নীলফামারী-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(Nilphamari-3 থেকে পুনর্নির্দেশিত)
নীলফামারী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪নং আসন।
নীলফামারী-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নীলফামারী জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানীলফামারী-৩ আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনানীলফামারী-৩ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল।
নির্বাচনী এলাকা গঠনের সময় এটি জলঢাকা উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (বড়ভিটা ও পুটিমারি ও রণচণ্ডি) নিয়ে গঠিত ছিল।[৩] কিন্তু ২০১৮ সাধারণ নির্বাচনে সীমানা পুনরায় নির্ধারিত করে।[৩][৪]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | গোলাম মোস্তফা | ৭৮,৯১৯ | ৭৯.৫ | N/A | ||
জাতীয় পার্টি | কাজী ফারুক কাদের | ২০,৩৪৫ | ২০.৫ | -৪৭.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৮,৫৭৪ | ৫৯.০ | +২২.২ | |||
ভোটার উপস্থিতি | ৯৯,২৬৪ | ৩৮.০ | −৫৩.২ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | কাজী ফারুক কাদের | ১,৪৫,৬৮৮ | ৬৮.১ | N/A | ||
জামায়াতে ইসলামী | আজিজুল ইসলাম | ৬৬,৮৪৯ | ৩১.২ | -৬.৮ | ||
ইসলামী আন্দোলন | মোঃ আব্দুল মোনায়েম | ১,৫৪৯ | ০.৭ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৮,৮৩৯ | ৩৬.৮ | +৩১.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,১৪,০৮৬ | ৯১.২ | +৯.২ | |||
জামায়াতে ইসলামী থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী বাংলাদেশ | মিজানুর রহমান চৌধুরী | ৬৪,১৮০ | ৩৮.০ | +৬.৭ | |
আওয়ামী লীগ | দীপেন্দ্রনাথ সরকার | ৫৫,০৪৩ | ৩২.৬ | N/A | |
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | রশিদুল আলম চৌধুরী | ৪৪,০১৪ | ২৬.১ | N/A | |
জাতীয় পার্টি | মোঃ কাজী নুরুন্নবী | ৪,০৮১ | ২.৪ | N/A | |
কমিউনিস্ট পার্টি | মোঃ জাহেদ আলী | ৫৫২ | ০.৩ | -০.২ | |
জাসদ | আজিজুল ইসলাম | ৪৯৬ | ০.৩ | N/A | |
স্বতন্ত্র | এ. কে. নজরুল ইসলাম | ৩৮৮ | ০.২ | N/A | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,১৩৭ | ৫.৪ | +৩.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৮,৭৫৪ | ৮২.০ | +১১.২ | ||
জামায়াতে ইসলামী নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | মিজানুর রহমান চৌধুরী | ৩৭,৫৪৬ | ৩১.৩ | +৫.৫ | ||
জাতীয় পার্টি | রশিদুল আলম চৌধুরী | ৩৫,০৩০ | ২৯.২ | +২.২ | ||
আওয়ামী লীগ | মোঃ আজহারুল ইসলাম | ৩৪,৪৩৯ | ২৮.৭ | -৪.৬ | ||
বিএনপি | আনোয়ারুল কবির চৌধুরী | ৮,৭০২ | ৭.৩ | +২.৩ | ||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | মোঃ কামরুল আলম কবির | ১,৮১০ | ১.৫ | N/A | ||
গণফোরাম | মোঃ আব্দুল হাকিম | ৭৩১ | ০.৬ | N/A | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ জাহেদ আলী | ৫৭৭ | ০.৫ | N/A | ||
স্বতন্ত্র | মোঃ আব্দুল গফুর | ৫৭২ | ০.৫ | N/A | ||
জাকের পার্টি | মোঃ মোজাফ্ফর হোসেন | ৪৪৬ | ০.৪ | +০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৫১৬ | ২.১ | −৪.২ | |||
ভোটার উপস্থিতি | ১,১৯,৮৫৩ | ৭০.৮ | +১২.১ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ আজহারুল ইসলাম | ৩৭,১৩১ | ৩৩.৩ | |||
জাতীয় পার্টি | মোঃ নুরুল হক | ৩০,০৬৪ | ২৭.০ | |||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | জোবান উদ্দিন আহমেদ | ২৮,৮০৬ | ২৫.৮ | |||
বিএনপি | মোঃ মমিনুর রহমান চৌধুরী | ৫,৫৩৮ | ৫.০ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | কাজী আব্দুল কাদের | ৪,৮৩৪ | ৪.৩ | |||
স্বতন্ত্র | মোঃ কামরুল আলম কবির | ৩,৪১৪ | ৩.১ | |||
বাকশাল | মোঃ নুরুজ্জামান | ১,০৭৬ | ১.০ | |||
জাকের পার্টি | মোঃ আব্দুর রউফ প্রামাণিক | ৪৪৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোঃ হামিদুল এহেসান | ১৫৫ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,০৬৭ | ৬.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,১১,৪৬৪ | ৫৮.৭ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
টীকা
সম্পাদনা- ↑ "নীলফামারী-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ ক খ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ ক খ "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)। Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "List of 3rd Parliament Members" (পিডিএফ)। Bangladesh Parliament। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "List of 4th Parliament Members" (পিডিএফ)। Bangladesh Parliament। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Nilphamari-3"। Bangladesh Election Result 2014। ঢাকা ট্রিবিউন। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Nomination submission List"। Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নীলফামারী-৩