উড়োজাহাজ
উড়োজাহাজ বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম এক ধরনের আকাশযান। যাত্রী ও পণ্য পরিবহন এবং যুদ্ধে এটি ব্যবহৃত হয়। উড়োজাহাজ নামটি এসেছে উড় বা ওড়া এবং জাহাজ বা পোত শব্দদুটি একত্রিত করে। উড়োজাহাজকে আমেরিকা, কানাডাসহ অনেক স্থানে এয়ারপ্লেন ("airplane") বলে। আবার ব্রিটেনসহ কিছু এলাকায় অ্যারোপ্লেন নামে ডাকা হয়। ইংরেজিতে এই নামদুটি এসেছে গ্রিক αέρας (aéras-) ("air" বা "বাতাস") এবং গণিতের plane (তল) শব্দদুটি থেকে।[১]
উড়োজাহাজ | |
---|---|
যাত্রীবাহী উড়োজাহাজ | |
আকাশযানের প্রকারভেদ সংক্রান্ত নিবন্ধসমূহের অংশ | |
বাতাসের চেয়ে হালকা গ্যাসের সাহায্যে উড্ডয়নক্ষম (aerostats) | |
Unpowered | Powered |
• বেলুন | • এয়ারশিপ |
বাতাসের চেয়ে হালকা গ্যাস এবং অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম | |
Unpowered | Powered |
• হাইব্রীড এয়ারশীপ | |
অ্যারোডাইনামিক উর্দ্ধগতির সাহায্যে উড্ডয়নক্ষম (aerodynes) | |
Unpowered | Powered |
Unpowered fixed-wing | Powered fixed-wing |
• গ্লাইডার • ঝুলন্ত গ্লাইডার • প্যারাগ্লাইডার • ঘুড়ি |
• Powered airplane (aeroplane) • যন্ত্রচালিত ঝুলন্ত গ্লাইডারসমূহ • যন্ত্রচালিত প্যারাগ্লাইডার • Flettner airplane • Ground-effect vehicle |
Powered hybrid fixed/rotary wing | |
• টিল্টউইং • টিল্টরোটর • মনো টিল্টরোটর • মনো টিল্টরোটর রোটারী রিং • Coleopter | |
Unpowered rotary-wing | Powered rotary-wing |
• Rotor kite | • অটোজাইরো • জাইরোডাইন ("হেলিপ্লেন") • হেলিকপ্টার |
Powered aircraft driven by flapping | |
• Ornithopter | |
Other Means of Lift | |
Unpowered | Powered |
• হোভারক্রাফট • ফ্লাইং বেডস্টীড • Avrocar |
আকাশে উড্ডয়ন সূত্র
সম্পাদনাএর উর্দ্ধগতি এর ডানার সম্মুখগতির কারণে। এই ধরনের আকাশযানের উর্দ্ধগতি ঘূর্ণায়মান ডানা সংবলিত আকাশযানের মত ডানায় বা উপরে অবস্থিত পাখার ঘূর্ণনের কারণে সৃষ্ট হয় না যেমনটি হেলিকপ্টারে হয়। যদিও রকেট বা মিসাইল আকাশে উড়ে তথাপি তাদের উড়োজাহাজ বলা হয়না কারণ এগুলো ডানার সম্মুখগতি ব্যবহার না করে রকেট থার্স্ট এর সাহায্যে উর্দ্ধগতি অর্জন করে। অনেক উড়োজাহাজ প্রপেলার বা জেট ইঞ্জিন দ্বারা সৃষ্ট ঘাতের প্রভাবে সম্মুখে চালিত হয়।
আবিস্কার
সম্পাদনা১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করা হয়। রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। [২] তাঁরা বারবার উড়োজাহাজ তৈরি করার চেষ্টা করেন এবং বারবারই ব্যর্থ হন, কিন্তু চেষ্টা থামান নি। ১৮৯৯ সালের জুলাই মাসে উইলবার রাইট পাঁচ ফুট উচ্চতার একটি বাক্স ঘুরিতে বেধেঁ ওড়ার চেষ্টা করে। ঠিক তারপরের বছরই তাঁরা গ্লাইডার তৈরি করতে সক্ষম হন। আমেরিকার নর্থ ক্যারোলিনার কিটিহকে নিয়ে আসেন এটিকে ওড়ানোর জন্য। গ্লাইডারটি আকাশে ভেসে ছিল মাত্র ১২ সেকেন্ড। এরপর ১৯০১ ও ১৯০২ সালে পরপর দুটি পরীক্ষা করেন। এবার তাঁরা তাদের উদ্ভাবিত যন্ত্রটি ব্যবহার করে কিছুটা সাফল্য লাভ করেন। এটিকে তাঁরা প্রায় এক হাজার বার ওড়ান। এর নাম দেন 'Flyer-1'। ১৯০৩ সালের ২৩ মার্চ রাইট ব্রাদার্স তাঁদের উড্ডয়নকৃত গ্লাইডার এর পেটেন্টের জন্য আবেদন করেন। এরপর তাদের কঠোর অধ্যবসায়ের পর ১৯০৪ খ্রিস্টাব্দে 'Flyer-111' তৈরি করেন এবং এটিকে তাঁরা ১০৫ বার উড্ডয়ন করেন।
