বাদামী
বাদামী (ভিন্ন বানান বাদামি) একটি যৌগিক রঙ। মুদ্রণ বা চিত্রকলায় ব্যবহৃত সিএমওয়াইকে রং মডেলে লাল, কালো ও হলুদ মিশিয়ে বাদামি তৈরি করা হয়,[১][২] অথবা লাল, হলুদ ও নীল মিশিয়ে[৩] কম্পিউটার-টেলিভিশনের পর্দায় ব্যবহৃত আরজিবি রং মডেলে বাদামির উপাদান হলো নির্দিষ্ট অনুপাতে লাল ও সবুজ। প্রকৃতিতে কাঠ, মাটি, মানুষের ত্বক প্রভৃতিতে বাদামি রং দেখা যায়। এটি মূলত গাঢ় কাঠ বা উর্বর মাটির রঙ।[৪] ইউরোপ-আমেরিকার জনজরিপ অনুসারে লোকদের সবচেয়ে কম প্রিয় রং বাদামি। একে সাধারণত সরলতা, গ্রাম্যতা, মল ও দারিদ্র্যের রং বলে ভাবা হয়।[৫]
বাদামী | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #993300 |
sRGBB (r, g, b) | (153, 51, 0) |
CMYKH (c, m, y, k) | (0, 67, 100, 40) |
HSV (h, s, v) | (20°, 100%, 60%) |
উৎস | [Unsourced] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
প্রকৃতি ও সংস্কৃতিতে
সম্পাদনা-
মহাকাশ থেকে, লিবিয়ার কুফরা মরুদ্যানের চারপাশের সাহারা মরুভূমি।
-
ভিয়েনার ক্যাফেতে একটি স্যাচেরটর্ট চকলেট।
-
এসপ্রেসো-ভাজা কফির বীজ।
-
ইতালির চিয়াটিতে এক মদ-চোলাইখানায় ওককাঠের পিপা।
-
এক অনুষ্ঠানে খাকি পোষাকে ইউএস নেভীর নাবিকেরা। ফার্সি ভাষায় খাকি অর্থ "মাটি"।
-
মেটে (dun) রঙের একটি ঘোড়া। স্কট ও আইরিশ গ্যেলিক ভাষায় বাদামীকে বলে donn।
-
প্রাকৃতিক আম্বরের টুকরো
-
সান-ট্যানিং করা এক বডিবিল্ডার।
-
ক্যারামেলের টুকরো
-
সেপিয়া টোনের একটি ছবি (১৮৯৫)
-
ফ্রান্সিসকান অর্ডারের একজন সন্ন্যাসী। করঙা বাদামী উলের পোষাক নিরহঙ্কারের প্রতীক।
-
ফ্রান্সের রাস্ট্রেলে গৈরিক মাটির একটি কুরি।
-
আয়ারল্যান্ডের মাটির স্তর। গাঢ় বাদামী মাটিতে সাধারণত ক্ষয়িত জৈবপদার্থ বেশি থাকে।
-
বিভিন্ন রকমের চেস্টনাট
-
রুসেট আলু। একরকম খসখসে বাদামী হাতেবোনা কাপড়কে বলে রুসেট যার রঙানুসারে এর নাম রাখা হয়েছে।
-
বেইজ হলো খুব হালকা বাদামী রঙ। প্রাকৃতিক উলকে ফরাসীতে বেইজ বলে, সেখান থেকে এটির উদ্ভব হয়েছে।
-
ছুঁচোকে ফরাসীতে বলে টাউপ, তার গায়ের রঙকেও এখন টাউপ রং বলা হয়।
-
পুরনো ফরাসীতে অরঞ্জিত উলের কাপড়কে বলতো drap, সেখান থেকে এসেছে ড্র্যাব (drab), যার অর্থ অনুজ্জ্বল ফিকে বাদামী রঙ।[৯] ড্র্যাবের জলপাই-সবুজ শেড "অলিভ ড্র্যাব" অনেক পরিচিত, যেটা মার্কিন সৈন্যরা আগে পরতো। ড্র্যাব বলতে নিস্তেজ, প্রাণহীন ও একঘেয়েমীও বোঝায়।
-
ইতালির সিয়েনা শহরের নিকটস্থ মাটির রঙকে বলে কাঁচা সিয়েনা।
ব্যুৎপত্তি
সম্পাদনাবাংলা বাদাম শব্দটি এসেছে সংস্কৃত বাতাম্র থেকে, সেখান হতে বাদামি বা বাদামী। বাদামিকে রঙনাম হিসেবে লিখিতভাবে প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৯১ সালে।[১০]
বাদামির ইংরেজি নাম Brown (ব্রাউন)। শব্দটা এসেছে প্রাচীন ইংরেজির শব্দ brún থেকে, মূলত এর অর্থ ছিল রঙের কোনো গাঢ় বা কালচে রূপ। ইংরেজি রঙনাম হিসেবে এর প্রথম লিখিত ব্যবহার হয় ১০০০ সালে।[১১][১২] কমন জার্মান ভাষার বিশেষণ *brûnoz, *brûnâ বলতে গাঢ় রং এবং ঝকঝকে বা জ্বলজ্বলে বৈশিষ্ট্য বোঝাতো, যেমন বার্নিশ। বর্তমান অর্থটি বিকশিত হয় ১৪শ শতক থেকে, মধ্য ইংরেজিতে।[১৩]
বিশ্বের বিভিন্ন ভাষায় বাদামি রঙের নামটা প্রায়ই খাদ্য-পানীয়ের সাথে যুক্ত; পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলে, বাদামির প্রতিশব্দ এসেছে কফি রং থেকে। তুর্কিতে বাদামিকে বলে kahve rengi; গ্রীকে kafé, মেসিডোনিয়ায় kafeyev। দক্ষিণপূর্ব এশিয়ায় নামটা এসেছে চকলেট থেকে: মালয় ভাষায় coklat; ফিলিপিনোতে tsokolate। আর জাপানী প্রতিশব্দ chairo অর্থ চায়ের রঙ।[১৪]
ইতিহাস ও শিল্প
সম্পাদনাপ্রাচীন ইতিহাস
সম্পাদনাপ্রাগৈতিহাসিক কাল থেকেই ছবি আঁকতে বাদামী রং ব্যবহার করা হচ্ছে। লৌহ অক্সাইড ও ম্যাঙ্গানিজ অক্সাইডের যৌগ একধরনের কাদার প্রাকৃতিক পিগমেন্ট হলো আম্বার (umber) যা ব্যবহার করে খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দে আঁকা চিত্রকর্মের সন্ধান পাওয়া গেছে।[১৫] 17,300 বছর আগে আঁকা বাদামী ঘোড়া ও অন্যান্য প্রাণীর ছবি পাওয়া গেছে ল্যাসকক্স গুহার দেয়ালে। প্রাচীন মিশরীয় সমাধিগুলোতে নারী অবয়বের ত্বক আঁকা হয়েছে বাদামী রঙে, আম্বার দিয়ে। গ্রীসে কুঁজো ও ফুলদানি অলঙ্করণ করতে প্রায়ই হালকা হলদে-বাদামি রং লাগানো হতো, কখনো কালো অবয়বের পটভূমি আঁকতে, কখনো তার উল্টোটা।
প্রাচীন গ্রীক এবং রোমকরা সেপিয়া নামে একরকম চমৎকার লালচে-বাদামি কালি বানিয়েছিল। কালিটি তৈরি করা হতো বেশ কয়েকরকম কাটলফিশের কালি থেকে। লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল এবং রেনেসাঁযুগের অন্য শিল্পীরাও কালিটি ব্যবহার করতেন, এখনো করেন।
প্রাচীন রোমে, বাদামি বা গেরুয়া পোশাক পরতো নিচু শ্রেণীর বা অশিক্ষিত লোকেরা। শহুরে দরিদ্র বা আমজনতাকে বলা হতো "pullati", যার অর্থ "বাদামি পোশাক পরে যারা"।[১৬]
-
ফ্রান্সে ল্যাসকক্স গুহার দেয়ালে ডান রঙের ঘোড়ার ছবি।
-
১৩০০ খ্রিস্টপূর্বাব্দে ইউসেরহিতের সমাধি। প্রাচীন মিশরে ত্বকের রং বোঝাতে বাদামীর ব্যাপক ব্যবহার ছিল।
-
একটি গ্রীক কুঁজোর গায়ে পোড়ানো টেরাকোটার উপর হারকিউলিস ও অ্যাপোলোর ছবি (প্রায় ৭২০ খ্রিস্টপূর্বাব্দ)।
ধ্রুপদী-উত্তর ইতিহাস
সম্পাদনামধ্যযুগে ফ্রান্সিসকান সন্ন্যাসীরা তাদের নিরহঙ্কার ও দারিদ্র্যের চিহ্নস্বরূপ বাদামি বা ধূসর আলখেল্লা পরতো। সমাজের প্রত্যেক শ্রেণীকে তাদের মর্যাদা অনুসারে রং পরতে হতো; ধূসর ও বাদামি ছিল গরিবদের রঙ। রুসেট ছিল একরকম খসখসে ঘরেবোনা উলের কাপড়। সেই উল রঞ্জিত করা হতো ওড এবং ম্যাডার দিয়ে, ফলে কাপড়ে ধূসর বা বাদামির কোমল শেড পড়তো। ১৩৬৩ সালের আইন অনুসারে গরিব ইংরেজরা রুসেট পরতে বাধ্য হতো। মধ্যযুগীয় কবিতা Piers Plowman-তে পুণ্যবান খ্রিস্টানের বর্ণনা:[১৭]
And is gladde of a goune of a graye russet
As of a tunicle of Tarse or of trye scarlet.
মধ্যযুগের শিল্পকলায় গাঢ় বাদামী পিগমেন্ট কদাচিৎ ব্যবহার করা হতো। সেকালের চিত্রশিল্পী এবং বই অলঙ্করণকারীরা গাঢ় রঙের বদলে লাল, নীল, সবুজ প্রভৃতি উজ্জ্বল ও স্বতন্ত্র রং পছন্দ করতেন। পনেরোশো শতাব্দী শেষ হবার আগে ইউরোপেও আম্বার রঙটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। রেনেসাঁ চিত্রশিল্পী ও লেখক জর্জিও ভাসারি (১৫১১–১৫৭৪) রঙগুলোকে তাদের যুগে বেশ নতুন বলে মন্তব্য করেছেন।[১৮]
পনেরো শতকের শেষদিকে শিল্পীরা তৈলচিত্রে বাদামী রঙের ব্যবহার বাড়ান। রেনেসাঁর সময়ে তারা সাধারণত চার রকমের বাদামী ব্যবহার করতেন; কাঁচা আম্বার, ইতালির আম্ব্রিয়া থেকে উত্তোলিত ঘোর বাদামী কাদামাটি; কাঁচা সিয়েনা, টাস্কানির সিয়েনা হতে লালচে-বাদামী মাটি; পোড়া আম্বার, আম্ব্রিয়ান কাদার পোড়ানো গাঢ় ছায়ারূপ; আর পোড়া সিয়েনা, পুড়িয়ে গাঢ় লালচে-বাদামী করা মাটি। উত্তর ইউরোপে, জ্যান ভ্যান আইক তার আঁকা প্রতিকৃতিগুলোতে উর্বর মাটির মতো বাদামী রং ব্যবহার করে অন্য উজ্জ্বল রঙগুলোকে আরো স্পষ্ট করে তুলেছেন।
-
লিওনার্দো দা ভিঞ্চি তার লেখা ও আঁকায় কাটলফিশের সেপিয়া কালি ব্যবহার করতেন।
-
জ্যান ভ্যান আইকের আঁকা Portrait de Baudoin de Lannoy (১৪৩৫)।
আধুনিক ইতিহাস
সম্পাদনা১৭শ এবং ১৮শ শতাব্দী
সম্পাদনা১৭ ও ১৮ শতকে বাদামী রঙের সর্বাধিক ব্যবহার হয়। কারাভাজিও এবং রেমব্র্যান্ট ছবিতে চেয়ারোসকুরো (আলো-ছায়া) রূপ ফুটিয়ে তুলতে বাদামী রং কাজে লাগাতেন। রেমব্র্যান্ট তার ছবির মূল স্তরেও আম্বার ব্যবহার করতেন যাতে রং তাড়াতাড়ি শুকাতো। তিনি ক্যাসল মাটি বা কোলোন মাটি নামে বাদামীর নতুন এক পিগমেন্ট ব্যবহার করতে শুরু করেন। এটি ছিল একটি প্রাকৃতিক মেটে রঙ, যার নব্বই ভাগের বেশিই জৈব যৌগ, যেমন মাটি ও পিট। রুবেনস এবং অ্যান্থোনি ভ্যান ডাইকও রঙটি ব্যবহার করতেন। পরবর্তীতে এটি ভ্যান ডাইক বাদামী নামে পরিচিত হয়।
-
রেমব্র্যান্টের আত্ম-প্রতিকৃতি। বয়সের সাথে সাথে তিনি ছবিতে বাদামী রঙের ব্যবহার বাড়িয়েছেন।
-
অ্যান্থোনি ভন ডাইক রেমব্র্যান্টের মতোই ক্যাসল মাটি বা কোলোন মাটি পিগমেন্ট বেশি ব্যবহার করতেন; রঙটা এখন ভ্যান ডাইক বাদামী নামে পরিচিত।
১৯শ এবং ২০শ শতাব্দী
সম্পাদনাফরাসী ইমপ্রেশনিস্টরা সাধারণত বাদামী রং ঘৃণা করতেন, তাদের পছন্দ ছিল উজ্জ্বল, বিশুদ্ধ রঙ। ১৯ শতকের এসব শিল্পীদের মধ্যে ব্যতিক্রম ছিলেন পল গোগাঁ; তিনি ফরাসী পলিনেশিয়ার প্রাকৃতিক দৃশ্য ও লোকজন এঁকেছেন সপ্রভ বাদামী বর্ণে।
২০ শতকের প্রান্তে, পশ্চিমা সভ্যতায় বাদামী হয়ে ওঠে সরল, সস্তা, প্রকৃতি বা সুস্বাস্থ্যের প্রতীক। ব্যাগ লাঞ্চ (ফলমূল, স্যান্ডউইচজাতীয় টিফিন) নেয়া হতো বাদামী কাগজের ব্যাগে; প্যাকেজও মোড়ানো হতো বাদামী কাগজে; বাংলায় যেটাকে বলা হয় বাঁশ কাগজ। তখন সাদা পাউরুটি বা চিনির চেয়ে বাদামী পাউরুটি ও বাদামী চিনিকে (লাল চিনি বলে পরিচিত) বেশি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর বলে ধারণা করা হতো।
-
পল গোগাঁর আঁকা Two Tahitians(১৮৯৯)।
-
1930 দশকে হিটলার ইয়ুথ আন্দোলনের ইউনিফর্ম।
বিজ্ঞান ও প্রকৃতিতে বাদামী
সম্পাদনাআলোকবিজ্ঞান
সম্পাদনাবাদামি একটি যৌগিক রঙ; লাল, হলুদ ও কালোর মিশ্রণে এটি তৈরি করা হয়।[১৯] কম্পিউটার-টেলিভিশনের পর্দায় ব্যবহৃত আরজিবি রং মডেলে নির্দিষ্ট অনুপাতে লাল ও সবুজ আলো মিশিয়ে বাদামি রং দেখানো হয়।
দৃশ্যমান বর্ণালির হিসাবে "বাদামি" হলো উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের (কম কম্পাঙ্ক) হিউ, যেমন- হলুদ, কমলা বা লাল আলোর কম ঔজ্জ্বল্য বা স্যাচুরেশন।[২০] বাদামি বর্ণালির একটা বড় অংশে বিস্তৃত হওয়ায় লালচে বাদামি, হলদে বাদামি, গাঢ়/ফিকে বাদামি প্রভৃতি যৌগিক বিশেষণ ব্যবহার করতে হয়।
কম তীব্রতার রং বলে বাদামি একটি টারশিয়ারি রঙ: তিনটি বিয়োজক মূল রঙের মিশ্রণ যেখানে সায়ান রঙ-উপাদান কম থাকে। কেবল উজ্জ্বলতর রঙের বিপরীতেই বাদামি দৃষ্টিগ্রাহ্য হয়।[২১] স্বাভাবিক আলোকমাত্রা কম হলে হলুদ, কমলা, লাল বা গোলাপি রঙের বস্তু এমন দেখায়, যদিও তারা স্বাভাবিক আলোতে বাদামির প্রতিফলিত লাল/কমলা আলোর সমপরিমাণই প্রতিফলিত করে।
-
বাদামী এবং কমলা রঙের চাকতি ধূসর পটভূমিতে বস্তুনিষ্ঠভাবে আলাদা করা যায়। এই ছবিতে তাদের গৃহীত রঙের ধরন নির্ভর করছে কতটা সাদা রঙের সাথে তাদের তুলনা করা হচ্ছে তার ওপর।[২২]
বাদামী পিগমেন্ট, ডাই এবং কালি
সম্পাদনা- কাঁচা আম্বার এবং পোড়া আম্বার হলো মানুষের ব্যবহৃত সবচেয়ে প্রাচীন পিগমেন্টগুলোর অন্তর্ভুক্ত। আম্বার একরকম বাদামী কাদামাটি যাতে আছে লৌহ অক্সাইড এবং ৫-২০ শতাংশ ম্যাংগানিজ অক্সাইড যা আম্বারকে রঙিন করে। এর শেডসমূহ সবুজাভ বাদামী থেকে গাঢ় বাদামী পর্যন্ত বিস্তৃত। আম্বার নামটা এসেছে ইতালির আম্ব্রিয়া অঞ্চল থেকে যেখানে আগে এই মাটি খনন করে তোলা হতো। বর্তমানে সাইপ্রাস দ্বীপ এই মাটির প্রধান উৎস। এই পিগমেন্টই দগ্ধ করলে তা আরো লালচে ও গাঢ় হয়ে ওঠে, যেটাকে বলে পোড়া আম্বার।[২৩]
- কাঁচা সিয়েনা এবং পোড়া সিয়েনাও কাদামাটির পিগমেন্ট যা লৌহ অক্সাইডে সমৃদ্ধ। রেনেসাঁর সময়ে টাস্কানির সিয়েনা শহর থেকে এটি খনন ও উত্তোলন করা হতো। সিয়েনাতে পাঁচ শতাংশেরও কম ম্যাংগানিজ থাকে। প্রাকৃতিক সিয়েনা মাটি হলো গাঢ় হলদে গৈরিক রঙ। পোড়ালে এটি গাঢ় লালাভ বাদামী বর্ণ ধারণ করে, যাকে বলে পোড়া সিয়েনা।[২৩]
- মমি বাদামী (Mummy brown) হলো একটি পিগমেন্ট যা তৈরি করা হতো মিশরীয় মমির গুঁড়ো থেকে এবং তৈলচিত্রে ব্যবহৃত হতো।[২৪]
- ভ্যান ডাইক বাদামী (Van Dyck brown), ইউরোপে যা কোলোন মাটি বা ক্যাসল মাটি নামে পরিচিত, তা একটি প্রাকৃতিক মৃত্তিকা পিগমেন্ট; প্রধানত ক্ষয়িত উদ্ভিদজাতীয় পদার্থ হতে উৎপন্ন। এই রঙটি ছিল ঘোর গাঢ় বাদামী, আর রেনেসাঁ হতে ১৯ শতক পর্যন্ত এটি প্রচুর ব্যবহৃত হয়েছে। শিল্পী অ্যান্থোনি ভ্যান ডাইকের নামানুসারে এর নামকরণ করা হয়েছে যদিও তার আগে আরো অনেক শিল্পীই রঙটি ব্যবহার করতেন। রঙটা ছিল একদম অস্থায়ী এবং অনির্ভরযোগ্য, তাই ২০ শতাব্দীতে এর ব্যবহার ছেড়ে দেয়া হয়। তবে নামটা এখনো ব্যবহৃত হয় আধুনিক সিনথেটিক পিগমেন্টের ক্ষেত্রে। আইভরি ব্ল্যাকের সাথে মভ বা ভেনেসীয় লাল, কিংবা ক্যাডমিয়াম লালের সাথে কোবাল্ট নীল যোগ করে ভ্যান ডাইক বাদামী পাওয়া যায়। [২৫]
- মাঙ্গলিক বাদামী (Mars brown) পুরনো মৃত্তিকাজাত রঙগুলো এখন ব্যবহৃত না হলেও তাদের নামগুলো এখনো চলছে, তবে তা আধুনিক সিনথেটিক পিগমেন্টের ক্ষেত্রে।[২৩] মাঙ্গলিক বাদামী এসব নতুন রঙের অন্যতম, সিনথেটিক লৌহ অক্সাইড হতে তৈরি। নতুন রঙগুলো অধিক রঞ্জন ক্ষমতা ও অস্বচ্ছ হলেও পূর্বসুরীদের মতো নরম হিউ তাদের নেই।[২৩]
- প্রাচীনকাল থেকেই আখরোট ব্যবহার করে একরকম বাদামী ডাই তৈরি করা হতো। লোমান লেখক ওভিড খ্রিস্টপূর্ব প্রথম শতকে লিখেছেন যে কীভাবে গলরা আখরোটের খোসা থেকে ভুষি বা তুষ বানিয়ে তা দিয়ে উল রাঙাতো বা চুল লাল করতো।[২৬]
- চেস্টনাট গাছ বাদামী ডাইয়ের উৎস হিসেবে অনেক আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। গাছটির বাকল, পাতা এবং চেস্টনাটের খোসার গুঁড়ো হতে বাদামী ডাই বানানো হতো। পাতা থেকে তৈরি হতো বেইজ বা হলদে-বাদামী ডাই, আর উসমানীয় সাম্রাজ্যে সেটাকে ইন্ডিগো ব্লুর সাথে মিশিয়ে সবুজের বিভিন্ন শেড তৈরি করা হতো।[২৭]
-
বাদামী পিগমেন্টে লৌহ অক্সাইড সবচেয়ে কমন উপাদান।
-
লিমোনাইট এক ধরনের হলদে লৌহ আকরিক। কাঁচা ও পোড়া সিয়েনার উৎস হলো লৌহ অক্সাইডসমৃদ্ধ লিমোনাইট।
-
প্রাকৃতিক বা কাঁচা আম্বার পিগমেন্ট হলো লৌহ অক্সাইড এবং ম্যাঙ্গানিজে সমৃদ্ধ মাটি।
-
টাস্কানির সিয়েনা অঞ্চল থেকে পোড়া সিয়েনা পিগমেন্ট।
বাদামী চোখ
সম্পাদনামানবচোখে আইরিসের স্ট্রোমাতে মেলানিনের ঘনমাত্রা তুলনামূলক বেশি হলে স্বল্প ও দীর্ঘ উভয় তরঙ্গদৈর্ঘ্যের আলোই শোষিত হয় এবং চোখের রং বাদামী দেখায়[২৮][২৯] আর পৃথিবীর অনেক অঞ্চলে অধিকাংশ লোকই বাদামী আইরিসের অধিকারী।[৩০] বাদামী চোখের গাঢ় পিগমেন্ট দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম আফ্রিকা, ওশেনিয়া, আফ্রিকা, আমেরিকা প্রভৃতি অঞ্চলে, পূর্ব ইউরোপ ও দক্ষিণ ইউরোপের কিছু অংশ সহ।[৩১] সার্বিক হিসাবে পৃথিবীর সিংহভাগ মানুষের চোখের রঙই গাঢ় বাদামী। হালকা বা মধ্যম-পিগমেন্টের বাদামী চোখ দেখা যায় ইউরোপ, আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর ভারতে, মধ্যপ্রাচ্যের কিছু অংশসহ।
-
পশ্চিম আফ্রিকা, পূর্ব ইউরোপ এবং আমেরিকায় বেশি দেখা যায় হালকা বাদামী আইরিস।
বাদামী চুল
সম্পাদনাকালোর পরে বাদামীই মানবচুলের সবচেয়ে কমন রঙ। প্রাকৃতিক গাঢ় পিগমেন্ট ইউমেলানিনের উচ্চমাত্রা এবং ফিকে পিগমেন্ট ফিয়োমেলানিনের নিম্নমাত্রার কারণে চুলের রং বাদামী হয়। ইউরোপীয়দের মধ্যে বাদামী ইউমেলানিন বেশি কমন, কিন্তু অ-ইউরোপীয়দের চুলে কালো ইউমেলানিন অধিক। অন্যান্য পিগমেন্ট না থাকলে অল্প পরিমাণ কালো ইউমেলানিন চুলে ধূসর বর্ণ সৃষ্টি করে। আর অন্যান্য পিগমেন্টের অনুপস্থিতিতে সামান্য বাদামী ইউমেলানিন সৃষ্টি করে সোনালী বা ব্লন্ড চুল।
জনপ্রিয় পশ্চিমা সংস্কৃতিতে প্রচলিত ধারণা হলো ব্রন্টিরা (বাদামী চুলের নারী) সুস্থির, সিরিয়াস, স্মার্ট এবং বাস্তবজ্ঞানসম্পন্ন। চুলের রং ও আকর্ষণের তীব্রতা সম্পর্কে এক ব্রিটিশ জরিপে দেখা গেছে অংশগ্রহণকারী পুরুষদের ৬২ শতাংশই বাদামী-চুলো নারীদেরকে স্থৈর্য ও পারদর্শিতার সাথে সম্পৃক্ত করেছে। ৬৭ শতাংশ পুরুষ ব্রন্টিদের বলেছে স্বাধীনচেতা ও স্বয়ংসম্পূর্ণ, ৮১ শতাংশ বলেছে বুদ্ধিমান।[৩২]
-
ফরাসীতে বাদামী (brun) চুলের নারীদেরকে বলে ব্রন্টি (Brunette)।
-
শ্রীলঙ্কার ফ্যাশন মডেল নাদীকা পেরেরা।
-
লালচে বাদামী চুলকে বলে অবার্ন চুল। ছবিটি অভিনেত্রী সুসান সারানডনের।
-
চেস্টনাট চুলেও লাল আভা আছে, তবে তা অবার্ন থেকে কম, বরং তুলনামূলক বেশি বাদামী। ছবিতে মেসিডোনিয়ার গায়িকা এলেনা রিসটেস্কা।
বাদামি ত্বক
সম্পাদনাবিশ্বের মানুষের বড় এক অংশের ত্বকের রং বাদামী বা তার শেড, মধুর মতো ফিকে বাদামী বা সোনালী বাদামী থেকে শুরু করে তামাটে বা ব্রোঞ্জের রং পর্যন্ত, কিংবা কফির রং বা কড়া চকলেটের। ত্বকের রং ও জাতি এককথা নয়; শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যাদের বলা হয় তাদের অনেকের গায়ের রং বাদামীর কোনো না কোনো ছটা। ত্বকের মেলানোসাইট কোষে উৎপন্ন হয় প্রাকৃতিক পিগমেন্ট মেলানিন যা গায়ের রঙের জন্য দায়ী। মানবত্বকের ভেতরে প্রতিনিয়ত জৈবরাসায়নিক প্রভাবক যে অতিবেগুনী রশ্মি প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করার প্রয়োজনেই ত্বকের পিগমেন্ট বিবর্তিত হয়েছে।[৩৩]
সূর্যালোকে রোদ পোহালে তথা সান ট্যানিং করলে ত্বকের প্রাকৃতিক রং গাঢ় হয়ে যেতে পারে। এসম্পর্কে প্রচলিত মতবাদ হলো, ত্বকের রং অতিরিক্ত সূর্যালোক বিকিরণের সাথে অভিযোজিত হয়ে যায় যেন অতিবেগুনী কণা ত্বককোষের ডিএনএর ক্ষতি বা মিউটেশন করতে না পারে।[৩৪] পৃথিবীর বিভিন্ন স্থানে অতিবেগুনী বিকিরণের সাথে সেসব স্থানের আদিম অধিবাসীদের গায়ের রঙের সম্পর্ক আছে। বিষুবরেখার কাছাকাছি যেসব অঞ্চলে তিবেগুনী রশ্মি সর্বাধিক, সেসব অঞ্চলে লোকজনের ত্বক গাঢ় বা শ্যামলা বর্ণের। পক্ষান্তরে মেরুর দিকের কম অতিবেগুনী রশ্মির অঞ্চলে লোকেরা ফিকে বা ফর্সা রঙের। তবে দেশান্তর ও অভিবাসনের ফলে এসব ছাঁচ অনেকটা বদলে গিয়েছে।[৩৫]
সাদা/শ্বেতাঙ্গ ও কালো/কৃষ্ণাঙ্গ বলতে জাতি বোঝালেও বাদামী দিয়ে তেমনটা বোঝায় না, কারণ তা সব জাতিতেই বিদ্যমান। ব্রাজিলে পর্তুগিজ শব্দ pardo অর্থ বাদামীর বর্ণচ্ছটা, কিন্তু তা ব্যবহার করা হয় বহুজাতিক লোকদের সম্পর্কে। ব্রাজিলিয়ান ইন্সটিটিউট অফ জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (IBGE) এক জরিপে জনগণকে বলে তাদের নিজেদেরকে branco (সাদা), pardo (বাদামী), negro (কালো), বা amarelo (হলুদ) হিসেবে চিন্হিত করতে। ২০০৮ সালে ৪৩.৮ শতাংশ লোক নিজেদেরকে pardo বা বাদামী বলে চিহ্নিত করে।[৩৬] (See Human skin color)
-
গাম্বিয়ার এক বয়স্ক নারী
-
মিশরের এক পুরুষ
-
ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিয়ানা রিওস
-
তিব্বতের এক লোক
-
পেরুর এক তরুণী
মাটি
সম্পাদনাপৃথিবীর উপরের পাতলা স্তর তথা ভূত্বক বেশিরভাগই বিভিন্ন ছটার বাদামী মাটি দিয়ে গঠিত।[৩৭] ভালো মাটিতে থাকে শতকরা ৪৫ ভাগ খনিজ উপাদান, ২৫ ভাগ পানি, ২৫ ভাগ বায়ু এবং ৫ ভাগ জৈব পদার্থ। মাটির অর্ধেক রং আসে খনিজ থেকে আর তাতে আছে লৌহ, জারিত হলে হলদে বা লালচে বর্ণধারণ করে; ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন ও সালফার প্রাকৃতিকভাবে ক্ষয়ে গিয়ে বাদামী বা কালচে হয়। উর্বর ও সমৃদ্ধ মাটি সাধারণত গাঢ় রঙের হয়; মাটিস্থ জৈব পদার্থ পচে রং গাঢ়তর হয়। মরা পাতা ও শিকড় ক্ষয়ে কালো বা বাদামী রং নেয়। তুলনামূলক অনুর্বর মাটির রং হয় ফিকে বাদামী আর তাতে পানি বা জৈব পদার্থও কম থাকে।
- মোলিসল (Mollisols): আমেরিকার গ্রেট প্লেইনসের তৃণভূমি, আর্জেন্টিনার পাম্পাস এবং রাশিয়ার স্তেপভূমিতে এরকম মাটি পাওয়া যায়। এটি ৬০-৮০ সেন্টিমিটার গভীর এবং পুষ্টি উপাদান ও জৈবপদার্থে সমৃদ্ধ।
- লোয়েস (Loess): এক ধরনের ফিকে হলুদ বা মহিষচর্মের রঙবিশিষ্ট মাটি যা বায়ুবাহিত পলিমাটিরূপে সৃষ্ট। এটি অত্যন্ত উর্বর, কিন্তু বায়ু বা পানিতে সহজেই ক্ষয়ে যায়।
- পিট (Peat): পানিতে ভিজে ধীরে ধীরে অনেকটা ক্ষয়প্রাপ্ত উদ্ভিজ্জের সংগ্রহ। রং গাঢ় বাদামী হলেও এটি অনুর্বর, তবে জ্বালানী হিসেবে কার্যকরী।
-
সাধারণ মাটির স্তরচিত্র; গাঢ়-বাদামী উপরিভাগ, জৈবপদার্থে সমৃদ্ধ, নিচে লালচে-বাদামী নিম্নভাগ।
-
আমেরিকার গ্রেট প্লেইনসের তৃণভূমি, আর্জেন্টিনার পাম্পাস এবং রাশিয়ার স্তেপভূমিতে পাওয়া মোলিসল মাটির স্তরচিত্র।
-
চীনে লোয়েস মাটির ভূদৃশ্য। বায়ুবাহিত পলি হিসেবে এটি সৃষ্টি হয়; অত্যন্ত উর্বর, তবে বায়ু/পানিতে সহজেই ক্ষয়ে যায়।
-
স্কটল্যান্ডের আওটার হেবরাইডসে মাটি হতে তোলা পিটের গাদা। পিট হলো ক্ষয়িত উদ্ভিজ্জ পদার্থ।
স্তন্যপায়ী ও পাখি
সম্পাদনাবহু স্তন্যপায়ী এবং শিকারী পাখিতে বাদামী রং দেখা যায়। এটা কখনো মৌসুমভেদে বদলায়, কখনো সারাবছর একই থাকে। বাদামী রঙটা প্রকৃতিতে প্রায়ই ক্যামোফ্লেজ হিসেবে কাজ করে, যেমন - বনের মাটি বাদামী, তাই বিশেষত বসন্ত ও গ্রীষ্মকালে তুষারপায়া খরগোশের মতো প্রাণীদের দেহে বাদামী লোম গজায়।
- বাদামী ইঁদুর বা নরওয়ের ইঁদুর (Rattus norvegicus) হলো ইঁদুরের সবচেয়ে পরিচিত ও কমন জাতগুলোর একটি।
- বাদামি ভাল্লুক (Ursus arctos) হলো বড় জাতের ভাল্লুক যারা উত্তর ইউরেশিয়া ও উত্তর আমেরিকায় ছড়িয়ে আছে।
- এরমাইন (Mustela erminea) গরমকালে পিঠে বাদামী লোম হয়, আর এর আবাসের দক্ষিণাঞ্চলে সারাবছর তা থাকে।
-
বাদামী ভাল্লুক পাওয়া যায় ইউরেশিয়া ও উত্তর আমেরাকায়।
-
তামাটে (tawny) পেঁচা। পুরনো ফরাসী শব্দ tané অর্থ চামড়া ট্যানিং করা। সেখান থে এসেছে tan, suntan ও tawny শব্দগুলো।
-
তুষারপায়া খরগোশের লোম গরমকালে থাকে বাদামী এবং শীতকালে হয় সাদা, মৌসুমভেদে প্রাকৃতিক ক্যামোফ্লেজ।
-
সাহারা মরুভূমিতে উটের গায়ের রং ক্যামোফ্লেজ হিসেবে খুব কাজের, এছাড়া শীতের কম্বল ও ওভারকোট তৈরিতেও এটি ব্যবহৃত হয়।
জীববিজ্ঞান
সম্পাদনা- মানুষ ও অন্যান্য প্রাণীর পরিত্যক্ত নিরেট বর্জ্য বা মল সাধারণত বাদামী রঙের হয় কারণ এতে থাকে বিলিরুবিন যা কিনা লোহিত রক্তকণিকা ধ্বংসের সময় উপজাত হিসেবে উৎপন্ন হয়।
সংস্কৃতিতে বাদামি
সম্পাদনাবাদামী হলো সবচেয়ে কম পছন্দের রঙ। এক জরিপে দেখা গেছে যে অংশগ্রহণকারীদের মাত্র ১ শতাংশের প্রিয় রং বাদামী, সাদা ও পিঙ্কের পরের স্থানে; আর ২০ শতাংশ লোকের সবচেয়ে কম পছন্দের রঙ, এমনকি পিঙ্ক, ধূসর ও বেগুনী থেকেও কম।[৩৮]
বাদামি ইউনিফর্ম
সম্পাদনা১৮ শতকের শেষ ভাগ থেকেই সহজলভ্যতা এবং কম দৃশ্যমানতার কারণে মিলিটারি ইউনিফর্ম হিসেবে বাদামী রং জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকান বিপ্লব জড়িয়ে পড়ার পর ১৭৭৫ সালে যখন কন্টিনেন্টাল আর্মি গঠিত হয়, তখন প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস ঘোষণা করে যে তাদের দাপ্তরিক ইউনিফর্মের রং হবে বাদামী। কিন্তু অনেক মিলিশিয়া এটা পছন্দ করেনি, কারণ তাদের অফিসাররা আগে নীল পোশাক পরতো। ১৭৭৮ সালে কংগ্রেস জর্জ ওয়াশিংটনকে নতুন করে ইউনিফর্মের ডিজাইন করে দিতে বলে। তখন ১৭৭৯ সালে তিনি সব ইউনিফর্মের রং নীল ও বাফ (ভয়সা) করার আদেশ দেন।[৩৯]
১৮৪৬ সালে ব্রিটিশ ভারতে সেনাবাহিনীর কর্পস অফ গাইডস রেজিমেন্টের ভারতীয় সৈনিকরা হলদে শেডের ট্যান রঙের পোশাক পরতে শুরু করে। উর্দুতে সেটাকে বলে খাকি, অর্থাৎ মেটে রঙ, মূলত শব্দটা ফার্সি। রঙটা খুব চমৎকার প্রাকৃতিক ক্যামোফ্লেজ হিসেবে কাজ করতো। ব্রিটিশ সেনাবাহিনী ১৮৬৭-৬৮ সালে তাদের আবিসিনীয় ক্যাম্পেইনে খাকি পোশাক পরেছিল, পরবর্তীতে বুয়র যুদ্ধেও তারা সেটা ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রঙটা প্রথম পরে স্পেনিশ-আমেরিকান যুদ্ধের (১৮৯৬) সময়, পরে ইউনাইটেড স্টেটস নেভি এবং ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসও এটা পরা শুরু করে।
১৯২০-এর দশকে, জার্মানির নাৎসী পার্টির ইউনিফর্মের রং ছিল বাদামী। নাৎসী আধাসামরিক বাহিনী Sturmabteilung (SA) বাদামী ইউনিফর্ম পরতো এবং 'বাদামীশার্ট' বলে তারা পরিচিত ছিল। জার্মানিতে নির্বাচনী জেলার মানচিত্রে নাৎসি ভোটগুলো বাদামী রং দিয়ে উপস্থাপন করা হতো। কেউ নাৎসিদের ভোট দিলে বলা হতো, সে বাদামী ভোট দিয়েছে ("voting brown")। মিউনিখে নাৎসি পার্টির জাতীয় সদর দপ্তরগুলোকে বলা হতো Brown House বা বাদামী বাড়ি। এমনকি ১৯৩৩ সালে নাৎসিদের ক্ষমতা দখলকেও বলা হয়েছিল বাদামী বিপ্লব।[৪০] এডলফ হিটলারের ওবেরস্যাল্জবার্গের বাড়ি বারঘফে তার বিছানা "সাধারণত ঢাকা থাকতো একটি বাদামী কম্বল দিয়ে যার ওপর আঁকা ছিল বিরাট স্বস্তিকা চিহ্ন। হিটলারের বাদামী স্যাটিনের পাজামাতেও স্বস্তিকা ছিল, পকেটের লাল পটভূমিতে কালো সুতোয় বোনা। এর সাথে মিল করে ছিল তার বাদামী রঙের রেশমী বহির্বাস।"[৪১] নাৎসি পার্টির রং হিসেবে বাদামী বাছাই করার আসল কারণ ছিল বৈষয়িক সুবিধা; জার্মানির সাবেক উপনিবেশ আফ্রিকায় মোতায়েন করা সেনাদের প্রচুর অতিরিক্ত পোশাকগুলো যুদ্ধের পর ১৯২০ দশকে অনেক সস্তায় পাওয়া যেতো। এছাড়া পার্টির শ্রমিক-মিলিটারি ভাব বজায় রাখতেও রঙটা ছিল মানানসই। ১৯৩০ দশকে পার্টির বাদামী ইউনিফর্মগুলো বিপুল পরিমাণে উৎপাদন করতে থাকে ফ্রাশন ডিজাইনার হুগো বসের (1885-1948) কোম্পানি। বস ১৯৩১ সালে পার্টির সদস্য হয় এবং এসএ, এসএস ও হিটলার ইয়ুথের পোশাক সরবরাহের লাইসেন্স পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তার ভোটাধিকার এবং কোম্পানির প্রেসিডেন্সি কেড়ে নেয়া হলেও কোম্পানিটি এখনো চলছে, তার নাম বহন করে।[৪২][৪৩]
-
খাকি পোষাকে ব্রিটিশ ভারতের ভারতীয় সৈন্যরা।
-
খাকি পোষাকে জেনারেল ডগলাস ম্যাকআর্থার (2 আগস্ট, 1945)।
-
ইউএস নেভীর চীফ পেটি অফিসারেরা তাদের খাকি ইউনিফর্মে।
ব্যবসা
সম্পাদনাবিজ্ঞাপনে বাদামী রঙের ব্যবহার বৈরি অবস্থায়ও কার্যকর এবং টেকসই পণ্যের ইঙ্গিত করে।[৪৪] পুলম্যান ব্রাউন[৪৫] হলো ডেলিভারি কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (UPS)-এর রঙ, তাদের ট্রেডমার্ক বাদামী ট্রাক ও ইউনিফর্মের রঙও এটাই। এই রঙটি আগে পুলম্যান কোম্পানির পুলম্যান রেলগাড়ির রং ছিল। ইউপিএস রঙটা গ্রহণ করে কারণ একেতো এটি পরিষ্কার রাখা সহজ, আর দ্বিতীয়ত এর একটা বিলাসবহুল ভাব আছে। ইউপিএস বাদামী রং নিয়ে দুটি ট্রেডমার্ক নথিবদ্ধ করেছে যাতে অন্য কোম্পানিরা সেটা ব্যবহার করে ক্রেতাদের ঠকাতে না পারে। বিজ্ঞাপনে ইউপিএস নিজেদেরকে "ব্রাউন" বলে সম্বোধন করে থাকে ("What can Brown do for you?")।
-
ঐতিহ্যবাহী বাদামী রঙের পুলম্যান রেলগাড়ি।
-
পুলম্যান ব্রাউন রঙে ইউপিএসের ট্রাক।
বাগধারা ও প্রকাশ
সম্পাদনা- "To be brown as a berry" ("বেরির মতো বাদামী হয়ে যাওয়া") - সান ট্যানিং করে ত্বক শ্যামলা করা।
- "To brown bag" a meal (খাবার "বাদামী ব্যাগ করা" ) - অফিসে বা স্কুলের ক্যাফে বা রেস্তোরাঁয় খাওয়ার বদলে বাসা থেকে খাবার এনে খাওয়া।
- "To experience a brown out" ("ব্রাউন আউট দেখা") - বিদ্যুৎ প্রবাহের আংশিক বিভ্রাট, তবে ব্ল্যাক আউটের চেয়ে কম মাত্রায়।
- Brownfield বা বাদামী মাঠ হলো পতিত বা পরিত্যক্ত শিল্প-বাণিজ্য এলাকা যা প্রাকৃতিক দূষণের কারণে পুনর্বাসন ও পুনর্গঠন করা কঠিন।[৪৬]
- '"Brown-nose" ইংরেজি ক্রিয়াপদ যার অর্থ চাটুকার হওয়া। শব্দটা এসেছে অফিসে স্বার্থ হাসিলের জন্যে বসের পশ্চাৎদেশ লেহন করার অর্থে, বাংলায় সেটাকে বলে পদলেহন।
- "In a brown study" (মনমরা ভাব).
প্যারাসাইকোলজি
সম্পাদনা- বলা হয়ে থাকে, যেসব লোকের চারপাশে বাদামী বলয় থাকে তারা প্রায়শই অসাধু ব্যবসায়ী, কেবল লোভের বশবর্তী হয়েই তারা ব্যবসা করে; অথবা লোভী অর্থগৃধ্নু লোক।[৪৭]
ক্রীড়া
সম্পাদনা- ন্যাশনাল ফুটবল লীগের ক্লীভল্যান্ড ব্রাউনস দলের নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা এবং দীর্ঘকালের কোচ পল ব্রাউনের নামানুসারে এবং তাদের দলীয় রঙও বাদামী।
আরও দেখুন
সম্পাদনাগ্রন্থপঞ্জী
সম্পাদনা- Varichon, Anne (২০০৫)। Couleurs: pigments et teintures dans les mains des peuples (ফরাসি ভাষায়)। Paris: Editions du Seuil। আইএসবিএন 978-2-02-084697-4।
- Heller, Eva (২০০৯)। Psychologie de la couleur: effets et symboliques (ফরাসি ভাষায়)। Munich: Pyramyd। আইএসবিএন 978-2-35017-156-2।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Shorter Oxford English Dictionary, (2002), Oxford University Press.
- ↑ Webster's New World Dictionary of the American Language: "A combination of red, black, and yellow."
- ↑ Oxford English Dictionaries On-LIne: "Of a colour produced by mixing red, yellow, and blue, as of dark wood or rich soil"
- ↑ Shorter Oxford English Dictionary; "of a colour produced by mixing red, yellow, and blue, as of dark wood or rich soil"
- ↑ Heller, Eva, Psychologie de la couleur' -effets et symboliiques, (2009), p. 212-223.
- ↑ Webster's New World Dictionary of the American Language, College Edition, 1964
- ↑ Oxford English Dictionary
- ↑ "Brun rouge assez foncé." Le Petit Robert (1988).
