প্রেস্টন নর্থ এন্ড ফুটবল ক্লাব

প্রেস্টন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব

প্রেস্টন নর্থ এন্ড ফুটবল ক্লাব (ইংরেজি: Preston North End Football Club; এছাড়াও প্রেস্টন নর্থ এন্ড এফসি, প্রেস্টন নর্থ এন্ড, প্রেস্টন, নর্থ এন্ড অথবা শুধুমাত্র পিএনই নামে পরিচিত) হচ্ছে প্রেস্টন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রেস্টন নর্থ এন্ড তাদের সকল হোম ম্যাচ প্রেস্টনের ডিপডেলে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৩,৪০৪।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রায়ান লো

প্রেস্টন নর্থ এন্ড
পূর্ণ নামপ্রেস্টন নর্থ এন্ড ফুটবল ক্লাব
ডাকনামদ্য লিলিওয়াইটস
প্রতিষ্ঠিত১৮৮০; ১৪৪ বছর আগে (1880)
মাঠডিপডেল
ধারণক্ষমতা২৩,৪০৪
ম্যানেজারইংল্যান্ড রায়ান লো
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Preston North End FC History"। Preston North End। ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা