আরামবাগ ক্রীড়া সংঘ

বাংলাদেশের একটি ফুটবল ক্লাব
(Arambagh KS থেকে পুনর্নির্দেশিত)

আরামবাগ ক্রীড়া সংঘ বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। এটি ঢাকার আরামবাগে অবস্থিত। আরামবাগ ক্রীড়া সংস্থা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়[]

আরামবাগ
পূর্ণ নামআরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা
প্রতিষ্ঠিত১৯৫৮; ৬৬ বছর আগে (1958)
মাঠশহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম
ধারণক্ষমতা১২,০০০
লিগবাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
২০১৭-১৮৮ম

বর্তমান খেলোয়াড়

সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   শাহ রহমান
গো   হান্দা উজ্জল
গো   সায়েদ ইউসুফ
গো   মো: আতিকুল ইউসুফা
  মোহাম্মদি ফয়সাল
  মোহাম্মদি ফিরদুসা
  রহমান শিয়াব
  মোর্শেদ মামুন
  ডে মারিক
  ইশাক কামিল
নং অবস্থান খেলোয়াড়
  জাহিদ হুসেইন
  তারিক মেহেদি
  জ্যাক মারিক
  Janal Samsa
  Zurib Faisal
  Handa Rahman
  নজরুল ইমান
  Fyodor Kochkin
  Nazov Maknevich
  Hilman Ariq

৪র্থ এবং ৫ম শীতল মহিলা হ্যান্ডবলে এ ক্লাব চ্যাম্পিয়ন হয়। নেপালে আলফা কাপ চ্যাম্পিয়ন। ১৯৯৫ সালে সিকিমে অনুষ্ঠিত অষ্টম চিফ মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ এবং ভারতের নাগজী গোল্ডকাপ টুর্নামেন্টে রানার্সআপ হয়। এছাড়া আরামবাগ ভারতের আগরতলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট কাপে অংশগ্রহণ করে এবং বাংলাদেশে ফেডারেশন কাপ টুর্নামেন্টে রানার্সআপ হয়[][]

বিজয়ী (১ বার): ২০১৮[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. শফিক আনোয়ার। "ক্রীড়া সংস্থা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "আরামবাগ ক্রীড়া সংঘ"thedemoz.com। ২০২০-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  3. SOMOY TV (২০১৮-০২-১১)। "চ্যাম্পিয়ন হবার পর অভিনন্দনে সিক্ত আরামবাগ ! | Independence Cup Football"