লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল
(Los Angeles County Metro Rail থেকে পুনর্নির্দেশিত)
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যঞ্জেলেসের প্রধান দ্রুত পরিবহন ব্যবস্থা লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল নামে (সংক্ষেপে মেট্রো রেল) পরিচিত। এটি লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৩টি সার্ফাস ট্রেন লাইন ও ২টি পাতাল ট্রেন লাইন চালায়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
অবস্থান | লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
পরিবহনের ধরন | দ্রুত পরিবহন ও লাইট রেল |
লাইনের (চক্রপথের) সংখ্যা | ৫ |
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ৬২ |
দৈনিক যাত্রীসংখ্যা | ২৭৪,০০০ |
চলাচল | |
চালুর তারিখ | ১৯৯০ |
পরিচালক সংস্থা | লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন অথরিটি (LACMTA) |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ৭৩.১ মাইল |
মেট্রো রেলের সবচাইতে কর্মচঞ্চল লাইনগুলো হল রেড ও পার্পাল পাতাল ট্রেন লাইন:
- রেড লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে হলিউড ও স্যান ফার্ন্যান্ডো ভ্যালিতে যায়
- পার্পাল লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে কোরিয়াটাউন অঞ্চলে যায়
মেট্রো রেল তিনটি লাইনে সার্ফাস রেল চালায়। এগুলো বেশির ভাগ রাস্তার পাশে দিয়ে চলে। কয়েক জায়গায় ট্রেনগুলো মাটির নিচে বা উচা কাঠামোতে চলে:
- ব্লু লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে যায় লং বীচ শহরে
- গোল্ড লাইন: লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে যায় প্যাসাডিনা শহরে
- গ্রীন লাইন: লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যায় নরওয়াক শহর পর্যন্ত
আরও দুই লাইন যাবে পূর্ব লস অ্যাঞ্জেলেস ও কাল্ভার সিটিও। এই দুই লাইনের নির্মাণ কাজটি ২০১০ সাল পর্যন্ত চলতে থাকবে।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- Gold Line - Foothill Extension — Construction Authority website
- History of the Metro Rail System
- The Transit Coalition
- Network map (to-scale)
- Los Angeles Metro System on Google Maps
- Google map of Metro Rail Stations