বড়বাটি স্টেডিয়াম

(Barabati Stadium থেকে পুনর্নির্দেশিত)

বড়বাটি স্টেডিয়াম (ওড়িয়া: ବାରବାଟି ଷ୍ଟାଡିଅମ) হলো ভারতের ওড়িশা রাজ্যের একটি ক্রিকেট মাঠ। এটি কটকে অবস্থিত। এই মাঠটিতে ভারত টেস্ট ক্রিকেট খেলে থাকে। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের কিছু খেলা এখানে অনুষ্ঠিত হয়েছিলো।

বড়বাটি স্টেডিয়াম
কটকে বড়বাটি স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানস্টেডিয়াম রোড, কটক, ওড়িশা, ভারত
দেশভারত
স্থানাঙ্ক২০°২৮′৫২″ উত্তর ৮৫°৫২′৭″ পূর্ব
প্রতিষ্ঠা১৯৫৮
ধারণক্ষমতা৪৫,০০০
স্বত্ত্বাধিকারীওড়িশা ক্রিকেট সংস্থা
পরিচালকওড়িশা ক্রিকেট সংস্থা
ভাড়াটেওড়িশা ক্রিকেট দল (১৯৫৮-বর্তমান)
ডেকান চার্জার্স (২০১০-২০১২)
কিংস এলেভেন পাঞ্জাব (২০১৪)
কলকাতা নাইট রাইডার্স (২০১৪)
ভারত জাতীয় ক্রিকেট দল
ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল
প্রান্তসমূহ
কর্পোরেট বক্স প্রান্ত
প্যাভিলিয়ন প্রান্ত
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট৪–৭ জানুয়ারি ১৯৮৭:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
সর্বশেষ পুরুষ টেস্ট৮–১২ নভেম্বর ১৯৯৫:
ভারত  বনাম  নিউজিল্যান্ড
প্রথম পুরুষ ওডিআই২৭ জানুয়ারি ১৯৮২:
ভারত  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ ওডিআই২ নভেম্বর ২০১৯:
ভারত  বনাম  ওয়েস্ট ইন্ডিজ
প্রথম পুরুষ টি২০আই৫ অক্টোবর ২০১৫:
ভারত  বনাম  দক্ষিণ আফ্রিকা
সর্বশেষ পুরুষ টি২০আই১২ জুন ২০২২:
ভারত  বনাম  দক্ষিণ আফ্রিকা
১২ জুন ২০২২ অনুযায়ী
উৎস: ক্রিকইনফো

পরিকাঠামো

সম্পাদনা

এমনিতে কটকে ম্যাচ মানে ক্রিকেটারেরা থাকেন ভুবনেশ্বরে। প্র্যাকটিস বা ম্যাচের দিন এখান থেকে যাতায়াত করেন তারা। কারণ কটকে থাকার মতো ভাল হোটেল নেই।

টি২০ আন্তর্জাতিক

সম্পাদনা

এখানে মোট ২টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৯২ রানে গুটিয়ে যায়। বিরাট রোহিতদের দায়িত্বজ্ঞানহীন রানআউট এর মাসুল হিসেবে ম্যাচ হারতে হয় ভারতকে।

কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখে দর্শকরা জলের বোতল ছুড়ে খেলা বন্ধ করে দিয়েছিল। তার জেরে বরাবাটি স্টেডিয়ামে ইডেনের মতোই জলের বোতল নিয়ে ঢোকাও নিষিদ্ধ করে দেওয়া হয় ।

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা