চিলি জাতীয় ফুটবল দল
চিলি জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Chile) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চিলির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম চিলির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চিলি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১০ সালের ২৭শে মে তারিখে, চিলি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে চিলি আর্জেন্টিনার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | লা রোহা (লাল) এল একুইপো দে তদোস (সকলের দল) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | চিলি ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | কনমেবল (দক্ষিণ আমেরিকা) | ||
প্রধান কোচ | রেইনালদো রুয়েদা | ||
অধিনায়ক | গারি মেদেল | ||
সর্বাধিক ম্যাচ | আলেক্সিস সানচেজ (১৩৬) | ||
শীর্ষ গোলদাতা | আলেক্সিস সানচেজ (৪৫) | ||
মাঠ | এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস | ||
ফিফা কোড | CHI | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪০ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৩ (এপ্রিল–মে ২০১৬) | ||
সর্বনিম্ন | ৮৪ (ডিসেম্বর ২০০২) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪৪ ১ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ২ (জুলাই ২০১৬) | ||
সর্বনিম্ন | ৫৯ (জুন ২০০৩[৩]) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
আর্জেন্টিনা ৩–১ চিলি (বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা; ২৭ মে ১৯১০) | |||
বৃহত্তম জয় | |||
চিলি ৭–০ ভেনেজুয়েলা (সান্তিয়াগো, চিলি; ২৯ আগস্ট ১৯৭৯) চিলি ৭–০ আর্মেনিয়া (বিনিয়া দেল মার, চিলি; ৪ জানুয়ারি ১৯৯৭) মেক্সিকো ০–৭ চিলি (সান্টা ক্লারা, মার্কিন যুক্তরাষ্ট্র; ১৮ জুন ২০১৬) | |||
বৃহত্তম পরাজয় | |||
ব্রাজিল ৭–০ চিলি (রিউ দি জানেইরু, ব্রাজিল; ১৭ সেপ্টেম্বর ১৯৫৯) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৯ (১৯৩০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | তৃতীয় স্থান (১৯৬২) | ||
কোপা আমেরিকা | |||
অংশগ্রহণ | ৪০ (১৯১৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০১৫, ২০১৬) | ||
প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ২ (১৯৫২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (১৯৫২) | ||
কনফেডারেশন্স কাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (২০১৭) |
৪৮,৬৬৫ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে লা রোহা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চিলির রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রেইনালদো রুয়েদা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন বোলোনিয়ার মধ্যমাঠের খেলোয়াড় গারি মেদেল।
চিলি এপর্যন্ত ৯ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬২ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা, যেখানে তারা যুগোস্লাভিয়াকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, কোপা আমেরিকায় চিলি অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (২০১৫ এবং ২০১৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, চিলি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে রানার-আপ হয়েছে।
আলেক্সিস সানচেজ, গারি মেদেল, ক্লাউদিও ব্রাভো, এদুয়ার্দো বার্গাস এবং আরতুরো ভিদালের। জামরানো ও সালাস মতো খেলোয়াড়গণ চিলির জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ইতিহাস
সম্পাদনাচিলি ফুটবল ফেডারেশন হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রাচীন ফুটবল ফেডারেশন, এর ইতিহাস প্রায় ১০০ বছরেরও বেশি পুরোনো। চিলির বন্দর নগরী ভ্যালপারাইসোতে ১৮৯৫ সালে ১৯শে জুন তারিখে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ডেভিড স্কট ছিলেন সংস্থাটির প্রথম সভাপতি।[৪]
আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের সাথে চিলি হচ্ছে কনমেবলের চার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ। এই চারটি জাতীয় ফুটবল সংস্থা মিলেই ১৯১৬ সালের ৯ই জুলাই তারিখে দক্ষিণ আমেরিকার এই ফুটবল সংস্থার প্রতিষ্ঠা করেছে।[৫] এছাড়া এই তিন দেশের সাথেই চিলি এই অঞ্চলের প্রথম আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করে, পরবর্তীতে যার নাম হয় কোপা আমেরিকা।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে চিলি তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৮৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে চিলির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২য় (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৫৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৩৮ | রাশিয়া | ১৪৯৮.৮৪ | |
৩৯ | চেক প্রজাতন্ত্র | ১৪৯৪.০৪ | |
৪০ | চিলি | ১৪৮৯.৮২ | |
৪১ | পানামা | ১৪৭৫.৬২ | |
৪২ | নাইজেরিয়া | ১৪৭৪.৪৪ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৪২ | ২ | কানাডা | ১৭০৬ |
৪৩ | ৫ | প্যারাগুয়ে | ১৭০৫ |
৪৪ | ১ | চিলি | ১৭০০ |
৪৫ | ৬ | ওয়েলস | ১৬৯৬ |
৪৬ | ১৭ | সুইডেন | ১৬৯৫ |
প্রতিযোগিতামূলক তথ্য
সম্পাদনাফিফা বিশ্বকাপ
সম্পাদনাফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | গ্রুপ পর্ব | ৫ম | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৩ | আমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ | ||||||
১৯৩৪ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | গ্রুপ পর্ব | ৯ম | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৬ | স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ | ||||||
১৯৫৪ | উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ০ | ৪ | ১ | ১০ | ||||||||
১৯৫৮ | ৪ | ১ | ০ | ৩ | ২ | ১০ | |||||||||
১৯৬২ | ৩য় স্থান নির্ধারণী | ৩য় | ৬ | ৪ | ০ | ২ | ১০ | ৮ | আয়োজক হিসেবে উত্তীর্ণ | ||||||
১৯৬৬ | গ্রুপ পর্ব | ১৩তম | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | ৫ | ৩ | ১ | ১ | ১৪ | ৮ | |
১৯৭০ | উত্তীর্ণ হয়নি | ৪ | ১ | ২ | ১ | ৫ | ৪ | ||||||||
১৯৭৪ | গ্রুপ পর্ব | ১১তম | ৩ | ০ | ২ | ১ | ১ | ২ | ৫ | ৩ | ১ | ১ | ৬ | ২ | |
১৯৭৮ | উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৩ | ||||||||
১৯৮২ | গ্রুপ পর্ব | ২২তম | ৩ | ০ | ০ | ৩ | ৩ | ৮ | ৪ | ৩ | ১ | ০ | ৬ | ০ | |
১৯৮৬ | উত্তীর্ণ হয়নি | ৯ | ৫ | ২ | ২ | ১৮ | ১২ | ||||||||
১৯৯০ | ৪ | ২ | ১ | ১ | ৯ | ৪ | |||||||||
১৯৯৪ | নিষিদ্ধ | নিষিদ্ধ | |||||||||||||
১৯৯৮ | ১৬ দলের পর্ব | ১৬তম | ৪ | ০ | ৩ | ১ | ৫ | ৮ | ১৬ | ৭ | ৪ | ৫ | ৩২ | ১৮ | |
২০০২ | উত্তীর্ণ হয়নি | ১৮ | ৩ | ৩ | ১২ | ১৫ | ২৭ | ||||||||
২০০৬ | ১৮ | ৫ | ৭ | ৬ | ১৮ | ২২ | |||||||||
২০১০ | ১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ০ | ২ | ৩ | ৫ | ১৮ | ১০ | ৩ | ৫ | ৩২ | ২২ | |
২০১৪ | ৯ম | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৪ | ১৬ | ৯ | ১ | ৬ | ২৯ | ২৫ | ||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ১৮ | ৮ | ২ | ৮ | ২৬ | ২৭ | ||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ৩য় স্থান নির্ধারণী | ৯/২১ | ৩৩ | ১১ | ৭ | ১৫ | ৪০ | ৪৯ | ১৪৭ | ৬২ | ২৯ | ৫৬ | ২১৮ | ১৯৪ |
অর্জন
সম্পাদনা
শিরোপাসম্পাদনা
|
অন্যান্যসম্পাদনা
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ "World Football Elo Ratings: Chile"। eloratings.net। World Football Elo Ratings। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮।
- ↑ "Confederación Sudamericana de Fútbol"। ১৭ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০।
- ↑ "Confederación Sudamericana de Fútbol"। ২৭ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়)
- ফিফা-এ চিলি জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে (ইংরেজি)