ম্যালকম

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়

ম্যালকম ফিলিপে সিলভা দে অলিভিয়েরা (জন্ম: ২৬ ফেব্রুয়ারি ১৯৯৭), যিনি ম্যালকম নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার যিনি উইঙ্গার হিসেবে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলাল এর হয়ে খেলেন।

ম্যালকম
২০১৮ সালে ম্যালকম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ম্যালকম ফিলিপে সিলভা দে অলিভিয়েরা
জন্ম (1997-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান সাও পাওলো, ব্রাজিল
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফু ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল হিলাল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৮–২০১৫ করিন্থিয়ান্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ করিন্থিয়ান্স ৫১ (৭)
২০১৬–২০১৮ বোর্দো ৮৪ (২০)
২০১৮–২০১৯ বার্সেলোনা ১৫ (১)
২০১৯– জেনিত সেইন্ট পিটার্সবার্গ (০)
জাতীয় দল
২০১৪–২০১৫ ব্রাজিল অনূর্ধ্ব-২০ ১৩ (২)
২০১৬– ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ অগাস্ট ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ম্যালকমের ফুটবলার জীবনের হাতেখড়ি হয় ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্স এ। ২০১৪ সালে করিন্থিয়ান্সে এ ম্যালকম তার পেশাদার ফুটবলার জীবন শুরু করেন। ২০১৫ সালে তিনি ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেন। ২০১৮ সালে ৪কোটি ১০ লক্ষ ইউরোর বিনিময়ে স্পেনের ক্লাব বার্সেলোনা ম্যালকমকে কিনে নেয়। ২০১৯ সালে জেনিত সেইন্ট পিটার্সবার্গ ৪ কোটি ইউরোর বিনিময়ে ম্যালকমকে কিনে নেয়।

ম্যালকম ব্রাজিল অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন। তিনি ২০১৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রানার-আপ হওয়া ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সদস্য ছিলেন।

পরিসংখ্যান

সম্পাদনা
১৯ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
করিন্থিয়ান্স ২০১৪ ২০ ২৪
২০১৫ ৩১ ১০ ৪৬
মোট ৫১ ১২ ৭৩ ১০
বোর্দো ২০১৫-১৬ ১২ ১৩
২০১৬-১৭ ৩৭ ৪৫
২০১৭-১৮ ৩৫ ১২ ৩৮ ১২
মোট ৮৪ ২০ ৯৬ ২৩
সর্বমোট ১৩৫ ২৭ ১১ ১৬ ১৬৯ ৩৩
করিন্থিয়ান্স
  • ক্যাম্পেওনাতো ব্রাজিলিয়েরো সেরি এ: ২০১৫
বার্সেলোনা

আন্তর্জাতিক

সম্পাদনা
ব্রাজিল
  • ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: রানার-আপ: ২০১৫

ব্যক্তিগত

সম্পাদনা
  • লিগ ওয়ান বর্ষসেরা গোল ২০১৭–১৮

তথ্যসূত্র

সম্পাদনা