ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূড়কী

ভারতীয় সরকারি প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান
(IIT Roorkee থেকে পুনর্নির্দেশিত)

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূড়কী বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রূড়কী (সংক্ষেপে আইআইটি রূড়কী বা আইআইটিআর) হল একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা ভারতের উত্তরাখণ্ডের রূড়কীতে অবস্থিত। এটি পূর্বে রূড়কী বিশ্ববিদ্যালয় (১৯৪৯-২০০১) ও থমাসন কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং (১৮৪৭-১৯৪৯) নামে পরিচিত ছিল। তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার জেমস থমাসন কর্তৃক ১৮৪৭ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত, এটি এশিয়ার প্রাচীনতম প্রযুক্তি প্রতিষ্ঠান।[a] এটিকে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছিল এবং ২০০১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) রূপান্তরিত করা হয়েছিল। এইভাবে এটি ঘোষণা করা সপ্তম আইআইটি হয়ে উঠেছে। আইআইটি রূড়কীতে ২২ টি একাডেমিক বিভাগ রয়েছে, যা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণার উপর জোর দেওয়ার সঙ্গে প্রকৌশল, ফলিত বিজ্ঞান, মানববিদ্যাসামাজিক বিজ্ঞান এবং ব্যবস্থাপনা কর্মসূচিসমূহকে কভার করে।[]

ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান রূড়কী
প্রাক্তন নামসমূহ
  • কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট রূড়কী
    (১৮৪৭–১৮৫৪)
  • থমাসন কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং
    (১৮৫৪–১৯৪৭)
  • রূড়কী বিশ্ববিদ্যালয়
    (১৯৪৭–২০০১)
নীতিবাক্যश्रमं विना न किमपि साध्यम् (সংস্কৃত)
বাংলায় নীতিবাক্য
পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না
ধরনসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৮৪৭; ১৭৮ বছর আগে (1847)
অধিভুক্তিইউজিসি
পরিচালকঅজিত কুমার চতুর্বেদী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫১৪[]
শিক্ষার্থী৮,০২০[]
স্নাতক৩,৫৯৮[]
স্নাতকোত্তর২,১৩০[]
২,২৯২[]
অবস্থান, ,
২৯°৫১′৫২″ উত্তর ৭৭°৫৩′৪৭″ পূর্ব / ২৯.৮৬৪৪৪° উত্তর ৭৭.৮৯৬৩৯° পূর্ব / 29.86444; 77.89639
শিক্ষাঙ্গনশহুরে
৩৬৫ একর (১.৪৮ কিমি)
ভাষাইংরেজি, হিন্দি
ওয়েবসাইটwww.iitr.ac.in
মানচিত্র

আইআইটি রূড়কীর একটি শক্তিশালী উদ্যোক্তা সংস্কৃতি রয়েছে, এই প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা ভারতে ও বিদেশে প্রযুক্তিগত ও সামাজিক উদ্যোগগুলি খুঁজে পেয়েছে এবং ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দশজন প্রাক্তন শিক্ষার্থী পদ্ম পুরস্কার জিতেছে এবং পঁচিশজন প্রাক্তন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার জিতেছে। প্রতিষ্ঠানটি ভারতীয় রেলওয়ে বোর্ডের সাতজন চেয়ারম্যান, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান, ভারত সরকারের একশোরও বেশি সচিব-স্তরের কর্মকর্তা, ভারতীয় শিল্প কনফেডারেশনের দুই জন সভাপতি, ভারতের রাজ্যগুলির রাজ্যপাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ভারত) চেয়ারম্যান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ছয় জন পরিচালক, বিশিষ্ট ভারতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমীইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং মতো প্রকৌশল ও বৈজ্ঞানিক সংস্থার সভাপতি তৈরি করেছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NIRF 2019" (পিডিএফ)। IIT Roorkee। 
  2. "Departments, Indian Institute of Technology Roorkee"iitr.ac.in। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১technical institutions in the country having the largest number of academic units 
  3. "Our Alumni, Placements"। Indian Institute of Technology Roorkee। ১৪ ফেব্রুয়ারি ২০১২। ২৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১