নামিবিয়া জাতীয় ক্রিকেট দল
নামিবিয়া ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যের মর্যাদা লাভকারী ‘ক্রিকেট নামিবিয়া’ সংস্থা দলটিকে পরিচালনা করছে।[১] ২০০৭ সালে হাই পারফরম্যান্স প্রোগ্রামের অংশ হিসেবে এ দল রয়েছে।[২] দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নামিবিয়া অংশগ্রহণ করলেও গ্রুপ পর্বের সবগুলো খেলাতেই পরাজিত হয়।[৩] বর্তমানে দলটি আইসিসি আন্তর্মহাদেশীয় কাপে খেলছে।
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | জান নিকোল লোফটি-ইটন | |
কোচ | পিয়েরে ডি ব্রুন | |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৯২) | |
আইসিসি অঞ্চল | আফ্রিকা | |
বিশ্ব ক্রিকেট লিগ | প্রথম | |
আন্তর্জাতিক ক্রিকেট | ||
প্রথম আন্তর্জাতিক | ১৯৫৪, লাইসবিক পার্ক, উইন্ডহুক (দক্ষিণ-পশ্চিম আফ্রিকা) | |
| ||
৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী |
২০০৩ ক্রিকেট বিশ্বকাপ
সম্পাদনাকানাডায় অনুষ্ঠিত ২০০১ সালের আইসিসি ট্রফির মাধ্যমে নামিবিয়া ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সূচনা ঘটায়। টরন্টো ক্রিকেট, স্কেটিং ও কার্লিং ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডস দলের কাছে পরাজিত হলেও নামিবিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।[৪] তারপর এপ্রিল, ২০০২ সালে নামিবিয়ায় আইসিসি ৬-জাতি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে চতুর্থ স্থান দখল করে।[৫] ঐ বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ২০০২ সালের আফ্রিকান কাপে গ্রুপ পর্বের খেলায় কেবলমাত্র তাঞ্জানিয়া দলকে পরাজিত করে ও গ্রুপে চতুর্থ স্থান দখল করে।[৬] এর কয়েক সপ্তাহ পর জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে চার খেলাতেই পরাজিত হয়।[৭] জিম্বাবুয়ে সফরের তুলনায় সফরকারী কেনিয়ার বিপক্ষে চার খেলার একদিনের সিরিজে সফলতা বেশি পায়।[৮] এরপর শীর্ষস্তরের দক্ষিণ আফ্রিকার ঘরোয়া একদিনের ক্রিকেট স্ট্যান্ডার্ড কাপে অংশ নিলেও পাঁচ খেলার সবকটিতেই পরাজিত হয়।[৯] জানুয়ারি, ২০০৩ সালে বাংলাদেশ নামিবিয়া সফর করে ও পাঁচটি একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায়।[১০]
১০ ফেব্রুয়ারি, ২০০৩ সালে হারারেতে বিশ্বকাপের খেলায় জিম্বাবুয়ে দল ৮৬ রানে নামিবিয়াকে পরাজিত করে।
বর্তমান দল সদস্য
সম্পাদনানাম | বয়স | ব্যাটিং-এর ধরণ | বোলিং-এর ধরণ | Forms | শেষ ওডিআই | শেষ টি২০আই | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Batters | |||||||||||
Niko Davin | ২৬ | Right-handed | Right-arm leg break | ODI, T20I | 2024 | 2024 | |||||
Jean-Pierre Kotze | ৩০ | Left-handed | — | ODI, T20I | 2024 | 2024 | |||||
Malan Kruger | ২৯ | Right-handed | — | ODI, T20I | 2024 | 2024 | |||||
Dylan Leicher | ২০ | Right-handed | Right-arm medium | T20I | — | 2023 | |||||
Michael van Lingen | ২৭ | Left-handed | Left-arm medium | ODI, T20I | 2024 | 2024 | |||||
All-rounders | |||||||||||
Karl Birkenstock | ২৮ | Left-handed | Right-arm fast-medium | ODI | 2023 | 2021 | |||||
Gerhard Erasmus | ২৯ | Right-handed | Right-arm off break | ODI (C), T20I (C) | 2024 | 2024 | |||||
Shaun Fouché | ২৪ | Right-handed | Right-arm medium | ODI | 2023 | 2024 | |||||
Jan Frylinck | ৩০ | Left-handed | Left-arm fast-medium | ODI, T20I | 2024 | 2024 | |||||
Gerhard Janse van Rensburg | ২০ | Right-handed | Right-arm leg break | T20I | — | 2024 | |||||
Jan Nicol Loftie-Eaton | ২৩ | Left-handed | Right-arm leg break | ODI, T20I | 2024 | 2024 | |||||
JJ Smit | ২৯ | Right-handed | Left-arm medium-fast | ODI (VC), T20I (VC) | 2024 | 2024 | |||||
David Wiese | ৩৯ | Right-handed | Right-arm medium-fast | T20I | 2022 | 2024 | |||||
Wicket-keeper | |||||||||||
Zane Green | ২৮ | Left-handed | — | T20I | 2024 | 2024 | |||||
Pace bowlers | |||||||||||
Jack Brassell | ১৯ | Right-handed | Right-arm medium | ODI, T20I | 2024 | 2024 | |||||
Tangeni Lungameni | ৩২ | Left-handed | Left-arm medium | ODI, T20I | 2024 | 2024 | |||||
Ben Shikongo | ২৪ | Right-handed | Right-arm medium-fast | ODI, T20I | 2023 | 2023 | |||||
Simon Shikongo | Right-handed | Right-arm medium-fast | T20I | — | 2024 | ||||||
Ruben Trumpelmann | ২৬ | Right-handed | Left-arm fast-medium | ODI, T20I | 2024 | 2024 | |||||
Spin bowlers | |||||||||||
Bernard Scholtz | ৩৪ | Right-handed | Slow left-arm orthodox | ODI, T20I | 2024 | 2024 | |||||
Pikky Ya France | ৩৪ | Right-handed | Right-arm off break | ODI, T20I | 2023 | 2023 |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Namibia at Cricket Archive
- ↑ Denmark added to ICC High Performance Program ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, ICC Europe Media Release, 20 December 2006 at European Cricket Council
- ↑ 2003 World Cup at Cricinfo
- ↑ Scorecard of 2001 ICC Trophy Final, 15 July 2001 at Cricket Archive
- ↑ 2002 ICC 6 Nations Challenge Points Table at Cricket Archive
- ↑ 2002 Africa Cup ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১২ তারিখে at CricketEurope
- ↑ Namibia in Zimbabwe 2002/03 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৩ তারিখে at Cricket Archive
- ↑ Namibia in Kenya 2002/03 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৩ তারিখে at Cricket Archive
- ↑ Standard Bank Cup 2002/03 Points Table at Cricket Archive
- ↑ Bangladesh in Namibia 2002/03 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৩ তারিখে at Cricket Archive
আরও পড়ুন
সম্পাদনা- South African Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions
- Cricket Namibia official site