বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার

ভারতে গবেষণার জন্য পুরস্কার

বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ( এসএসবি ) ভারতের একটি বিজ্ঞান পুরস্কার, যা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) দ্বারা জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল গণিত, ওষুধ এবং পদার্থবিজ্ঞান সংক্রান্ত উল্লেখযোগ্য এবং অসামান্য গবেষণা, প্রয়োগ বা মৌলিক বিজ্ঞানের জন্য প্রতিবছর দেওয়া হয়। পুরস্কারটি বিজ্ঞানপ্রযুক্তিতে অসামান্য ভারতীয় কাজকে (সিএসআইআর পুরস্কার কমিটির মতামত অনুসারে) স্বীকৃতি দেয়। এটি ভারতের বহু বিজ্ঞানের সর্বাধিক সম্মানজনক পুরস্কার।[][] এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক শান্তি স্বরূপ ভাটনগর মহাশয়ের নামে।[] এটি পুরস্কারটি সর্বপ্রথম ১৯৫৮ সালে প্রদান করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার
বিবরণভারতে বিজ্ঞান গবেষণা
অবস্থানবিজ্ঞান ভবন, নতুন দিল্লি
পুরস্কারদাতাবৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ
ভারত সরকার
প্রথম পুরস্কৃত১৯৫৮
ওয়েবসাইটশান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার

৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত ভারতের যে কোনও নাগরিক পুরস্কারের জন্য যোগ্য। পুরস্কারটি এটি প্রদানের বছরের পূর্ববর্তী পাঁচ বছরের সময় ভারতে করা কাজের অবদানের ভিত্তিতে প্রদান করা হয়। পুরস্কারে একটি কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্র, একটি ফলক এবং নগদ অর্থ  ৫ লাখ (ইউএস$ ৬,১০০) টাকা প্রদান করা হয়।[] এছাড়াও, প্রাপকরাও ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১৫,০০০ টাকা পেয়ে থাকেন।

মনোনয়ন এবং নির্বাচন

সম্পাদনা

প্রার্থীদের নাম প্রস্তাব করা হয় সিএসআইআর-এর পরিচালনা কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয় বা জাতীয় গুরুত্বের ইনস্টিটিউটের উপাচার্য এবং বিজ্ঞানের বিভিন্ন অনুষদের ডিন এবং প্রাক্তন পুরস্কারদাতাদের দ্বারা। প্রতিবছর গঠিত উপদেষ্টা কমিটি দ্বারা নির্বাচন করা হয় এবং প্রয়োজনীয়ভাবে সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে একজন প্রাক্তন ভাটনগর পুরস্কার প্রাপ্ত সহ কমপক্ষে ছয় বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকে। সদস্যদের নির্বাচনের জন্য কমপক্ষে ২/৩ চুক্তি প্রয়োজন। যদি সমান যোগ্যতার কারণে দুই প্রার্থীকে একই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হয় তবে উভয়কেই পুরস্কার দেওয়া হয়। []

পুরস্কার

সম্পাদনা

পুরস্কারটি সাতটি শাখায় বিভক্ত, যথা:

  • জীব বিজ্ঞান
  • রাসায়নিক বিজ্ঞান
  • পৃথিবী, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গ্রহ বিজ্ঞান
  • প্রকৌশল বিজ্ঞান
  • গণিত বিজ্ঞান
  • চিকিৎসা বিজ্ঞান
  • পদার্থবিদ্যাগত বিজ্ঞান

প্রতিটি বিভাগে একাধিক বিজয়ী (সর্বোচ্চ ২ জন) থাকতে পারে। [] ২০০৮ পর্যন্ত পুরস্কারের নগদ অর্থ ছিল  ২ লাখ (ইউএস$ ২,৪০০) টাকা এবং ২০০৯ সালে  ৫ লাখ (ইউএস$ ৬,১০০) টাকায় উন্নীত করা হয় []

প্রাপক

সম্পাদনা

প্রাপ্তদের নাম ঐতিহ্যগতভাবে প্রতি ২৬ সেপ্টেম্বর মহাপরিচালক দ্বারা ঘোষণা করা হয়, যা সিএসআইআর-এর প্রতিষ্ঠা দিবস। [] পুরস্কার বিতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পুরস্কার বিজয়ী সাধারণত পুরস্কারের ক্ষেত্রে একটি বক্তৃতা দিতে বাধ্য, সাধারণত তার কাজের শহর বাইরে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "SHANTI SWARUP BHATNAGAR AWARD FOR GENOMICS AND MOLECULAR WORK IN PULSES"। ICRISAT। সেপ্টেম্বর ২৭, ২০১৬। মে ২৭, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩০, ২০১৯ 
  2. Press Trust of India (২৭ সেপ্টেম্বর ২০০০)। "10 scientists nominated for Bhatnagar Awards"Indian Express। ২১ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১০ 
  3. "From the awarding body Council of Scientific and Industrial Research (CSIR)"। ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১৪ 
  4. CSIR। "Regulations Governing the Award of the Shanti Swarup Bhatnagar Prize For Science and Technology"csirhrdg.nic.in। Human Resource Development Group, Council of Scientific & Industrial Research। ২০১৬-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  5. Press Trust of India (২৬ সেপ্টেম্বর ২০১২)। "11 scientists selected for Shanti Swarup Bhatnagar Prize-2012"Business Standard। Business Standard Ltd.। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  6. PIB (২৬ সেপ্টেম্বর ২০০৯)। "Shanti Swarup Bhatnagar Awards 2009 announced"pib.nic.in। Press Information Bureau, Government of India। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  7. "CSIR selects 10 scientists for prestigious Shanti Swarup Bhatnagar award"। Times of India। Times of India। ২০১৪-০৯-২৬। 

বহিঃসংযোগ

সম্পাদনা