স্পোর্টস ক্লাব মারিতিমো
(C.S. Marítimo থেকে পুনর্নির্দেশিত)
ক্লাব স্পোর্ট মারিতিমো (ইংরেজি: CS Marítimo; এছাড়াও সিএস মারিতিমো নামে পরিচিত) হচ্ছে মাদেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিএস মারিতিমো তাদের সকল হোম ম্যাচ মাদেইরার এস্তাদিও দো মারিতিমোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৩৯২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লিতো ভিদিগাল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কার্লোস পেরেইরা। পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড় এদগার কোস্তা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
পূর্ণ নাম | ক্লাব স্পোর্ট মারিতিমো | ||
---|---|---|---|
ডাকনাম | ও মাইওর দাস ইলহাস (বৃহত্তম দ্বীপপুঞ্জ) ওস ভের্দে-রুবরোস (সবুজ-এবং-লাল) ওস লেওঁয়েস দো আলমিরান্তে রেইস (আলমিরান্তে রেইসের সিংহ) | ||
প্রতিষ্ঠিত | ২০ সেপ্টেম্বর ১৯১০ | ||
মাঠ | এস্তাদিও দো মারিতিমো[১] | ||
ধারণক্ষমতা | ১০,৯৩২ | ||
সভাপতি | কার্লোস পেরেইরা | ||
ম্যানেজার | লিতো ভিদিগাল | ||
লিগ | প্রিমেইরা লিগা | ||
২০১৯–২০ | ১১তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, সিএস মারিতিমো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কাম্পেওনাতো দে পর্তুগাল এবং ২টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনা- বিজয়ী (১): ১৯২৫–২৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "সিএস মারিতিমো: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)