো: নুরুল ইসলম ২৪,০৮১ ১৪.৯ প্র/না
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট সুরেশ চন্দ্র সিংহ ১৬,৫৬৫ ১০.৩ প্র/না
স্বতন্ত্র একেএম এনায়েত আলী ৪৩৪ ০.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ মহসিন সরকার ৩৩৯ ০.২ -০.৪
সংখ্যাগরিষ্ঠতা ৫,২৮৭ ৩.৩ −১৩.৮
ভোটার উপস্থিতি ১,৬১,১২৮ ৮৭.৯ +১২.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: ঠাকুরগাঁও-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ দবিরুল ইসলাম ৪৮,৩৪৪ ৪২.৩ প্র/না
জাতীয় পার্টি মোঃ আসাদুজ্জামান ২৮,৭৫৭ ২৫.১ +১০.৯
বিএনপি মোঃ জুলফিকার মুর্তুজা চৌধুরী ২১,৩১৪ ১৮.৬ +০.২
জামায়াতে ইসলামী আব্দুল হাকিম ১৪,৯৩৩ ১৩.১ -৪.৮
কমিউনিস্ট পার্টি মোঃ মহসিন সরকার ৬৭৩ ০.৬ -৪৭.৫
জাকের পার্টি মোঃ সামসুদ্দিন ৩৮৮ ০.৩ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৫৮৭ ১৭.১ −১২.৭
ভোটার উপস্থিতি ১,১৪,৪০৯ ৭৫.৩ +৯.৮
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঠাকুরগাঁও-২[]
দল প্রার্থী ভোট % ±%
কমিউনিস্ট পার্টি দবিরুল ইসলাম ৪৬,৪৫২ ৪৮.১
বিএনপি মোঃ আলতাফুর রহমান ১৭,৭০৭ ১৮.৪
জামায়াতে ইসলামী আব্দুল হাকিম ১৭,২৮৮ ১৭.৯
জাতীয় পার্টি মো: আব্দুল করিম ১৩,৭২০ ১৪.২
স্বতন্ত্র মোঃ নুর কুতুব আলম ৬৪০ ০.৭
জাকের পার্টি মো: আ: জব্বার সরকার ৩২৩ ০.৩
ফ্রিডম পার্টি বদরুল আলম চৌধুরী ২৭০ ০.৩
স্বতন্ত্র রমেশ চন্দ্র সেন ৮৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৭৪৫ ২৯.৮
ভোটার উপস্থিতি ৯৬,৪৮৯ ৬৫.৫
থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে
  1. "ঠাকুরগাঁও-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "District Statistics 2011: Dinajpur" (PDF)পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা