সেথ র‍্যান্স

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার
(Seth Rance থেকে পুনর্নির্দেশিত)

সেথ হেইডেন আর্নল্ড র‍্যান্স (ইংরেজি: Seth Rance; জন্ম: ২৩ আগস্ট, ১৯৮৭) ওয়েলিংটন এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।

সেথ র‍্যান্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সেথ হেইডেন আর্নল্ড র‍্যান্স
জন্ম (1987-08-23) ২৩ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৭)
ওয়েলিংটন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৯২)
১৪ মে ২০১৭ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই১৭ মে ২০১৭ বনাম বাংলাদেশ
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭৬)
২৯ ডিসেম্বর ২০১৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই৬ সেপ্টেম্বর ২০১৯ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯–বর্তমানসেন্ট্রাল ডিস্ট্রিক্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪০ ৪৫
রানের সংখ্যা ১০ ৮২১ ১৮৪
ব্যাটিং গড় ৩.৩৩ ২০.৫২ ৯.৬৮
১০০/৫০ –/– ০/০ ০/৪ ০/০
সর্বোচ্চ রান ৭১ ৪১*
বল করেছে ১০৫ ১৬২ ৬,৩৭৯ ২,০৬৯
উইকেট ১০ ১১৫ ৭০
বোলিং গড় ১১০.০০ ২৪.৫০ ২৯.৫৪ ২৫.৫৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৪৪ ৩/২৬ ৬/২৬ ৪/৩২
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ০/– ১৪/– ৯/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করছেন সেথ র‍্যান্স

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

২০০৯ সাল থেকে সেথ র‍্যান্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিচ্ছেন।[] অল-রাউন্ডার সেথ রেন্স ২০০৯-১০ মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম পূর্ণাঙ্গ মৌসুম খেলে তার প্রতিশ্রুতিশীলতার কথা তুলে ধরেছিলেন। তার ফাস্ট-মিডিয়াম বোলিং মূলতঃ এইচআরভি কাপে কার্যকর ছিল। এই ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতায় দলটি শিরোপা জয় করে। ছয় খেলায় অংশ নিয়ে তিনি ১১ উইকেট পান। ওভারপ্রতি ৬.৩৭ গড়ে তার এ অর্জনটি দলের সকল বোলারের তুলনায় সেরা ছিল। তবে, ঐ প্রতিযোগিতায় তিনি ব্যাট হাতে নেয়ার বেশি সুযোগ পাননি। কিন্তু, প্রথম-শ্রেণীর ক্রিকেটে দুইটি অর্ধ-শতরানের ইনিংস খেলতে পেরেছিলেন। ঐ মৌসুমে আটটি ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ৯০-এর অধিক।

ব্রেন্ট আর্নেলের সাথে ২০১৬-১৭ মৌসুমের সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট লাভ করেন। ঐ প্রতিযোগিতায় তিনি পনেরোটি উইকেট পেয়েছিলেন।[] জুন, ২০১৮ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে ২০১৮-১৯ মৌসুমের জন্যে চুক্তিতে আবদ্ধ হন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র ওডিআই ও আটটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন সেথ র‍্যান্স। ১৪ মে, ২০১৭ তারিখে ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ড দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরপর, ১৭ মে, ২০১৭ তারিখে একই মাঠে বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

এপ্রিল, ২০১৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে নিউজিল্যান্ডের একদিনের আন্তর্জাতিক দলে খেলার জন্যে মনোনীত হন।[] ১৪ মে, ২০১৭ তারিখে ডাবলিনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে।[]

২৯ ডিসেম্বর, ২০১৭ তারিখে নেলসনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সিরিজের প্রথম টি২০আইয়ে অভিষেক ঘটে তার।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Seth Rance"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৫ 
  2. "Records: Super Smash, 2016/17 Most wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭ 
  3. "Central Districts drop Jesse Ryder from contracts list"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  4. "Latham to lead NZ in Ireland, uncapped Rance in squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  5. "Ireland Tri-Nation Series, 2nd Match: Ireland v New Zealand at Dublin (Malahide), May 14, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭ 
  6. "1st T20I, West Indies tour of New Zealand at Nelson, Dec 29 2017"। ESPN Cricinfo। ২৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা