সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব
সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব (/ˈsʌndərlənd/ ( ), স্থানীয়ভাবে /ˈsʊndlən/, ইংরেজি: Sunderland Association Football Club; এছাড়াও সান্ডারল্যান্ড এএফসি অথবা শুধুমাত্র সান্ডারল্যান্ড নামে পরিচিত) হচ্ছে সান্ডারল্যান্ড ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সান্ডারল্যান্ড এএফসি তাদের সকল হোম ম্যাচ সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অফ লাইটে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৯,০০০। এর পূর্বে ৯৯ বছর যাবত রকার পার্ক স্টেডিয়ামে ক্লাবটি তাদের হোম ম্যাচ আয়োজন করতো। এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টনি মোব্রে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কিরিল লুই-দ্রেফু। উত্তর আয়ারল্যান্ডীয় মধ্যমাঠের খেলোয়াড় কোরি ইভান্স এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য ব্ল্যাক কেটস | |||
সংক্ষিপ্ত নাম | এসএএফসি | |||
প্রতিষ্ঠিত | ১৮৭৯ (সান্ডারল্যান্ড অ্যান্ড ডিসট্রিক্ট টিচার্স হিসেবে) | |||
মাঠ | স্টেডিয়াম অফ লাইট | |||
ধারণক্ষমতা | ৪৯,০০০ | |||
মালিক | স্টুয়ার্ট ডোনাল্ড | |||
সভাপতি | কিরিল লুই-দ্রেফু | |||
ম্যানেজার | টনি মোব্রে | |||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
২০২২–২৩ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
এই ক্লাবটি স্ট্রিপ জার্সি পরিহিত সর্বশেষ দল লিগের শিরোপা জয়লাভ করেছে। ১৮৯০ সালে তারা ফুটবল লিগে প্রবেশ করে এবং ১৮৮৮ সালে লিগ প্রতিষ্ঠিত হবার পর ইতিহাসের প্রথম দল হিসেবে এতে যোগদান করে। ১৯৫৮ সাল পর্যন্ত তারা একটানা শীর্ষ স্তরের লিগে অংশগ্রহণ করেছিল। কেবলমাত্র আর্সেনালই এর থেকে বেশি মৌসুম একটানা শীর্ষ স্তরের লিগে খেলার রেকর্ড ধারণ করে। ১৯৩৭ সালে প্রেস্টন নর্থ এন্ড দলকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে তারা তাদের প্রথম এফএ কাপ শিরোপা জয়লাভ করে।[১]
ঘরোয়া ফুটবলে, সান্ডারল্যান্ড এএফসি এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি প্রিমিয়ার লিগ (যার সবগুলো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জয়লাভ করেছিল), ৫টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ২টি এফএ কাপ এবং ১টি এফএ কমিউনিটি শিল্ড শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনালিগ
সম্পাদনা- প্রথম বিভাগ / প্রিমিয়ার লিগ: ৫ (১ম স্তর)
- দ্বিতীয় বিভাগ / প্রথম বিভাগ / ইএফএল চ্যাম্পিয়নশিপ: ৫ (২য় স্তর)
- তৃতীয় বিভাগ / দ্বিতীয় বিভাগ / ইএফএল লিগ ওয়ান: ১ (৩য় স্তর)
কাপ
সম্পাদনা- এফএ কাপ:
- এফএ চ্যারিটি শিল্ড
- চ্যাম্পিয়ন (১): ১৯৩৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১২।
- ↑ Ross, James M. (৫ আগস্ট ২০১৯)। "England – List of FA Charity/Community Shield Matches"। Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- ↑ "Roll of Honour"। Sunderland A.F.C.। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Football and the Second World War"। Spartacus। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবের পরিসংখ্যান
- সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবের প্লে-অফ পরিসংখ্যান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০১৫ তারিখে
- সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব পরিসংখ্যান এবং ১৮৯০–৯১ মৌসুম হতে বর্তমান পর্যন্ত মৌসুম পর্যালোচনা