রমেশ চন্দ্র সেন

বাংলাদেশী রাজনীতিবিদ

রমেশ চন্দ্র সেন (জন্ম ৩০ এপ্রিল ১৯৪০) বাংলাদেশের ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[] এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

রমেশ চন্দ্র সেন
বাংলাদেশের খাদ্যমন্ত্রী
কাজের মেয়াদ
২২ নভেম্বর ২০১৩ – ১২ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীআব্দুর রাজ্জাক
উত্তরসূরীকামরুল ইসলাম
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীখাদেমুল ইসলাম
উত্তরসূরীমির্জা ফখরুল
কাজের মেয়াদ
১৯৯৭(উপনির্বাচন) – ২৬ অক্টোবর ২০০১
পূর্বসূরীমির্জা ফখরুল
উত্তরসূরীশুন্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1940-04-30) ৩০ এপ্রিল ১৯৪০ (বয়স ৮৪)
কশালগাঁও গ্রাম, রুহিয়া, ঠাকুরগাঁও, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্ব
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশাব্যবসা[]
জীবিকাব্যবসা, রাজনীতি[]
যে জন্য পরিচিতসংসদ সদস্য, রাজনীতিবিদ[]
ধর্মহিন্দু

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

রমেশ চন্দ্র সেন বাংলা ১৩৪৭ সালের ২ বৈশাখ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন।[] তিনি ১৯৬৩ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বি,কম পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কস্ট একাউন্টিং বিষয়ে ১৯৬৪ সালে এম,কম (প্রথম পর্ব) অধ্যায়ন করেন।

কর্মজীবন

সম্পাদনা

তিনি ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ৬০'র দশকে রুহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার সময় থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং ১৯৯০ সালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০০৫ সাল থেকে অদ্যাবধি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সরকারের কেবিনেট সদস্য এবং একই সাথে তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) এর নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। []

সংসদ সদস্য

সম্পাদনা

তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। উপনির্বাচনটি হয়েছিল উক্ত আসনের সাংসদ খাদেমুল ইসলাম ১৭ ডিসেম্বর ১৯৯৬ সালে মৃত্যুবরণ করার কারণে।[] এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয়বার, ২০১৪ সালে ৩য় বার, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৪র্থ বার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার মাধ্যমে ৫ম বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

১৬ আগস্ট ২০২৪ তারিখ ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করে পুলিশ।[] বিস্ফোরক আইনে করা মামলায় ১৭ আগস্ট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নির্বাচনী এলাকাঃ ৩ ঠাকুরগাঁও-১"www.parliament.gov.bd। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  2. "ঠাকুরগাঁওয়ে ২টি আসনে আ.লীগ ১টিতে বিএনপি নির্বাচিত"আমাদের সময়। ঠাকুরগাঁও। ৩১ ডিসেম্বর ২০১৮। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  4. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ২৭২-২৭৩। আইএসবিএন 978-9843446497 
  5. ঠাকুরগাঁও-১ উন্নয়নের ৩ বছর। বাংলাদেশ আওয়ামী লীগ, ঠাকুরগাঁও। 
  6. "ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য খাদেমুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী"valuka.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  7. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  8. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  9. "পুলিশি হেফাজতে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন"দৈনিক প্রথম আলো। ১৭ আগস্ট ২০২৪। 
  10. "সাবেক মন্ত্রী রমেশ সেন কারাগারে শিক্ষার্থীর করা মামলায়"bdnews24.com। ১৭ আগস্ট ২০২৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা