২০১৪ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
(Scottish cricket team in Ireland in 2014 থেকে পুনর্নির্দেশিত)
স্কটল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৮-১২ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। দলটি আইরিশ দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১][২][৩] স্বাগতিক আয়ারল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।
২০১৪ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর | |||
---|---|---|---|
আয়ারল্যান্ড | স্কটল্যান্ড | ||
তারিখ | ৮ সেপ্টেম্বর, ২০১৪ – ১২ সেপ্টেম্বর, ২০১৪ | ||
অধিনায়ক | কেভিন ও’ব্রায়ান | প্রিস্টন মমসেন | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেভিন ও’ব্রায়ান (১৫৯) | ক্যালাম ম্যাকলিওড (১৪৫) | |
সর্বাধিক উইকেট | ক্রেগ ইয়ং (৬) | মজিদ হক (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রেগ ইয়ং (আযারল্যান্ড) |
দলের সদস্য
সম্পাদনাওডিআই | |
---|---|
আয়ারল্যান্ড | স্কটল্যান্ড[৪] |
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ডের পক্ষে জন অ্যান্ডারসন, অ্যান্ড্রু ম্যাকব্রায়ান, স্টুয়ার্ট পয়েন্টার ও ক্রেগ ইয়ংয়ের ওডিআই অভিষেক ঘটে।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাঠের বহিরাঙ্গন ভেজা থাকায় খেলা শুরু করতে বিলম্ব হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাঠের বহিরাঙ্গন ভেজা থাকায় খেলা শুরু করতে বিলম্ব হয়।
- আয়ারল্যান্ডের পক্ষে গ্রেইম ম্যাককার্টারের ওডিআই অভিষেক ঘটে।