তাঁরা ১৯০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বিমানকে আরও নিরাপদ উড্ডয়নের জন্য ব্যাপক গবেষণায় মনোনিবেশ করেন। ফ্রান্সের একটি কোম্পানি এবং আমেরিকার সেনা সদস্যের সাথে তাঁদের একটি সহযোগিতা চুক্তি হয়। চুক্তি মোতাবেক বড় ভাই উইলবার রাইট ফ্রান্সে এবং ছোট ভাই অরভিল রাইট ওয়াশিংটন ডিসিতে কাজ করেন। উইলবার রাইট ১৯০৮ সালের ৮ই আগস্ট বিমান নিয়ে সফলভাবে আকাশে ওড়েন। ওই বছরই ১৪মে ডেটনের ফারসান নামের একজন সহকারী প্রথম যাত্রী হিসেবে উইলবারের সাথে ফিক্সড উইং এয়ারক্রাফেট ভ্রমণ করেন। ৮ অক্টোবর এডিথ বার্ঘ নামক এক মহিলা প্রথম আমেরিকান নারী হিসেবে উইলবারের সাথে আকাশে ওড়েন।[৩]
চালনা
সম্পাদনাবেশিরভাগ উড়োজাহাজই উড়োজাহাজে অবস্থানকারী চালক বা পাইলট উড়িয়ে নিয়ে যান, তবে কিছু উড়োজাহাজ দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে বা রোবট দিয়ে ওড়ানো হয়।
গ্যালারি
সম্পাদনা-
টুপোলেভ টিইউ-১৬০, একটি শব্দাতিক বোমারূ বিমান
-
পি-৩৮ লাইটনিং, দ্বি ইঞ্জিন বিশিষ্ট বিমান
-
রাশান নাইটস অ্যাক্রোব্যাট দলের সুকোহি এসইউ-২৭ইউবি
-
এফ-১৬ ফাইটিং ফ্যালকন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিমান
-
মেক্সিকোর মনুষ্য বিহীন উড়োজাহাজ এস৪ এহিক্যাটল (S4 Ehécatl) উড়তে যাচ্ছে
-
অ্যাকুইলা এটি০১
-
হেলিওস
-
বেল এক্স-১
-
লকহীড এসআর-৭১ ব্ল্যাকবার্ড
-
বোয়িং এক্স-৪৩ এ, বুস্টার ইঞ্জিন চালু করার পরে
-
লে ব্রিস এবং তার গ্লাইডার অ্যালবাট্রস II, চিত্রগ্রাহক নাদার, ১৮৬৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aeroplane", "অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী", দ্বিতীয় সংস্করণ, ১৯৮৯.
- ↑ "দুই ভাইয়ের উড়োজাহাজ আবিষ্কারের অবিশ্বাস্য কাহিনি"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৩।
- ↑ "উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাস || উইলবার রাইট এবং অরভিল রাইটের স্বপ্ন পূরণ || বিজ্ঞানবিরতি"। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- In 1903 when the Wright brothers used the word "aeroplane" it meant wing, not the whole aircraft. See text of their patent. U.S. Patent 821,393 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে — Wright brothers' patent for "Flying Machine"
- Blatner, David. The Flying Book : Everything You've Ever Wondered About Flying On Airplanes. আইএসবিএন ০-৮০২৭-৭৬৯১-৪
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |