ইতালীয় ফুটবল ফেডারেশন

ইতালি ফুটবল এর প্রশাসনিক সংস্থা
(FIGC থেকে পুনর্নির্দেশিত)

ইতালীয় ফুটবল ফেডারেশন (ইতালীয়: Federazione Italiana Giuoco Calcio; ইংরেজি: Italian Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেডেরকালচো, আইএফএফ এবং এফআইজিসি নামে পরিচিত) হচ্ছে ইতালির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৮ সালের ২৬শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৬ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইতালির রাজধানী রোমে এবং এর প্রযুক্তি বিভাগটি কভেরচানোয় অবস্থিত।[]

ইতালীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত২৬ মার্চ ১৮৯৮; ১২৬ বছর আগে (1898-03-26)[]
সদর দপ্তররোম, ইতালি
ফিফা অধিভুক্তি১৯০৫[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিইতালি গাব্রিয়েলে গ্রাভিনা
সহ-সভাপতিইতালি কোসিমো সিবিলিয়া
ওয়েবসাইটwww.figc.it/it/

এই সংস্থাটি ইতালির পুরুষ, নারী, বয়সভিত্তিক জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সেরিয়ে আ, সেরিয়ে বি, কোপা ইতালিয়া এবং সুপারকোপা ইতালিয়ানার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গাব্রিয়েলে গ্রাভিনা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কোসিমো সিবিলিয়া।

কর্মকর্তা

সম্পাদনা
৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা
সহ-সভাপতি কোসিমো সিবিলিয়া
সাধারণ সম্পাদক মার্কো ব্রুনেল্লি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক পাওলো কোরবি
প্রযুক্তিগত পরিচালক দেমেত্রিও আলবেরতিনি
ফুটসাল সমন্বয়কারী আন্দ্রেয়া মোন্তেমুরো
জাতীয় দলের কোচ (পুরুষ) রবের্তো মানচিনি
জাতীয় দলের কোচ (নারী) মিলেনা বেরতোলিনি
রেফারি সমন্বয়কারী দাভিদে গারবিনি

সভাপতির তালিকা

সম্পাদনা
নং নাম অধিকার
মারিও ভিকার‍য় ১৮৯৮–১৯০৫
জিওভানি সিলভেস্ত্রি ১৯০৫–১৯০৭
এমিলিও বালবিয়ানো দি বেলগিওসো ১৯০৭–১৯০৯
লুইগি বোসিসিও ১৯০৯–১৯১০
ফেলিস রাদিস ১৯১০–১৯১১
এমিলিও ভালভাসোরি ১৯১১
আলফনসো ফেরেরো দে গুবারনাতিস ভেন্তিমিগলিয়া ১৯১১–১৯১২
ভিত্তোরিও রিগনোন ১৯১২–১৯১৩
লুইগি দে রসি ১৯১৩–১৯১৪
১০ কার্লো মন্তু ১৯১৪–১৯১৫
১১ ফ্রান্সেস্কো মৌরো ১৯১৫–১৯১৯
১২ কার্লো মন্তু ১৯১৯–১৯২০
১৩ ফ্রান্সেস্কো মৌরো ১৯২০
১৪ লুইগি বোজিনো ১৯২০–১৯২১
১৫ জিওভানি লমোবারদি ১৯২২–১৯২৩
১৬ লুইগি বোজিনো ১৯২৩–১৯২৪
নির্দেশক ১৯২৪
১৭ লুইগি বোজিনো ১৯২৪–১৯২৬
১৮ লেওনার্দো আরপিনাতি ১৯২৬–১৯৩৩
১৯ জর্জিও ভাকারো ১৯৩৩–১৯৪২
২০ লুইগি রিডলফি ভায় দা ভেরাজানো ১৯৪২–১৯৪৩
২০ জিওভানি মৌরো ১৯৪৩
নির্দেশক ১৯৪৩–১৯৪৪
২১ ফুলভিও বের্নার্দিনি ১৯৪৪
২৩ অত্তারিনো বারাসি ১৯৪৪–১৯৫৮
২৪ বুরনো জাউলি ১৯৫৮–১৯৫৯
২৫ আমবার্তো আগনেলি ১৯৫৯–১৯৬১
২৬ গিউসেপে পাসকালে ১৯৬১–১৯৬৭
২৭ আরতেমিও ফ্রাঞ্চি ১৯৬৭–১৯৭৬
২৮ ফ্রাঙ্কো কারারো ১৯৭৬–১৯৭৮
২৯ আরতেমিও ফ্রাঞ্চি ১৯৭৮–১৯৮০
৩০ ফেদেরিকো সরদিয়ো [it] ১৯৮০–১৯৮৬
৩১ ফ্রাঙ্কো কারারো ১৯৮৬–১৯৮৭
৩২ আন্তোনিও মাতারেসে ১৯৮৭–১৯৯৬
৩৩ রাফায়েলে পাগনোজ্জি [it] ১৯৯৬–১৯৯৭
৩৪ লুসিয়ানো নিজোলা [it] ১৯৯৭–২০০০
৩৫ জিয়ানি পেত্রুচ্চি ২০০০–২০০১
৩৬ ফ্রাঙ্কো কারারো ২০০১–২০০৬
৩৭ গিদো রসি ২০০৬
৩৮ লুকা পাঞ্চালি ২০০৬–২০০৭
৩৯ গিয়ানকার্লো আবেতে ২০০৭–২০১৪
৪০ কার্লো তাভেচিও ২০১৪–২০১৮
৪১ রবের্তো ফাব্রিচিনি [it] ২০১৮
৪২ গাব্রিয়েলে গ্রাভিনা [it] ২০১৮–

উৎস:[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Settore Tecnico"। FIGC। 
  3. "Tutti i presidenti federali dal 1898 ad oggi" (Italian ভাষায়)। FIGC.it। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯ 
  4. "Federazione Italiana Giuoco Calcio" (Italian ভাষায়)। CONI.it। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ইতালীয় ফুটবল ফেডারেশন