১৯৮২ ফিফা বিশ্বকাপ
স্পেনের আয়োজিত ১২ তম ফিফা বিশ্বকাপ আসর
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (নভেম্বর ২০২২) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
১৯৮২ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1982 FIFA World Cup) হল ফিফা বিশ্বকাপের ১২তম আসর যা স্পেনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ১৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণ করে ২৪টি দেশ।
Copa Mundial de Fútbol – España 82 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | স্পেন |
তারিখ | ১৩ জুন – ১১ জুলাই (২৯ দিন) |
দল | ২৪ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ১৭ (১৪টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ইতালি (৩য় শিরোপা) |
রানার-আপ | পশ্চিম জার্মানি |
তৃতীয় স্থান | পোল্যান্ড |
চতুর্থ স্থান | ফ্রান্স |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৫২ |
গোল সংখ্যা | ১৪৬ (ম্যাচ প্রতি ২.৮১টি) |
দর্শক সংখ্যা | ২১,০৯,৭২৩ (ম্যাচ প্রতি ৪০,৫৭২ জন) |
শীর্ষ গোলদাতা | পাওলো রসি (৬ গোল) |
সেরা খেলোয়াড় | পাওলো রসি |
বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল ইতালি (তৃতীয় শিরোপা)। [১] এই টুর্নামেন্টে বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রথম পেনাল্টি শুট-আউট হয়।[২][৩]
১৯৮২ বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে তারদেল্লির গোলেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ম্যাচের মাত্র ২১ মিনিট বাকি থাকায় বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল দেশটি। আর তাই গোল করেই পুরো মাঠ দৌড়ে বেড়িয়েছিলেন ইতালিয়ান এই খেলোয়াড়। শেষে ৩-১ ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইতালি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1982 FIFA World Cup Spain™"। www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ Lewis, Tim (১১ জুলাই ২০১৪)। "1982: Why Brazil V Italy Was One Of Football's Greatest Ever Matches"। Esquire। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫।
- ↑ Ger, McCarthy (১০ জুলাই ২০১১)। "Memory Lane – West Germany v France at World Cup 82"। Backpage Football। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪।