ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া (/kroʊˈeɪʃə/ ( ), ক্রোয়েশীয় ভাষায় Hrvatska হ্র্ভ়াৎস্কা) ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া (Republika Hrvatska রেপুব্লিকা হ্র্ভ়াৎস্কা)। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন ৫৬,৫৯৪ বর্গ কি.মি. (২১,৮৫১ বর্গ মাইল) এবং জনসংখ্যা ৪.২৮ মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক।
প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া Republika Hrvatska রেপুব্লিকা হ্র্ভ়াৎস্কা | |
---|---|
জাতীয় সঙ্গীত: Lijepa naša domovino Our beautiful homeland | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | জাগরেব |
সরকারি ভাষা | ক্রোয়েশীয়1 |
জাতীয়তাসূচক বিশেষণ | Croat(s) Croatian(s) |
সরকার | সংসদীয় গণতন্ত্র |
জোরান মিলানোভিচ | |
• Premier | আন্দ্রে প্লেনকোভিচ |
প্রতিষ্ঠিত | |
• স্থাপিত | First half of 7th century |
মার্চ ৪ ৮৫২ | |
• Independence | মে ২১ ৮৭৯ |
• Elevated to kingdom | ৯২৫ |
• হাঙ্গেরীর সঙ্গে যুক্ত | ১১০২ |
• Joined Habsburg Empire | জানুয়ারি ১ ১৫২৭ |
• Independence from Austria-Hungary | অক্টোবর ২৯ ১৯১৮ |
• Joined Yugoslavia | ডিসেম্বর ১ ১৯১৮ |
• Seceded from Yugoslavia | জুন ২৫ ১৯৯১ |
আয়তন | |
• মোট | ৫৬,৫৪২ কিমি২ (২১,৮৩১ মা২) (১২৬তম) |
• পানি (%) | ০.২ |
জনসংখ্যা | |
• জুলাই ২০০৭ আনুমানিক | ৪,৫৫৫,০০০ (১১৫তম) |
• ২০০১ আদমশুমারি | ৪,৪৩৭,৪৬০ |
• ঘনত্ব | ৮১/কিমি২ (২০৯.৮/বর্গমাইল) (১০৯তম) |
জিডিপি (পিপিপি) | ২০০৭ আনুমানিক |
• মোট | $68.21 billion (৭০তম) |
• মাথাপিছু | $15,355 (2007 estimate) IMF (53rd) |
জিনি (2001) | 29 নিম্ন |
মানব উন্নয়ন সূচক (2004) | 0.846 ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · 44th |
মুদ্রা | ইউরো (HRK) |
সময় অঞ্চল | ইউটিসি+1 (CET) |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি+2 (CEST) |
কলিং কোড | 385 |
ইন্টারনেট টিএলডি | .hr |
ক্রোটরা ৬ষ্ঠ শতকে এখানে আসে এবং নবম শতাব্দির মধ্যেই তারা অঞ্চলটিকে দুইটি জমিদারিত্বের মাধ্যমে সুসংগঠিত করে তোলে। ৯২৫ খ্রিষ্টাব্দে তোমিসলাভ প্রথম রাজা হিসেবে আভির্ভূত হন এবং তিনি ক্রোশিয়াকে রাজ্যে উন্নীত করেন, যেটি প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে তার সার্বভৌমত্ব ধরে রেখেছিল। রাজা চতুর্থ পিটার ক্রেসিমির এবং দিমিতার জভনমিরির আমলে দেশটি তার উন্নতির চরম শিখরে পৌঁছায়।
ইতিহাস
সম্পাদনাহাব্সবুর্গ সাম্রাজ্য এবং অস্ট্রিয়া-হাঙ্গেরি (১৫৩৮-১৯১৮)
সম্পাদনাযুগোস্লাভিয়া (১৯১৮-১৯৯১)
সম্পাদনাস্বাধীনতা (১৯৯১-বর্তমান)
সম্পাদনাক্রোয়েশিয়ার রাজনীতি ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়। প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোয়েশীয় সংসদ বা সাবর-এর হাতে ন্যস্ত। বিচার ভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ হতে স্বাধীন। ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান ১৯৯০ সালের ২২ ডিসেম্বর গৃহীত হয়। দেশটি ১৯৯১ সালের ২৫ জুন প্রাক্তন ইউগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
Tourism
সম্পাদনাপর্যটন ক্রোয়েশিয়ান পরিষেবা খাতে প্রাধান্য বিস্তার করে এবং জিডিপির ২০% পর্যন্ত অবদান রাখে। ২০১৯-এর জন্য পর্যটন আয় অনুমান করা হয়েছিল €১০.৫ বিলিয়ন।[১]
ভূগোল
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাসংস্কৃতি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Hrvatsku posjetilo 6,8 milijuna gostiju, otkrivamo kolika će biti zarada od turizma"। www.vecernji.hr (ক্রোয়েশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।