- ↑ Oxford English Dictionary
- ↑ বিবর্তনমূলক বাংলা অভিধান (২০১৩) - গোলাম মুরশিদ
- ↑ first attested in The Metres of Boethius 26. 58, ca. AD 1000: stunede sio brune yd wid odre "One dark wave dashed against the other".
- ↑ Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 191
- ↑ His hare [was] like to the nute brun, quen it for ripnes fals dun "his hair was like the nut brown, when for ripeness it falls down", Cursor M. 18833, ca. AD 1300, cited after OED.
- ↑ [১] Omniglot- words for colors in different languages.
- ↑ Varichon, Couleurs – pigments et teintures dans les mains des peuples. p. 254.
- ↑ Eva Heller, Psychologie de la couleur: Effets et symboliques. p. 219
- ↑ R. H. Britnell (১৯৮৬)। Growth and decline in Colchester, 1300–1525। Cambridge University Press। পৃষ্ঠা 55–77। আইএসবিএন 978-0-521-30572-3{{inconsistent citations}}
- ↑ Daniel V. Thompson, (1956), The Materials and Techniques of Medieval Painting, p. 88-89
- ↑ Shorter Oxford Dictionary, (2002).
- ↑ "Some Experiments on Color", Nature 111, 1871, in John William Strutt (Lord Rayleigh) (১৮৯৯)। Scientific Papers। University Press।
- ↑ "Color Vision", in Richard Feynman (১৯৬৪)। The Feynman Lectures on Physics। Addison Wesley Longman।
- ↑ G. M. Johnson and M. D. Fairchild, "Visual psychophysics and color appearance," (chapter) in CRC Digital Color Imaging Handbook, 115–171 (2003).
- ↑ ক খ গ ঘ Isabellle Roelofs and Fabien Petillion, La Couleur explquée aux artistes, p. 30.
- ↑ Eveleth, Rose। "Ground Up Mummies Were Once an Ingredient in Paint"। Smithsonian। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ Isabellle Roelofs and Fabien Petillion, La Couleur explquée aux artistes, p. 148.
- ↑ Anne Varichon, Couleurs- pigments et teintures dans les mains des peuples, pp. 264-265
- ↑ Anne Varichon, Couleurs- pigments et teintures dans les mains des peuples, pp. 262–263
- ↑ Fox, Denis Llewellyn (1979). Biochromy: Natural Coloration of Living Things. University of California Press. p. 9. আইএসবিএন ০-৫২০-০৩৬৯৯-৯.
- ↑ Eiberg H, Mohr J (১৯৯৬)। "Assignment of genes coding for brown eye colour (BEY2) and brown hair colour (HCL3) on chromosome 15q"। Eur. J. Hum. Genet.। 4 (4): 237–41। পিএমআইডি 8875191।
- ↑ অনলাইন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ইন ম্যান (ওএমআইএম): SKIN/HAIR/EYE PIGMENTATION, VARIATION IN, 1; SHEP1 - ২২৭২২০
- ↑ Sulem, Patrick; Gudbjartsson, Daniel F; Stacey, Simon N; Helgason, Agnar; Rafnar, Thorunn; Magnusson, Kristinn P; Manolescu, Andrei; Karason, Ari; ও অন্যান্য (২০০৭)। "Genetic determinants of hair, eye and skin pigmentation in Europeans"। Nat. Genet.। 39 (12): 1443–52। ডিওআই:10.1038/ng.2007.13। পিএমআইডি 17952075।
- ↑ "Why gentlemen no longer prefer blondes"। Daily Mail। London। ৪ সেপ্টেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২।
- ↑ Muehlenbein, Michael (২০১০)। Human Evolutionary Biology। Cambridge University Press। পৃষ্ঠা 192–213।
- ↑ Jablonski, N. G.; Chaplin, G. (২০১০)। "Colloquium Paper: Human skin pigmentation as an adaptation to UV radiation"। Proceedings of the National Academy of Sciences। 107: 8962–8। ডিওআই:10.1073/pnas.0914628107। পিএমআইডি 20445093। পিএমসি 3024016 । বিবকোড:2010PNAS..107.8962J।
- ↑ Webb, A.R. (২০০৬)। "Who, what, where, and when: influences on cutaneous vitamin D synthesis"। Progress in Biophysics and Molecular Biology। 92 (1): 17–25। ডিওআই:10.1016/j.pbiomolbio.2006.02.004। পিএমআইডি 16766240।
- ↑ IBGE. 2008 PNAD. População residente por cor ou raça, situação e sexo.
- ↑ Birkeland, Peter W. Soils and Geomorphology. 3rd edition. New York: Oxford University Press, 1999.
- ↑ Eva Heller, Psychologie de la couleur; effets et symboliques. p. 4
- ↑ "Army Dress Uniform"। ১৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭।
- ↑ Toland, John Hitler: The Pictorial Documentary of his Life Garden City, New York:1978 Doubleday & Sons Chapter 5 "The Brown Revolution" Pages 42–60
- ↑ Infield, Glenn B. Eva and Adolf New York:1974--Grosset and Dunlap Page 142 (The author compiled this book by interviewing Albert Speer and others who had been in Hitler's inner circle, such as SS men, secretaries, and housekeepers. The author also consulted the Musmanno Archives, a record of post-war interviews with over 200 people who had been close to Adolph Hitler or Eva Braun.)
- ↑ "Hugo Boss Acknowledges Link to Nazi Regime"। The New York Times। আগস্ট ১৪, ১৯৯৭। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৯, ২০০৮।
- ↑ White, Constance C. R (আগস্ট ১৯, ১৯৯৭)। "Patterns: The Fallout on Hugo Boss"। The New York Times। সংগ্রহের তারিখ জানুয়ারি ১, ২০১১।
- ↑ Labrecque, Lauren I.; Milne, George R. (২০১২)। "Exciting Red and Competent Blue: The Importance of Color in Marketing"। Journal of the Academy of Marketing Science। 40 (5): 711–727। ডিওআই:10.1007/s11747-010-0245-y।
- ↑ "They started out being Pullman brown," said Peter Fredo, U.P.S.'s vice president for advertising and public relations [...] The trucks have been brown since 1916 [...] "it was the epitome of luxury and class at the time.", in Jacobs, Karrie (১৯৯৮-০৪-২০)। "Learning to Love Brown"। New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০২।
- ↑ "Glossary of Terms for Brownfields" (পিডিএফ)। HSRC। ২০০৬-০৩-২৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৫-২৫।
- ↑ Swami Panchadasi The Human Aura: Astral Colors and Thought Forms Des Plaines, Illinois, USA:1912--Yogi Publications Society Page 37
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে বাদামী সম্পর্কিত মিডিয়া দেখুন।